১,কবিতাটির লেখকের নাম কী?
ক) অলোকরঞ্জন দাশগুপ্ত
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) জীবনানন্দ দাশ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক) অলোকরঞ্জন দাশগুপ্ত
২,শহুরে বাড়িটির জানালা দেয়াল কীসে ঢেকে গেছে?
ক) শালপাতা
খ) শ্যাওলা
গ) মাটি
ঘ) গাছের ডাল
উত্তর: খ) শ্যাওলা
৩,শহুরে বাড়িটির কেমন অবস্থা হয়েছিল?
ক) নতুন
খ) পরিত্যক্ত
গ) রঙিন
ঘ) ঝলমলে
উত্তর: খ) পরিত্যক্ত
৪,বুধুয়া কোন বাড়ির তুলনা করে নিজের কুঁড়েঘরের সঙ্গে?
ক) শহুরে বাড়ি
খ) পাহাড়ি বাড়ি
গ) নদীর পাড়ের বাড়ি
ঘ) মন্দিরের বাড়ি
উত্তর: ক) শহুরে বাড়ি
৫,বুধুয়ার কুঁড়েঘরের উঠোনে পাখি কী খায়?
ক) ফল
খ) ধান
গ) মাছ
ঘ) ফুল
উত্তর: খ) ধান
৬,বুধুয়া কোথায় গিয়ে হাঁটে?
ক) নদীর ধারে
খ) বাবুডির মাঠে
গ) জঙ্গলে
ঘ) বনে
উত্তর: খ) বাবুডির মাঠে
৭,পাহাড়ের দিকে তাকিয়ে বুধুয়া কী ভাবে?
ক) ওটা কার বাড়ি
খ) পাহাড় খুব উঁচু
গ) পাখি ওখানে যাবে
ঘ) ওটা তার বাড়ি
উত্তর: ক) ওটা কার বাড়ি
৮,বুধুয়ার ঘরের চেয়ে ওই বাড়ি কেমন?
ক) মলিন
খ) আরো ভালো
গ) নোংরা
ঘ) ছোট
উত্তর: খ) আরো ভালো
৯,বুধুয়া প্রতিদিন কিসে আলো ভরে রাখে?
ক) কলশে
খ) উঠোন
গ) জানালা
ঘ) দেয়াল
উত্তর: ক) কলশে
১০,বুধুয়া কাকে নিজের দিদি বা মাসি ভাবে?
ক) পাখিদের
খ) পাহাড়দের
গ) শহুরে বাবুদের
ঘ) গ্রামের মানুষদের
উত্তর: ক) পাখিদের
১১,বুধুয়ার হাসি কে নিয়ে যায়?
ক) পাখিরা
খ) পাহাড়
গ) নদী
ঘ) আলো
উত্তর: ক) পাখিরা
১২,পাহাড়ের পাখির ডানার রঙ কী?
ক) সোনালি
খ) রুপোলি
গ) লাল
ঘ) কালো
উত্তর: খ) রুপোলি
১৩,বুধুয়ার উঠোনে কী থাকে?
ক) ঝরা পাতা
খ) নিকোনো ধান
গ) কাঠের টুকরো
ঘ) পাথর
উত্তর: খ) নিকোনো ধান
১৪,শহুরে বাড়িতে পাখি কেন বসে না?
ক) কারণ জানালা ভাঙা
খ) কারণ বাড়ি মলিন
গ) কারণ বাড়ি শ্যাওলায় ঢাকা
ঘ) কারণ বাড়ি ছোট
উত্তর: গ) কারণ বাড়ি শ্যাওলায় ঢাকা
১৫,বুধুয়া কোথায় যেতে চায়?
ক) শহরের বাড়িতে
খ) নীল পাখির উঠোনে
গ) পাহাড়ে
ঘ) বাবুডির মাঠে
উত্তর: খ) নীল পাখির উঠোনে
১৬,বুধুয়ার মন কীভাবে আলো দিয়ে ভরে যায়?
ক) রোদ দিয়ে
খ) পাখির ডাকে
গ) বৃষ্টিতে
ঘ) ফুলের গন্ধে
উত্তর: খ) পাখির ডাকে
১৭,বুধুয়া কোন পথে হাঁটে?
ক) শহরের রাস্তায়
খ) দেহাতি পথে
গ) জঙ্গলের পথে
ঘ) পাহাড়ি পথে
উত্তর: খ) দেহাতি পথে
১৮,বুধুয়া পাহাড়ে উঠে কীভাবে মুখ তোলে?
ক) জলের মতো
খ) পাহাড়ের মতো
গ) আকাশের মতো
ঘ) পাখির মতো
উত্তর: খ) পাহাড়ের মতো
১৯,বুধুয়া প্রতিদিন কী দেখে?
ক) নীল আকাশ
খ) পাখির ঝাঁক
গ) নদীর ধারা
ঘ) গাছের সারি
উত্তর: খ) পাখির ঝাঁক
২০,বুধুয়া কাকে নিজের সঙ্গে নিয়ে যেতে বলে?
ক) পাখিদের
খ) পাহাড়
গ) শহুরে বাবুদের
ঘ) রোদ
উত্তর: ক) পাখিদের