১. চেংমান কোথা থেকে সওদা করতে এসেছিল?
ক) কলকাতা
খ) হালুয়াঘাট
গ) গারো পাহাড়ের নিচের এক গ্রাম
ঘ) নওয়াপাড়া
উত্তর:- গারো পাহাড়ের নিচের এক গ্রাম ।
২. মনমোহন মহাজন চেংমানকে কী দিয়েছিলেন?
ক) টাকা
খ) ছাতা
গ) খাবার
ঘ) কাপড়
উত্তর:- ছাতা ।
৩. চক্রবৃদ্ধি সুদের কারণে ছাতির দাম কত হয়েছিল?
ক) ১০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ১০০০ টাকা
ঘ) ২০০০ টাকা
উত্তর:- ১০০০ টাকা ।
৪. কুটিশ্বর সাহা কত বিঘে জমি ডালুদের কাছ থেকে নিয়েছিলেন?
ক) ৩৬ বিঘে
খ) ৬৬ বিঘে
গ) ১৫ বিঘে
ঘ) ২০ বিঘে
উত্তর:-৬৬ বিঘে ।
৫. নানকার প্রথায় প্রজাদের কী অধিকার ছিল না?
ক) জমির মালিকানা
খ) খাবার
গ) ফসল
ঘ) কর দেওয়ার
উত্তর:-জমির মালিকানা ।
৬. জমিদারদের কীসের জন্য চাষিদের ধান দিতে হতো?
ক) কর
খ) ঋণ
গ) চুক্তি
ঘ) নিরাপত্তা
উত্তর:- চুক্তি ।
৭. ডালু এবং হাজংদের মধ্যে কীসের মিল রয়েছে?
ক) ধর্মে
খ) কথাবার্তা ও পোশাকে
গ) জীবিকার উপায়
ঘ) জাতিগত গৌরবে
উত্তর:- কথাবার্তা ও পোশাকে ।
৮. কোন অঞ্চলে ডালু চাষিরা জেগে উঠেছিল?
ক) কুমারগাঁতি
খ) নওয়াপাড়া
গ) ভুবনকুড়া
ঘ) উভয় খ এবং গ
উত্তর:- উভয় খ এবং গ ।
৯. ডালু চাষিরা কোন প্রথার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল?
ক) মহাজনি প্রথা
খ) জমিদারি প্রথা
গ) নানকার প্রথা
ঘ) কর দেওয়ার প্রথা
উত্তর:- জমিদারি প্রথা ।
১০. বর্তমানে ডালু চাষিরা কী বলে গর্ব করে?
ক) জমিদারদের সম্মান করে
খ) পুলিশ তাদের সাহায্য করে
গ) ভদ্রলোকেরা ‘আপনি’ বলে সম্ভাষণ করে
ঘ) মহাজনেরা তাদের ঋণ মাফ করে
উত্তর:-ভদ্রলোকেরা ‘আপনি’ বলে সম্ভাষণ করে ।
১১. মনমোহন মহাজনের মূল পেশা কী ছিল?
ক) চাষাবাদ
খ) দোকানদারি ও ঋণ প্রদান
গ) জমিদারি
ঘ) পুলিশের চাকরি
উত্তর:- দোকানদারি ও ঋণ প্রদান ।
১২. মনমোহন মহাজনের গদির অবস্থান কোথায় ছিল?
ক) গারো পাহাড়ে
খ) কুমারগাঁতিতে
গ) হালুয়াঘাট বন্দরে
ঘ) নওয়াপাড়ায়
উত্তর:- হালুয়াঘাট বন্দরে ।
১৩. চেংমান কেন ছাতি নেওয়ার সিদ্ধান্ত নেয়?
ক) ছাতির দাম কম ছিল
খ) মহাজনের কথায় ভরসা পেয়ে
গ) বৃষ্টির কারণে বাড়ি ফেরার জন্য
ঘ) ছেলেমেয়েদের জন্য
উত্তর:- বৃষ্টির কারণে বাড়ি ফেরার জন্য।
১৪. মহাজনের হিসেব অনুযায়ী চেংমানের কত টাকা ঋণ হয়েছিল?
ক) ২০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ১০০০ টাকা
ঘ) ১৫০০ টাকা
উত্তর:-১০০০ টাকা ।
১৫. ডালু চাষিরা কোন গান গায় চাষের সময়?
ক) মঙ্গলগান
খ) কষ্টের গান
গ) হাল বাইতে বাইতে গান
ঘ) রোয়া লাগানোর গান
উত্তর:- রোয়া লাগানোর গান
১৬. মহাজনের ঋণের শর্ত কী ধরনের ছিল?
ক) সুদহীন ঋণ
খ) চক্রবৃদ্ধিহারে সুদ
গ) বিনিময় প্রথা
ঘ) স্থির সুদ
উত্তর:-চক্রবৃদ্ধিহারে সুদ ।
১৭. নানকার প্রজাদের কী দিয়ে শাস্তি দেওয়া হতো?
ক) কর আদায়ের জন্য জেল
খ) পিছমোড়া করে বেঁধে মারধর
গ) ফসলের বাজেয়াপ্তি
ঘ) নিলামের মাধ্যমে সম্পত্তি বাজেয়াপ্ত
উত্তর:- পিছমোড়া করে বেঁধে মারধর ।
১৮. গানের ভাষায় “হাল জরিছে মৈষমেনা” কী বোঝায়?
ক) মোষের ভার নুয়ে পড়ছে
খ) চাষির কষ্টের গল্প
গ) জমির উর্বরতা
ঘ) ফসল কাটার আনন্দ
উত্তর:-মোষের ভার নুয়ে পড়ছে ।
১৯. মহাজনদের ঋণ কোন ধরনের সামাজিক অবস্থা তৈরি করেছিল?
ক) সমৃদ্ধি
খ) দারিদ্র্য ও দাসত্ব
গ) স্বাধীনতা
ঘ) সামাজিক ঐক্য
উত্তর:-দারিদ্র্য ও দাসত্ব ।
২০. ডালু চাষিরা জমিদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছিল?
ক) কর কমানোর জন্য দরখাস্ত
খ) জমিদারের খামারে ধান তোলা বন্ধ করা
গ) জমিদারদের ঋণ শোধ করা
ঘ) আদালতে মামলা করা
উত্তর:- জমিদারের খামারে ধান তোলা বন্ধ করা
২১. চেংমান ছাতির ঋণ শোধ করার প্রস্তাব কতবার দিয়েছিল?
ক) একবার
খ) দুইবার
গ) বারবার
ঘ) কখনোই নয়
উত্তর:-বারবার ।
২২. মহাজনদের অত্যাচারের সবচেয়ে বড়ো প্রভাব কী ছিল?
ক) খাদ্যের সংকট
খ) চাষিদের জমি হারানো
গ) চাষের উন্নতি
ঘ) নতুন প্রথার সূচনা
উত্তর:-চাষিদের জমি হারানো।
২৩. ডালুদের কোন গ্রামে মহাজন কুটিশ্বর সাহা জমি কেড়ে নিয়েছিলেন?
ট) কুমারগাঁতি
খ) নওয়াপাড়া
গ) দুমনাকুড়া
ঘ) ভুবনকুড়া
উত্তর:-কুমারগাঁতি।
২৪. ব্রিটিশ সিংহের দাপট বলতে কী বোঝানো হয়েছে?
ক) ব্রিটিশ শাসনের শক্তি
খ) বন্য পশু
গ) ব্রিটিশ সামরিক বাহিনী
ঘ) ব্রিটিশ রাজের ন্যায়বিচার
উত্তর:-ব্রিটিশ শাসনের শক্তি।
২৫. নানকার প্রথা প্রজাদের কীভাবে প্রভাবিত করত?
ক) জমির অধিকার দিত
খ) চাষের সুবিধা দিত
গ) জমির মালিকানা থেকে বঞ্চিত করত
ঘ) বিনা শর্তে ঋণ দিত
উত্তর:-জমির মালিকানা থেকে বঞ্চিত করত
২৬. মহাজনরা চাষিদের ঋণের সুদ কীভাবে আদায় করত?
ক) নগদ টাকা
খ) ধানের মণ দিয়ে
গ) গরু দিয়ে
ঘ) জমি দিয়ে
উত্তর:-ধানের মণ দিয়ে ।
২৭. ডালু চাষিরা কীভাবে সমাজে পরিবর্তন এনেছে?
ক) মদ খাওয়া বন্ধ করে
খ) জমি বিক্রি করে
গ) জমিদারের সঙ্গে সম্পর্ক উন্নত করে
ঘ) মহাজনের ঋণ শোধ করে
উত্তর:- মদ খাওয়া বন্ধ করে ।
২৮. মনমোহন মহাজনের করুণা চেংমানের কাছে কী প্রমাণ করল?
ক) মহাজনের দয়া
খ) মহাজনের ধূর্ততা
গ) মহাজনের বন্ধুত্ব
ঘ) মহাজনের বদান্যতা
উত্তর:- মহাজনের ধূর্ততা ।
২৯. হালুয়াঘাট বন্দরে কোন ধরনের প্রথা চলত?
ক) সামাজিক উৎসব
খ) বন্ধকি ও তেজারতি
গ) ব্যবসায়িক সম্মেলন
ঘ) কর মওকুফ
উত্তর:- বন্ধকি ও তেজারতি ।
৩০. ডালু চাষিদের প্রতিবাদ কেন সফল হয়েছিল?
ক) জমিদারের ক্ষমতা কমে গিয়েছিল
খ) পুলিশ-কাছারির সহায়তায়
গ) একতার মাধ্যমে শক্তি দেখানোর জন্য
ঘ) ঋণ শোধ করার জন্য
উত্তর:-একতার মাধ্যমে শক্তি দেখানোর জন্য ।