১.১ ‘হোলির দিনের পড়ন্ত বিকেল।’- হোলি যে-ঋতুতে হয়, তা হল-
ক) বসন্ত
খ) শীত
গ) শরৎ
ঘ) হেমন্ত
উত্তর:-বসন্ত
১.২ ‘পড়ন্ত’ শব্দের অর্থ হল-
ক) পড়াশোনা করছে এমন
খ) পতনোন্মুখ
গ) শেষ হয়ে আসছে এমন
ঘ) পরিত্যক্ত
উত্তর:-শেষ হয়ে আসছে এমন
১.৩ পান্নালাল প্যাটেল ছিলেন-
ক) বাংলা ভাষার লেখক
খ) হিন্দি ভাষার লেখক
গ) গুজরাটি ভাষার লেখক
ঘ) মারাঠি ভাষার লেখক
উত্তর:-গুজরাটি ভাষার লেখক
১.৪ নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল, তা হল-
ক) ফুটবল
খ) ধুলো ছোড়াছুড়ি
গ) দড়ি টানাটানি
ঘ) ছোঁয়াছুঁয়ি
উত্তর:-ধুলো ছোড়াছুড়ি
১.৫ ‘অদল বদল’ যে-দুই বন্ধুর গল্প, তাদের নাম হল-
ক) অমৃত ও ইরফান
(খ) অমিত ও ইরফান
গ) অমিত ও ইসাব
ঘ) অমৃত ও ইসাব
উত্তর:-অমৃত ও ইসাব
১.৬ অমৃত ও ইসাবের কাছে নতুন যে-জিনিসটি ছিল, তা হল-
ক) জামা
খ) প্যান্ট
গ) বল
ঘ) বই
উত্তর:-জামা
১.৭ অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল-
ক) রং, ছাপা ও ঝুল
খ) রং, মাপ, কাপড়
গ) মাপ, ঝুল ও কাপড়
ঘ) ছাপা, ঝুল ও কাপড়
উত্তর:-রং, মাপ, কাপড়
১.৮ অমৃত ও ইসাব পড়ত-
ক) একই স্কুলে একই ক্লাসে
খ) একই স্কুলে আলাদা ক্লাসে
গ) আলাদা স্কুলে একই ক্লাসে
ঘ) আলাদা স্কুলে আলাদা ক্লাসে
উত্তর:-একই স্কুলে একই ক্লাসে
১.৯ দুজনের বাবা পেশায় ছিলেন-
ক) তাঁতি
খ) কুমোর
গ) শিক্ষক
ঘ) চাষি
উত্তর:-চাষি
১.১০ অমৃতের বাড়িতে ছিলেন-
ক) শুধু বাবা
খ) বাবা-মা ও তিন ভাই
গ) বাবা ও মা
ঘ) বাবা ও ভাই
উত্তর:-বাবা-মা ও তিন ভাই
১.১১ ইসাবের বাড়িতে ছিলেন-
ক) শুধু বাবা
খ) বাবা-মা ও তিনভাই
গ) বাবা ও মা
ঘ) বাবা ও ভাই
উত্তর:-শুধু বাবা
১.১২ দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল-
ক) গান করতে
খ) কুস্তি করতে
গ) নাচ করতে
ঘ) খেলা করতে
উত্তর:-কুস্তি করতে
১.১৩ পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে।’
ক) বই
খ) নতুন জামা
গ) পুরস্কার
ঘ) প্রশংসা
উত্তর:-নতুন জামা
১.১৪ অমৃত তার বাবা-মা-কে জ্বালিয়েছিল-
ক) খেলার জন্য
খ) পড়াশোনা না-করার জন্য
গ) নতুন জামার জন্য
ঘ) স্কুলে যাবে না বলে
উত্তর:-নতুন জামার জন্য
১.১৫ নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল। কারণ-
ক) তাদের বাবারা ছিলেন রাগি
খ) তাদের জামার প্রয়োজন ছিল না
গ) তখন কোনো উৎসব ছিল না
ঘ) তারা ছিল গরিব
উত্তর:-তারা ছিল গরিব
১.১৬ ‘শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল,’- ‘ফতোয়া’ শব্দের অর্থ হল-
ক) প্রতিবাদ
খ) রায়
গ) চিৎকার
ঘ) দাবি
উত্তর:-রায়
১.১৭ ‘তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো।’-এখানে কপালে আছে বলতে বলা হয়েছে-
ক) ভাগ্যরেখা
গ) তিলক
খ) প্রহার
ঘ) প্রশংসা
উত্তর:-প্রহার
১.১৮ ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল, কারণ-
ক) তাকে খেতে কাজ করতে হত
খ) তাকে একই জামা রোজ পরতে হত
গ) সে যত্ন নিতে জানত না
ঘ) তার জামা পুরোনো হয়ে গিয়েছিল
উত্তর:-তাকে খেতে কাজ করতে হত
১.১৯ ‘ও মরিয়া হয়ে বলল,’-‘ও’ হল-
ক) অমৃত
খ) অমৃতের মা
গ) ইসাব
ঘ) ইসাবের বাবা
উত্তর:-অমৃত
১.২০ অমৃত যেখানে লুকিয়ে ছিল, সেই স্থানটি হল-
ক) অমৃতের স্কুল
খ) ইসাবের বাড়ি
গ) ইসাবের বাবার গোয়ালঘর
ঘ) বাড়ির পাশের গলি
উত্তর:-ইসাবের বাবার গোয়ালঘর
১.২১ ‘এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন।’- উনি বলতে বোঝানো হয়েছে-
ক) ইসাবের মা
খ) ইসাবের বাবা
গ) অমৃতের বাবা
ঘ) অমৃতের মা
উত্তর:-অমৃতের মা
১.২২ অমৃত একেবারেই গররাজি ছিল-
ক) জামা ছিঁড়তে
খ) স্কুলে যেতে
গ) ইসাবের সঙ্গে কুস্তি লড়তে
ঘ) মার খেতে
উত্তর:-ইসাবের সঙ্গে কুস্তি লড়তে
১.২৩ ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল-
ক) শান বাঁধানো ফুটপাথে
খ) ইসাবের বাবার গোয়ালঘরে
গ) খোলা মাঠে
ঘ) দুই বাড়ির মাঝখানে
উত্তর:-খোলা মাঠে
১.২৪ যে-ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল, তার নাম-
ক) ইসাব
খ) হাসান
গ) কালিয়া
ঘ) বাহালি
উত্তর:-কালিয়া
১.২৫ ‘ইসাবের মেজাজ চড়ে গেল।’-কারণ-
ক) ইসাব অমৃতকে খুব ভালোবাসত
খ) ইসাব কালিয়াকে পছন্দ করত না
গ) ইসাব অমৃতকে ঈর্ষা করত
ঘ) অমৃতের জামাটা বেশি সুন্দর ছিল
উত্তর:-ইসাব অমৃতকে খুব ভালোবাসত
১.২৬ ‘সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল’-কারণ-
ক) ইসাব তাদের মারবে
খ) অমৃত তাদের মারবে
গ) কালিয়া তাদের মারবে
ঘ) কালিয়ার বাবা-মা তাদের মারবে
উত্তর:-কালিয়ার বাবা-মা তাদের মারবে
১.২৭ ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল-
ক) তিন ইঞি
খ) পাঁচ ইঞি
গ) চার ইঞি
ঘ) ছ-ইঞি
উত্তর:-ছ-ইঞি
১.২৮ ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল।’-ওদের ভয় পাওয়ার কারণ-
ক) জামা ছিঁড়ে যাওয়া
খ) শাস্তি পাওয়া
গ) বাবার হাতে মার খাওয়া
ঘ) সবকটিই
উত্তর:-বাবার হাতে মার খাওয়া
১.২৯ ‘এমন সময়ে শুনতে পেল’-
ক) অমৃতের বাবা ইসাবকে ডাকছেন
খ) ইসাবের বাবা অমৃতকে ডাকছেন
গ) অমৃতের বাবা অমৃতকে ডাকছেন
ঘ) ইসাবের বাবা ইসাবকে ডাকছেন
উত্তর:-ইসাবের বাবা ইসাবকে ডাকছেন
১.৩০ ‘ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়,’
-‘বুকের ধুকপুকুনি’ অর্থাৎ-
ক) ভয়
খ) হৃৎকম্পন
গ) হৃৎস্পন্দন
ঘ) হৃদ্রোগ
উত্তর:-হৃৎস্পন্দন
১.৩১ ইসাবের বাবা তারা জামা সেলাই করাবার জন্য-
ক) ভিক্ষা করেছেন
খ) সুদখোরের কাছ থেকে টাকা ধার করেছেন
গ) চুরি করেছেন
ঘ) কষ্ট স্বীকার করে টাকা উপার্জন করেছেন
উত্তর:-সুদখোরের কাছ থেকে টাকা ধার করেছেন
১.৩২ ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল,’-বুদ্ধিটা ছিল-
ক) জামা অদলবদল করার
খ) পালিয়ে যাওয়ার
গ) লুকিয়ে থাকার
ঘ) কালিয়ার সঙ্গে কুস্তি লড়ার
উত্তর:-জামা অদলবদল করার
১.৩৩ ‘মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে’-তখন উনি-
ক) প্রচন্ড রেগে গেলেন
খ) ছুঁচসুতো দিয়ে ছেঁড়া জামা রিফু করে দিলেন
গ) অমৃতকে মারলেন
ঘ) কেঁদে ফেললেন
উত্তর:-ছুঁচসুতো দিয়ে ছেঁড়া জামা রিফু করে দিলেন
১.৩৪ হোলির সময় যা যা পোড়ানো হয়, তা হল-
ক) বাজি ও বুড়ির বাড়ি
খ) পুরোনো জিনিসপত্র
গ) জঞ্জাল ও কাগজ
ঘ) খড়ের গাদা ও কাপড়
উত্তর:-বাজি ও বুড়ির বাড়ি
১.৩৫ ইসাবের বাবার নাম ছিল-
ক) হাসান
খ) বাহালি
গ) কালিয়া
ঘ) অমৃত
উত্তর:-হাসান
১.৩৬ ‘উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।’-এর মধ্য দিয়ে ইসাবের বাবার যে-বোধ প্রকাশিত হয়েছে, তা হল-
ক) ভয়
খ) গর্ব
গ) অহংকার
ঘ) রাগ
উত্তর:-গর্ব
১.৩৭ ইসাবের বাবা জাতিতে ছিলেন-
ক) রাজপুত
খ) শিখ
গ) পাঠান
ঘ) জাঠ
উত্তর:-পাঠান
১.৩৮ অমৃত ও ইসাবের বয়স ছিল-
ক) দশ
খ) নয়
গ) বারো
ঘ) এগারো
উত্তর:-দশ
১.৩৯ ‘পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল।’-যে-গল্পের কথা বলা হয়েছে, তা হল-
ক) ভূতের গল্প
গ) মারামারির গল্প
খ) হাসির গল্প
ঘ) জামা বদলের গল্প
উত্তর:-জামা বদলের গল্প
১.৪০ ‘ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।’-‘খাঁটি জিনিস’ বলতে বোঝানো হয়েছে-
ক) ভালোবাসা
খ) বন্ধুত্ব
গ) মাতৃস্নেহ
ঘ) সবকটিই
উত্তর:-সবকটিই
১.৪১ ‘তাঁদেরও বুক ভরে গেল।’-তাঁদের বুক ভরে যাওয়ার কারণ-
ক) অমৃতের মায়ের ভালোবাসার গল্প
খ) অমৃত ও ইসাবের ভালোবাসার গল্প
গ) ইসাব ও তার বাবার ভালোবাসার গল্প
ঘ) অমৃত, ইসাব ও তাদের বন্ধুদের মারামারির গল্প
উত্তর:-অমৃত ও ইসাবের ভালোবাসার গল্প
১.৪২ অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যাঁর কানে গেল, তিনি হলেন-
ক) গ্রামরক্ষী
খ) গ্রামোন্নয়ন মন্ত্রী
গ) গ্রামপ্রধান
ঘ) গ্রামবাসী
উত্তর:-গ্রামপ্রধান
১.৪৩ গ্রামপ্রধান অমৃতের নামকরণ করেছিলেন-
ক) কালিয়া
খ) অদল
গ) বাহালি
ঘ) বদল
উত্তর:-অদল
১.৪৪ গ্রামপ্রধান ইসাবের নাম দিয়েছিলেন-
ক) অদল
খ) বাহালি
গ) হাসান
ঘ) বদল
উত্তর:-বদল
১.৪৫ ‘ছেলেরা খুব খুশি হল,’-ছেলেদের খুশি হওয়ার কারণ-
ক) তাদের নতুন জামা
খ) তাদের নতুন নাম
গ) তাদের নতুন স্কুল
ঘ) তাদের নতুন বাজি
উত্তর:-তাদের নতুন নাম
১.৪৬ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল?
ক) ছবি আঁকতে
খ) হোলি খেলতে
গ) কুস্তি লড়তে
ঘ) ফুটবল খেলতে
উত্তর:-কুস্তি লড়তে
২.১ ‘বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাত শুধু এই যে, তফাতটা কী?
উত্তর:-পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পের ছেলে দুটো হল ইসাব আর অমৃত। অভিন্নহৃদয় এই দুই বন্ধুর তফাত এই যে, অমৃতের বাবা-মা আর তিন ভাই ছিল, ইসাবের শুধু বাবা ছিল।
২.২ ‘তোরা দুজনে কুস্তি কর তো,’-এ কথা বলার কারণ কী?
উত্তর:- অমৃত ও ইসাবের একইরকম জামা দেখে একটি ছেলে তারা শক্তির দিক থেকেও এক কিনা তা দেখতে তাদের কুস্তি করতে বলে।
২.৩ ‘তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে।’-মা কেন ঠ্যাঙাবে বলে অমৃত মনে করেছিল?
উত্তর:- টাকাপয়সার অভাব সত্ত্বেও অমৃতের জেদাজেদিতে জামাটি কেনা হয়েছিল, তাই সেটি ছিড়লে বা ময়লা করলে তার মা তাকে মারবে সেটাই স্বাভাবিক।
২.৪ ‘ওর মা সাবধান করে দিয়েছিলেন,’-কার মা, কী থেকে সাবধান করে দিয়েছিলেন?
উত্তর:- অমৃতের জেদের কারণে তার মা তাকে নতুন জামা কিনে দিলেও সেটি ছিঁড়লে বা ময়লা করলে তার ভাগ্যে যে কষ্ট আছে সে- বিষয়ে সাবধান করেছিলেন।
২.৫ ‘অমৃত ফতোয়া জারি করে দিল,’-অমৃত কী ফতোয়া জারি করেছিল?
উত্তর:- নতুন জামার জন্য বাবা-মাকে রাজি করাতে না-পেরে অমৃত ফতোয়া জারি করেছিল যে, ঠিক ইসাবের মতো জামা না-পেলে সে আর স্কুলে যাবে না।
২.৬ ‘মা ওকে অনেক বুঝিয়েছিল,’-মা অমৃতকে কী বুঝিয়েছিলেন?
উত্তর:-অমৃত ইসাবের মতো জামা চাওয়ায় মা তাকে বুঝিয়েছিলেন যে, ইসাব খেতে কাজ করায় তার জামা ছিঁড়ে গেছে; কিন্তু অমৃতের জামা প্রায় নতুনই আছে।
২.৭ ‘অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।’- ‘এতেও’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- ইসাবের মতো জামা পাওয়ার জন্য অমৃত বাবার হাতে মার খেতেও রাজি। ‘এতেও’ বলতে উক্ত প্রসঙ্গকে বোঝানো হয়েছে।
২.৮ ‘কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। -অমৃতের হাল না-ছাড়ার কী প্রমাণ দিয়েছেন লেখক?
উত্তর:- অমৃত জানত জামা কেনার ব্যাপারে বাবা নয় মায়ের রাজি হওয়াটাই আসল। তাই সে স্কুলে যাওয়া, খাওয়া বন্ধ করে রাত্রে বাড়ি পর্যন্ত ফিরতে রাজি হল না।
২.৯ শেষপর্যন্ত অমৃতের মা কী করলেন?
উত্তর:- শেষমেশ অমৃতের মা অমৃতের জেদের কাছে হার স্বীকার করে নতুন জামার জন্য অমৃতের বাবাকে রাজি করান ও অমৃতকে ইসাবদের গোয়ালঘর থেকে উদ্ধার করেন।
২.১০ ‘আমি কুস্তি লড়তে চাই না,-এ কথা বলার কারণ কী ছিল?
উত্তর:- ‘অদল বদল’ গল্প অনুসারে কুস্তি লড়লে অমৃতের নতুন জামা নষ্ট হয়ে যেত। তা ছাড়া ইসাব ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। তাই সে কুস্তি লড়তে চায়নি।
২.১১ ‘ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল,’- আনন্দের কী কারণ ঘটেছিল?
উত্তর:- ‘অদল বদল’ গল্প অনুসারে অমৃত ও ইসাব নিজেদের মধ্যে কুস্তি লড়তে রাজি না-হওয়ায়, কালিয়া জোর করে অমৃতকে খোলা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ছুড়ে ফেলে দেয়। এতে কালিয়ার জিত হয়েছে ভেবে ছেলেদের আনন্দ হয়েছিল।
২.১২’এসো, আমরা কুস্তি লড়ি।’- কে, কাকে বলেছিল?
উত্তর:-পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া বলেছিল প্রশ্নোদৃত কথাটি।
২.১৩ ‘কুস্তি শুরু হয়ে গেল।-কুস্তির ফলাফল কী হয়েছিল?
উত্তর:- কালিয়া অমৃতকে আছাড় মারায় ইসাব রেগে গিয়ে কালিয়াকে কুস্তির আহ্বান জানায়। কুস্তি শুরু হতেই ইসাব কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়।
২.১৪ ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল।’-ওরা কেন ভয় পেল?
উত্তর:- কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল। জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত ও ইসাবের এই অবস্থা হয়।
২.১৫ ‘ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়’ -কী কারণে ওদের এই অবস্থা হয়েছিল?
উত্তর:- অমৃতকে বাঁচাতে কালিয়ার সঙ্গে লড়াই করে ইসাব বাবার কষ্ট করে কিনে দেওয়া জামাটা ছিঁড়ে ফেলে। সেই সময় ইসাবের বাবার ডাকে তাদের এই অবস্থা হয়েছিল।
২.১৬ ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।’
বুদ্ধিটি কী ছিল?
উত্তর:- ইসাবের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না-পারে সেজন্য নিজের অক্ষত জামাটা ইসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় অমৃতের মাথায়।
২.১৭ ‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।’-অমৃতের এই কথার মধ্য দিয়ে তার কোন্ মানসিকতা প্রকাশিত হয়েছে?
উত্তর:- অমৃতের কথাগুলির মধ্যে দিয়ে একদিকে মা-হারা কবু ইসাবের প্রতি সহমর্মিতা, অপর দিকে নিজের মা-র প্রতি অগাধ আস্থার ছবি ফুটে উঠেছে।
২.১৮ ‘ইসাবের মনে পড়ল,’-ইসাবের কী মনে পড়ল?
উত্তর:- ইসাবের মনে পড়ল যে, সে দেখেছে অমৃতের বাবা অমৃতকে মারতে গেলেই তার মা তাকে আড়াল করেন।
২.১৯ ‘ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল।’- অমৃতের ভয় পাওয়ার কারণ কী?
উত্তর:- ইসাবকে বাঁচাতে গিয়ে নিজের ভালো জামার পরিবর্তে ইসাবের ছেঁড়া জামা গায়ে পরে অমৃত ভয় পায় মা থাকা সত্ত্বেও সে কি বাবার হাত থেকে রেহাই পাবে?
২.২০ অমৃতের মা ছেঁড়া জামা দেখে কী করেছিলেন?
উত্তর:- হোলিতে বাচ্চাদের ধস্তাধস্তি স্বাভাবিক, তাই ছেঁড়া জামা দেখে অমৃতের মা ভুরু কোঁচকালেও কিছু না-বলে ছুঁচসুতো দিয়ে জামাটি রিফু করে দিয়েছিলেন।
২.২১ ‘এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল।’-তারা কী আশঙ্কা করেছিল?
উত্তর:- অমৃত আর ইসাব জামা অদলবদল করার সময় একটা ছেলে তা দেখে ফেলে। ছেলেটা যদি সকলকে ঘটনাটা বলে দেয়-এই আশঙ্কা করেই তারা চলে যেতে চেয়েছিল।
২.২২) ‘ওঁর শান্ত গলা শুনে ওদের চিন্তা হল,’- বিষয়টি পরিস্ফুট করো।
উত্তর:-কড়া ধাতের মানুষ ইসাবের বাবার আদুরে ডাক শুনে ইসাব আর অমৃত সেটাকে ভালোবাসার অভিনয় বলে মনে করেছিল।
২.২৩ ‘উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।’-কেন উদ্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন?
উত্তর:- ইসাবকে বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচানোর তাগিদে অমৃত, ইসাবের জামা বদলে দেয়। আড়াল থেকে তা দেখে ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেন।
২.২৪ ‘ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।’- ‘খাঁটি জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- ‘অদল বদল’ গল্পে ইসাবের বাবা ‘খাঁটি জিনিস’ বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি ইঙ্গিত করেছেন।
২.২৫ ‘এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না,’-কেন তারা অপ্রস্তুত বোধ করল না?
উত্তর:- জামাবদলের ঘটনায় অমৃত ও ইসাব অভিভাবকদের ভর্ৎসনার ভয়ে প্রথমটায় অপ্রস্তুত হলেও, পরে বাবা-মায়েদের কাছে এ কাজের প্রশংসা পেয়ে তাদের ওই অপ্রস্তুত ভাব কেটে গিয়েছিল।
২.২৬ ‘উনি ঘোষণা করলেন,’-কে, কী ঘোষণা করেছিলেন?
উত্তর:- অমৃত ও ইসাবের জামাবদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রামপ্রধানের কানে গেলে তিনি খুশি হয়ে অমৃতকে ‘অদল’ আর ইসাবকে ‘বদল’ বলে ডাকার কথা ঘোষণা করেন।
২.২৭ ‘কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কী মজা, কী মজা।’-এ কথা কে? কোথায় বলেছে?
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে কালিয়া যখন খোলা মাঠের মধ্যে জোর করে অমৃতকে ছুড়ে ফেলে দিয়েছিল, তখন ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠে উপরে উদ্ধৃত কথাগুলি বলেছিল।
২.২৮ ‘কালিয়া … মাটিতে পড়ে গিয়ে চ্যাঁচাতে লাগল।’-কী কারণে চ্যাঁচাতে লাগল?
উত্তর:- ‘অদল বদল’ গল্পে দেখা যায় বন্ধু অমৃতকে কালিয়ার হাতে হেরে যেতে দেখে ইসাব রেগে গিয়েছিল। সে তখন কালিয়াকে ধরে ল্যাং মেরে ফেলে দেয়। ব্যাঙের মতো হাত-পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে কালিয়া চ্যাঁচাতে শুরু করেছিল।
২.২৯ ‘গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল’-কোন্ গল্প শুনে বুক ভরে গিয়েছিল?
উত্তর:-পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে, ইসাবের বাবা পাঠানের মুখ থেকে অমৃত ও ইসাবের পারস্পরিক ভালোবাসার গল্প শুনে পাড়াপড়শি সকলের বুক ভরে গিয়েছিল।
২.৩০ কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে অমৃত ও ইসাব জামা অদলবদলের সিদ্ধান্ত নিয়েছিল।
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে কুস্তির ফলে ইসাবের জামার পকেট ও ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়ায়, ইসাবকে বাবার হাত থেকে বাঁচাতে ওরা দুজনে জামা অদলবদলের সিদ্ধান্ত নিয়েছিল।
২.৩১ ‘ইসাব অমৃতের দিকে তাকাল’- ইসাবের অমৃতের দিকে তাকানোর কারণ কী?
উত্তর:- ‘অদল বদল’ গল্পে দেখা যায়, হোলির দিন অমৃত ও ইসাব দুই বন্ধু সব দিক থেকে একইরকম জামা পরে ফুটপাতে এসে বসায়, ছেলেদের দলের একজন দুজনকে কুস্তি লড়তে বলে। এই কথা শুনে ইসাব অমৃতের দিকে তাকিয়েছিল।
২.৩২ ‘হোলির দিন পড়ন্ত বিকেলে’ অমৃত ও ইসাব কেমন জামা পরেছিল।
উত্তর:- ‘অদল বদল’ গল্প অনুসারে হোলির দিন পড়ন্ত বিকেলে অমৃত ও ইসাব দুই বন্ধুই, সেদিনকার তৈরি নতুন জামা পরেছিল। জামা দুটির রং, মাপ ও কাপড়- এই সবদিক থেকেই একরকম ছিল।
২.৩৩ ‘ছেলেরা খুব খুশি হলো’-ছেলেদের খুশির কারণ কী ছিল?
উত্তর:- ‘অমৃত-ইসাব অদল বদল, অদল বদল’- এই আওয়াজে যখন গ্রাম পেরিয়ে চারপাশ মুখরিত হল, তখন গ্রামের ছেলেরা সবাই খুব খুশি হয়েছিল।
২.৩৪’ইসাব তবু ইতস্তত করছে- কারণ কী?
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে, অমৃত বন্ধু ইসাবকে যখন নিজের অক্ষত জামার সঙ্গে ইসাবের ছেঁড়া জামা অদল বদলের কথা বলেছিল, তখন সে ইতস্তত করেছিল।
২.৩৫ ‘আবেগভরা গলায় হাসান বললেন’- কী বললেন?
উত্তর:- ‘অদল বদল’ গল্প অনুসারে ইসাবের বাবা হাসান আবেগভরা গলায় অমৃতের মাকে বলেছিলেন যে, অমৃতর মতো ছেলে গেলে তিনি একুশজনকেও পালন করতে রাজি।
২.৩৬ অমৃত ও ইসাব হাত ধরাধরি করে গ্রামের ধারে কী দেখতে গেল?
উত্তর:- অমৃত ও ইসাব দুই বন্ধু হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গিয়েছিল।
২.৩৭ ‘দেখতে হবে ওরা কী করে’- কে, কী দেখেছিল?
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে, ইসাবের বাবা হাসান গলির মধ্যে অমৃত ও ইসাবের জামাবদলের কাণ্ডটি দেখেছিল এবং ওদের কথোপকথন শুনেছিল।
২.৩৮ অমৃত ও ইসাব হাত ধরাধরি করে গ্রামের ধারে কী দেখতে গেল?
উত্তর:- ইসাবকে অমৃত নির্ভয়ে জানিয়েছিল যে, বাবা মারলে তাকে মা ঠিক বাঁচাবে। অমৃতের এই জবাবটিই ইসাবের বাবা হাসানকে বদলে দিয়েছিল।
২.৩৯ অমৃত ও ইসাবের মধ্যে তফাত কী ছিল?
উত্তর:- ‘অদল বদল’ গল্পে দেখা যায় অমৃত ও ইসাবের সবই একরকম, শুধু তফাত এই যে, অমৃতের বাবা-মা আর তিন ভাই রয়েছে। কিন্তু ইসাবের আছে শুধু তার বাবা।
২.৪০ ইসাবের মেজাজ চড়ে গেল কেন?
উত্তর/ বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল; তখন তা দেখে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।
২.৪১অমৃত তার বাবা-মাকে কী কারণে জ্বালাতন করত?
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে ইসাবের মতো নতুন জামা কিনে দেওয়ার জন্য অমৃত তার বাবা-মাকে জ্বালাতন করত।
২.৪২ অমৃত আর ইসাবের পড়াশুনাতে কী মিল ছিল?
উত্তর:- ‘অদল বদল’ গল্প অনুসারে অমৃত আর ইসাব দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ত।
২.৪৩ ইসাবের বাবা কীভাবে ইসাবকে নতুন জামা বানিয়ে দিয়েছিলেন?
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে ইসাবের বাবা হাসান সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে ইসাবকে নতুন জামা বানিয়ে দিয়েছিলেন।
২.৪৪ ‘অদল বদল’ গল্পে ছেলে দুটির নাম কী?
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে ছেলে দুটির নাম হল অমৃত ও ইসাব।
২.৪৫ অমৃতকে কে, কেন খোলা মাঠে নিয়ে এসেছিল?
উত্তর:- ‘অদল বদল’ গল্পে দেখা যায় কালিয়া কুস্তি লড়ার উদ্দেশ্যে অমৃতকে খোলা মাঠে নিয়ে এসেছিল।
২.৪৬ ‘উনি আসল ঘটনাটা জানেন’- আসল ঘটনাটি কী?
উত্তর:-‘অদল বদল’ গল্প অনুসারে আসল ঘটনা বলতে গলির মধ্যে দুই বন্ধু অমৃত ও ইসাবের জামা অদলবদলের ঘটনার কথা বলা হয়েছে। সেটি ইসাবের বাবা হাসান জানতেন।
২.৪৭ ‘অদল বদল’ গল্পে অদল ও বদলের আসল নাম কী?
উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে অদল আর বদলের আসল নাম যথাক্রমে অমৃত ও ইসাব।
২.৪৮ ‘উনি ঘোষণা করলেন’- কী ঘোষণা করলেন?
উত্তর:- ‘অদল বদল’ গল্প অনুসারে গ্রাম-প্রধান ঘোষণা করেছিলেন যে, আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে।
২.৪৯ ‘অদল বদল’ গল্পের তরজমা কে করেছেন।
উত্তর:-পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পটির তরজমা করেছেন। অ্যকুসুম দত্তগুপ্ত।