Class 12 Bengali

উচ্চমাধ্যমিক বাংলা কে বাঁচায় কে বাঁচে (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর

উচ্চমাধ্যমিক বাংলা কে বাঁচায় কে বাঁচে (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর

1. “কে বাঁচায় কে বাঁচে” গল্পটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়? –

ক) কালিকলম
খ) পুঁথিপত্র
গ) ভৈরব
ঘ) মহামন্বন্তর
উত্তর:-ভৈরব

2. “কে বাঁচায় কে বাঁচে” গল্পটি কোন্ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) কালিকলম
খ) পুঁথিপত্র
গ) ভৈরব
ঘ) মহামন্বন্তর
উত্তর:-মহামন্বন্তর

3.কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রেক্ষাপট হলো

ক) ১৯৪৩- এর মন্বন্তর
খ) ভারত ছাড়ো আন্দোলন
গ) ৭৬ এর মন্বন্তর
ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

উত্তর:-১৯৪৩- এর মন্বন্তর

4. “সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল” –
ক) পাগলের মৃত্যু
খ) অনাহারে মৃত্যু
গ) ট্রামে চাপা পড়ে মৃত্যু
ঘ) ফুটপাতে মৃত্যু

উত্তর:-অনাহারে মৃত্যু

5. “আজ চোখে পড়ল প্রথম” প্রথমবারের জন্য মৃত্যুঞ্জয়ের চোখে পড়েছিল? –

ক) ফুটপাতে মৃত্যু।
খ) ধান জমিতে মৃত্যু
গ) রাস্তায় মৃত্যু
ঘ) বাজারে মৃত্যু

উত্তর:-ফুটপাতে মৃত্যু।

6. ‘কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল’- কারণ

ক) অফিসের প্রবল চাপ
খ) প্রচন্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে ফিরেছিল
গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত
ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল

উত্তর:-প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত

7. মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায়-

ক) বাসে করে
খ) ট্রামে চেপে
গ) পায়ে হেঁটে
ঘ) নিজের গাড়িতে

উত্তর:-ট্রামে চেপে

৪. মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে-

ক) মৃত্যুঞ্জয় নিজে
খ) টুনুর মা
গ) চাকর ও ছোটো ভাই
ঘ) নিখিল

উত্তর:-চাকর ও ছোটো ভাই

9. “মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের

ক) বমি হয়
খ) রাগ হয়
গ) আনন্দ হয়
ঘ) শরীরে প্রতিক্রিয়া হয়

উত্তর:-শরীরে প্রতিক্রিয়া হয়

10. নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু

ক) আলসে প্রকৃতির লোক
খ) সাহসী প্রকৃতির লোক
গ) ভীরু প্রকৃতির লোক
ঘ) চালাক প্রকৃতির লোক

উত্তর:-আলসে প্রকৃতির লোক

11. “সংসারে তার নাকি মন নেই’ কার? –

ক) নিখিলের
খ) টুনুর মায়ের
গ) মৃত্যুঞ্জয়ের
ঘ) বাড়ির চাকরের

উত্তর:-নিখিলের

12. নিখিল অবসর জীবন কীভাবে কাটাতে চায়? 1

ক) দুস্থ মানুষের সেবা করে
খ) দেশ-বিদেশ ভ্রমণ করে
গ) গান শুনে ও নাটক দেখে
ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে

উত্তর:-বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে

13. মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো ।”-নিখিল অনুমান করলো

ক) তার শরীর ভালো নেই
খ) বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে
গ) তার মন ভালো নেই
ঘ) তার উপর সে রাগ করে আছে

উত্তর:-বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে

14. “নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো।”- প্রশ্নটি ছিল

ক) তোমার কি হল
খ) কী হল তোমার
গ) কী হল হে তোমার
ঘ) কি হয়েছে তোমার

উত্তর:-কী হল হে তোমার

15. মৃত্যুঞ্জয় নিখিলের থেকে পঞ্চাশ টাকা বেশি মাইনে পেত। কারণ-

ক) মৃত্যুঞ্জয় এর চাকরি বেশি দিনের
খ) মৃত্যুঞ্জয় ওপরওয়ালার প্রিয়পাত্র ছিল
গ) মৃত্যুঞ্জয় অফিস এ বাড়তি দায়িত্ব পালন করতে
ঘ) মৃত্যুঞ্জয় এর বয়স বেশি ছিল

উত্তর:-মৃত্যুঞ্জয় অফিস এ বাড়তি দায়িত্ব পালন করতে

16. নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার

উত্তর:-তিন

17. “মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল” টাকাটা –

ক) নিখিলকে ধার দেবে
খ) রিলিফ ফান্ডে দেবে
গ) মেয়ে টুনুর পড়াশোনার জন্য
ঘ) স্ত্রীর চিকিৎসার জন্য

উত্তর:-রিলিফ ফান্ডে দেবে

18. মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে’-

ক) সংসারের অভাবের কথা
খ) স্বামীর কথা
গ) ফুটপাতের লোকগুলোর কথা
ঘ) ছেলেমেয়েদের কথা।

উত্তর:-ফুটপাতের লোকগুলোর কথা

19. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে-

ক) দশ জন লোক
খ) পাঁচ জন লোক
গ) সাত জন লোক
ঘ) ন’জন লোক

উত্তর:-ন’জন লোক

20. মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন

(ক) পরিচ্ছন্ন হয়েছে
খ) ছিঁড়ে গেছে
গ) অদৃশ্য হয়েছে
ঘ) নতুন হয়েছে

উত্তর:-অদৃশ্য হয়েছে

1. লেখকের নাম কী?

উত্তর:- মানিক বন্দ্যোপাধ্যায়।

2. গল্পের মূল চরিত্রের নাম কী?

উত্তর:- মৃত্যুঞ্জয়।

3. মৃত্যুঞ্জয় কোথায় কাজ করে?

উত্তর:- অফিসে।

4. মৃত্যুঞ্জয় প্রথম কী দেখে?

উত্তর:- অনাহারে মৃত্যুর দৃশ্য।

5. মৃত্যুঞ্জয় কী কারণে অসুস্থ হয়ে পড়ে?

উত্তর:- অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মানসিক আঘাত পেয়ে।

6. মৃত্যুঞ্জয় কী বমি করে?

উত্তর:- ভাত, মাছ, দই ইত্যাদি।

7. নিখিল কে?

উত্তর:- মৃত্যুঞ্জয়ের সহকর্মী।

8. নিখিলের চরিত্র কেমন?

উত্তর:- তীক্ষ্ণবুদ্ধি এবং কিছুটা আলসে।

9. মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে কী বলা হয়েছে?

উত্তর:- টুনুর মা।

10. মৃত্যুঞ্জয় কাকে নিয়ে উদ্বিগ্ন?

উত্তর:- অনাহারে মারা যাওয়া মানুষের জন্য।

11. মৃত্যুঞ্জয় নিজের অপরাধ কী ভাবে?

উত্তর:- একজনের না খেয়ে মরে যাওয়া।

12. মৃত্যুঞ্জয় কী সিদ্ধান্ত নেয়?

উত্তর:- নিজের পুরো মাইনের টাকা রিলিফ ফান্ডে দান করবে।

13. মৃত্যুঞ্জয়ের স্ত্রী কী অবস্থায় থাকে?

উত্তর:- অসুস্থ ও বিছানায় শুয়ে থাকে।

14. নিখিলের কি দায়িত্ব ছিল?

উত্তর:- তিন জায়গায় টাকা পাঠানো।

15. মৃত্যুঞ্জয় কেন নিজে রিলিফ ফান্ডে টাকা দিতে যায় না?

উত্তর:- সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে ছি ল ।

16. নিখিল টাকাটা কেন দিতে রাজি হয়?

উত্তর:- বন্ধুর কথা রাখতে।

17. মৃত্যুঞ্জয় কী সিদ্ধান্ত নেয়?

উত্তর:- এক বেলা খাওয়া ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেয়।

18. টুনুর মা মৃত্যুঞ্জয়ের সম্পর্কে কী বলে?

উত্তর:-মৃত্যুঞ্জয় পাগল হয়ে যাচ্ছেন।

19. নিখিল মৃত্যুঞ্জয়কে কী বোঝাতে চায়?

উত্তর:-এভাবে কাউকে বাঁচানো সম্ভব নয়।

20. মৃত্যুঞ্জয় কেন রাতে ঘুমাতে পারে না?

উত্তর:-অনাহারে মানুষের মৃত্যু ভাবনায় কষ্ট পায় মৃত্যুঞ্জয় তাই রাতে ঘুমাতে পারে না ।

21. মৃত্যুঞ্জয় কী ধরনের পোশাক পরে শেষে?

উত্তর:-মলিন কাপড়।

22. গল্পের প্রধান উদ্দেশ্য কী?

উত্তর:-অনাহার এবং সামাজিক অসাম্য।

23. মৃত্যুঞ্জয়ের পরিবারে কয়জন সদস্য ছিল ?

উত্তর:-মোট ৯ জন।

24. নিখিল কাকে পছন্দ করে?

উত্তর:- মৃত্যুঞ্জয়কে।

25. মৃত্যুঞ্জয় অফিসে কী ভুল করে?

উত্তর:-কাজে ভুল করে এবং মনোযোগ দেয় না।

26. মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থা কেমন ছিল?

উত্তর:-হতাশাগ্রস্ত।

27. ফুটপাথে অনাহারে মৃত্যুর ঘটনা কোথায় ঘটে?

উত্তর:-শহরের রাস্তায়।

28. মৃত্যুঞ্জয়ের এই পরিবর্তন কেন ঘটে?

উত্তর:-সমাজের দুঃখ-দারিদ্র্য মানুষদের প্রতি তার সহানুভূতি থেকে পরিবর্তন ঘটে ।

29. টুনুর মা কীভাবে সাহায্য করতে চায়?

উত্তর:- মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরে ঘুরে সাহায্য করতে চায়।

30. নিখিলের পরিবারে কয়জন সদস্য ছিল ?

উত্তর:-দুই সন্তান।

31. নিখিল মৃত্যুঞ্জয়ের পরিবর্তনকে কীভাবে দেখে?

উত্তর:-পাগলামি মনে করে।

32. মৃত্যুঞ্জয় কীভাবে সাহায্য করতে চায়?

উত্তর:-নিজের সবকিছু দিয়ে।

33. গল্পের পটভূমি কী?

উত্তর:-সামাজিক দুরবস্থা ও অনাহার।

34. মৃত্যুঞ্জয়ের মনের শক্তির উৎস কী?

উত্তর:-মানবতার প্রতি গভীর সহানুভূতি।

35. গল্পের ভাষা কেমন?

উত্তর:-সরল এবং হৃদয়স্পর্শী।

36. নিখিল মৃত্যুঞ্জয়কে কী পরামর্শ দেয়?

উত্তর:-নিজেকে না খাইয়ে মারা না যাওযা পরামর্শ দেয় ।

37. টুনুর মা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় গিয়েছিলেন?

উত্তর:- ফুটপাথের অনাহারীদের কাছে।

38. মৃত্যুঞ্জয়ের দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হয়?

উত্তর:- ক্রমশ হতাশায় মুষড়ে পড়ে।

39. গল্পের উপসংহারে মৃত্যুঞ্জয় কোথায় থাকে?

উত্তর:-ফুটপাথে।

40. মৃত্যুঞ্জয় কী নিয়ে চিন্তিত থাকে?

উত্তর:-সমাজের দরিদ্র মানুষের নিয়ে চিন্তিত থাকে।

41. মৃত্যুঞ্জয়ের চাকরির পদ কী ছিল ?

উত্তর:-অফিসের কর্মচারী।

42. মৃত্যুঞ্জয়ের পরিবার কীভাবে চলে?

উত্তর:-ধার করে।

43. ফুটপাথে মৃত্যুর দৃশ্য মৃত্যুঞ্জয়কে কী শিখিয়েছে?

উত্তর:-মানুষের দুর্দশা সম্পর্কে বাস্তব উপলব্ধি।

44. নিখিলের স্বভাব কেমন?

উত্তর:-বাস্তববাদী ও চিন্তাশীল।

45. মৃত্যুঞ্জয় কাকে অপরাধী মনে করে?

উত্তর:-নিজেকে।

46. মৃত্যুঞ্জয় কী অনুভব করে?

উত্তর:-অপরাধবোধ।

47. মৃত্যুঞ্জয়ের চোখ কেন ছলছল করে?

উত্তর:-দারিদ্র্যের যন্ত্রণা দেখে।

48. নিখিল কী বুঝতে পারে?

উত্তর:-মৃত্যুঞ্জয়ের মানসিক যন্ত্রণা।

49. টুনুর মা কেন অসুস্থ হয়?

উত্তর:-স্বামীর অবস্থা নিয়ে দুশ্চিন্তা থেকে।

50. মৃত্যুঞ্জয়ের জন্য পরিবারের সদস্যরা কী করে?

উত্তর:-তাকে খুঁজে বের করার চেষ্টা করে।

51. গল্পের কেন্দ্রীয় সংকট কী?

উত্তর:-দারিদ্র্য এবং সামাজিক অসাম্য।

52. মৃত্যুঞ্জয় কেন মানসিকভাবে ভেঙে পড়ে?

উত্তর:-অপরের অনাহারে মৃত্যু দেখে।

53. মৃত্যুঞ্জয়ের গায়ের জামা কীভাবে নোংরা হয়?

উত্তর:-ফুটপাথে ঘুরে বেড়াতে গিয়ে।

54. মৃত্যুঞ্জয় কী নিয়ে উদ্বিগ্ন?

উত্তর:-ক্ষুধার্ত মানুষদের বাঁচানো নিয়ে।

55. মৃত্যুঞ্জয় কোথায় বেশি সময় কাটায়?

উত্তর:-ফুটপাথে।

56. নিখিল কীভাবে মৃত্যুঞ্জয়কে সাহায্য করে?

উত্তর:-বন্ধুর পাশে থাকার চেষ্টা করে।

57. টুনুর মা কীভাবে মৃত্যুঞ্জয়কে দেখে?

উত্তর:-পাগল হয়ে যাচ্ছে মনে করে।

58. মৃত্যুঞ্জয়ের দান করার ইচ্ছা কেন?

উত্তর:-নিজের অপরাধবোধ থেকে মুক্তি করার জন্য ।

59. মৃত্যুঞ্জয় কীভাবে কথা বলে?

উত্তর:-অন্যমনস্কভাবে।

60. নিখিলের যুক্তি কী ছিল?

উত্তর:- নিজেকে না খাইয়ে মারা পাপ।

61. নিখিলের মতে কী উচিত নয়?

উত্তর:- নিজেকে না খাইয়ে মারা উচিত নয়।

62. মৃত্যুঞ্জয়ের চেহারার পরিবর্তন কীভাবে হয়?

উত্তর:- ধুলো-ময়লা জমে যায়।

63. নিখিলের কি আদর্শবাদী চিন্তা ছিল?

উত্তর:- ছিল না।

64. মৃত্যুঞ্জয় কীভাবে তার অফিসের কাজে প্রভাবিত হয়?

উত্তর:- দেরি করে আসে এবং ভুল করে।

65. মৃত্যুঞ্জয় কী কারণে রিলিফ ফান্ডে দান করতে চায়?

উত্তর:- নিজের অপরাধবোধ থেকে মুক্তি পেতে।

66. টুনুর মা কাকে অনুরোধ করে?

উত্তর:- নিখিলকে।

67. নিখিল কাকে সাহায্য করে?

উত্তর:- মৃত্যুঞ্জয়কে।

68. মৃত্যুঞ্জয় কীভাবে সমাজের সমস্যা দেখে?

উত্তর:- নিজের উপর দোষারোপ করে।

69. মৃত্যুঞ্জয়ের পরিবার কেমন সংকটে পড়ে?

উত্তর:- খাদ্য ও টাকার অভাবে।

70. মৃত্যুঞ্জয়ের শেষ অবস্থা কী হয়?

উত্তর:-ফুটপাথে ভিক্ষুকের মতো পড়ে থাকে।

71. মৃত্যুঞ্জয়ের পাগলামির কারণ কী?

উত্তর:-সমাজের দুঃখ-কষ্টের ভার।

72. মৃত্যুঞ্জয়ের কাজে কেন ভুল হয়?

উত্তর:- মানসিক অস্থিরতার কারণে।

73. গল্পে ফুটপাথ কী প্রকাশ করে?

উত্তর:- সমাজের বঞ্চিত মানুষদের।

 

You may also like

উচ্চমাধ্যমিক বাংলা ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর
Class 12 Bengali

উচ্চমাধ্যমিক বাংলা ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর

১) “ উনি হলেন দেবতার সেবিকা। ” – ‘ উনি ‘ বলতে কার কথা বােঝানাে হয়েছে? ক) বড়াে বউ খ)
উচ্চমাধ্যমিক বাংলা ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ প্রশ্ন ও উত্তর
Class 12 Bengali

উচ্চমাধ্যমিক বাংলা ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ প্রশ্ন ও উত্তর

১. বাজারে চায়ের দোকান ছিল- ক) একটা খ) দুটো গ) তিনটে ঘ) চারটে উত্তর:-তিনটে ২. বাজারের উত্তরদিকে ছিল- ক) গ্রাম