Madhyamik Geography

দশম শ্রেণী ভূগোল | বায়ুমণ্ডল MCQ – প্রশ্ন উত্তর

১। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত-

ক) 0.033% (উত্তর)

খ) 3.3%

গ) 0.3%

ঘ) 1.03%

২। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত –

ক) 78.08 (উত্তর)

ক) 79.09

গ) 70.95

ঘ) 77.08

৩। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কি-

ক) স্ট্র্যাটোস্ফিয়ার (উত্তর)

ক) মেসোস্ফিয়ার

গ) আয়নোম্বিয়ার

ঘ) ট্রপোস্ফিয়ার-এর একটি ভরে ঘনীভূত অবশর

৪। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কি-

ক) হাইড্রোজেন স্তর (উত্তর)

ক) হিলিয়াম স্তর

গ) পারমাণবিক অক্সিজেন স্তর

ঘ) আণবিক নাইট্রোজেন স্তর

৫। বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরি হয়, তা হল কি-

ক) মেসোস্ফিয়ার

ক) আয়নোস্ফিয়ার (উত্তর)

গ) ট্রপোস্ফিয়ার

ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার

৬। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন্ স্তরে?

ক) আয়নোস্ফিয়ার

খ) স্ট্র্যাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার (উত্তর)

ঘ) এক্সোস্ফিয়ার

৭। ওজোনস্তর ধ্বংসকারী গ্যাস কি-

ক) CFC (উত্তর)

ক) CO2

গ) N2

ঘ) S2

৮। ওজোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয়-

ক) মিলিবার এককে

খ) ডবসন এককে (উত্তর)

গ) কিলোগ্রাম এককে

ঘ) Knot এককে

৯। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়

ক) 32%

খ) 33%

গ) 34% (উত্তর)

ঘ) 38%

১০। সৌরকিরণের বিকিরিত হয়ে ফেরত যাওয়া অংশকে

কি বলে-

ক) এল নিনো

খ) লা নিনা

গ) অ্যালবেডো (উত্তর)

ঘ) বাষ্পীভবন

১১। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হল-

ক) মিথেন

খ) CFC

গ) CO₂ (উত্তর)

ঘ) CO

১২। এল-নিনোর প্রভাব দেখা যায় –

ক) আটলান্টিক মহাসাগরে

খ) প্রশান্ত মহাসাগরে (উত্তর)

ঘ) ভারত মহাসাগরে

১৩। বার্ষিক উয়তার প্রসর সবচেয়ে কম থাকে-

ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে (উত্তর)

খ) মৌসুমি জলবায়ু অঞ্চলে

গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

ঘ)স্তেপ জলবায়ু অঞ্চলে

১৪। দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কোন অঞ্চল এ-

ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

খ) উয় মরু জলবায়ু অঞ্চলে (উত্তর)

গ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে

ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

১৫। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়কে কি‌ বলে-

ক) চিনুক

খ) সিরোক্কো

গ) মিস্ট্রাল (উত্তর)

ঘ) বোরা

১৬। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ প্রায় কত-

ক) 1013.25 মিলিবার (উত্তর)

খ) 1013.20 মিলিবার

গ) 1013 মিলিবার

ঘ) 1013.13 মিলিবার

১৭। ‘ITCZ’ দেখা যায়-

ক) হিমমণ্ডলে

খ) উষ্ণমণ্ডলে (উত্তর)

গ) নাতিশীতোয় মণ্ডলে

ঘ) বারিমণ্ডলে

১৮। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল

ক) হ্যারিকেন (উত্তর)

খ) টর্নেডো

গ) টাইফুন

ঘ) সাইক্লোন

১৯। যুগোশ্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে-

ক) বোরা

খ) মিস্ট্রাল

গ) সিরোক্কো

ঘ) হারমাট্টান

২০। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় –

ক) সাইক্লোন

খ) টুইস্টার (উত্তর)

গ) টাইফুন

ঘ) হ্যারিকেন

২১। অশ্ব অক্ষাংশ কোথায় অবস্থিত

ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়

খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয় (উত্তর)

গ) মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়

ঘ) মেরু উচ্চচাপ বলয়

২২। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান কোথায় করে-

ক) 60°-70° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে

খ) 25°-35° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে (উত্তর)

গ) 10°-20° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে

ঘ) 70°-৪০° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে

২৩। আন্তক্রান্তীয় অভিসরণ অঞ্চলে মিলিত দুই বায়ু নাম হল

ক) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু ও দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু

খ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু (উত্তর)

গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

ঘ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

২৪। নীচের যেটি অধঃক্ষেপণের সঙ্গে যুক্ত নয়, তা হল-

ক) শিলাবৃষ্টি

খ) তুষারপাত

গ) কুয়াশা (উত্তর)

ঘ) স্লিট

২৫। যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হল –

ক) লু

খ) আঁধি

গ) চিনুক (উত্তর)

ঘ) খামসিন

২৬। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, তা হল-

ক) থার্মোমিটার

খ) হাইগ্রোমিটার (উত্তর)

গ) অ্যানিমোমিটার

ঘ) ব্যারোমিটার

২৭। বৃষ্টিপাত সবচেয়ে কম হয় কোন অঞ্চলে-

ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

গ) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে (উত্তর)

ঘ) মৌসুমি জলবায়ু অঞ্চলে

You may also like

Madhyamik Geography

মাধ্যমিক বহির্জাত প্রক্রিয়া ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

  • December 10, 2024
1. ভূমিরূপ কী? ক. একই রকম ভূপৃষ্ঠ খ. উঁচু-নিচু ভূপৃষ্ঠের বৈচিত্র্য গ. কেবল সমতলভূমি ঘ. পর্বতের উচ্চতা উত্তর: (খ)উঁচু-নিচু ভূপৃষ্ঠের
মাধ্যমিক ভূগোল বারিমন্ডল তৃতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর
Madhyamik Geography

মাধ্যমিক ভূগোল বারিমন্ডল তৃতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর Madhyamik Geography Barimandal Chapter III Question and Answer

1. বারিমণ্ডল বলতে কী বোঝায়? ক) পৃথিবীর স্থলভাগ খ) পৃথিবীর জলভাগ গ) পৃথিবীর বায়ুমণ্ডল ঘ) পৃথিবীর জলচক্র উত্তর: গ) পৃথিবীর