১। Colonia’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
(ক) লাতিন শব্
(খ) ইংরেজি শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) পোর্তুগিজ শব্দ
উত্তর:- লাতিন শব্দ
২। ‘ইম্পেরিয়াম’ শব্দটি হল একটি –
(ক) লাতিন শব্দ
(খ) গ্রিক শব্দ
(গ) ইংরেজি শব্দ
(ঘ) ফরাসি শব্দ
উত্তর:- (ক) লাতিন শব্দ
৩। উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল –
(ক) ত্রয়োদশ শতকে
(খ) চতুর্দশ শতকে
(গ) পঞ্চদশ শতকে
(ঘ) ষোড়শ শতকে
উত্তর:-(গ)পঞ্চদশ শতকে
৪। ইস্ট ইন্ডিজ হল আসলে –
(ক) মালয়েশিয়া
(খ) ইন্দোনেশিয়া
(গ) ইউরেশিয়া
(ঘ) ক্রোয়েশিয়া
উত্তর:- (খ) ইন্দোনেশিয়া
৫। আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা চালায় –
(ক) পোর্তুগিজরা
(খ) ফরাসিরা
(গ) ইংরেজরা
(ঘ) ওলন্দাজরা
উত্তর:- (ঘ) ওলন্দাজরা
৬। রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত?
(ক) উত্তর আমেরিকা
(খ) লাতিন আমেরিকা
(গ) পশ্চিম আমেরিকা
(ঘ) দক্ষিণ আমেরিকা
উত্তর:- (ঘ) দক্ষিণ আমেরিকা
৭। দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল –
(ক) ফরাসিরা
(খ) পোর্তুগিজরা
(গ) ওলন্দাজরা
(ঘ) ব্রিটিশরা
উত্তর:- (খ) পোর্তুগিজরা
৮। আফিম যুদ্ধের পরে চিনে প্রবেশ করে –
(ক) ফরাসিরা
(খ) ব্রিটিশরা
(গ) রুশরা
(ঘ) মার্কিনিরা
উত্তর:- (ঘ) মার্কিনিরা
৯। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত –
(ক) এশিয়া
(খ) আফ্রিকা
(গ) ইউরোপ
(ঘ) আমেরিকা
উত্তর:- (খ) আফ্রিকা
১০। কমোডোর পেরির জাপানে আগমন ঘটে –
(ক) ১৮৫৪ খ্রি.
(খ) ১৮৯৯ খ্রি.
(গ) ১৪৯২ খ্রি.
(ঘ) ১৭৮৩ খ্রি.
উত্তর:- (ক) ১৮৫৪ খ্রি.
১১। বার্থেলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন?
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) পোর্তুগাল
(ঘ) জার্মানি
উত্তর:- (গ) পোর্তুগাল
১২। আফ্রিকাকে ইউরোপীয়রা মনে করত –
(ক) অন্ধকারাচ্ছন্ন দেশ
(খ) নদীমাতৃক দেশ
(গ) সম্পদহীন দেশ
(ঘ) আলোক উজ্জ্বল মহাদেশ
উত্তর:- (ক) অন্ধকারাচ্ছন্ন দেশ
১৩। জাপান একুশ দফা দাবি পেশ করেছিল –
(ক) কোরিয়ায়
(খ) ফ্রান্সে
(গ) চিনে
(ঘ) ভারতে
উত্তর:- (গ) চিনে
১৪। ইনকা সভ্যতা ধ্বংস করেন –
(ক) কলম্বাস
(খ) হার্মান্দো কোটেস
(গ) ফান্সিসকো পিজারো
(ঘ) আমেরিগো ভেসপুচি
উত্তর:- (গ) ফান্সিসকো পিজারো
১৫। ব্রাজিলে ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল –
(ক) পোর্তুগাল
(খ) স্পেন
(গ) ফ্রান্স
(ঘ) ইংল্যান্ড
উত্তর:- (ক) পোর্তুগাল
১৬। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল –
(ক) ফরাসিরা
(খ) পোর্তুগিজরা
(গ) ওলন্দাজরা
(ঘ) ইংরেজরা
উত্তর:- (খ) পোর্তুগিজরা
১৭। ম্যাকাও বন্দর অবস্থিত –
(ক) জাপানে
(খ) ইংল্যান্ডে
(গ) চিনে
(ঘ) ফ্রান্সে
উত্তর:- (গ) চিনে
১৮. ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকায় ইংরেজদের স্বাধীন উপনিবেশগুলির সংখ্যা ছিল –
(ক) 12
(খ) 13
(গ) 14
(ঘ) 15
উত্তর:- (খ) 13
১৯. ব্রিটিশ পার্লামেন্টে কুইবেক অ্যাক্ট পাস করান –
(ক) বড়োলটি আরউইন
(খ) লর্ড নর্থ
(গ) বড়োলাট লিনলিথগো
(ঘ) বড়োলাট হার্ডিঞ্জ
উত্তর:- (খ) লর্ড নর্থ
২০. “সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না”-দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই প্রবচনটি বলা হত যাদের উদ্দেশ্যে তারা হল-
(ক) ফরাসি
(খ) আমেরিকান
(গ) ডাচ
(ঘ) ব্রিটিশ
উত্তর:- (ঘ) ব্রিটিশ
২১. দক্ষিণ আফ্রিকায় ইউনিয়ন অব সাউথ আফ্রিকা গঠন করে –
(ক) ফরাসিরা
(খ) ব্রিটিশরা
(গ) ডাচরা
(ঘ) পোর্তুগিজরা
উত্তর – (খ) ব্রিটিশরা
২২. যে সন্ধির ফলে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয় তা হল –
(ক) অ্যামিয়েন্সের সন্ধি
(খ) শিমোনোসেকির সন্ধি
(গ) তিয়েনসিন সন্ধি
(ঘ) বার্লিনের সন্ধি
উত্তর – (ক) অ্যামিয়েন্সের সন্ধি
২২. চিনে প্রবেশের জলপথ প্রথম আবিষ্কার করেন –
(ক) জন হে
(খ) রাফায়েল পেরস্ট্রেলো
(গ) পিজারো
(ঘ) কমোডোর পেরি
উত্তর – (খ) রাফায়েল পেরস্ট্রেলো
২৪. কোন দেশের বর্তমান নাম মায়ানমার?
(ক) সিংহল
(খ) ব্রহ্মদেশ
(গ) জাভা
(ঘ) সুমাত্রা
উত্তর – (খ) ব্রহ্মদেশ
২৫. বাংলায় ওলন্দাজদের অন্যতম প্রধান ঘাঁটি ছিল –
(ক) চন্দননগরে
(খ) চুঁচড়ায়
(গ) হলদিয়ায়
(ঘ) আরামবাগে
উত্তর – (খ) চুঁচড়ায়
২৬. বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হল –
(ক) শ্রীরামপুর
(খ) কলকাতা
(গ) চন্দননগর
(ঘ) ফলতা
উত্তর – (গ) চন্দননগর
২৭. কুইবেক শহরের প্রতিষ্ঠাতা স্যামুয়েল চ্যাম্পলেইন ছিলেন –
(ক) ব্রিটিশ নাগরিক
(খ) ফরাসি নাগরিক
(গ) ডাচ নাগরিক
(ঘ) স্পেনীয় নাগরিক
উত্তর – (খ) ফরাসি নাগরিক
২৮. ব্রাজিল স্বাধীনতা পায় –
(ক) ১৮২২ খ্রি.
(খ) ১৮২৪ খ্রি.
(গ) ১৮৩০ খ্রি.
(ঘ) ১৮৪২ খ্রি.
উত্তর – (ক) ১৮২২ খ্রি.
২৯. দক্ষিণ আমেরিকায় প্রথম যে দ্বীপে ইউরোপীয়রা সোনা পায় –
(ক) ফিলিপিনস
(খ) সেন্ট হেলেনা
(গ) গ্রিনল্যান্ড
(ঘ) হিস্পানিওলা
উত্তর – (ঘ) হিস্পানিওলা
৩০. আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের বলা হত –
(ক) রেড আমেরিকান
(খ) রেড ইন্ডিয়ান
(গ) আমেরিকা
(ঘ) ইন্ডিয়ান
উত্তর – (খ) রেড ইন্ডিয়ান
৩১. এশিয়ায় বা পূর্বাঞ্চলে ইংরেজদের প্রথম বাণিজ্যিক ঘাঁটি, একিন অবস্থিত –
(ক) শ্রীলঙ্কায়
(খ) ইন্দোনেশিয়ায়
(গ) সুমাত্রায়
(ঘ) ভারতে
উত্তর – (গ) সুমাত্রায়
৩২. প্রায় ৩০০ বছর ধরে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল –
(ক) ইন্দোচিনে
(খ) ফিলিপিনসে
(গ) ইন্দোনেশিয়াতে
(ঘ) আফগানিস্তানে
উত্তর – (খ) ফিলিপিনসে.
৩৩. ‘নিকট প্রাচ্য’ বলতে বোঝায় –
(ক) রোমকে
(খ) তুরস্ককে
(গ) আমেরিকাকে
(ঘ) মিশরকে
উত্তর – (খ) তুরস্ককে
৩৪. দূর প্রাচ্য বলতে বোঝায় –
(ক) চিন-জাপানকে
(খ) মালয়েশিয়া-ইন্দোনেশিয়াকে
(গ) ইংল্যান্ড-স্পেনকে
(ঘ) ইটালি-পোর্তুগালকে
উত্তর – (ক) চিন-জাপানকে
৩৫. লিওপোল্ড ছিলেন –
(ক) ইংরেজ রাজা
(খ) বেলজিয়ামের রাজা
(গ) ফরাসি রাজা
(ঘ) পোর্তুগালের রাজা
উত্তর – (খ) বেলজিয়ামের রাজা
৩৬. পোর্তুগিজদের প্রচেষ্টায় মোজাম্বিকের নতুন নাম হয় –
(ক) পোর্তুগিজ উত্তর আফ্রিকা
(খ) পোর্তুগিজ পূর্ব আফ্রিকা
(গ) পোর্তুগিজ পশ্চিম আফ্রিকা
(ঘ) পোর্তুগিজ দক্ষিণ আফ্রিকা
উত্তর – (খ) পোর্তুগিজ পূর্ব আফ্রিকা
৩৭. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত –
(ক) গোল মরিচকে
(খ) লবঙ্গকে
(গ) দারুচিনিকে
(ঘ) কয়লাকে
উত্তর – (ক) গোল মরিচকে
৩৮. মার্কিন সেনাপতি পেরি আগমন করেন –
(ক) চিনে
(খ) ভারতে
(গ) সিংহলে
(ঘ) জাপানে
উত্তর – (ঘ) জাপানে
৩৯. যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে –
(ক) সাম্রাজ্যবাদ
(খ) জাতীয়তাবাদ
(গ) মানবতাবাদ
(ঘ) সামরিকবাদ
উত্তর – (ক) সাম্রাজ্যবাদ
৪০. ‘নতুন বিশ্ব’ শব্দটি প্রথম ব্যবহার করেন –
(ক) কলম্বাস
(খ) স্যার ওয়ালটার র্যালে
(গ) আমেরিগো ভেসপুচি
(ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর – (গ) আমেরিগো ভেসপুচি
৪১. হার্মাদ নামে পরিচিত ছিল –
(ক) ইংরেজ বণিকরা
(খ) মুঘলরা
(গ) পোর্তুগিজ জলদস্যুরা
(ঘ) ফরাসি বণিকরা
উত্তর – (গ) পোর্তুগিজ জলদস্যুরা
৪২. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৬০০ খ্রি.
(খ) ১৬০২ খ্রি.
(গ) ১৬০৪ খ্রি.
(ঘ) ১৬৫৭ খ্রি.
উত্তর – (খ) ১৬০২ খ্রি.
৪৩. সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল –
(ক) ১৭৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৭৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৫৮ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৭৫৬ খ্রিস্টাব্দে
৪৪. ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?
(ক) দমন
(খ) কালিকট
(গ) গোয়া
(ঘ) কোচিন
উত্তর – (খ) কালিকট
৪৫. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
(ক) গুজরাট
(খ) বোম্বে
(গ) মাদ্রাজ
(ঘ) বাংলা
উত্তর – (ঘ) বাংলা
৪৬. ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন –
(ক) ভাস্কো দা গামা
(খ) জোসেফ ডুপ্লে
(গ) রবার্ট ক্লাইভ
(ঘ) টমাস রো
উত্তর – (খ) জোসেফ ডুপ্লে
৪৭. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা?
(ক) ইংরেজ
(খ) ওলন্দাজ
(গ) ফরাসি
(ঘ) পোর্তুগিজ
উত্তর – (খ) ওলন্দাজ
৪৮. ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে –
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তর – (ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
৪৯. ‘ভৌগোলিক আবিষ্কারের যুগ’ নামে পরিচিত –
(ক) ত্রয়োদশ-চতুদর্শ শতাব্দী
(খ) দশম-একাদশ শতাব্দী
(গ) ষোড়শ-সপ্তদশ শতাব্দী
(ঘ) পঞ্চদশ-ষোড়শ শতাব্দী
উত্তর – (ঘ) পঞ্চদশ-ষোড়শ শতাব্দী
৫০. ইউরোপে সপ্তবর্ষের যুদ্ধের অবসান ঘটে –
(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৭৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
উত্তর – (গ) ১৭৬৩ খ্রিস্টাব্দে
৫১. বিখ্যাত আজটেক সভ্যতা ছিল –
(ক) আফ্রিকার
(খ) ইউরোপের
(গ) এশিয়ার
(ঘ) উত্তর আমেরিকার
উত্তর – (ঘ) উত্তর আমেরিকার
৫২. ইউরোপের সর্বাধিক শক্তিশালী ঔপনিবেশিক শক্তি ছিল –
(ক) ব্রিটেন
(খ) ফ্রান্স
(গ) পোর্তুগাল
(ঘ) হল্যান্ড
উত্তর – (ক) ব্রিটেন
৫৩. মুক্তদ্বার নীতি ঘোষণা করেন –
(ক) জন হে
(খ) ম্যাথু পেরি
(গ) ক্যাম্পবেল
(ঘ) চালর্স বেয়ার্ড
উত্তর – (ক) জন হে
৫৪. তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –
(ক) ১৮৫৮ খ্রি.
(খ) ১৮৬০ খ্রি.
(গ) ১৮৯৫ খ্রি.
(ঘ) ১৮৯৯ খ্রি.
উত্তর – (ক) ১৮৫৮ খ্রি.
৫৫. পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হল –
(ক) সিঙ্গাপুর
(খ) ব্রহ্মদেশ
(গ) মায়ানমার
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তর – (ঘ) ইন্দোনেশিয়া
৫৬. আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল –
(ক) ১৮২২ খ্রি.
(খ) ১৭৮৩ খ্রি.
(গ) ১৮৮১ খ্রি.
(ঘ) ১৭৮০ খ্রি.
উত্তর – (খ) ১৭৮৩ খ্রি.
৫৭. কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল –
(ক) বেলজিয়াম
(খ) ফ্রান্স
(গ) হল্যান্ড
(ঘ) স্পেন
উত্তর – (ক) বেলজিয়াম
৫৮. কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল –
(ক) ওলন্দাজরা
(খ) ফরাসিরা
(গ) ডাচরা
(ঘ) স্পেনীয়রা
উত্তর – (খ) ফরাসিরা
৫৯. সর্বপ্রথম অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল –
(ক) পোর্তুগাল
(খ) বেলজিয়াম
(গ) ফ্রান্স
(ঘ) ইংল্যান্ড
উত্তর – (ক) পোর্তুগাল
৬০. Colony শব্দটি হল একটি — শব্দ।
(ক) ফরাসি
(খ) লাতিন
(গ) গ্রিক
(ঘ) ইংরেজি
উত্তর – (ঘ) ইংরেজি
৬১. ‘উদীয়মান সূর্যের দেশ’ বলা হয় —।
(ক) কোরিয়াকে
(খ) জাপানকে
(গ) চিনকে
(ঘ) শ্রীলঙ্কাকে
উত্তর – (খ) জাপানকে
৬২. — -এর ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল বৃহত্তম।
(ক) ফ্রান্স
(খ) ইংল্যান্ড
(গ) হল্যান্ড
(ঘ) পোর্তুগাল
উত্তর – (খ) ইংল্যান্ড
৬৩. জেমসটাউন-এর প্রতিষ্ঠাতা জন স্মিথ ছিলেন —।
(ক) ফরাসি
(খ) ইংরেজ
(গ) ডাচ
(ঘ) স্পেনীয়
উত্তর – (খ) ইংরেজ
৬৪. বিশ্বের সমস্ত উপনিবেশগুলির মধ্যে ব্রিটিশের মূল্যবান উপনিবেশটি ছিল —।
(ক) নিউজিল্যান্ড
(খ) কানাডা
(গ) ভারত
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তর – (গ) ভারত
৬৫. যে ইংরেজের নেতৃত্বে ব্রিটিশরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছিলেন, তিনি হলেন —।
(ক) ম্যাকেয়ার
(খ) ক্যাপটেন কুক
(গ) ওয়েকফিল্ড
(ঘ) ম্যাকআর্থার
উত্তর – (গ) ওয়েকফিল্ড
৬৬. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় — খ্রিস্টাব্দে।
(ক) ১৮২৬
(খ) ১৮৭৯
(গ) ১৮৫৪
(ঘ) ১৮১৬
উত্তর – (ক) ১৮২৬
৬৭. নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় — খ্রিস্টাব্দে।
(ক) ১৮১০
(খ) ১৮২০
(গ) ১৮৩০
(ঘ) ১৮৪০
উত্তর – (ঘ) ১৮৪০
৬৮. খোলাম্বার নীতি ঘোষণা করে —।
(ক) ইংল্যান্ড
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) রাশিয়া
(ঘ) চিন
উত্তর – (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
৬৯. নিউ অ্যামস্টারডাম-এর নিউইয়র্ক নামকরণ করে —।
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) পোর্তুগিজরা
(ঘ) ওলন্দাজরা
উত্তর – (ক) ইংরেজরা
৭০. ‘নিউ নেদারল্যান্ড আলবানি’-তে উপনিবেশ ছিল –
(ক) ইংরেজদের
(খ) ফরাসিদের
(গ) ডাচদের
(ঘ) পোর্তুগিজদের
উত্তর – (গ) ডাচদের
৭১. জাভা, সুমাত্রা, বোর্নিয়ো এবং বালি দ্বীপ নিয়ে গঠিত ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হল –
(ক) মালয়েশিয়া
(খ) চিন
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) জাপান
উত্তর – (গ) ইন্দোনেশিয়া
৭২. মনরো নীতি প্রণয়ন করে –
(ক) রাশিয়া
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) ইংল্যান্ড
(ঘ) জার্মানি
উত্তর – (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
৭৩. — বিপ্লবের পর থেকে ইউরোপের দেশগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ প্রতিষ্ঠা করতে শুরু করে।
(ক) ফরাসি
(খ) ফেব্রুয়ারি
(গ) শিল্প
(ঘ) রুশ
উত্তর – (গ) শিল্প
৭৪. — কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয়।
(ক) পোর্তুগাল
(খ) বেলজিয়াম
(গ) স্পেন
(ঘ) হল্যান্ড
উত্তর – (খ) বেলজিয়াম
৭৫. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান চিনের ওপর — দফা দাবি পেশ করে।
(ক) উনিশ
(খ) একুশ
(গ) তেইশ
(ঘ) সতেরো
উত্তর – (খ) একুশ
৭৬. — খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
(ক) ১৬০০
(খ) ১৬০১
(গ) ১৬৬৫
(ঘ) ১৬৫৭
উত্তর – (ক) ১৬০০
৭৭. ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় খ্রিস্টাব্দে।
(ক) ১৮৫৪
(খ) ১৮১৬
(গ) ১৮২৬
(ঘ) ১৮৭৯
উত্তর – (গ) ১৮২৬
৭৮. — সন্ধি স্বাক্ষরের পর চিনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়।
(ক) বার্লিনের
(খ) অ্যামিয়েন্সের
(গ) তিয়েনসিন
(ঘ) শিমোনোসেকির
উত্তর – (গ) তিয়েনসিন
৭৯. চিনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় — বন্দরের মধ্যে দিয়ে।
(ক) ম্যাকাও
(খ) সাংহাই
(গ) ক্যান্টন
(ঘ) নানকিং
উত্তর – (ক) ম্যাকাও
৮০. ‘Imperialism’ (সাম্রাজ্যবাদ) শব্দটির উৎস হয় যে ভাষা থেকে তা হল –
(ক) গ্রিক
(খ) ইংরেজি
(গ) লাতিন
(ঘ) ফরাসি
উত্তর – (গ) লাতিন
৮১. নতুন বিশ্ব’ বা ‘New World’ শব্দটি প্রথম ব্যবহার করে-
[i] পোর্তুগিজ নাবিকগণ
[ii] ইতালীয় নাবিকগণ
[iii] গ্রিক নাবিকগণ
[iv] স্পেনীয় নাবিকগণ
বিকল্পসমূহ :
(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল
(খ) [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল
(গ) [ii], [iv] সঠিক এবং [i], [iii] ভুল
(ঘ) [i], [iv] সঠিক এবং [ii], [iii] ভুল
উত্তর – (গ) [ii], [iv] সঠিক এবং [i], [iii] ভুল
৮২. যে ইউরোপীয় সর্বপ্রথম ভারতের উপকূলে কালিকটে উপস্থিত হন, তিনি হলেন –
(ক) টমাস রো
(খ) ভাস্কো-দা-গামা
(গ) টমাস কুক
(ঘ) অলবিরুনি
উত্তর – (খ) ভাস্কো-দা-গামা
৮৩. বিশ্বের প্রাচীন সভ্যতা হল –
[i] মিশরীয় সভ্যতা
[ii] সিন্ধু সভ্যতা
[iii] চৈনিক সভ্যতা
[iv] রেড ইন্ডিয়ান
বিকল্পসমূহ :
(ক) [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল
(খ) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল
(গ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল
(ঘ) [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল
উত্তর – (খ) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল
৮৪. চিনের খণ্ডকরণ করে নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠা করে –
[i] জার্মানি
[ii] ইংল্যান্ড
[iii] ফ্রান্স
[iv] ভারত
বিকল্পসমূহ :
(ক) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল
(খ) [i] সঠিক এবং [ii], [iii], [iv] ভুল
(গ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল
(ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি ভুল
উত্তর – (ক) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল
৮৫. পোর্তুগিজ নাবিকদের উপনিবেশ হল –
[i] মালয়
[ii] শোফালা
[iii] পাকিস্তান
[iv] অ্যাঙ্গোলা
বিকল্পসমূহ :
(ক) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল
(খ) [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল
(গ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল
(ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক
উত্তর – (খ) [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল
৮৬. “প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ অন্যদেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা জোগায়, যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়।”- এই উক্তিটি করেছেন –
(ক) ভি. আই, লেনিন
(খ) মরগ্যানথাউ
(গ) পামার ও পারকিনস
(ঘ) জন. এ. হবসন
উত্তর – (ঘ) জন. এ. হবসন
৮৭. নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণই হল সাম্রাজ্যবাদ।” এই উক্তিটি করেছেন –
(ক) ভি. আই, লেনিন
(খ) জন. এ. হবসন
(গ) মরগ্যানথাউ
(ঘ) পামার ও পারকিনস
উত্তর – (গ) মরগ্যানথাউ
৮৮. “সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতার ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণকে বোঝায়।”-এই উক্তিটি করেছেন –
(ক) কার্ল কাউৎস্কির
(খ) চার্লস হজ
(গ) এইচ. জি. ওয়েলস
(ঘ) চার্লস বেয়ার্ড
উত্তর – (খ) চার্লস হজ
৮৯. “পুজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম”-এই উক্তিটি করেন –
(ক) স্ট্যালিন
(খ) লেনিন
(গ) হবসন
(ঘ) ডেভিড টমসন
উত্তর – (খ) লেনিন
৯০. সাম্রাজ্যবাদ সম্পর্কিত আলোচনায় ফিনান্স ক্যাপিটালিজম ধারণার প্রবর্তন করেন –
(ক) অ্যাডাম স্মিথ
(খ) আলেকজান্ডার রোডস
(গ) মার্কস
(ঘ) বুডল্ফ হিলফারডিং
উত্তর – (ঘ) বুডল্ফ হিলফারডিং
৯১. “পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতার আলোকবর্তিতা পৌঁছে দেওয়া শ্বেতকায় জাতির দায়িত্ব।”-এই উক্তিটি করেছেন –
(ক) ব্রিটিশ কবি কিপলিং
(খ) ব্রিটিশ কবি ওয়ার্ডসওয়ার্থ
(গ) ব্রিটিশ কবি জন কিটস
(ঘ) ব্রিটিশ কবি মিলটন
উত্তর – (ক) ব্রিটিশ কবি কিপলিং
৯২. “বর্বর মানুষদের মধ্যে সরকার গঠনের দায়িত্ব ঈশ্বর মার্কিনিদের ওপর ন্যস্ত করেছেন।” এই উক্তিটি করেছেন মার্কিন সিনেটর –
(ক) অ্যালবার্ট বিভারিস
(খ) জন কেরি
(গ) হিলারি ক্লিনটন
(ঘ) জর্জ এফ কেন্নান
উত্তর – (ক) অ্যালবার্ট বিভারিস
৯৩. ফরাসি সাম্রাজ্যবাদ নতুন উদ্যমে প্রসার লাভ করতে শুরু করে –
(ক) চতুর্দশ লুইয়ের আমলে
(খ) নেপোলিয়ানের আমলে
(গ) ষোড়শ লুইয়ের আমলে।
(ঘ) তৃতীয় নেপোলিয়ানের আমলে
উত্তর – (ঘ) তৃতীয় নেপোলিয়ানের আমলে
৯৪. ‘Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থের লেখক হলেন –
(ক) হবসন
(খ) হিলফারডিং
(গ) লেনিন
(ঘ) স্টালিন
উত্তর – (গ) লেনিন
৯৫. জে এ হবসনের মতে উপনিবেশবাদ হল –
(ক) জাতীয়তাবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ
(খ) সাম্যবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ
(গ) উদারনীতিবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ
(ঘ) গণতন্ত্রের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ
উত্তর – (ক) জাতীয়তাবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ
৯৬. ভি আই লেনিনের ধারণায় –
(ক) পুঁজিবাদ হল সাম্রাজ্যবাদের একচেটিয়া পর্যায়
(খ) সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের চরম পর্যায়
(গ) সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়
(ঘ) পুঁজিবাদ হল সাম্রাজ্যবাদের চরম পর্যায়
উত্তর – (খ) সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের চরম পর্যায়
৯৭. ‘Finance Capital’ গ্রন্থটির লেখক কে?
(ক) হিলফারডিং
(খ) কিপলিং
(গ) হবসন
(ঘ) লেনিন
উত্তর – (ক) হিলফারডিং
৯৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয় –
(ক) রাষ্ট্রসংঘ গড়ে উঠলে
(খ) জাতিসংঘ গড়ে উঠলে
(গ) জনসংঘ গড়ে উঠলে
(ঘ) আটলান্টিক সনদ গড়ে উঠলে
উত্তর – (ক) রাষ্ট্রসংঘ গড়ে উঠলে
৯৯.বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয় –
(ক)বণিক শ্রেণির হাত ধরে
(খ) বুদ্ধিজীবী শ্রেণির হাত ধরে
(গ) কৃষক ও শ্রমিক শ্রেণির হাত ধরে
(ঘ) অভিজাত শ্রেণির হাত ধরে
উত্তর – (খ) বুদ্ধিজীবী শ্রেণির হাত ধরে
১০০. সোনা ও রুপো সংগ্রহকে গুরুত্ব দেওয়া হত –
(ক) অবাধ বাণিজ্য নীতিতে
(খ) অবাধ বাণিজ্য নীতি ও মার্কেন্টাইলবাদে
(গ) মার্কেন্টাইলবাদে
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) মার্কেন্টাইলবাদে
১০১. ‘মার্কেন্টাইলবাদ’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –
(ক) লর্ড এ্যাক্টন
(খ) ডেভিড টমসন
(গ) অ্যাডাম স্মিথ
(ঘ) লর্ড মার্কেন্টাইল
উত্তর – (গ) অ্যাডাম স্মিথ
১০২. পুঁজিবাদী দেশগুলির মূলধনের স্ফীতি পরোক্ষভাবে –
(ক) পুঁজিবাদের উত্থানের পথ তৈরি করে
(খ) সমাজবাদ প্রতিষ্ঠায় সাহায্য করে
(গ) উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে
(ঘ) গণতান্ত্রিক মতবাদ প্রবর্তনে বিশেষ ভূমিকা নেয়
উত্তর – (গ) উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে
১০২. ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার পিছনে –
(ক) কয়লার প্রাচুর্য দায়ী ছিল
(খ) পুঁজির অভাব দায়ী ছিল
(গ) পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল
(ঘ) জমির প্রাচুর্য দায়ী ছিল
উত্তর – (গ) পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল
১০৩. অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন –
(ক) কোলবাট
(খ) অ্যাডাম স্মিথ
(গ) চতুদর্শ লুই
(ঘ) নেপোলিয়ন
উত্তর – (খ) অ্যাডাম স্মিথ
১০৪. ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি প্রথম ব্যবহার করেন —।
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) অ্যাডাম স্মিথ
(গ) ডেভিড টমসন
(ঘ) লেনিন
উত্তর – (গ) ডেভিড টমসন
১০৫. যুদ্ধের ভিত্তি থেকে সাম্রাজ্যবাদের উদ্ভব বলে মনে করেন —।
(ক) আর্নল্ড টয়েনবি
(খ) জেমস জোল
(গ) ফিলিস ডিন
(ঘ) ডেভিড টমসন
উত্তর – (ঘ) ডেভিড টমসন
১০৬. ‘Imperialism: A Study’ গ্রন্থের রচয়িতা হলেন —।
(ক) এইচ জি ওয়েলস
(খ) ভি আই লেনিন
(গ) চার্লস হজ
(ঘ) জে এ হবসন
উত্তর – (ঘ) জে এ হবসন
১০৭. সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের মূলে কারণ হিসেবে ‘বাড়তি মূলধনের চাপ’-কে দায়ী করেন —।
(ক) হবসবম
(খ) লেনিন
(গ) মার্কস
(ঘ) এঙ্গেলস
উত্তর – (ক) হবসবম
১০৮. ‘বুয়োর’ নামে কৃষকরা ছিল —।
(ক) এশিয়ার
(খ) আফ্রিকার
(গ) আমেরিকার
(ঘ) অস্ট্রেলিয়ার
উত্তর – (খ) আফ্রিকার
১০৯. সাম্রাজ্যবাদকে ‘পুঁজিবাদের একচেটিয়া পর্যায়’ বলেছেন —।
(ক) কার্ল মার্কস
(খ) লেনিন
(গ) এঙ্গেলস
(ঘ) ডিজরেলি
উত্তর – (খ) লেনিন
১১০. ‘Industry and Empire’ গ্রন্থটির লেখক হলেন —।
(ক) লেনিন
(খ) এঙ্গেলস
(গ) হবসবম
(ঘ) ক্লিফোর্ড ডিরেজ
উত্তর – (গ) হবসবম
১১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বিশ্ববাসীর নিরাপত্তারক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় —।
(ক) জাতিসংঘ
(খ) ইউরোপীয় ইউনিয়ন
(গ) জাতিপুঞ্জ
(ঘ) কমিকন
উত্তর – (গ) জাতিপুঞ্জ
১১২. সমাজতন্ত্রী অর্থনীতির আদর্শ বিশ্বে কে জনপ্রিয় করে তোলে?
[i] মার্ক ব্লখ
[ii] কার্ল মার্কস
[iii] ফ্রেডরিখ এঙ্গেলস
[iv] অ্যাডাম স্মিথ
বিকল্পসমূহ :
(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল
(খ) [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল
(গ) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক
(ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি ভুল
উত্তর – (খ) [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল
১১৩. জেমস মিল রচিত গ্রন্থগুলি হল –
[i] অ্যান্ এসে অন গভর্নমেন্ট
[ii] এলিমেন্টস্ অব পলিটিক্যাল ইকোনমি
[iii] হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া
[iv] ওয়েল্থ অব নেশনস
বিকল্পসমূহ :
(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল
(খ) [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল
(গ) [i], [ii]. [iii] সঠিক এবং [iv] ভুল
(ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক
উত্তর – (গ) [i], [ii]. [iii] সঠিক এবং [iv] ভুল
১১৪. সাম্রাজ্যবাদ নিয়ে যারা তত্ত্ব পেশ করেন, তারা হলেন –
[i] অ্যাডাম স্মিথ
[ii] হবসন
[iii] জে. ডি. ফেজ
[iv] লেনিন
বিকল্পসমূহ :
(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল
(খ) [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল
(গ) [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল
(ঘ) [ii], [iv] সঠিক এবং [i], [iii] ভুল
উত্তর – (ঘ) [ii], [iv] সঠিক এবং [i], [iii] ভুল
১১৫. ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো-দা-গামা, ভাস্কো নুনেজ বালবোয়া, আমেরিগো ভেসপুচি প্রমুখের প্রচেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কারের সূচনা ঘটে-
(ক) চতুর্দশ শতক থেকে
(খ) পঞ্চদশ শতক থেকে
(গ) যোড়শ শতক থেকে
(ঘ) সপ্তদশ শতক থেকে
উত্তর – (খ) পঞ্চদশ শতক থেকে
১১৬. ইংল্যান্ডের রানি ও ব্রিটিশ পার্লামেন্ট ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটায় –
(ক) পলাশির যুদ্ধের পর
(খ) বক্সারের যুদ্ধের পর
(গ) দেওয়ানি লাভের পর
(ঘ) সিপাহি বিদ্রোহের পর
উত্তর – (ঘ) সিপাহি বিদ্রোহের পর
১১৭. নিজের সামরিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র –
(ক) ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার করে
(খ) আটলান্টিক মহাসাগরে প্রাধান্য বিস্তার করে
(গ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার করে
(ঘ) উত্তরমেরু মহাসাগরে প্রাধান্য বিস্তার করে
উত্তর – (গ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার করে
১১৮. সপ্তদশ শতকে জলপথে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের ধারণা তৈরি হয় –
(ক) ইংরেজ নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায়
(খ) ওলন্দাজ নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায়
(গ) ফরাসি নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায়
(ঘ) পোর্তুগিজ নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায়
উত্তর – (খ) ওলন্দাজ নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায়
১১৯. ১৮৯৮ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জটি –
(ক) রুশ সাম্রাজ্যভুক্ত হয়
(খ) ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়
(গ) জাপানি সাম্রাজ্যভুক্ত হয়
(ঘ) মার্কিন সাম্রাজ্যভুক্ত হয়
উত্তর – (ঘ) মার্কিন সাম্রাজ্যভুক্ত হয়
১২০. ১৯৭৫ খ্রিস্টাব্দ নাগাদ আফ্রিকা মহাদেশের –
(ক) শতকরা ৫ ভাগ অঞ্চলের ওপর ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে
(খ) শতকরা ১০ ভাগ অঞ্চলের ওপর ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে
(গ) শতকরা ১৫ ভাগ অঞ্চলের ওপর ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে
(ঘ) শতকরা ২০ ভাগ অঞ্চলের ওপর ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে
উত্তর – (খ) শতকরা ১০ ভাগ অঞ্চলের ওপর ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে
১২১. উপনিবেশবাদী নীতিসমূহ থেকে পরবর্তীকালে –
(ক) উদার ধর্মনীতির প্রবর্তন ঘটে
(খ) পুঁজিবাদী ব্যবস্থার প্রবর্তন ঘটে
(গ) সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে
(ঘ) উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার উত্থান ঘটে
উত্তর – (গ) সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে
১২২. নয়া উপনিবেশবাদের দ্বারা কোনো একটি দেশের ওপর পরোক্ষভাবে প্রধানত –
(ক) শিক্ষানীতি নিয়ন্ত্রণ করা হয়
(খ) ধর্মনীতি নিয়ন্ত্রণ করা হয়
(গ) রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়
(ঘ) সমাজব্যবস্থার নিয়ন্ত্রণ করা হয়
উত্তর – (গ) রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়
১২৩. ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি ব্যবহার করেন –
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) অ্যাডাম স্মিথ
(গ) লেনিন
(ঘ) ডেভিড টমসন
উত্তর – (ঘ) ডেভিড টমসন
১২৪. আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিজ খান, নেপোলিয়ান বোনাপার্ট প্রমুখের হাত ধরে –
(ক) গণতন্ত্রের পথ চলা শুরু হয়
(খ) সাম্রাজ্যবাদের পথ চলা শুরু হয়
(গ) সমাজতন্ত্রের পথ চলা শুরু হয়
(ঘ) ফ্যাসিবাদের পথ চলা শুরু হয়
উত্তর – (খ) সাম্রাজ্যবাদের পথ চলা শুরু হয়
১২৫. সাম্রাজ্যবাদ বিস্তারের উদ্দেশ্যে জার্মানির তরফ থেকে –
(ক) টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়
(খ) অ্যাংলো-স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়
(গ) লাতিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়
(ঘ) রোমান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়
উত্তর – (ক) টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়
১২৬. এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে খ্রিস্টান মিশনারিগণ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় সাহায্য করেন –
(ক) বাণিজ্যিক লেনদেনের দ্বারা
(খ) পুজিবাদী আদর্শ প্রচারের দ্বারা
(গ) খ্রিস্টধর্ম প্রচারের দ্বারা
(ঘ) সাম্যবাদী আদর্শ প্রচারের দ্বারা
উত্তর – (গ) খ্রিস্টধর্ম প্রচারের দ্বারা
১২৭. মার্কেন্টাইলবাদ অনুসারে গৃহীত নীতি হল –
(ক) রপ্তানি কমানো
(খ) আমদানি কমানো
(গ) আমদানি বৃদ্ধি
(ঘ) খাদ্যশস্য রপ্তানি
উত্তর – (খ) আমদানি কমানো
১২৮. ব্রিটিশ, ফরাসি, পোর্তুগিজ, স্পেনীয়, ডাচ বা ওলন্দাজদের প্রচেষ্টায় একের পর এক উপনিবেশ গড়ে উঠতে লাগল –
(ক) সপ্তদশ শতক থেকে
(খ) উনিশ শতক থেকে
(গ) বিংশ শতক থেকে
(ঘ) অষ্টাদশ শতক থেকে
উত্তর – (খ) উনিশ শতক থেকে
১২৯. কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন –
(ক) পোর্তুগালের
(খ) স্পেনের
(গ) হল্যান্ডের
(ঘ) ইংল্যান্ডের
উত্তর – (খ) স্পেনের
১৩০. ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নামে –
(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দের পর থেকে
(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দের পর থেকে
(গ) ১৮৭০ খ্রিস্টাব্দের পর থেকে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দের পর থেকে
উত্তর – (গ) ১৮৭০ খ্রিস্টাব্দের পর থেকে
১৩১. অস্ট্রেলিয়ার যে অঞ্চলে ক্যাপটেন কুক সর্বপ্রথম ব্রিটিশ পতাকা ওড়ান সেটি হল –
(ক) স্পিচিয়ান হ্রদ অঞ্চল
(খ) লোকটাক হ্রদ অঞ্চল
(গ) কাম্পিয়ান হ্রদ অঞ্চল
(ঘ) বোটানি হ্রদ অঞ্চল
উত্তর – (ঘ) বোটানি হ্রদ অঞ্চল
১৩২. ‘Imperialism and World Economy’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) ভ্লাদিমির ইলিচ লেনিন
(খ) নিকোলাই বুখারিন
(গ) লেল্যান্ড জেঙ্কস
(ঘ) রুডল্ফ হিলফারডিং
উত্তর – (খ) নিকোলাই বুখারিন
১৩৩. Neo-colonialism: The Last Stage of Imperialism গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) নক্রুমা
(খ) লেনিন
(গ) সুকর্ণ
(ঘ) কাল মার্কস
উত্তর – (ক) নক্রুমা
১৩৪. — অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন।
(ক) কলম্বাস
(খ) ভাস্কো-দা-গামা
(গ) ক্যাপটেন হুক
(ঘ) ক্যাপটেন কুক
উত্তর – (ঘ) ক্যাপটেন কুক
১৩৫. সম্মানপ্রদ শ্বেতাঙ্গ নামে পরিচিত ছিল — ।
(ক) চিনারা
(খ) জাপানিরা
(গ) পোর্তুগিজরা
(ঘ) ওলন্দাজরা
উত্তর – (খ) জাপানিরা
১৩৬. পলাশির যুদ্ধের বছর — পরে সিপাহি বিদ্রোহ ঘটে।
(ক) ১০০
(খ) ১০৫
(গ) ১১০
(ঘ) ১১৫
উত্তর – (ক) ১০০
১৩৭. উত্তর আফ্রিকার — অঞ্চলে ফরাসিরা সর্বপ্রথম উপনিবেশ গড়ে তোলে।
(ক) গিয়ানা উপকূল
(খ) অ্যাঙ্গোলা
(গ) শোফালা
(ঘ) আলজেরিয়া
উত্তর – (ঘ) আলজেরিয়া
১৩৮. মধ্য এশিয়ার — বাফার বা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি পায়।
(ক) সিঙ্গাপুর
(খ) সুইজারল্যান্ড
(গ) আফগানিস্তান
(ঘ) কোরিয়া
উত্তর – (গ) আফগানিস্তান
১৩৯. নক্রুমা ছিলেন — প্রথম রাষ্ট্রপতি।
(ক) ঘানার
(খ) কানাডার
(গ) নাইজেরিয়ার
(ঘ) মাল্টার
উত্তর – (ক) ঘানার
১৪০. ‘India Wins Freedom’ আত্মজীবনীটির রচয়িতা হলেন —।
(ক) মহাত্মা গান্ধী
(খ) মৌলানা আবুল কালাম আজাদ
(গ) জওহরলাল নেহরু
(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু
উত্তর – (খ) মৌলানা আবুল কালাম আজাদ
১৪১. সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারের সামাজিক কারণগুলি হল –
(ক) নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা
(খ) ধর্মপ্রচার ও মানবকল্যাণ
(গ) জনসংখ্যাবৃদ্ধি ও সভ্যতার প্রসার
(ঘ) সামরিক মর্যাদা বৃদ্ধি
উত্তর – (গ) জনসংখ্যাবৃদ্ধি ও সভ্যতার প্রসার
১৪২. ‘বুয়র’ নামে পরিচিত ছিল যাদের বংশধররা তারা হল –
(ক) ব্রিটিশ
(খ) ফরাসি
(গ) জাপানি
(ঘ) ওলন্দাজ
উত্তর – (ঘ) ওলন্দাজ
১৪৩. সিংহলে বা শ্রীলঙ্কায় সর্বপ্রথম চা ও রবারের চাষ শুরু করে –
(ক) ফরাসিরা
(খ) ব্রিটিশরা
(গ) ডাচরা
(ঘ) পোর্তুগিজরা
উত্তর – (খ) ব্রিটিশরা
১৪৪. বিসমার্ক জার্মানির ঔপনিবেশিক বিস্তার নীতি গ্রহণ করেন –
(ক) ব্ল্যাকহ্যান্ড নামে উপনিবেশবাদী সমিতির চাপে
(খ) জোলভেরাইন নামে উপনিবেশবাদী সমিতির চাপে
(গ) ফ্লোটেনভেরাইন নামে উপনিবেশবাদী সমিতির চাপে
(ঘ) ডিসেমব্রিস্ট নামে উপনিবেশবাদী সমিতির চাপে
উত্তর – (গ) ফ্লোটেনভেরাইন নামে উপনিবেশবাদী সমিতির চাপে
১৪৫. Realpolitik নীতির প্রবক্তা হলেন –
(ক) কাইজার দ্বিতীয় উইলিয়াম
(খ) বিসমার্ক
(গ) মুসোলিনি
(ঘ) হিটলার
উত্তর – (খ) বিসমার্ক
১৪৬. Welt Politik-নীতিটি কে গ্রহণ করেন?
(ক) ক্যাম্পবেল
(খ) কাইজার দ্বিতীয় উইলিয়াম
(গ) জেমস্ জোলস
(ঘ) বিসমার্ক
উত্তর – (খ) কাইজার দ্বিতীয় উইলিয়াম
১৪৭. “উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা।” এই উক্তিটির বক্তা হলেন –
(ক) জেমস জোল
(খ) জুল ফেরি
(গ) ডিকেন্স
(ঘ) ভিক্টর হুগো
উত্তর – (খ) জুল ফেরি
১৪৮. অ্যাংলো-স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন –
(ক) হোমার লি
(খ) হিটলার
(গ) ডিকেন্স
(ঘ) ভিক্টর হুগো
উত্তর – (ক) হোমার লি
১৪৯. “জার্মান জাতির জন্য ‘পা রাখবার জায়গা’ প্রয়োজন” এই উক্তি করেন –
(ক) কাইজার দ্বিতীয় উইলিয়াম
(খ) বিসমার্ক
(গ) বেনিতো মুসোলিনি
(ঘ) অ্যাডলফ হিটলার
উত্তর – (ঘ) অ্যাডলফ হিটলার
১৫০. ‘কৃষ্ণঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ এই ধারণাটি প্রচার করেছিলেন –
(ক) জেরেমি বেশ্বাম
(খ) জেমস মিল
(গ) রুডইয়ার্ড কিপলিং
(ঘ) থমাস ব্যাবিংটন মেকলে
উত্তর – (গ) রুডইয়ার্ড কিপলিং
১৫১. ‘On the Origin of Species’ গ্রন্থটির লেখক হলেন –
(ক) চার্লস ডারউইন
(খ) অ্যাডাম স্মিথ
(গ) হোমার লি
(ঘ) লর্ড মিশনার
উত্তর – (ক) চার্লস ডারউইন
১৫২. ‘যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি’ প্রচার করেন –
(ক) ল্যামার্ক
(খ) চার্লস ডারউইন
(গ) জুলি ফেরি
(ঘ) অ্যারিস্টটল
উত্তর – (খ) চার্লস ডারউইন
১৫৩. ট্রটস্কি, বার্নহার্ডি প্রমুখ — জাতির শ্রেষ্ঠত্বের কথা বলেন।
(ক) ইংরেজ
(খ) ফরাসি
(গ) টিউটনিক
(ঘ) পোর্তুগিজ
উত্তর – (গ) টিউটনিক
১৫৪. — প্রাচ্য সভ্যতাকে দুর্নীতিগ্রস্ত, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে অভিহিত করেন।
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড হেস্টিংস
(গ) লর্ড রিপন
(ঘ) লর্ড মেকলে
উত্তর – (ঘ) লর্ড মেকলে
১৫৫. — চেতনার জাগরণ উপনিবেশবাদ অবসানের একটি মূল কারণ।
(ক) ধর্মীয়
(খ) সামাজিক
(গ) সাংস্কৃতিক
(ঘ) জাতীয়তাবাদী
উত্তর – (ঘ) জাতীয়তাবাদী
১৫৬. ‘The Background of International Relation’ গ্রন্থটির রচয়িতা হলেন —।
(ক) জন এ. হবসন
(খ) এইচ. জি. ওয়েলস
(গ) ভি. আই, লেনিন
(ঘ) চার্লস হজ
উত্তর – (ঘ) চার্লস হজ
১৫৭. বিজ্ঞানী চার্লস ডারউইন জীবন সংগ্রামের শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেন তাঁর — গ্রন্থে।
(ক) Struggle
(খ) Struggle for Freedom
(গ) Struggle for Existence
(ঘ) Struggle for Quality
উত্তর – (গ) Struggle for Existence
1. প্রশ্ন: উপনিবেশবাদ কী?
উত্তর: শক্তিশালী দেশগুলোর দ্বারা দুর্বল দেশগুলোর ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার নীতিকে উপনিবেশবাদ বলে।
2. প্রশ্ন: সাম্রাজ্যবাদ কী?
উত্তর: সাম্রাজ্যবাদ হল একটি রাষ্ট্রের অন্য রাষ্ট্রের ওপর সম্প্রসারণবাদী আধিপত্য কায়েম করার নীতি।
3. প্রশ্ন: ইউরোপীয় দেশগুলো কেন উপনিবেশ গঠন করেছিল?
উত্তর: কাঁচামাল সংগ্রহ, নতুন বাজার দখল, জনসংখ্যা বৃদ্ধি ও রাজনৈতিক শক্তি বিস্তারের জন্য।
4. প্রশ্ন: উপনিবেশবাদ কবে শুরু হয়?
উত্তর: ১৫-১৬ শতকে ইউরোপীয় দেশগুলোর বিশ্ব আবিষ্কার ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে।
5. প্রশ্ন: ১৮৭০-১৯১৪ সালের মধ্যে কোন সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা সবচেয়ে তীব্র ছিল?
উত্তর: আফ্রিকার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতিযোগিতা (Scramble for Africa)।
6. প্রশ্ন: শিল্পবিপ্লব উপনিবেশবাদকে কীভাবে প্রভাবিত করেছিল?
উত্তর: শিল্পবিপ্লবের ফলে ইউরোপীয় দেশগুলো কাঁচামাল ও বাজারের সন্ধানে উপনিবেশ স্থাপন করে।
7. প্রশ্ন: ‘White Man’s Burden’ ধারণাটি কী?
উত্তর: ইউরোপীয়দের ধারণা ছিল যে, তারা অনগ্রসর জাতিগুলোকে সভ্যতা শেখানোর দায়িত্ব নিয়েছে।
8. প্রশ্ন: সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে দ্বন্দ্বের একটি প্রধান কারণ কী ছিল?
উত্তর: নতুন উপনিবেশ অধিকার করার প্রতিযোগিতা।
9. প্রশ্ন: উপনিবেশবাদী শক্তিগুলো কেন আফ্রিকায় আগ্রহী ছিল?
উত্তর: আফ্রিকার বিপুল প্রাকৃতিক সম্পদ ও নতুন বাজার দখলের জন্য।
10. প্রশ্ন: সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে দ্বন্দ্বের ফলে কী ঘটেছিল?
উত্তর: প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল।
11. প্রশ্ন: বার্লিন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৪-১৮৮৫ সালে।
12. প্রশ্ন: বার্লিন সম্মেলনের লক্ষ্য কী ছিল?
উত্তর: আফ্রিকার উপনিবেশ ভাগ করে নেওয়ার নিয়ম নির্ধারণ করা।
13. প্রশ্ন: আফ্রিকার কোন দুটি দেশ কখনও ইউরোপীয় উপনিবেশ ছিল না?
উত্তর: ইথিওপিয়া ও লাইবেরিয়া।
14. প্রশ্ন: ভারতের কোন শহরটিকে ব্রিটিশরা প্রথম বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল?
উত্তর: সুরাট।
15. প্রশ্ন: ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালে।
16. প্রশ্ন: ব্রিটিশ সাম্রাজ্যের ‘জুয়েল ইন দ্য ক্রাউন’ বলতে কোন দেশকে বোঝানো হয়?
উত্তর: ভারত।
17. প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৬০০ সালে।
18. প্রশ্ন: ফরাসিরা কোন অঞ্চলে তাদের উপনিবেশ বিস্তার করেছিল?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চল।
19. প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘Monroe Doctrine’ কী?
উত্তর: ইউরোপীয় শক্তিগুলোর আমেরিকায় উপনিবেশ স্থাপনের বিরোধিতা করা।
20. প্রশ্ন: ব্রিটেনের ‘Divide and Rule’ নীতির অর্থ কী?
উত্তর: শাসন করার জন্য জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা।
21. প্রশ্ন: মহাত্মা গান্ধী কোন আন্দোলন পরিচালনা করেছিলেন?
উত্তর: অসহযোগ আন্দোলন, সিভিল ডিজওবিডিয়েন্স ও কুইট ইন্ডিয়া আন্দোলন।
22. প্রশ্ন: চীনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন যুদ্ধ হয়েছিল?
উত্তর: আফিম যুদ্ধ (১৮৩৯-১৮৪২ এবং ১৮৫৬-১৮৬০)।
23. প্রশ্ন: ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৫ সালে।
24. প্রশ্ন: চীনের ‘Boxer Rebellion’ কবে সংঘটিত হয়?
উত্তর: ১৮৯৯-১৯০১ সালে।
25. প্রশ্ন: ‘Swadeshi Movement’ কী?
উত্তর: ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের আন্দোলন।
26. প্রশ্ন: উপনিবেশবাদে কোন শ্রেণি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তর: কৃষক ও শ্রমিক শ্রেণি।
27. প্রশ্ন: আফ্রিকার উপনিবেশগুলোর প্রধান অর্থনৈতিক প্রভাব কী ছিল?
উত্তর: প্রাকৃতিক সম্পদ শোষণ ও কৃষিক্ষেত্রে একচেটিয়া শাসন।
28. প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের পর কোন দেশ উপনিবেশ হারায়?
উত্তর: জার্মানি ও অটোমান সাম্রাজ্য।
29. প্রশ্ন: ‘Mandate System’ কী?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর বিজিত দেশের উপনিবেশগুলো বিজয়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া।
30. প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদ কেন দুর্বল হয়ে পড়ে?
উত্তর: জাতীয়তাবাদী আন্দোলন ও জাতিসংঘের মানবাধিকার নীতির কারণে।
31. প্রশ্ন: ব্রিটেনের বৃহত্তম উপনিবেশ কী ছিল?
উত্তর: ভারত।
32. প্রশ্ন: ফরাসি বিপ্লব উপনিবেশবাদকে কীভাবে প্রভাবিত করেছিল?
উত্তর: জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ধারণা প্রচার করে।
33. প্রশ্ন: ‘Pax Britannica’ বলতে কী বোঝায়?
উত্তর: ব্রিটিশ শাসনের অধীনে বিশ্বশান্তি।
34. প্রশ্ন: ব্রিটিশ ও বুরদের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল?
উত্তর: বোয়ার যুদ্ধ (১৮৮০-১৮৮১ ও ১৮৯৯-১৯০২)।
35. প্রশ্ন: ‘Scramble for Africa’ বলতে কী বোঝায়?
উত্তর: ইউরোপীয় দেশগুলোর আফ্রিকা দখলের প্রতিযোগিতা।
36. প্রশ্ন: জাপানের সাম্রাজ্যবাদী নীতি কী নামে পরিচিত?
উত্তর: ‘Greater East Asia Co-Prosperity Sphere’।
37. প্রশ্ন: ব্রিটেনের কোন নীতির ফলে ভারত উপনিবেশ হিসেবে পরিণত হয়?
উত্তর: ডিভাইড অ্যান্ড রুল (Divide and Rule) নীতি।
38. প্রশ্ন: মিশর কেন ব্রিটিশদের জন্য গুরুত্বপূর্ণ ছিল?
উত্তর: সুয়েজ খালের জন্য।
39. প্রশ্ন: ব্রিটিশদের বিরুদ্ধে ১৭৫৭ সালে কোন যুদ্ধ হয়েছিল?
উত্তর: পলাশির যুদ্ধ।
40. প্রশ্ন: ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
41. প্রশ্ন: ভারত ভাগের প্রধান কারণ কী ছিল?
উত্তর: হিন্দু-মুসলিম দাঙ্গা ও ব্রিটিশ বিভাজন নীতি।
42. প্রশ্ন: ভিয়েতনামে ফরাসি উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: হো চি মিন।
43. প্রশ্ন: ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৭৭৫-১৭৮৩।
44. প্রশ্ন: জুলু যুদ্ধ (Zulu War) কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: ব্রিটিশ ও জুলু জাতির মধ্যে।
45. প্রশ্ন: গাঁধীর নেতৃত্বে ভারত কবে স্বাধীন হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৫ আগস্ট।
46. প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন দেশগুলোর উপনিবেশ সবচেয়ে বেশি স্বাধীনতা লাভ করে?
উত্তর: ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কেনিয়া ও নাইজেরিয়া।
47. প্রশ্ন: জাতিসংঘ উপনিবেশবাদ বিরোধী কোন নীতি গ্রহণ করেছিল?
উত্তর: ডিকোলোনাইজেশন (Decolonization) নীতি।
48. প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘Open Door Policy’ কী ছিল?
উত্তর: চীনের বাজার সব দেশের জন্য উন্মুক্ত রাখা।
49. প্রশ্ন: ব্রিটিশ রাজের অবসান কোন ঘটনার মাধ্যমে হয়েছিল?
উত্তর: ভারত ও পাকিস্তানের স্বাধীনতার মাধ্যমে।
50. প্রশ্ন: সাম্রাজ্যবাদের পতনের প্রধান কারণ কী ছিল?
উত্তর: জাতীয়তাবাদী আন্দোলন, বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ ও জাতিসংঘের নীতি।