১. বের্টোল্ট ব্রেখ্ট ছিলেন-
ক) ফরাসি
খ) জার্মান
গ) ইংরেজ
ঘ) ইটালিয়ান
উত্তর:-জার্মান
২. পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটির কবি-
ক)টিএস এলিয়ট
খ)বের্টোল্ট ব্রেখ্ট
গ) জন কিট্স
ঘ) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
উত্তর:-বের্টোল্ট ব্রেখ্ট
৩. “রাজারা কি পাথর ঘা ঘাড়ে করে আনত?”-যে প্রসঙ্গে এর উল্লেখ সেটি হল-
ক) ব্যাবিলন
খ) সাত দরজাওয়ালা থিব্স
গ) চীনের প্রাচীর
ঘ) রোম
উত্তর:-সাত দরজাওয়ালা থিব্স
৪. “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?”কোন্ জায়গার কথা বলা হয়েছে?
ক) ব্যাবিলন
খ) বাইজেনটিয়াম
গ) রোম
ঘ) আটলান্টিস
উত্তর:-বাইজেনটিয়াম
৫. চিনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল-
ক) সকালবেলা
খ) রাতের বেলা
খ) সন্ধ্যাবেলা
ঘ) দিনের শেষে
উত্তর:-সন্ধ্যাবেলা
৬. ‘আটলান্টিস’ হল-
ক) মহাসাগর
খ) দ্বীপরাজ্য
গ) উপকথার রাজ্য
ঘ) রোমের রাজধানী
উত্তর:-উপকথার রাজ্য
৭. বের্টোল্ট ব্রেস্ট কবি ছাড়াও একজন প্রখ্যাত-
ক) ঔপন্যাসিক
খ) নাট্যকার
গ) গল্পকার
ঘ) চিত্রশিল্পী
উত্তর:-নাট্যকার
৮. “কে বানিয়েছিল……?” কী?
ক) ব্যাবিলন
খ) থিবস্
গ) চিনের প্রাচীর
ঘ) লিমা
উত্তর:-থিবস্
৯. “কে বানিয়েছিল সাত দরজাঅলা থিক্স?”-থিবস্ হল-
ক) প্রাচীন সৌধ
খ) প্রাচীন নগরী
গ) শূন্য উদ্যান
ঘ) দ্বীপ
উত্তর:-প্রাচীন নগরী
১০. ‘বইয়ে লেখে’ কার নাম?
ক) রাজার
খ) রানির
গ) রাজমিস্ত্রির
ঘ) রাঁধুনির
উত্তর:-রাজার
১১. “ব্যাবিলন এতবার গুঁড়ো হল,”ব্যাবিলন হল__
ক) ঝুলন্ত উদ্যান
খ) প্রাচীন সৌধ
গ) প্রাচীন মূর্তি
ঘ) প্রাচীন রাজ্য
উত্তর:-প্রাচীন রাজ্য
১২. “সোনা-ঝকমকে লিমা যারা বানিয়েছিল “-লিমা অবস্থিত-
ক) ভারত মহাসাগরের উপকূলে
খ) প্রশান্ত মহাসাগরের উপকূলে
গ) আটলান্টিক মহাসাগরের উপকূলে
ঘ) বঙ্গোপসাগরের উপকূলে
উত্তর:-প্রশান্ত মহাসাগরের উপকূলে
১৩. “লিমা যারা বানিয়েছিল।”-লিমার বৈশিষ্ট্য হল-
ক) সোনা-ঝকঝকে
খ) সাত দরজাঅলা
গ) জয়তোরণে ঠাসা
ঘ) শ্বেতপাথরের
উত্তর:-সোনা-ঝকঝকে
১৪. “চিনের প্রাচীর যখন শেষ হল।”-চিনের প্রাচীর হল-
ক) প্রায়-বিলুপ্ত নিদর্শন
খ) উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন
গ)উপকথা-বর্ণিত নিদর্শন
ঘ) প্রত্নতাত্ত্বিক সৌধ
উত্তর:-উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন
১৫. ‘মহনীয় রোম’ কী ছিল?
ক) কল্পিত নগরী
খ) প্রাচীন নগরী
গ) প্রাচীন সৌধ
ঘ) দ্বীপরাষ্ট্র
উত্তর:-প্রাচীন নগরী
১৬. “কাদের জয় করল সিজার?”-সিজার হল-
ক) রোমের নেতা
খ) মিশরের নেতা
গ) স্পেনের নেতা
ঘ) গ্রিক নেতা
উত্তর:-রোমের নেতা
১৭ “এত যে শুনি বাইজেনটিয়াম,…।” বাইজেনটিয়াম সাম্রাজ্যের ওপর সর্বাপেক্ষা বেশি আধিপত্য ছিল-
ক) গ্রিকদের
খ) রোমানদের
গ) পারসিকদের
ঘ) স্পেনীয়দের
উত্তর:-গ্রিকদের
১৮. “যখন সমুদ্র তাকে খেল…”-সমুদ্র কাকে খেল?
ক) থিবস্ কে
খ) ব্যাবিলনকে
গ) আটলান্টিসকে
ঘ) লিমাকে
উত্তর:-আটলান্টিসকে
১৯. “সেই রাতে চিৎকার উঠেছিল…”-চিৎকার ওঠার কারণ?
ক) চিনের প্রাচীর ধ্বংস হওয়া
খ) থিবস্ ধ্বংস হওয়া
গ) লিমা ধ্বংস হওয়া
ঘ) আটলান্টিস ধ্বংস হওয়া
উত্তর:-আটলান্টিস ধ্বংস হওয়া
২০. “ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল…”-কার উদ্দেশে?
ক) রাজার
খ) নাবিকের
গ) ক্রীতদাসের
ঘ) ঈশ্বরের
উত্তর:-ক্রীতদাসের
২১. “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?”-এখানে যে রাজাদের কথা বলা হয়েছে-
ক) মিশরের
খ) প্যারিসের
গ) থিবসে্র
ঘ) টোকিয়োর
উত্তর:-থিবসে্র
২২, “বইয়ে লেখে রাজার নাম।”-রাজার নাম বইয়ে লেখায় কার আপত্তি?
ক) দ্বিতীয় ফিলিপের
খ) আলেকজান্ডারের
গ) অ্যাডলফ হিটলারের
ঘ) বের্টোল্ট ব্রেখ্টের
উত্তর:-বের্টোল্ট ব্রেখ্টের
২৩. জয়তোরণে ঠাসা ছিল-
ক) রোম
খ) মিশর
গ) ব্যাবিলন
ঘ) গ্রিস
উত্তর:-রোম
২৪. থিক্সের দরজার সংখ্যা ক-টি?
ক) হাজার
খ) সাত
গ) পাঁচ
ঘ) একশো
উত্তর:-সাত
২৫. ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে-
ক) শূন্য মাঠ
খ) শূন্য পুরী
গ) শূন্য মরুভূমি
ঘ) শূন্য উদ্যান
উত্তর:-শূন্য উদ্যান
২৬. দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন-
ক) পাঁচ বছরের যুদ্ধে
খ) তিন বছরের যুদ্ধে
গ) সাত বছরের যুদ্ধে
ঘ) এক বছরের যুদ্ধে
উত্তর:-সাত বছরের যুদ্ধে
২৭.আলেকজান্ডার ছিলেন-
ক) ম্যাসিডনের রাজা
খ) রোমের রাজা
গ) ইটালির রাজা
ঘ) ভারতের রাজা
উত্তর:-ম্যাসিডনের রাজা
২৮. আলেকজান্ডার জয় করেছিলেন-
ক) জাপান
খ) ভারত
গ) শ্রীলঙ্কা
ঘ) ব্রহ্মদেশ
উত্তর:-ভারত
২৯.. গলদের নিপাত করেছিল-
ক) আলেকজান্ডার
খ) দ্বিতীয় ফ্রেডারিক
গ) সিজার
ঘ) হিটলার
উত্তর:-সিজার
৩০. ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন-
ক) অনিন্দ্য সৌরভ
খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) শঙ্খ ঘোষ
ঘ) উৎপল কুমার বসু
উত্তর:-শঙ্খ ঘোষ
৩১.কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম হল-
ক) চিত্রপ্রিয় ঘোষ
খ) সত্যপ্রিয় ঘোষ
গ) নিত্যপ্রিয় ঘোষ
ঘ) বারিদবরণ ঘোষ
উত্তর:-চিত্রপ্রিয় ঘোষ
৩২. “ভারত জয় করেছিল…”-কে?
ক) জুলিয়াস সিজার
খ) দ্বিতীয় ফ্রেডারিক
গ) ফিলিপ
ঘ) আলেকজান্ডার
উত্তর:-আলেকজান্ডার
৩৩. “একলাই না কি?”-কার কথা বলা হয়েছে?
ক) আলেকজান্ডার
খ) জুলিয়াস সিজার
গ) দ্বিতীয় ফ্রেডারিক
ঘ) ফিলিপ
উত্তর:-আলেকজান্ডার
৩৪. “গলদের নিপাত করেছিল সিজার।”-‘গল্’ হল-
ক) ক্রীতদাস
খ) রোমের প্রাচীন অধিবাসী
গ) ফ্রান্সের প্রাচীন অধিবাসী
ঘ) স্পেনের প্রাচীন অধিবাসী
উত্তর:-ফ্রান্সের প্রাচীন অধিবাসী
৩৫. গলদের নিপাত করার সময় সিজারের সঙ্গে নিদেনপক্ষে একটা কে ছিল বলে কবি জানিয়েছেন ?
ক) ক্রীতদাস
খ) রাজমিস্ত্রি
গ) রাঁধুনি
ঘ) সৈন্য
উত্তর:-রাঁধুনি
৩৬. “বিরাট আর্মাডা যখন ডুবল,”কোন্ আর্মাডা?
ক) ইংলিশ
খ) রোমান
গ) ইটালিয়ান
ঘ) স্প্যানিশ
উত্তর:-স্প্যানিশ
৩৭. “বিরাট আর্মাডা যখন ডুবল,” আর্মাডা হল-
ক) যুদ্ধজাহাজ
খ) দ্বীপ
গ) যাত্রীবাহী জাহাজ
ঘ) শহর
উত্তর:-যুদ্ধজাহাজ
৩৮. “বিরাট আর্মাডা যখন ডুবল,”কোন্ যুদ্ধে?
ক) অ্যাংলো-জার্মান
খ) অ্যাংলো-ফরাসি
গ) অ্যাংলো-স্প্যানিস
ঘ) অ্যাংলো-পোর্তুগিজ
উত্তর:-অ্যাংলো-স্প্যানিস
৩৯.বিরাট আর্মাডা যখন ডুবল,”-কত খ্রিস্টাব্দে আর্মাডা ডুবেছিল?
ক) ১৫৮০
খ) ১৮৫৮
গ) ১৫৮৯
ঘ) ১৫৮৮
উত্তর:-১৫৮৮
৪০.স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”-কখন?
ক) আটলান্টিস ডুবে গেলে
খ) লিমা ধ্বংস হলে
গ) ব্যাবিলন গুঁড়ো হলে
ঘ) আর্মাডা ডুবলে
উত্তর:-আর্মাডা ডুবলে
৪১. মহামানবের আবির্ভাব ঘটে-
ক) প্রতি বছরে
খ) পাঁচ-পাঁচ বছরে
গ) দশ-দশ বছরে
ঘ) বিশ-বিশ বছরে
উত্তর:-দশ-দশ বছরে
৪২. পেরুর রাজধানীর নাম-
ক) লিমা
খ)স্পেন
গ) বাইজেনটিয়াম
ঘ) চিন
উত্তর:-লিমা
৪৩. সাত বছরের যুদ্ধ জিতেছিল-
ক) দ্বিতীয় ফ্রেডারিক
খ) আলেকজান্ডার
গ) সিজার
ঘ) ফিলিপ
উত্তর:-দ্বিতীয় ফ্রেডারিক
৪৪.আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন-
ক) ফ্রেডারিক
খ) সিজার
গ) ফিলিপ
ঘ) আলেকজান্ডার
উত্তর:-ফিলিপ
৪৫. “কে জিতেছিল? একলা সে?”-‘একলা’ বলতে কার কথা বলা হয়েছে?
ক) সিজার
খ) স্পেনের ফিলিপ
গ) দ্বিতীয় ফ্রেডারিক
ঘ) আলেকজান্ডার
উত্তর:-দ্বিতীয় ফ্রেডারিক
১. ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত থিবসের বিশেষত্ব কী ছিল?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত থিবসের বিশেষত্ব ছিল এর সাতটি দরজা।
২. “কে আবার গড়ে তুলল এতবার?”-কী গড়ে তোলার কথা বলা হয়েছে?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উদ্ধৃত অংশটিতে ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলনকে পুনরায় গড়ে তোলার কথা বলা হয়েছে।
৩. “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”-কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় চিনের প্রাচীরের নির্মাণকার্য শেষ হয়েছিল যে সন্ধ্যায়, সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।
৪. ব্রেস্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত মহনীয় রোম কেমন ছিল?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত মহনীয় রোম ছিল ‘জয়তোরণে ঠাসা’।
৫. “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?”-কোথাকার কথা বলা হয়েছে?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উদ্ধৃত অংশটিতে বাইজেনটিয়াম নগরের কথা বলা হয়েছে।
৬. ব্রেখ্টের মতে, ইতিহাসে নির্মাণকারী হিসেবে কার নাম লেখা হয়?
উত্তর:- ব্রেখ্টের মতে, ইতিহাসে নির্মাণকারী হিসেবে কোনো রাজার নাম লেখা হয়।
৭. “কে বানিয়েছিল সাত দরজাঅলা থিস্?”-প্রশ্নটি কার?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় পড়তে জানা এক মজুরের জবানিতে প্রশ্নটি করেছেন স্বয়ং কবি।
৮. “কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস্?”-উত্তরটি কী?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় সাত দরজাওয়ালা থিবস্ নির্মাতা হিসেবে বইয়ে রাজার নাম লেখা হয়েছে।
৯. “বইয়ে লেখে রাজার নাম।”-রাজার নাম বইয়ে লেখায় কার আপত্তি এবং কেন?
উত্তর:- ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বইয়ে রাজার নাম লেখায় আপত্তি জানিয়েছেন কবি, কারণ থিক্সের প্রকৃত নির্মাতা হচ্ছেন শ্রমিকেরা।
১০. “বইয়ে লেখে রাজার নাম।”-রাজার নাম বইয়ে না লিখে অন্য কার নাম লেখা দরকার বলে বক্তা মনে করেন?
উত্তর:- বইয়ে রাজার নাম না লিখে সাত দরজাওয়ালা থিক্সের জন্য ঘাড়ে করে পাথর বয়ে এনেছিল যেসব শ্রমিক, তাদের নাম লেখা দরকার বলে কবি বলেছেন।
১১. “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?”-এর দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর:- ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যে, থিবস্ নির্মাণকাজে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না।
১২. “কে আবার গড়ে তুলল এতবার?”-‘এতবার’ বলার কারণ কী?
উত্তর:- ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ‘এতবার’ শব্দটির দ্বারা ব্যাবিলনের বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের কাহিনিকে তুলে ধরা হয়েছে।
১৩. “কে আবার গড়ে তুলল এতবার?”-কারা এতবার গড়ে তুলেছে?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় শ্রমিকেরাই বারবার ব্যাবিলন গড়ে তুলেছে।
১৪. “তারা থাকত কোন্ বাসায়?” কাদের কথা বলা হয়েছে?
উত্তর:-‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় যারা সোনা-ঝকঝকে লিমা বানিয়েছিল সেইসব শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে।
১৫. “তারা থাকত কোন্ বাসায়?”-এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না কেন?
উত্তর:-বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কার হয়েছে, ইতিহাস শ্রমিকদের অবদানকে অস্বীকার করায় তারা কোন্ বাসায় থাকত তার কোনো উত্তর মেলে না।
১৬. “সোনা-ঝকঝকে লিমা যারা বানিয়েছিল” লিমা কী?
উত্তর:- বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত ‘লিমা’ হল পেরুর রাজধানী।
১৭. “সোনা-ঝকঝকে লিমা যারা বানিয়েছিল” লিমাকে ‘সোনা ঝকঝকে’ বলা হয়েছে কেন?
উত্তর:-ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় লিমায়। বিত্তবৈভবের কারণে তাকে ‘সোনা-ঝকঝকে’ বলা হয়েছে।
১৮. “চিনের প্রাচীর যখন শেষ হল”-তখন কী হল?
উত্তরস:-‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় চিনের প্রাচীর যখন শেষ হল তারপর নির্মাতা রাজমিস্ত্রিরা লোকচক্ষুর আড়ালে চলে গেল।
১৯. “… সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”-রাজমিস্ত্রিরা কোথায় গেল?
উত্তর:- ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় চিনের প্রাচীর তৈরি করা রাজমিস্ত্রিরা লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল।
২০. “জয়তোরণে ঠাসা মহনীয় রোম।”-রোমকে জয়তোরণে ঠাসা বলা হয়েছে কেন?
উত্তর:-বের্টোল্ট ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় রোমের সাম্রাজ্যজয়ের ইতিহাসকে বোঝাতে রোমকে ‘জয়তোরণে ঠাসা’ বলা হয়েছে।
২১. “কাদের জয় করল সিজার?”-সিজার কে ছিলেন?
উত্তর:- সিজার অর্থাৎ জুলিয়াস সিজার (১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৪ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন প্রজাতন্ত্রী রোমের একজন ক্ষমতাবান সেনেটর বা প্রতিনিধি।
২২. “কাদের জয় করল সিজার?”-সিজার কাদের জয় করেছিলেন?
উত্তর:- সিজার গলদের জয় করেছিলেন।
২৩. “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?”-কোথাকার কথা বলা হয়েছে?
উত্তর:- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত অংশে বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী বাইজেনটিয়ামের কথা বলা হয়েছে।
২৪. “এত যে শুনি বাইজেনটিয়াম,” বাইজেনটিয়াম সম্বন্ধে কী জানা যায়?
উত্তর:- ব্রেখ্টের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত প্রাচীন গ্রিসের একটি বাণিজ্যপ্রধান নগররাষ্ট্র। এটি ছিল বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী। বাইজেনটিয়ামের পরবর্তী নাম কনস্ট্যান্টিনোপল, বর্তমান নাম ইস্তাম্বুল (তুরস্ক)। বাইজেনটাইন সভ্যতা সমৃদ্ধ হয়েছিল সেপ্টিমিয়াস সেভেরাসের আমলে।
২৫. “যখন সমুদ্র তাকে খেল” সমুদ্র কী খেয়েছিল?
উত্তর:- ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ভূত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, তাকে সমুদ্র খেল।
২৬. “যখন সমুদ্র তাকে খেল” তখন কী হয়েছিল?
উত্তর:- ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় সমুদ্র যখন আটলান্টিসকে খেয়েছিল তখন সেই উপকথার দ্বীপের সম্পন্ন অধিবাসীরা চিৎকার করে উঠেছিল ক্রীতদাসের জন্য।
২৭. “ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল”-কোন্ রাতের কথা বলা হয়েছে?
উত্তর:- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উপকথার দ্বীপ আটলান্টিসকে যে রাতে সমুদ্র গ্রাস করেছিল, সেই রাতের কথা বলা হয়েছে।
২৮. “ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল” কীসের জন্য চিৎকার উঠেছিল?
উত্তর:- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উপকথার দ্বীপ আটলান্টিসের সম্পন্ন অধিবাসীরা ডুবতে ডুবতে চিৎকার করেছিল ক্রীতদাসের জন্য।
২৯. থিবস্ কোথায়? তার বৈশিষ্ট্য কী
উত্তর:-
ক) মিশরে নীলনদের তীরে অবস্থিত থিবস্ শহর।
খ) এই শহরের বৈশিষ্ট্য হল এর সাতটি দরজা ছিল।
৩০. “সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য।”-এর কারণ কী?
উত্তর:- উপকথার দ্বীপরাষ্ট্র আটলান্টিস যখন ভূমিকম্পের ফলে সমুদ্রগর্ভে ডুবে যাচ্ছিল, তখন সেখানকার রাজা এবং পাত্র-মিত্র-অমাত্যরা প্রাণে বাঁচতে ক্রীতদাসদের উদ্দেশে চিৎকার করে উঠেছিল।
৩১. চিনের প্রাচীর কী?
উত্তর:- হুন এবং অন্যান্য বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে কিন সাম্রাজ্যের সময় শুরু হয়ে হান, সুই এবং মিং রাজত্বকাল অবধি তৈরি হওয়া প্রাচীরই হল চিনের প্রাচীর।
৩২.”জয়তোরণে ঠাসা…”-কোন শহর?
উত্তর:- বের্টোল্ট ব্রেখটের রচিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার আলোচ্য অংশে রোম শহরের কথা বলা হয়েছে।
৩৩. “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?”-কারা পাথর আনার শ্রমদিত ও কাদের খ্যাতি হত?
উত্তর:- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় শ্রমিকরা পাথর আনার শ্রম দিত এবং রাজাদের খ্যাতি হত।
৩৪. ব্রেখট তাঁর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ইতিহাসের নায়ক হিসেবে কাদের চিহ্নিত করেছেন?
উত্তর:- ব্রেখট তাঁর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ইতিহাসের নায়ক হিসেবে শ্রমজীবী মানুষদের চিহ্নিত করেছেন।
৩৫.. “ভারত জয় করেছিল…”-কে, কাদের সহায়তায় ভারত জয় করেছিল?
উত্তর: বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় আলেকজান্ডারের বিশ্বস্ত সেনাবাহিনীর সাহায্যে ভারতজয়ের কথা বলা হয়েছে।
৩৬. “ভারত জয় করেছিল…”-সে কি একাই ভারত জয় করেছিল?
উত্তর:- ম্যাসিডনের রাজা আলেকজান্ডার একা নন, তাঁর বিশ্বস্ত সেনাবাহিনীর সাহায্যেই ভারত জয় করেছিলেন।
৩৭. “গলদের নিপাত করেছিল…”-গলদের নিপাত বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গলদের নিপাত বলতে জুলিয়াস সিজারের হাতে ফ্রান্সের প্রাচীন গল্ জাতির পরাজয়ের কাহিনি বোঝানো হয়েছে।
৩৮. “নিদেন একটা রাঁধুনি তো ছিল?”-এ কথার অর্থ কী?
উত্তর:- ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় রাঁধুনির উল্লেখের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, গদের নিপাতের সময় সিজার একা ছিলেন না।
৩৯. “নিদেন একটা রাঁধুনি তো ছিল?”- কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?
উত্তর:- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গল্পের পরাজিত করার সময়ে সিজারের সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে।
৪০. “বিরাট আর্মাডা যখন ডুবল,” তখন কী হল?
উত্তর:- ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় আর্মাডা যখন ডুবেছিল তখন স্পেনের দ্বিতীয় ফিলিপ খুব কেঁদেছিলেন।
৪১. “বিরাট আর্মাডা যখন ডুবল,”-‘আর্মাডা’ কী?
উত্তর:- ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত আর্মাডা হল স্পেনের রণতরির বহর।
৪২. “বিরাট আর্মাডা যখন ডুবল,”-বিরাট আর্মাডা ডুবল কেন?
উত্তর:- ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত আর্মাডা ডুবেছিল ইংল্যান্ডের কাছে যুদ্ধে পরাজিত হয়ে।