১ ‘সাম্যবাদী কবিতাটি লিখেছেন-
ক) কাজী নজরুল ইসলাম
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর:-কাজী নজরুল ইসলাম
২ ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়-
ক) বিজলী প্রত্রিকায়
খ) লাঙল পত্রিকায়
গ) সওগাত পত্রিকায়
ঘ) গণবাণী প্রত্রিকায়।
উত্তর:-লাঙল পত্রিকায়
৩ ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়?
ক) ১৯২১ খ্রিস্টাব্দের ১২ মে
খ) ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ মার্চ
গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর
ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর।
উত্তর:-১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর।
৪ ‘সাম্যবাদী কবিতাটি পরে কোন্ কাব্যগ্রন্থে সংকলিত হয়?
ক) দোলনচাঁপা
খ) ঝিঙে ফুল
গ) সর্বহারা
ঘ) বিষাদ।
উত্তর:-সর্বহারা ।
৫.’সর্বহারা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়-
ক) ১৯২৭ খ্রিস্টাব্দের মে মাসে
খ) ১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে
গ) ১৯২৮ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে
ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দের জুন মাসে।
উত্তর:-১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে
৬.নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হল-
ক) বিষের বাঁশি
খ) বিদ্রোহী
গ) বাউন্ডুলের আত্মকাহিনী
ঘ) সর্বহারা।
উত্তর:-বাউন্ডুলের আত্মকাহিনী
৭.নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল-
ক) দোলনচাঁপা
খ) ঝিঙে ফুল
গ) ‘ক’ ও ‘খ’ দুটিই
ঘ) বিষাদ।
উত্তর:-‘ক’ ও ‘খ’ দুটিই ।
৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
ক) অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) ফণি-মনসা
ঘ) ভাঙার গান।
উত্তর:-অগ্নিবীণা
৯. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম-
ক) ঝড়
খ) পুতুলের বিয়ে
গ) আলেয়া
ঘ) ঝিলিমিলি।
উত্তর:-ঝিলিমিলি ।
১০. নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থে মূলত ছোটোদের কবিতা প্রকাশিত হয়-
ক) ভাঙার গান
খ) নতুন চাঁদ
গ) ঝিঙে ফুল
ঘ) ছায়ানট।
উত্তর:-ঝিঙে ফুল ।
১১. জরথুস্ট্রপন্থী যে জাতির কথা ‘সাম্যবাদী’ কবিতায় আমরা পাই-
ক) ইহুদি
খ) জৈন্য
গ) পার্সি
ঘ) বৌদ্ধ।
উত্তর:-পার্সি ।
১২. চিনের যে ধর্মগুরুর কথা আমরা ‘সাম্যবাদী কবিতায় পাই-
ক)জরথুস্ট্র
খ)গৌতম বুদ্ধ
গ)মহাবীর
ঘ)কনফুসিয়াস্।
উত্তর:- কনফুসিয়াস্।
১৩. জরথুষ্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল-
ক)ত্রিপিটক
খ)জেন্দাবেস্তা
গ)গ্রন্থসাহেব
ঘ)বাইবেল।
উত্তর:-জেন্দাবেস্তা ।
১৪.শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম-
ক)গ্রন্থসাহেব
খ)ত্রিপিটক
গ)জেন্দাবেস্তা
ঘ)কোরান।
উত্তর:-গ্রন্থসাহেব ।
১৫. সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে ‘সাম্যবাদী’ কবিতায় কবি জানিয়েছেন-
ক) ধর্মগ্রন্থে
খ) মসজিদে
গ) মন্দিরে
ঘ) নিজের প্রাণে।
উত্তর:-নিজের প্রাণে।
১৬. মানুষ দেবতা-ঠাকুরকে যেখানে খোঁজে বলে ‘সাম্যবাদী’ কবিতায় কবি জানিয়েছেন –
ক)বদ্ধ ঘরে
খ)মৃত-পুথি-কঙ্কালে
গ)মন্দিরের দেয়ালে
ঘ)খোলা মাঠে।
উত্তর:-মৃত-পুথি-কঙ্কালে।
১৭. মৃত-পুথি-কঙ্কাল’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-
ক)পুরোনো ধ্যানধরণ ।
খ)বই-খাতার জঞ্জাল
গ)যজ্ঞের সরঞ্জাম
ঘ)তন্ত্রসাধনার বস্তু।
উত্তর:-পুরোনো ধ্যানধরণ ।
১৮. বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয়-
ক) গৌতম বুদ্ধ
খ) যুগাবতার
গ) দেবতা
ঘ) শক্তি।
উত্তর:-যুগাবতার ।
১৯. সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে-
ক) ঈসা মুসা
খ) কবি নজরুল ইসলাম
গ) হিন্দু ধর্মাবলম্বীরা
ঘ) গৌতম বুদ্ধ।
উত্তর:-বাঁশির কিশোর ।
২০. ‘সাম্যবাদী কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন-
ক)নজরুল ইসলাম
খ)চার্বাক মুনি
গ)বাঁশির কিশোর
ঘ)নবিরা
উত্তর:-বাঁশির কিশোর ।
২১. ‘সাম্যবাদী কবিতা অনুসারে বাঁশির কিশোর মহা-গীতা গাইছেন কোথায় বসে?
ক)রণভূমিতে
খ)নদীর ধারে
গ)মন্দিরে
ঘ)মসজিদে ।
উত্তর:-রণভূমিতে।
২২. ‘সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হল-
ক)কাজী নজরুল ইসলাম
খ)নবিরা ।
গ)বৌদ্ধ ধর্মাবলম্বীরা
ঘ)মদিনাযাত্রীরা ।
উত্তর:-নবিরা ।
২৩. ‘সামাবাদী’ কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন-
ক) কাশ্যপ মুনি
খ) ভরদ্বাজমুনি
গ) বিশ্বামিত্র মুনি
ঘ) শাক্যমুনি।
উত্তর:-শাক্যমুনি।
২৪. ‘সাম্যবাদী কবিতা অনুসারে কোরানের সাম গান কে গেয়েছেন?
ক) আরব দুলাল
খ) জরথুস্ট্র
গ) শাক্যমুনি
ঘ) রাখাল নবি।
উত্তর:-আরব দুলাল।
২৫. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির-কাবা হল-
ক)নীলাচলে
খ)পুথির মধ্যে
গ)হৃদয়ে
ঘ)জেরুজালেমে।
উত্তর:-হৃদয়ে ।
২৬.’গাহি সাম্যের গান- এখানে ‘সাম্য’ বলতে বোঝানো হয়েছে-
ক) গানের কথা
খ) সমতার কথা
গ) ধর্মের কথা
ঘ) ভেদাভেদের কথা।
উত্তর:-সমতার কথা ।
২৭. বৌদ্ধধর্মের প্রবক্তা হলেন-
ক) মহাবীর
খ) জরথুস্ট্রী
গ) ঈসা মুসা
ঘ) গৌতম বুদ্ধ।
উত্তর:-গৌতম বুদ্ধ।
২৮. পার্সি ধর্মের লোকেরা যাকে ধর্মগূবু বলে মানে তিনি হলেন-
ক)কনফুসিয়াস
খ)জরথুস্ট্র
গ)বুদ্ধদেব
ঘ)মহাবীর।
উত্তর:-জরথুস্ট্র ।
২৯. ইহুদিরা কোন্ দেশের নাগরিক?
ক)প্রাচীন জুডিয়া
খ)পারস্য
গ)চিন
ঘ)ভারতবর্ষ।
উত্তর:-প্রাচীন জুডিয়া ।
৩০. ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ হল-
ক) ত্রিপিটক
খ) বাইবেল
গ) কোরান
ঘ) পুরাণ।
উত্তর:-কোরান ।
৩১. সামাবাদী কবিতা অনুসারে পথে কী ফুটে থাকার কথা বল হয়েছে?
ক) গুল্ম
গ) ঘাস ঝোপ
খ) কাটা গাছ
ঘ) তাজা ফুল।
উত্তর:-তাজা ফুল।
৩২. বৃদ্ধদেব কোন্ স্থানে সিদ্ধিলাভ করেছিলেন?
ক)জেরুজালেম
খ)বুদ্ধ-গয়া
গ)লুম্বিনী
ঘ)কপিলাবস্তু।
উত্তর:-বুদ্ধ-গয়া ।
৩৩. সাম্যবাদী কবিতায় উল্লিখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয়
ক) জেরুজালেম
খ) বৃন্দাবন
গ) নীলাচল
ঘ) মথুরা।
উত্তর:-জেরুজালেম ।
৩৪. সাম্যবাদী কবিতা অনুসারে কী শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিল?
ক) মায়ের ডাক শুনে
খ) সন্তানের ডাক শুনে
গ) মনের ডাক শুনে
ঘ) রাজা মানবের বেদনার ডাক শুনে।
উত্তর:-রাজা মানবের বেদনার ডাক শুনে।
৩৫. সাম্যবাদী কবিতায় আরব-দুলাল বলতে বোঝানো হয়েছে-
ক) কবি নজরুল ইসলামকে
খ) হজরত মহম্মদকে
গ) শাক্যমুনিকে
ঘ) গৌতম বুদ্ধকে।
উত্তর:-হজরত মহম্মদকে ।
৩৬. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন?
ক)যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসা-বিবাদ করে
খ) যখন মানুষ ধর্মগ্রন্থ কেনা নিয়ে দরদাম করে
গ) যখন মানুষ ধর্মগ্রন্থ পড়ার আগ্রহ দেখায় না
ঘ) যখন মানুষ সব ধর্মের মানুষকে সমান ভালোবাসে।
উত্তর:- যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসা-বিবাদ করে
৩৭. ‘সাম্যবাদী কবিতায় কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন?
ক) জাতি-ধর্ম-বর্ণের বৈষম্যহীন সমাজ
খ) ধার্মিক সমাজ
গ) প্রত্যেক ধর্মের মানুষের জন্য ভিন্ন ভিন্ন সমাজ
ঘ) কোনোটিই নয়।
উত্তর:-জাতি-ধর্ম-বর্ণের বৈষম্যহীন সমাজ ।
৩৮. ‘সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত-
ক)দলবৃত্ত ছন্দ
খ)পয়ার ছন্দ
গ)মাত্রাবৃত্ত ছন্দ
ঘ)গদ্যছন্দ
উত্তর:-মাত্রাবৃত্ত ছন্দ ।
৩৯. সাম্যবাদী কবিতায় মোট পঙ্ক্তির সংখ্যা-
ক)ছত্রিশ
খ)সাতাশ
গ)আঠাশ
ঘ)বত্রিশ।
উত্তর:-বত্রিশ।
৪০. ‘সাম্যবাদী’ কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা-
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) তিনটি।
উত্তর:-পাঁচটি ।
৪১. সাম্যবাদী কবিতায় যে যে সংখ্যক চরণগুলি অসম্পূর্ণ-
ক) এক, তিন, নয়, উনত্রিশ, একত্রিশ
খ) এক, চার, সাত, উনিশ, একত্রিশ
গ) তিন, সাত, এগারো, সাতাশ, উনত্রিশ
ঘ) চার, দশ, পনেরো, একুশ, আঠাশ।
উত্তর:-এক, চার, সাত, উনিশ, একত্রিশ ।