১.১ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির কবি হলেন-
ক) শঙ্খ ঘোষ
খ) জীবনানন্দ দাশ
গ) জয় গোস্বামী
ঘ) বিষ্ণু দে
উত্তর -জয় গোস্বামী
১.২ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির উৎস হল-
ক) পাখি, হুস
খ) পাতার পোষাক
গ) ভালোটি বাসিব
ঘ) ভুতুমভগবান
উত্তর -পাতার পোষাক
১.৩ জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হল-
ক) মরুমায়া
খ) সর্বহারা
গ) বনলতা সেন
ঘ) ঘুমিয়েছ, ঝাউপাতা
উত্তর -ঘুমিয়েছ, ঝাউপাতা
১.৪ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির মূলগ্রন্থ ‘পাতার পোষাক’-এর রচনাকাল-
ক) ১৯৯৭ খ্রিস্টাব্দ
খ) ২০০০ খ্রিস্টাব্দ
গ) ১৯৯৮ খ্রিস্টাব্দ
ঘ) ২০০১ খ্রিস্টাব্দ
উত্তর -১৯৯৭ খ্রিস্টাব্দ
১.৫ ‘পাতার পোষাক’ কাব্যগ্রন্থটির জন্য কবি জয় গোস্বামী পান-
ক) আনন্দ পুরস্কার
খ) সাহিত্য অকাদেমি পুরস্কার
গ) বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার
ঘ) কিঞ্চল সাহিত্য পুরস্কার
উত্তর -বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার
১.৬ ‘অস্ত্র’ শব্দের আক্ষরিক অর্থ-
ক) হাতিয়ার
খ) বাদ্যযন্ত্র
গ) কণ্ঠসংগীত
ঘ) গুঞ্জন
উত্তর -হাতিয়ার
১.৭ ‘বিরুদ্ধে’ শব্দের আক্ষরিক অর্থ-
ক) বিপরীতে
খ) অমিল
গ) সহজে
ঘ) সামনে
উত্তর -বিপরীতে
১.৮ ‘গান’ শব্দের আক্ষরিক অর্থ-
ক) নৃত্য
খ) রঙ্গরস
গ) গীতি
ঘ) শস্ত্র
উত্তর -গীতি
১.৯’অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার প্রথম পঙ্ক্তিটি হল-
ক) ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে’
খ) ‘গান বাঁধিবে সহস্র উপায়ে’
গ) ‘অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে’
ঘ) ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে’
উত্তর -অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে’
১.১০ ‘আমি এখন________হাতে পায়ে।’ (শূন্যস্থান)
ক) লক্ষ
খ) শত
গ) হাজার
ঘ) একক
উত্তর -হাজার
১.১১ কবিতায় বর্ণিত ‘আমি’ হল-
ক) জনৈক আত্মীয়
খ) রাজা
গ) কবি স্বয়ং
ঘ) সৈনিক
উত্তর -কবি স্বয়ং
১.১২ আসি, উঠে দাঁড়াই।’ (শূন্যস্থান)
ক) সামনে
খ) দূরে
গ) এগিয়ে
ঘ) পিছনে
উত্তর -এগিয়ে
১.১৩ ‘বুলেট’-এর অর্থ হল-
ক) কাচের গুলি
খ) বন্দুকের গুলি
গ) প্লাস্টিকের খেলনা
ঘ) মানুষের শরীর
উত্তর -বন্দুকের গুলি
১.১৪ কবি কীভাবে বুলেট তাড়ান?
ক) মাথা নাড়িয়ে
খ) শরীর দুলিয়ে
গ) পা দুলিয়ে
ঘ) হাত নাড়িয়ে
উত্তর -হাত নাড়িয়ে
১.১৫ কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন?
ক) কথা
খ) অস্ত্র
গ) শব্দ
ঘ) ধ্বনি
উত্তর -অস্ত্র
১.১৬ ‘গানের বর্ম আজ পরেছি_____।’ (শূন্যস্থান)
ক) পায়ে
খ) হাতে
গ) পাখায়
ঘ) গায়ে
উত্তর -গায়ে
১.১৭ ‘বর্ম’ শব্দের অর্থ-
(ক) কবচ
(খ) হার
গ) পুঁতি
ঘ) চামর
উত্তর -কবচ
১.১৮ ‘গান তো জানি______।’ (শূন্যস্থান)
ক) একটা/তিনটা
খ) একটা/চারটা
গ) একটা/দুটো
ঘ) একটা/পাঁচটা
উত্তর -একটা/দুটো
১.১৯ ‘গান তো জানি একটা দুটো’ বলতে বলা হয়েছে-
ক) সামান্য
খ)মাঝারি
গ) অনেক
ঘ) অপ্রতুল
উত্তর -সামান্য
১.২০ ‘আঁকড়ে’ শব্দটির অর্থ-
ক) জড়িয়ে
খ) পরিয়ে
গ) মাড়িয়ে
ঘ) ছড়িয়ে
উত্তর -জড়িয়ে
১.২১ ‘আঁকড়ে ধরে সে-খড়কুটো’ ‘সে-খড়কুটো’ বলতে বোঝাচ্ছে-
ক) সামান্য সম্বল
খ)গুরুত্বহীন
গ) বহু মূল্যবান
ঘ) খাদ্য-জাতীয়
উত্তর -সামান্য সম্বল
১.২২ গানের গায়ে মোছা হয়-
ক) অস্ত্র
খ) ময়লা
গ) চোখের জল
ঘ) রক্ত
উত্তর -রক্ত
১.২৩ মাথায় আছে শকুন অথবা-
ক) কাক
খ) বক
গ) চিল
ঘ) চড়াই
উত্তর -চিল
১.২৪ সহস্র উপায়ে গান বাঁধত-
ক) চিল-শকুন
খ) শ্যামা
গ) কোকিল
ঘ) দোয়েল
উত্তর -কোকিল
১.২৫ কোকিল হল-
ক) বসন্তদূত
খ) হেমন্তদূত
গ) শরৎদূত
ঘ) বর্ষাদূত
উত্তর -বসন্তদূত
১.২৬ শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে-
(ক) উদার মানুষকে
খ) ভালো মানুষকে
গ) সুযোগসন্ধানী মানুষকে
ঘ) সংখ্যালঘু মানুষকে
উত্তর -সুযোগসন্ধানী মানুষকে
১.২৭ ‘সহস্র উপায়ে’ শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে-
ক) অনেক উপায়ে
খ) অল্প উপায়ে
গ) মধ্যম উপায়ে
ঘ) শাব্দিক উপায়ে
উত্তর -অনেক উপায়ে
১.২৮ ‘বর্ম খুলে দ্যাখো__________গায়ে।’ (শূন্যস্থান)
ক) জামা
খ) আদুড়
গ) নোংরা
ঘ) সুগন্ধ
উত্তর -আদুড়
১.২৯ কবিতায় ঋষিবালকের প্রসঙ্গ রয়েছে-
ক) পরিত্রাতা হিসেবে
খ) স্বার্থান্বেষী হিসেবে
গ) গল্পকথক হিসেবে
ঘ) কবি হিসেবে
উত্তর -পরিত্রাতা হিসেবে
১.৩০ ঋষিবালকের মাথায় গোঁজা রয়েছে-
ক) পাহাড়ি ফুল
খ) ময়ূরপালক
গ) সোনার চিরুনি
ঘ) লতাপাতা
উত্তর -ময়ূরপালক
১.৩১ ‘তোমায় নিয়ে বেড়াবে______।’ (শূন্যস্থান)
ক)পুতুল
খ) গান
গ) কবি
ঘ) ছোট্ট ছেলে
উত্তর -গান
১.৩২ তোমায় নিয়ে গান বেড়াবে-
ক) নদীতে, পুকুরে
খ) সাগরে, জলাশয়ে
গ) নদীতে, হাটে
ঘ) নদীতে, দেশ-গাঁয়ে
উত্তর -নদীতে, দেশ-গাঁয়ে
১.৩৩ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার তিনটি স্তবকে পক্তি বিন্যাস হল –
ক) ৫-৬-৭
খ) ৫-৭-৬
গ) ৪-৫-৭
ঘ) ৬-৫-৫
উত্তর -৫-৬-৭
১.৩৪ ‘গানের দুটি পায়ে’ বলা হয়েছে গান এখানে-
ক) সজীব সত্তা বলে
খ) নির্জীব সত্তা বলে
গ) ঘুমন্ত বলে
ঘ) রঙ্গ-রসিকতা বলে
উত্তর -সজীব সত্তা বলে
১.৩৫ ‘আদুড় গায়ে’ কথাটির অর্থ হল-
ক) অনাবৃত শরীরে
খ) বর্ম পরিহিত শরীরে
গ) সন্ন্যাসী বেশধারী শরীরে
ঘ) ছিন্ন বস্ত্র পরিহিত শরীরে
উত্তর -অনাবৃত শরীরে
১.৩৬ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে-
ক) কবির কাছে
খ) লুকিয়ে
গ) বনেবাদাড়ে
ঘ) গানের পায়ে
উত্তর -গানের পায়ে
১.৩৭ ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো_____ দুটি পায়ে (শূন্যস্থান)
ক) আমার
খ) দেশের
গ) গানের
ঘ) মায়ের
উত্তর -গানের
১.৩৮ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘গান’ শব্দটি আছে-
ক) একবার
খ) পাঁচবার
গ) সাতবার
ঘ) ন-বার
উত্তর -সাতবার
১.৩৯ ‘হাজার হাতে-পায়ে এগিয়ে আসে’-
ক) কবি
খ) সৈনিক
গ) ঋষিবালক
ঘ) জনৈক আত্মীয়
উত্তর -কবি
১.৪০ ‘গান’ কোথায় কোথায় ঘুরবে-
ক) নদীতে
খ) যুদ্ধক্ষেত্রে
গ) দেশগাঁয়ে
ঘ) ‘ক’ ও ‘গ’ উভয়ই
উত্তর -‘ক’ ও ‘গ’ উভয়ই
১.৪১ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি ‘পাতার পোষাক’ কাব্যগ্রন্থের যে-অংশ রয়েছে, তা হল-
ক) কবিকাহিনি
খ) পাতার পোষাক
গ) সেতু, অভিজ্ঞতা, শ্রম
ঘ) সেতু, শ্রম, অভিজ্ঞতা
উত্তর -পাতার পোষাক
১.৪২ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার পঙ্ক্তি সংখ্যা-
ক) ১৫
খ ১৭
গ) ১৮
ঘ) ১৯
উত্তর -১৮
১.৪৩ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি কী জাতীয় কবিতা?
ক) রূপকধর্মী
খ) নিসর্গ বিষয়ক
গ) সাংকেতিক
ঘ) ব্যঞ্জনাধর্মী
উত্তর -ব্যঞ্জনাধর্মী