Madhyamik history

সংঘব্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর

সংঘব্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর

1. ‘বেঙ্গল আর্মি’র সদস্য ছিলেন-

ক) তাঁতিয়া টোপি
খ) নানা সাহেব
গ) মঙ্গল পান্ডে
ঘ) মৌলবি আহমদউল্লা

উত্তর:-মঙ্গল পান্ডে

2. সিপাহি বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল-

ক) ব্যারাকপুরে
খ) মিরাটে
গ) দিল্লিতে
ঘ) লখনউতে

উত্তর:-ব্যারাকপুরে

3. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন-

ক) নানাসাহেব
খ) রানি লক্ষ্মীবাই
গ) তাঁতিয়া টোপি
ঘ) মঙ্গল পান্ডে

উত্তর:-মঙ্গল পান্ডে

4. ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় স্তরে প্রথম বিদ্রোহ হল-

ক) সিপাহি বিদ্রোহ
খ) ইলবার্ট বিল-বিরোধী আন্দোলন
গ) স্বদেশি আন্দোলন
ঘ) নীল বিদ্রোহ

উত্তর:-সিপাহি বিদ্রোহ

5. লক্ষ্মীবাই সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন-

ক) বাংলায়
খ) কানপুরে
গ) ঝাঁসিতে
ঘ) বিহারে

উত্তর:-ঝাঁসিতে

6. সিপাহি বিদ্রোহে নানা সাহেব ও তাঁতিয়া টোপি কোথাকার নেতা ছিলেন?

ক) বিহারের
খ) কানপুরের
গ) মিরাটের
ঘ) ফৈজাবাদের

উত্তর:-কানপুরের

7. ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মোঘল সম্রাট ছিলেন-

ক)বাবর
খ)শাহজাহান
গ)আকবর
ঘ)দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তর:-দ্বিতীয় বাহাদুর শাহ

8. বিহারে সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন-

ক) কুনওয়ার সিং
খ) তাঁতিয়া টোপি
গ) নানা সাহেব
ঘ) মঙ্গল পান্ডে

উত্তর:-কুনওয়ার সিং

9. অযোধ্যায় সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন-

ক)নানা সাহেব
খ)হজরত মহল
গ)কুনওয়ার সিং
ঘ)বাবা রামচন্দ্র

উত্তর:-হজরত মহল

10.১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম সিপাহি বিদ্রোহ বলে অভিহিত করেছেন-

ক)লর্ড ক্যানিং
খ)আর্ল স্ট্যানলি
গ)মহারানি ভিক্টোরিয়া
ঘ)ডিসরেলি

উত্তর:-আর্ল স্ট্যানলি

11. ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি-

ক)বিহার
খ)উত্তরপ্রদেশ
গ)মধ্যপ্রদেশ
ঘ)পাঞ্জাব

উত্তর:-পাঞ্জাব

12. এদের মধ্যে কে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি?

ক)ডিসরেলি
খ)রবার্টসন
গ)কার্ল মার্কস
ঘ)সাভারকর

উত্তর:-ডিসরেলি

13. ইংল্যান্ডের টোরি দলের নেতা ডিসরেলি ১৮৫৭ সালের বিদ্রোহকে উল্লেখ করেছেন-

ক) সিপাহি বিদ্রোহরূপে
খ) প্রথম স্বাধীনতার যুদ্ধরূপে
গ) জাতীয় বিদ্রোহরূপে
ঘ) সামন্তশ্রেণির ক্ষমতা দখলের প্রয়াসরূপে

উত্তর:-সিপাহি বিদ্রোহরূপে

14. সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস ১৮৫৭ সালের বিদ্রোহকে বলেছেন-

ক) সিপাহি বিদ্রোহ
খ) সামন্ত বিদ্রোহ
গ) ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ
ঘ) জাতীয় বিদ্রোহ

উত্তর:-জাতীয় বিদ্রোহ

15. মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন-

ক) বিপান চন্দ্র
খ)‌ রোমিলা থাপার
গ) ইরফান হাবিব
ঘ) রজনীপাম দত্ত

উত্তর:-রজনীপাম দত্ত

16. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন-

ক)সুভাষচন্দ্র বসু
খ)ভি ডি সাভারকর
গ)জওহরলাল নেহরু
ঘ) রাসবিহারী বসু

উত্তর:-ভি ডি সাভারকর

17. “১৮৫৭ খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম- প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়।”-এটি কার উক্তি?

ক) ড. রমেশচন্দ্র মজুমদারের
খ) সুশোভন সরকারের
গ) ড. সুরেন্দ্রনাথ সেনের
ঘ) হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের

উত্তর:-ড. রমেশচন্দ্র মজুমদারের

18. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘মুসলমানদের ষড়যন্ত্র’ বলেছেন-

ক) নর্টন
খ) ডিজরেলি
গ) আউট্রাম
ঘ) নিকলসন

উত্তর:-আউট্রাম

19. “১৮৫৭-এর বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ”-এ কথা কে বলেছেন?

ক) ড. সুরেন্দ্রনাথ সেন
খ) সুশোভন সরকার
গ) ড. রমেশচন্দ্র মজুমদার
ঘ) সুমিত সরকার

উত্তর:-ড. রমেশচন্দ্র মজুমদার

20. ‘The Sepoy Mutiny and the Revolt of 1857’ গ্রন্থটির লেখক হলেন-

ক) ড. সুরেন্দ্রনাথ সেন
খ) ড. রমেশচন্দ্র মজুমদার
গ) রজনীপাম দত্ত
ঘ) অধ্যাপক রণজিৎ গুহ

উত্তর:-ড. রমেশচন্দ্র মজুমদার

21. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী’ বলে অভিহিত করেছেন-

ক) সুরেন্দ্রনাথ সেন
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) রাজনারায়ণ বসু

উত্তর:-রাজনারায়ণ বসু

22. ‘Eighteen Fifty Seven’ গ্রন্থের লেখক হলেন-

ক) ভি ডি সাভারকর
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) ড. সুরেন্দ্রনাথ সেন
ঘ) শশীভূষণ চৌধুরী

উত্তর:-ড. সুরেন্দ্রনাথ সেন

23. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন-

ক) মহারানি ভিক্টোরিয়া
খ) লর্ড ক্যানিং
গ) ভারত সচিব
ঘ) ভাইসরয়

উত্তর:-মহারানি ভিক্টোরিয়া

24. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ করা হয়-

ক) কলকাতা থেকে
খ) মুম্বই থেকে
গ) মাদ্রাজ থেকে
ঘ) এলাহাবাদ থেকে

উত্তর:-এলাহাবাদ থেকে

25. কবে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন?

ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে

উত্তর:-১৮৫৮ খ্রিস্টাব্দে

26. মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিস্টাব্দ) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়-

ক)১ জানুয়ারি
খ) ২৬ জানুয়ারি
গ) ২ অক্টোবর
ঘ) ১ নভেম্বর

উত্তর:-১ নভেম্বর

27. মহারানি ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ করেন-

ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড কার্জন

উত্তর:-লর্ড ক্যানিং

28. “An Act for the Better Government of India” আইন যে পদের সৃষ্টি হয়-

ক) ভারতীয় কাউন্সিল
খ) গভর্নর-জেনারেল
গ) ভারত সচিব
ঘ) কোনোটিই নয়

উত্তর:-ভারত সচিব

29. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে-

ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তর:-১৮৫৮ খ্রিস্টাব্দে

30. মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনি হিসেবে প্রথম নিযুক্ত হন-

ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড বেন্টিঙ্ক
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড মাউন্টব্যাটন

উত্তর:-লর্ড ক্যানিং

31. সর্বপ্রথম কোন্ সংগঠন ভারতে রাজনৈতিক কর্মকান্ডে গতি আনে?

ক) বঙ্গভাষা প্রকাশিকা সভা
খ) ভারতসভা
গ) জমিদার সভা
ঘ) হিন্দুমেলা

উত্তর:-ভারতসভা

32. ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়?

ক) বাংলায়
খ) দিল্লিতে
গ) পাঞ্জাবে
ঘ) মাদ্রাজে

উত্তর:-বাংলায়

33. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-

ক) ভারতসভা
খ) ভারতের জাতীয় কংগ্রেস
গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

উত্তর:-ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

34. বাংলায় চিরস্থায়ী জমিদারি ব্যবস্থা প্রবর্তনের ফলে এক নতুন ধরনের ভূস্বামী সম্প্রদায়ের জন্ম হয়-

ক) ১৭৯২ খ্রিস্টাব্দে
খ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৯১ খ্রিস্টাব্দে

উত্তর:-১৭৯৩ খ্রিস্টাব্দে

35. জমিদার সভার সভাপতি ছিলেন-

ক) প্রসন্নকুমার ঠাকুর
খ) দ্বারকানাথ ঠাকুর
গ) রাজনারায়ণ বসু
ঘ) রাধাকান্ত দেব

উত্তর:-রাধাকান্ত দেব

36. হিন্দুমেলার প্রধান উদ্যোক্তা ছিলেন-

ক) নবগোপাল মিত্র
খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গ) বিপিনচন্দ্র পাল
ঘ) আনন্দমোহন বসু

উত্তর:-নবগোপাল মিত্র

37. ‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি রচনা করেন-

ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)রাজনারায়ণ বসু
গ)নবগোপাল মিত্র
ঘ)জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:-রবীন্দ্রনাথ ঠাকুর

38. ‘মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি’ গানটি রচনা করেন-

ক) রাজনারায়ণ বসু
খ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
গ) নবগোপাল মিত্র
ঘ) জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:-দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

39. ‘হিন্দুমেলা’র পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম ছিল-

ক)আর্যদর্শন
খ)সোমপ্রকাশ
গ)বঙ্গদর্শন
ঘ)ন্যাশনাল পেপার

উত্তর:-ন্যাশনাল পেপার

40. ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল-

ক)ভারতসভা
খ)হিন্দুমেলা
গ)মহাজন সভা
ঘ)জমিদার সভা

উত্তর:-জমিদার সভা

41. সভাসমিতির যুগ হিসাবে পরিচিত-

ক)অষ্টাদশ শতক
খ)ঊনবিংশ শতক
গ)বিংশ শতক
ঘ)একবিংশ শতক

উত্তর:-ঊনবিংশ শতক

42. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভার প্রাণপুরুষ ছিলেন-

ক) আনন্দমোহন বসু
খ) শিবনাথ শাস্ত্রী
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) দ্বারকানাথ গাঙ্গুলি

উত্তর:-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

43. ভারতসভা প্রতিষ্ঠিত হয়-

ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

উত্তর:-১৮৭৬ খ্রিস্টাব্দে

44. ভারতসভার সম্পাদক ছিলেন-

ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
খ) কৃয়দাস পাল
গ) রামতনু লাহিড়ি
ঘ) আনন্দমোহন বসু

উত্তর:-সুরেন্দ্রনাথ ব্যানার্জি

45. ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন-

ক) কেশবচন্দ্র সেন
খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

46. ভারতসভার মুখপত্র হিসেবে কোন্ পত্রিকা প্রচারকার্য চালাত?

ক) যুগান্তর
খ) দ্য বেঙ্গলি
গ) বন্দেমাতরম
ঘ) কেশরী

উত্তর:-দ্য বেঙ্গলি

47. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন-

ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
খ) আনন্দমোহন বসু
গ) রেভাঃ কৃয়মোহন বন্দ্যোপাধ্যায়
ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তর:-রেভাঃ কৃয়মোহন বন্দ্যোপাধ্যায়

48. ইন্ডিয়ান লিগের সভাপতি ছিলেন-

ক) শিশির কুমার ঘোষ
খ) শম্ভুচন্দ্র মুখার্জি
গ) হেমন্ত কুমার মুখার্জি
ঘ) অনন্ত কুমার ঘোষ

উত্তর:-শম্ভুচন্দ্র মুখার্জি

49. ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয়-

ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৭০ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তর:-১৮৭০ খ্রিস্টাব্দে

50. কোন্ ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন।

ক) লর্ড লিটন
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড কার্জন
ঘ) লর্ড রিপন

উত্তর:- লর্ড রিপন।

1. কোন্ সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়?

Ans- উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়।

2. কোন্ সিপাহি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন?

Ans- ব্যারাকপুর সেনানিবাসের সিপাহি মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা (২৯ মার্চ, ১৮৫৭ খ্রি.) করেন।

3. মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন?

Ans- মঙ্গল পান্ডে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘোষণা করেন।

4. মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

Ans- ১৮৫৭ খ্রিস্টাব্দের ১০মে মিরাটে সিপাহি বিদ্রোহ শুরু হয়।

5. দিল্লিতে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

Ans- ১৮৫৭ খ্রিস্টাব্দের ১১ মে দিল্লিতে সিপাহি বিদ্রোহ শুরু হয়।

6. প্রথম কবে সিপাহিরা বিক্ষোভ শুরু করে?

Ans- প্রথম ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি বহরমপুরের সেনা ছাউনির ১৯ নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহিরা বিক্ষোভ শুরু করে।

7. কার আমলে কবে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?

Ans- বড়োলাট লর্ড ক্যানিং-এর আমলে (১৮৫৬-৬২ খ্রি.) ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।

৪. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

Ans- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

9. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?

Ans- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল-এর টোটার প্রচলন।

10. কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণন করেছিলেন?

Ans- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন, সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন।

11. কারা মনে করেন যে, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা- উপধারার সংমিশ্রণ ঘটেছিল?

Ans- অধ্যাপক এরিখ স্টোক্স, বেইলি প্রমুখ মনে করেন যে, ১৮৫৭-এর বিদ্রোহে স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা-উপধারার সংমিশ্রণ ঘটেছিল।

12. ১৮৫৭-এর বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলে মনে করেন এমন তিনজন ইংরেজ ঐতিহাসিকের নাম লেখো।

Ans- ১৮৫৭-এর বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলে মনে করেন এমন তিনজন ইংরেজ ঐতিহাসিক হলেন স্যার জন লরেন্স, জন সিলি/চার্লস রেকস প্রমুখ।

13. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন এমন চারজন ভারতীয় মনীষীর নাম লেখো।

Ans- ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন এমন চারজন ভারতীয় মনীষী হলেন অক্ষয়কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ।

14. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘গণবিদ্রোহ’ বলে মনে করেন এমন তিনজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো।

Ans- ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘গণবিদ্রোহ’ বলে মনে করেন।

15. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে যাঁরা ‘সামন্তশ্রেণির বিদ্রোহ’ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন তাঁদের তিনজনের নাম উল্লেখ করো।

Ans- ড. রমেশচন্দ্র মজুমদার, ড. সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্তশ্রেণির বিদ্রোহ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন।

16. নানা সাহেবের আসল নাম কী ছিল?

Ans- নানা সাহেবের আসল নাম গোবিন্দ ধন্দ পন্থ।

17. তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল?

Ans- তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপি।

18. কোন্ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

Ans- ‘ভারত শাসন আইন’ (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

19. ১৮৫৭-এর বিদ্রোহ কোন্ কোন্ অঞ্চলে বিস্তারলাভ করেছিল?

Ans- ১৮৫৭-এর বিদ্রোহ দিল্লি, অযোধ্যা, লখনউ, কানপুর, বেরিলী, ঝাঁসি, বিহার প্রভৃতি অঞ্চলে বিস্তার লাভ করে।

20. মহারানি ভিক্টোরিয়া কোন্ আইনের দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন?

Ans- মহারানি ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন।

21. কে নানা সাহেব, আজিমউল্লার মতো বিদ্রোহী নেতাদের ‘অন্যায়কারী দানব’ বলে অভিহিত করেছেন?

Ans- রাজনারায়ণ বসু নানা সাহেব, আজিমউল্লার মতো বিদ্রোহী নেতাদের ‘অন্যায়কারী দানব’ বলে অভিহিত করেছেন।

22. ১৮৫৭-এর বিদ্রোহে ব্রিটিশদের সহায়তা করেছিল এমন কয়েকটি ভারতীয় সম্প্রদায়ের নাম লেখো।

Ans- ১৮৫৭-এর বিদ্রোহে ব্রিটিশদের সহায়তা করেছিল এমন কয়েকটি ভারতীয় সম্প্রদায় ছিল মুসলিম, শিখ, গোরখা, রাজপুত, মারাঠা প্রভৃতি।

23. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠায় কাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল?

Ans- ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠায় টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাজা রামমোহন রায় এবং তাঁদের বেশ কয়েকজন অনুগামীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল ।

24. ‘বলাভাষা প্রকাশিকা সভা’-য় কী বিষয়ে আলোচনা হত?

Ans- ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-য় ভারতীয়দের স্বার্থ জড়িত এমন বিষয়ে ব্রিটিশ সরকারের কার্যাবলি সম্পর্কে আলোচনা হত।

25. কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়?

Ans- ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

26. জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো।

Ans- দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, প্রসন্নকুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র-সহ বিভিন্ন জমিদার ও ধনী ব্যবসায়ী জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন।

27. কোন্ সংগঠনের আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে?

Ans- জমিদার সভার আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে।

28. কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?

Ans- ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।

29. হিন্দুমেলার অপর নাম কী?

Ans- হিন্দুমেলার অপর নাম চৈত্রমেলা।

30. হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় কোন্ গানটি গাওয়া হয়?

Ans- হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি’ গানটি গাওয়া হয়।

31. হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে কী গান গাওয়া হত?

Ans- হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গাও ভারতের জয়’ গানটি গাওয়া হত।

32. কবে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়?

Ans- শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।

33. ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

Ans- ভারতসভার প্রথম অধিবেশন ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়।

34. সুরেন্দ্রনাথের প্রচারের ফলে কোন্ কোন্ অঞ্চলে ভারতসভয় শাখা স্থাপিত হয়?

Ans- সুরেন্দ্রনাথের প্রচারের ফলে লখনউ, মিরাট, লাহোর, সিং প্রভৃতি অঞ্চলে শীঘ্রই ভারতসভার শাখা স্থাপিত হয়।

35. ইলবার্ট বিল কে রচনা করেন?

Ans- ইলবার্ট বিল রচনা করেন লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট।

36. কে ‘সর্বভারতীয় জাতীয় সম্মেলন’-কে ‘জাতীয় কংগ্রেসের মহড়া বলে অভিহিত করেছেন?

Ans- ১৮৮৫ খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম ‘সর্বভারতীয় জাতীয় সম্মেলন’ (১৮৮৩ খ্রি.)-কে ‘জাতীয় কংগ্রেসের মহড়া’ বলে অভিহিত করেছেন।

37. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবে কংগ্রেসে যোগ দেন?

Ans- ১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেন।

You may also like

Madhyamik history

দশম শ্রেণীর ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

১) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন- (A) রনজিত গুহ (B) অমলেশ ত্রিপাঠী (C) সুমিত সরকার (D) রামচন্দ্র গুহ উঃ