- ১) তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতত্ত্ব তৈরি হতে দেখলে না। এই ধরনের কোশ বিভাজনকে বলা হয়-
ক) অ্যামাইটোসিস
খ) প্রথম মিয়োটিক বিভাজন
গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন
ঘ) মাইটোসিস
উত্তর :- অ্যামাইটোসিস
২) মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায়, তা হল-
ক) প্রোফেজ
খ) অ্যানাফেজ
গ) মেটাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর :-মেটাফেজ
৩) মাইটোসিস-এর যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল-
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর :-টেলোফেজ
৪) উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, তা হল-
ক) রেণু মাতৃকোশ
খ) পরিণত পাতার কোশ
গ) অগ্রমুকুল কোশ
ঘ) মূলের কোশ
উত্তর:-রেণু মাতৃকোশ
৫) মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় ‘নিউক্লিয়াসের’ পুনরাবির্ভাব ঘটে তা হল-
ক) প্রোফেজ
খ) অ্যানাফেজ
গ) মেটাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর:-টেলোফেজ
৬) মাইটোসিস কোশবিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, তা হল-
ক) প্রোফেজ
খ) অ্যানাফেজ
গ) মেটাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর:- অ্যানাফেজ
৭) মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা-
ক) 46টি
খ) 44টি
গ) 23টি
ঘ) 22টি
উত্তর:- 44টি
৮) যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে
তাকে বলে-
ক) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম
খ) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম
গ) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম
ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
উত্তর:-টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
৯)স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোম সংযুক্তি হল-
ক) 44 A + XX
খ) 44 A+ XY
গ) 44 А+ Хо
ঘ) 46 A+ XY
উত্তর:-44 A+ XY
১০) কোনো ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকলে সেই ক্রোমোজোমটিকে বলে-
ক) সাবমেটাসেন্ট্রিক
খ) টেলোসেন্ট্রিক
গ) মেটাসেন্ট্রিক
ঘ) অ্যাক্রোসেন্ট্রিক
উত্তর:-মেটাসেন্ট্রিক
১১)নিউক্লিয়াসের যে অংশ থেকে ক্রোমোজোম তৈরি হয় তা হল-
ক) নিউক্লীয় পর্দা
খ) ক্রোমাটিন জালক
গ) নিউক্লিওলাস
ঘ) নিউক্লীয় রস
উত্তর:-ক্রোমাটিন জালক
১২) বংশগতির ধারক ও বাহক হল-
ক) জিন
খ) ক্রোমাটিড
গ) ক্রোমোজোম
ঘ) নিউক্লিয়াস
১৩) জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম গুলিকে বলে-
ক) অ্যালোজোম
খ) অটোজোম
গ) হোমোলোগাস ক্রোমোজোম
ঘ) সেক্স ক্রোমোজোম
উত্তর:-অটোজোম
১৪) জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে বলে-
ক) অটোজোম
খ) সেক্স ক্রোমোজোম
গ) হোমোলোগাস ক্রোমোজোম
ঘ) অক্সিজোম
উত্তর:-সেক্স ক্রোমোজোম
১৫) একজন স্বাভাবিক পুরুষলোকের দেহকোশে উপস্থিত ক্রোমোজোম হল-
ক) 44A + XX
খ) 22A + XY
গ) 44A + XY
(d) 22A + XX
উত্তর:-44A + XY
১৬) নীচের কোন্টি হ্যাপ্লয়েড কোশ?
ক) ভ্রুণাণু
খ) উভয়ই
গ) শুক্রাণু
ঘ) কোনোটিই নয়
উত্তর:-শুক্রাণু
১৭) ক্রোমোজোমের নির্দিষ্ট মেরুত্বযুক্ত প্রান্তভাগকে বলে-
ক) পেলপোমিয়ার
খ) সেন্ট্রোমিয়ার
গ) টেলোমিয়ার
ঘ) স্যাটেলাইট
উত্তর:-টেলোমিয়ার
১৮) DNA-তে উপস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা হল-
ক) রাইবোজ
খ) পেন্টোজ
গ) ডি-অক্সিরাইবোজ
ঘ) এরিথ্রোজ
উত্তর:-ডি-অক্সিরাইবোজ
১৯)দ্বিতন্ত্রী DNA অণুর শৃঙ্খলে গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা-
ক) 2-টি
খ) 4-টি
গ) 3-টি
ঘ) 5-টি
উত্তর:-3-টি
২০) ইউক্যারিওটিক ক্রোমোজোমের সংগঠনকে স্থায়ী করে-
ক) শর্করা
খ) ফসফেট
গ) ধাতব আয়ন
ঘ) N2 যুক্ত ক্ষার
উত্তর:-ধাতব আয়ন
২১)ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে-
ক) ক্রোমোমিয়ার
খ) টেলোমিয়ার
গ) সেন্ট্রোমিয়ার
ঘ) ক্রোমোনিমা
উত্তর:-সেন্ট্রোমিয়ার
২২) ফসফেট, পাঁচ কার্বনযুক্ত শর্করা ও যে-কোনো একটি ক্ষারমূলক নিয়ে তৈরি হয়-
ক) নিউক্লিন
খ) নিউক্লিওটাইড
গ) নিউক্লিওসাইড
ঘ) নিউক্লিক অ্যাসিড
উত্তর:-নিউক্লিওটাইড
২৩) নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে-
ক) সাইটোকাইনেসিস
খ) মেটাকাইনেসিস
গ) ক্যারিওকাইনেসিস
ঘ) মুক্ত নিউক্লীয় বিভাজনের
উত্তর:-ক্যারিওকাইনেসিস
২৪) নীচের কোন্ কোশ অঙ্গাণুটি প্রাণীকোশ বিভাজনের সময় বেমতত্ত্ব গঠন করে?
ক) রাইবোজোম
খ) সেন্ট্রোজোম
গ) নিউক্লিয়াস
ঘ) সেন্ট্রোমিয়ার
উত্তর:- সেন্ট্রোজোম
২৫) কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে-
ক) ইনটারফেজ
খ) প্রোফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর:-ইনটারফেজ
২৬) কোশচক্রের যে দশাটিকে বৃদ্ধিদশা বলে, তা হল-
ক) Go দশা
খ) G2 দশা
গ) G1 দশা
ঘ) S দশা
উত্তর:-G1 দশা
২৭) কোশচক্রের কোন্ উপদশায় কোশের বিপাক ক্রিয়া সর্বাধিক হয়-
ক) S দশায়
খ) G₁ উপদশায়
গ) G₂ উপদশায়
ঘ) প্রোফেজ দশায়
উত্তর:-G₂ উপদশায়
২৮) DNA-র প্রতিলিপি গঠিত হয় কোশচক্রের যে দশায়, তার নাম-
ক) G₁ দশা
খ) S দশা
গ) G₂ দশা
ঘ) Go দশা
উত্তর:-S দশা
২৯) কোশ বিভাজনের ইনটারফেজ দশায় কোন অঙ্গাণুটি হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে?
ক) মাইটোকনড্রিয়া
খ) রাইবোজোম
গ) সেন্ট্রোমিয়ার
ঘ) সেন্ট্রোজোম
উত্তর-রাইবোজোম
৩০) উদ্ভিদকোশের স্পিন্ডিলকে বলে-
ক) অ্যাস্ট্রাল স্পিন্ডিল
খ) অ্যানাস্ট্রাল স্পিন্ডিল
গ) সাইটোপ্লাজমিক স্পিন্ডিল
ঘ) a ও b
উত্তর:- অ্যাস্ট্রাল স্পিন্ডিল ও অ্যানাস্ট্রাল স্পিন্ডিল
৩১) কোশ বিভাজনের সময় ও তার পূর্বে বিভিন্ন বিপাকীয় ক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি জোগায় কোন্ কোশ-অঙ্গাণু?
ক) সেন্ট্রোজোম
খ) মাইটোকনড্রিয়া
গ) রাইবোজোম
ঘ) সেন্ট্রোমিয়ার
উত্তর:- মাইটোকনড্রিয়া
৩২) যে দশায় অবস্থান করলে কোশ বিভাজিত হতে পারে না, সেটি হল-
ক) G1 দশা
খ) G2 দশা
গ) S দশা
ঘ) Go দশা
উত্তর:-Go দশা
৩৩) কোশচক্রের কোন্ দশায় RNA এবং নন্-হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে-
ক) S দশা
খ) Go দশা
গ) G2 দশা
ঘ) M দশা
উত্তর:- G2 দশা
৩৪) কোশচক্রের Go দশায় কোশটি-
ক) কোশচক্রের বাইরে যায়
খ) কোশচক্রে প্রবেশ করে
গ) কোশচক্রকে স্থগিত রাখে
ঘ) কোশচক্র শেষ করে
উত্তর:-কোশচক্রের বাইরে যায়
৩৫) কোশচক্রে RNA ও প্রোটিন তৈরি হয়-
ক) G₁ দশায়
খ) G2 দশায়
গ) S দশায়
ঘ) Go দশায়
উত্তর:-G₁ দশায়
৩৬) কোশচক্রের কোন্ দশায় DNA-এর দ্বিত্বকরণ ঘটে?
ক) G1 দশা
খ) S দশা
গ) G2 দশা
ঘ) M দশা
উত্তর:- S দশা
৩৭) Go-দশায় অবস্থানকারী একটি কোশ হল-
ক) স্নায়ুকোশ
খ) স্তন্যপায়ীর পরিণত RBC
গ) পেশিকোশ
ঘ) সবকটি
উত্তর:-স্নায়ুকোশ
৩৮) যে চেকপয়েন্ট কোশের G₁ দশা থেকে S দশায় প্রবেশ নিয়ন্ত্রণ করে, তা হল-
ক) G/M চেক পয়েন্ট
খ) M চেক পয়েন্ট
গ) G1/S চেক পয়েন্ট
ঘ) কোনোটিই নয়
উত্তর:-G/M চেক পয়েন্ট
৩৯) কোশচক্রের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন, তা হল-
ক)হিস্টোন প্রোটিন
খ) নন্-হিস্টোন প্রোটিন
গ) সাইক্লো প্রোটিন
ঘ) আম্লিক প্রোটিন
উত্তর:-সাইক্লো প্রোটিন
৪০) যে চেকপয়েন্ট G2 দশা থেকে M দশায় প্রবেশ নিয়ন্ত্রণ করে-
ক) G₁/S চেকপয়েন্ট
খ) G2/M চেকপয়েন্ট
গ) M চেকপয়েন্ট
ঘ) কোনোটিই নয়
উত্তর:-G2/M চেকপয়েন্ট
৪১) বিপাকীয় নিউক্লিয়াস যে দশার নিউক্লিয়াস, তা হল-
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) ইনটারফেজ
ঘ) টেলোফেজ
উত্তর:-ইনটারফেজ
১) কোন্ জাতীয় কোশ বিভাজনে দেহকোশের সংখ্যার বৃদ্ধি ঘটে?
Ans-মাইটোসিস কোশ বিভাজনে দেহকোশের সংখ্যা বৃদ্ধি ঘটে
২) * মানুষের একটি দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত জোড়া?
Ans -মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া।
৩) মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশটির নাম কী?
Ans- অ্যানাফেজ।
৪) প্রাণী মাইটোসিসে কখন সাইটোকাইনেসিস শুরু হয়?
Ans- অ্যানাফেজ দশার শেষে।
৫) কোশচক্রে কতগুলি চেক পয়েন্ট আছে?
Ans- তিনটি।
৬) মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পৃথকীকৃত হয়?
Ans- অ্যানাফেজ দশায়।
৭) মিয়োসিস কোশ বিভাজনের একটি তাৎপর্য উল্লেখ করো।
Ans- জীবদেহে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা।
৮) প্রাণীকোশের বিভাজনে মাকুর মেরু সৃষ্টিতে কোন্ কোশ-অঙ্গাণু অংশগ্রহণ করে?
Ans- সেন্টোজোম প্রাণীকোশের মাকুর মেরু সৃষ্টিতে সাহায্য করে।
৯) উদ্ভিদকোশ ও প্রাণীকোশের সাইটোকাইনেসিসের একটি পার্থক্য লেখো।
Ans- উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস কোশপাত বা
সেলপ্লেট তৈরির মাধ্যমে এবং প্রাণীকোশের সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে ঘটে।
১০) উন্নত উদ্ভিদের মূলের অগ্রাংশের কোশে কোন্ কোশ বিভাজন ঘটে?
Ans-উদ্ভিদের মূলের অগ্রাংশের কোশে মাইটোসিস কোশ বিভাজন দেখা যায়।
১১) জীবের জনন মাতৃকোশে কোন্ প্রকার কোশ বিভাজন দেখা যায়?
Ans- জীবের জনন মাতৃকোশে মিয়োসিস বিভাজন দেখা যায়।
১২) কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিওজালক ক্রোমোজোমে রূপান্তরিত হয়?
Ans- কোশবিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিওজালক ক্রোমোজোমে রূপান্তরিত হয়।
১৩) কোশচক্সের দশার গুরুত্বপূর্ণ দশাটি কী?
Ans- DNA প্রতিলিপিকরণ।
১৪) মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় ক্সোমোজোমগুলি বেমতন্ত্রের নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে ?
Ans-মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে।
১৫) নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কী বলে?
Ans-নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে।
১৬) সাইটোপ্লাজম বিভাজন পদ্ধতিকে কী বলে?
Ans-সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলে
১৭) কোন্ প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না?
Ans- অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেম গঠিত হয় না।
১৮) ** স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন?
Ans-স্নায়ুকোশে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোশ বিভাজিত হয় না।
১৯) Go অবস্থায় অবস্থানকারী দুটি প্রাণীকোশের নাম লেখো ?
Ans-Go অবস্থায় অবস্থানকারী দুটি প্রাণীকোশ হল
স্নায়ুকোশ ও পেশিকোশ।
২০) মিয়োসাইট কী?
Ans-যে কোশে মিয়োসিস কোশ বিভাজন ঘটে, তাকে
মিয়োসাইট বলে।
২১) বিপাকীয় নিউক্লিয়াস কী?
Ans-ইনটারফেজ দশার নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে।
২২) কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়?
Ans- কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়।
২৩) কোন্ উৎসেচক কোশচক্রের চেকপয়েন্টকে নিয়ন্ত্রণ
করে?
Ans- সাইক্লিন ডিপেনডেন্ট কাইনেজ (CDK) নামক উৎসেচক চেকপয়েন্টকে নিয়ন্ত্রণ করে।
২৪) অনিয়ন্ত্রিত কোশ বিভাজনের ফলে জীবদেহে কোন্ ধরনের সমস্যা হয়?
Ans- অনিয়ন্ত্রিত কোশ বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়।
২৫) কীসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতত্ত্ব বা স্পিন্ডিল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে?
Ans-সেন্ট্রোমিয়ারের সাহায্যে।
২৬) একটি উদ্ভিদকোশের ক্রোমোজোম সংখ্যা 14 হলে মাইটোসিস কোশ বিভাজনের পর অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
Ans-অপতাকোশে ক্রোমোজোম সংখ্যা 14 হবে।
২৭) হ্যাপ্লয়েড কোশের উদাহরণ দাও ?
Ans-হ্যাপ্লয়েড কোশের উদাহরণ হল শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু ইত্যাদি।
২৮) জীবের জীবনপ্রবাহ কার মাধ্যমে রক্ষিত হয়?
Ans-জীবের জীবনপ্রবাহ কোশ বিভাজনের মাধ্যমে রক্ষিত হয়।
২৯) কোন্ বিজ্ঞানী প্রথম কোশ বিভাজন পর্যবেক্ষণ করেন?
Ans-বিজ্ঞানী ফ্লেমিং, 1880 খ্রিস্টাব্দে প্রথম কোশ বিভাজন পর্যবেক্ষণ করেন।
৩০) জিন বলতে কী বোঝ?
Ans-বংশগত বৈশিষ্ট্যাবলির ধারক ও বাহক হল জিন।
৩১) ক্রোমোজোমের নামকরণ করেন কোন্ বিজ্ঞানী?
Ans-ক্রোমোজোমের নামকরণ করেন বিজ্ঞান ওয়ালডেয়ার, 1888 খ্রিস্টাব্দে।
৩২) মাইটোটিক অ্যাপারেটাস গঠনকারী অংশগুলি কী কী?
Ans-সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি ও স্পিন্ডিল।
৩৩) উদ্ভিদদেহের বর্ধনশীল অংশে কী ধরনের কোশ বিভাজন ঘটে?
Ans- মাইটোসিস।
৩৪) নিউক্লিওহিস্টোন কী?
Ans- DNA যখন হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, তক তাকে নিউক্লিওহিস্টোন বলে।
৩৫) ক্রোমাটিন পদার্থ প্রধানত কী দিয়ে গঠিত?
Ans-ক্রোমাটিন পদার্থ প্রধানত DNA বা ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিও প্রোটিন দিয়ে গঠিত।
৩৬) কোন্ প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে?
Ans-অ্যামাইটোসিস কোশ বিভাজন।
৩৭) কোশের জেনেটিক পদার্থ কাকে বলে?
Ans-কোশের জেনেটিক পদার্থ DNA-কে বলে।
৩৮) জিন কোথায় থাকে?
Ans-জিন ক্রোমোজোম তথা DNA-তে থাকে।
৩৯) DNA কোথায় অবস্থিত?
Ans-DNA ক্রোমোজোমে অবস্থিত।
৪০) ক্রোমোজোমের কার্যগত একক কাকে বলে?’
Ans-ক্রোমোজোমের কার্যগত একক জিনকে বলে।
৪১) DNA-এর সম্পূর্ণ নাম কী?
Ans-DNA-এর সম্পূর্ণ নাম হল ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
৪২)ক্রোমোজোম শব্দের আক্ষরিক অর্থ কী?
Ans-ক্রোমোজোম শব্দের আক্ষরিক অর্থ হল রঞ্জিত দেহ।
৪৩) * সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়?
Ans-ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের সংযোগস্থলে সেন্ট্রোমিয়ার অবস্থিত।
৪৪) DNA অণুতে কয়টি নাইট্রোজেন বেস আছে?
Ans-DNA অণুতে চারটি নাইট্রোজেন বেস থাকে। যথা- অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন।
৪৫) লোকাস কাকে বলে?
Ans-একটি ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে লোকাস বলে।
৪৬) ক্রোমোজোম প্রধানত কত প্রকারের?
Ans-ক্রোমোজোম প্রধানত দু-প্রকারের।
৪৭) ক্রোমোজোমের দুটি প্রকারভেদ উল্লেখ করো ?
Ans- ক্রোমোজোমের দুটি প্রকারভেদ হল-অটোজোম ও সেক্স ক্রোমোজোম।
৪৮) * সেক্স ক্রোমোজোমের অপর নাম কী?
Ans-সেক্স ক্রোমোজোমের অপর নাম হল-অ্যালোজোম বা হেটারোক্রোমোজোম।
৪৯) অটোজোমের অপর নাম কী?
Ans- অটোজোমের অপর নাম হল সোমাটিক ক্রোমোজোম।
৫০) জননগত বৈশিষ্ট্য বা লিঙ্গ নির্ধারণে কোন্ ক্রোমোজোম অংশগ্রহণ করে?
Ans- জননগত বৈশিষ্ট্য বা লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোম অংশগ্রহণ করে
৫১) জীবের দেহজ বৈশিষ্ট্য কোন্ ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়?
Ans-জীবের দেহজ বৈশিষ্ট্য অটোজোম দ্বারা নির্ধারিত হয়।
৫২) কোশে DNA-এর অবস্থান কোথায়?
Ans- কোশে DNA প্রধানত নিউক্লিয়াসের ক্রোমোজোমে, মাইটোকনড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকে।
৫৩) মানুষের জননকোশে ক্রোমোজোমের সংখ্যা কত?
Ans- মানুষের জননকোশে ক্রোমোজোমের সংখ্যা 23টি।
৫৪) জীবের দেহকোশে কত সংখ্যক ক্রোমোজোম থাকে?
Ans- জীবের দেহকোশে ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমোজোম থাকে।
৫৫) জীবের জননকোশে কত সংখ্যক ক্রোমোজোম থাকে?
Ans- জীবের জননকোশে হ্যাপ্লয়েড (n) সংখ্যক ক্রোমোজোম থাকে।
৫৬) জননকোশকে কী বলে?
Ans- জননকোশকে বলে গ্যামেট।
৫৭) পুরুষের সেক্স ক্রোমোজোম দুটি কী কী?
Ans-পুরুষের সেক্স ক্রোমোজোম দুটি X এবং Y।
৫৮) স্ত্রী বা নারীর সেক্স ক্রোমোজোম দুটি কী কী?
Ans- স্ত্রী বা নারীর সেক্স ক্রোমোজোম দুটি হল X।
৫৯) ক্রোমোজোমের প্রান্তবিন্দুকে কী বলে?
Ans-ক্রোমোজোমের প্রান্তবিন্দুকে টেলোমিয়ার বলে।
৬০) অনিয়ন্ত্রিতভাবে বিভাজনে সক্ষম ক্যানসার সৃষ্টিকারী কোশকে কী বলে?
Ans- ম্যালিগন্যান্ট কোশ।
৬১) ডিপ্লয়েড কোশের উদাহরণ কী?
Ans- বহুকোশী প্রাণীর দেহকোশ, উদ্ভিদের ভাজক কলার কোশ।
৬২) উদ্ভিদকোশের সাইটোকাইনেসিসের সময় উৎপন্ন মধ্য ল্যামেলার প্রধান উপাদান কী?
Ans-মধ্য ল্যামেলার প্রধান উপাদান ক্যালশিয়াম পেকটেট ও ম্যাগনেশিয়াম পেকটেট।
৬৩) RNA-এর সম্পূর্ণ নাম কী?
Ans-RNA-এর সম্পূর্ণ নাম হল রাইবোনিউক্লিক অ্যাসিড।
৬৪) কোন্ ক্ষারমূলক দিয়ে DNA-তে থাকে কিন্তু RNA-তে থাকে না?
Ans-থাইমিন (T), DNA-তে থাকে কিন্তু RNA-তে থাকে না।
৬৫) কোন্ ক্ষারমূলক দিয়ে RNA-কে DNA থেকে আলাদা করা যায়?
Ans-ইউরাসিল (U) ক্ষারমূলক দিয়ে RNA-কে DNA দিয়ে আলাদা করা যায়।
৬৬) DNA-এর পিরিমিডিন ক্ষারমূলক কী কী?
Ans-DNA-এর পিরিমিডিন ক্ষারমূলক হল থাইমিন (T)
ও সাইটোসিন (C)।
৬৭) নিউক্লিওসাইড কী?
Ans-নাইট্রোজেন বেস ও পেন্টোজ শর্করা দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড-এর অংশকে নিউক্লিওসাইড বলে।
৬৮) নিউক্লিওটাইড কাকে বলে?
Ans-নিউক্লিওসাইড ও ফসফেট সহযোগে গঠিত অংশ হল নিউক্লিওটাইড।
৬৯) জনন মাতৃকোশে ক্রোমোজোমের সংখ্যা কত?
Ans-মানুষের জনন মাতৃকোশে ক্রোমোজোমের সংখ্যা = 2n = 46
৭০) কোশ বিভাজনের তাৎপর্য কী?
Ans-জীবকোশের বৃদ্ধি, জীবের প্রজনন ও ক্ষয়পূরণ হল- কোশ বিভাজনের প্রধান তাৎপর্য।
৭১) ব্যাকটেরিয়ার নিউক্লীয় বস্তুকে কী বলে?
Ans-নিউক্লিওয়েড বা জেনোফোর।
৭২) ক্রোমোজোমে অবস্থিত নিউক্লিক অ্যাসিডগুলির নাম লেখো।
Ans-DNA ও RNA
৭৩) নিউক্লিক অ্যাসিডে কোন্ অ্যাসিড থাকে?
Ans-ফসফরিক অ্যাসিড (H3PO4)।
৭৪) ক্রোমোজোমে কত শতাংশ DNA ও হিস্টোন প্রোটিন থাকে?
Ans-ক্রোমোজোমে DNA ও হিস্টোন প্রোটিন থাকে 90%- 92% (DNA 45%, হিস্টোন-55%)।
৭৫) হিস্টোনে প্রধানত কোন্ কোন্ অ্যামাইনো অ্যাসিড থাকে ?
Ans-আর্জিনিন, লাইসিন ও হিস্টিডিন থাকে।
৭৬) m-RNA-র পুরো নাম কী?
Ans-মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড।
৭৭) t-RNA-র পুরো নাম কী?
Ans-ট্রান্সফার রাইবোনিউক্লিক অ্যাসিড।
৭৮) r-RNA-র পুরো নাম কী?
Ans-রাইবোজোমাল রাইবোনিউক্লিক অ্যাসিড।
৭৯) 100 টি পরাগরেণু সৃষ্টির জন্য কতবার মিয়োসিস বিভাজন প্রয়োজন?
Ans-25 বার।
৮০) যে ক্রোমোজোমের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী বলে?
Ans-মেটাসেন্ট্রিক ক্রোমোজোম।
৮১) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ দশায় কেমন দেখতে হয়?
Ans-ইংরেজি ‘V’ আকৃতিবিশিষ্ট।
৮২) পেলিকল কী?
Ans-ইউক্যারিওটিক ক্রোমোজোমের পাতলা আবরণকে পেলিক্স বলে।
৮৩) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কী?
Ans-সেন্ট্রোমিয়ার যে ক্রোমোজোমের এক প্রান্তে থাকে, তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে।
৮৪) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে?
Ans- যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে-কোনো একটি প্রান্তের কাছাকাছি থাকে, তাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে।
৮৫) DNA-র দ্বিতন্ত্রী মডেলের আবিষ্কারক কারা?
Ans-বিজ্ঞানী ওয়াটসন ও ক্লিক।
৮৬) কোশের মস্তিষ্ক বলতে কাকে বোঝায়?
Ans-নিউক্লিয়াসকে।
৮৭) মনোসেন্ট্রিক ক্রোমোজোম কী?
Ans-যে ক্রোমোজোমে একটিমাত্র সেন্ট্রোমিয়ার থাকে, তাকে বলে মনোসেন্ট্রিক ক্রোমোজোম।
৮৮) পলিসেন্ট্রিক ক্রোমোজোম কী?
Ans-যে ক্রোমোজোমে দুটির বেশি সেন্ট্রোমিয়ার থাকে, তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলে।
৮৯) কোন্ দশায় DNA অণু সংশ্লেষ হয়?
Ans- ইনটারফেজের S দশায়
৯০) কোন্ দশায় RNA সংশ্লেষ ঘটে?
Ans- G1 ও G2 দশায়।
৯১) কোন্ প্রকার কোশ বিভাজনে প্রকরণ সৃষ্টি হয়?
Ans-মিয়োসিস।
৯২) কোন্ প্রাণীর দেহে প্রত্যক্ষ বিভাজন ঘটে?
Ans-প্রত্যক্ষ বিভাজন ঘটে এমন একটি প্রাণী অ্যামিবা।
৯৩) স্টেমবডি কোশ বিভাজনের কোন্ দশায় গঠিত হয়?
Ans- প্রাণীকোশ বিভাজনের মাইটোসিসের অ্যানাফেজ দশায়।
৯৪) মাইটোসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাটির নাম কী?
Ans-প্রোফেজ।
৯৫) পরোক্ষ কোশ বিভাজনের উদাহরণ দাও।
Ans-মাইটোসিস ও মিয়োসিস।
৯৬) Cdk-প্রোটিনের কাজ কী?
Ans- Cdk-প্রোটিনের কাজ DNA-র সাথে হিস্টোন প্রোটিনযুক্ত ক্রোমোজোম গঠন করা।
৯৭) স্নায়ুকোশ, RBC বিভাজিত হয় না কেন?
Ans-এই কোশগুলি সৃষ্টি হবার পর Go দশায় অবস্থান করে বলে।