১) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
(A) রনজিত গুহ
(B) অমলেশ ত্রিপাঠী
(C) সুমিত সরকার
(D) রামচন্দ্র গুহ
উঃ (A) রনজিত গুহ
২) পিচঢালা রাস্তা নির্মাণ করেন-
(A) জন ম্যাক্যাডাম
(B) হামফ্রে ডেভি
(C) আইনস্টাইন
(D) জর্জ স্টিফেনশন
উঃ (A) জন ম্যাক্যাডাম
৩) সংস্কৃতির শহর বলা হয়-
(A) কলকাতাকে
(B) লখনৌ কে
(C) সুরাটকে
(D) মুম্বাইকে
উঃ (A) কলকাতাকে
৪) বাণিজ্য শহর বলা হয়-
(A) মুম্বাইকে
(B) কলকাতাকে
(C) গুজরাট কে
(D) বিহার কে
উঃ (A) মুম্বাইকে
৫) ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি?
(A) রাজ তরঙ্গিনী
(B) মহাভারত
(C) রামায়ণ
(D) বেদ
উঃ (A) রাজ তরঙ্গিনী
৬) ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়-
(A) দুই ভাগে
(B) তিন ভাগে
(C) চার ভাগে
(D) পাঁচ ভাগে
উঃ (C) চার ভাগে
৭) ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন-
(A) ইংরেজরা
(B) পর্তুগিজরা
(C) ওলন্দাজরা
(D) ফরাসিরা
উঃ (A) ইংরেজরা
৮) মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল-
(A) ১৮৯০
(B) ১৯১১
(C) ১৯১৮
(D) ১৯০৬
উঃ (B) ১৯১১
৯) বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল-
(A) বামাবোধিনী
(B) পাক প্রণালী
(C) পাক রাজেশ্বর
(D) আমিশ নিরামিষ
উঃ (C) পাক রাজেশ্বর
১০) ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়-
(A) বোম্বে থেকে থানে
(B) দিল্লি থেকে থানে
(C) বোম্বে থেকে দিল্লি
(D) দিল্লি থেকে কলকাতা
উঃ (A) বোম্বে থেকে থানে
১১) আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয়-
(A) ১৯৭৬
(B) ১৯৭৫
(C) ১৭৬৫
(D) ১২৪৫
উঃ (B) ১৯৭৫
১২) বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল-
(A) ১২ ই জানুয়ারি, ১৯৯৮
(B) ১লা মে, ১৯২৩
(C) ৫ ই জুন, ১৯৭৪
(D) কোনটাই নয়
উঃ (C) ৫ ই জুন, ১৯৭৪
১৩) আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো-
(A) সরকারি নথিপত্র
(B) ব্যক্তিগত পত্র
(C) সংবাদপত্র
(D) স্মৃতিকথা
উঃ (A) সরকারি নথিপত্র
১৪) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সরলাদেবী চৌধুরানী
(C) বিদ্যাসাগর
(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উঃ (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৫) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
(A) কলকাতাতে
(B) দিল্লিতে
(C) পুনাতে
(D) নাগপুর
উঃ (B) দিল্লিতে
১৬) বিপিনচন্দ্র পাল লিখেছেন-
(A) সত্তর বছর
(B) জীবনস্মৃতি
(C) আনন্দমঠ
(D) এ নেশন ইন মেকিং
উঃ (A) সত্তর বছর
১৭) ইন্টারনেট শুরু হয়-
(A) ১৯৮৯
(B) ১৮৯০
(C) ১৯৮৭
(D) ১৯৬৫
উঃ (A) ১৯৮৯
১৮) সোমপ্রকাশ ছিল একটি–
(A) সাপ্তাহিক পত্রিকা
(B) দৈনিক পত্রিকা
(C) মাসিক পত্রিকা
(D) কোনটাই নয়
উঃ- (A) সাপ্তাহিক পত্রিকা
১৯) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি-
(A) উপন্যাস
(B) কাব্যগ্রন্থ
(C) জীবনীগ্রন্থ
(D) আত্মজীবনী
উঃ- (D) আত্মজীবনী
২০) উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা-
(A) মালবিকা কার্যকর
(B) জে কৃষ্ণমূর্তি
(C) জ্যোতিরাও ফুলে
(D) কোনটাই নয়
উঃ- (B) জে কৃষ্ণমূর্তি