আয় আরো বেঁধে বেঁধে থাকি
শঙ্খ ঘোষ
১.’আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবির কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত-
(ক) ‘নিহিত পাতাল ছায়া’
(খ) ‘পাঁজরে দাঁড়ের শব্দ’
(গ) ‘দিনগুলি রাতগুলি’
(ঘ) ‘জলই পাষাণ হয়ে আছে’
উত্তর:-‘জলই পাষাণ হয়ে আছে’
২.’আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির কবি হলেন-
(ক) বিয়ু দে
(খ) শঙ্খ ঘোষ
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
উত্তর:-শঙ্খ ঘোষ
৩.কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল-
ক) দিনগুলি রাতগুলি
(খ) নিহিত পাতাল ছায়া
(গ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
(ঘ) বাবরের প্রার্থনা
উত্তর:-দিনগুলি রাতগুলি
৪. শঙ্খ ঘোষ রচিত একটি প্রবন্ধগ্রন্থ হল-
(ক) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
(খ) অল্প বয়সে
(গ) কালের যাত্রা ও রবীন্দ্র নাটক
(ঘ) সুপুরিবনের সারি
উত্তর:-কালের যাত্রা ও রবীন্দ্র নাটক
৫. শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল?
(ক) কুন্তক
(গ) মৌমাছি
(খ) যাযাবর
(ঘ) নীললোহিত
উত্তর:- কুন্তক
৬ ‘কুন্তক’ ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনাগুলির নাম হল-
(ক) শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা
(খ) দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা
(গ) ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার
(ঘ) এই শহরের রাখাল, ছন্দের বারান্দা
উত্তর:-শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা
৭.’আয় আরো বেঁধে বেঁখে থাকি’ কথাটি কবিতায় ব্যবহৃত হয়-
(ক) এক বার
(গ) তিন বার
(খ) দু-বার
(ঘ) চার বার
উত্তর:-দু-বার
১.৮ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ বাক্যটির অর্থ-
(ক) দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা
(খ) ছাড়া ছাড়া থাকা
(গ) বন্ধন মুক্ত থাকা
(ঘ) ঢিলেঢালা থাকা
উত্তর:-দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা
৯.’আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির দ্বিতীয় পঙ্ক্তি
(ক) আমাদের ডানপাশে ধ্বস
(খ) আমাদের বাঁয়ে গিরিখাদ
(গ) আমাদের মাথায় বোমারু
(ঘ) আমাদের ঘর গেছে উড়ে
উত্তর:-আমাদের বাঁয়ে গিরিখাদ
১০. ‘আমাদের বাঁয়ে গিরিখাদ’- ‘গিরিখাদ’ শব্দটির আক্ষরিক অর্থ-
(ক) স্থানচ্যুতি
(খ) অদৃশ্য হওয়া
(গ) চূড়া
(ঘ) পর্বত গহ্বর
উত্তর:-পর্বত গহ্বর
১১. ‘আমাদের মাথায়___(শূন্যস্থান)
(ক) বোমারু
(খ) গিরিখাদ
(গ) চূড়া
(ঘ) পর্বত গহ্বর
উত্তর:- বোমারু
১২. কবিতায় উল্লিখিত হিমানীর বাঁধ রয়েছে-
(ক) হাতে হাতে
(খ) পায়ে পায়ে
(গ) মাথায় মাথায়
(ঘ) শিরায় শিরায়
উত্তর:-পায়ে পায়ে
১৩.’পায়ে পায়ে হিমানীর বাঁধ।’- ‘হিমানী’ শব্দের আক্ষরিক অর্থ-
(ক) জল
(খ) তুষার
(গ) আগুন
(ঘ) পর্বত
উত্তর:- তুষার
১৪. কবিতায় কবি কাদের শবদেহের উল্লেখ করেছেন?
(ক) বুড়োদের
(খ) যুবকদের
(গ) শিশুদের
(ঘ) বৃদ্ধাদেব
উত্তর:-শিশুদের
১৫. ‘আমাদের পথ নেই আর।’- ‘পথ’ শব্দটি কবিতায় ব্যবহৃত
হয়েছে-
(ক) দু-বার
(খ) চারবার
(গ) একবার
(ঘ) তিনবার
উত্তর:-শিশুদের
১৬. আমাদের কী নেই বলে কবির মত প্রকাশ?
(ক) ভূগোল
(খ) বাংলা
(গ) ইতিহাস
(ঘ) জীবন
উত্তর:-ইতিহাস
১৭. ‘আমাদের চোখমুখ ঢাকা।’- ‘চোখমুখ’ অর্থে কবি বলেছেন-
(ক) মুখোশাবৃত
(খ) অলংকারাবৃত
(গ) সময়াবৃত
(ঘ) সমাজাবৃত
উত্তর:-মুখোশাবৃত
১৮. আমরা ভিখারি কত মাস বলে কবির মত?
(ক) পাঁচ মাস
(খ) আট মাস
(গ) ছ-মাস
(ঘ) বারো মাস
উত্তর:-বারো মাস
১৯.কবির মতে তবুও আমরা কোথায় কোথায় ফিরেছি?
(ক) দোরে দোরে
(খ) জলে জলে
(গ) বন্দরে বন্দরে
(ঘ) স্থলে স্থলে
উত্তর:-দোরে দোরে
২০.কবিতায় কবি আরও কীভাবে থাকার কথা বলেছেন?
(ক) বেঁধে বেঁধে
(খ) ঘুরে ঘুরে
(গ) কেঁদে কেঁদে
(ঘ) শুয়ে শুয়ে
উত্তর:-বেঁধে বেঁধে