1. উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন হয় কোন্ প্রক্রিয়ায়?
Ans- আবর্তন প্রক্রিয়ায় উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন হয়।
2. আবর্তন কাকে বলে?
Ans- যে অমাধ্যম অনুমানে ন্যায়সম্মতভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়র স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে সম-অর্থযুক্ত একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে বলে আবর্তন।
3. কোন্ বচনের আবর্তন আদৌ সম্ভব নয়?
Ans- O বচনের আবর্তন আদৌ সম্ভব নয়।
4. কোন্ বচনের সরল আবর্তন সাধারণত সম্ভব নয়?
Ans- A বচনের সরল আবর্তন সাধারণত সম্ভব নয়।
5. A বচনের সরল আবর্তন কোন্ কোন্ ক্ষেত্রে সম্ভব?
Ans- সংজ্ঞাবাচক, পুনরুক্তিমূলক ও বিশিষ্ট নামবাচক বচনের ক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব।
6. আবর্তনের যুক্তিবাক্যকে কী বলা হয়?
Ans- আবর্তনের যুক্তিবাক্যকে ‘আবর্তনীয়’ বলা হয়।
7. আবর্তনের সিদ্ধান্তকে কী বলা হয়?
Ans- আবর্তনের সিদ্ধান্তকে ‘আবর্তিত’ বলা হয়।
৪. আবর্তনের নিয়ম কয়টি?
Ans- আবর্তনের নিয়ম হল চারটি।
9. আবর্তনের প্রথম নিয়মটি কী?
Ans- যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে।
10. আবর্তনের দ্বিতীয় নিয়মটি কী?
Ans- যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে।
11. আবর্তনের তৃতীয় নিয়মটি কী?
Ans- যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে।
12.০ বচনের আবর্তন আদৌ কেন সম্ভব নয়?
Ans- আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করে বলে ০ বচনের আবর্তন আদৌ সম্ভব নয়।
13. A বচনের সরল আবর্তন কেন সাধারণভাবে সম্ভব নয়?
Ans- আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করে বলে A বচনের সরল আবর্তন সম্ভব নয়।
14. পরিমাণের পার্থক্য দেখা যায় কোন্ ধরনের আবর্তনে?
Ans- অসরল আবর্তনে পরিমাণের পার্থক্য দেখা যায়।
15. A বচনের অসরল আবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- I বচন পাওয়া যায়।
16. E বচনের আবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- E বচন পাওয়া যায়।
17. I বচনের আবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- । বচন পাওয়া যায়।
18. 0 বচনের আবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- কোনো বচনই পাওয়া যায় না।
19. সকল মানুষ হয় সুখী (A)-বচনটির আবর্তিত রূপ কী?
Ans- এর আবর্তিত রূপ হল, কোনো কোনো সুখী ব্যক্তি হয় মানুষ (I)।
20. সকল অশ্ব হয় ঘোড়া (A)-র আবর্তিত রূপ কী?
Ans- এর আবর্তিত রূপ হল, সকল ঘোড়া হয় অশ্ব (A)।
21. আবর্তন কোন্ প্রকার অনুমানের আকাররূপে গণ্য?
Ans- অমাধ্যম অনুমানের আকাররূপে গণ্য।
22. সরল আবর্তন কাকে বলে?
Ans- যে ধরনের আবর্তনে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ এক থাকে, তাকে বলে সরল আবর্তন।
23. অসরল আবর্তন কাকে বলে?
Ans- অসরল আবর্তন হল এমন আবর্তন যেখানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়।
24. সরল আবর্তনে A বচন থেকে A বচন পাওয়া যায়-এটা কি ঠিক?
Ans- হ্যাঁ, এটা ঠিক।
25. অসরল আবর্তনে A থেকে E বচন পাওয়া যায়-এটা কি ঠিক?
Ans- না, এটা ঠিক নয়।
26. অসরল আবর্তনে A থেকে I বচন পাওয়া যায়-এটা ঠিক না ভুল?
Ans- এই বিষয়টি ঠিক।
27. E বচনের আবর্তনে এ বচন পাওয়া যায়-ঠিক না ভুল?
Ans- এটা ঠিক নয়।
28. E বচনের আবর্তনে E বচনই পাওয়া যায়-এরূপ আবর্তনটি কি ঠিক?
Ans- হ্যাঁ, এরূপ আবর্তনটি ঠিক।
29. I বচনের আবর্তনে বচন পাওয়া যায়-এটি সঠিক না সঠিক নয়?
Ans- এটি সঠিক নয়।
30. I বচনের আবর্তনের ফলে। বচন পাওয়া যায় যথার্থ না যথার্থ নয়?
Ans- হ্যাঁ, এরূপ আবর্তনটি যথার্থ।
31. O বচনের আবর্তনে। বচন পাওয়া যায়-ঠিক না ভুল?
Ans- এরূপ আবর্তনটি ভুল।
32. O বচনের আবর্তন আদৌ সম্ভব নয়-বিষয়টি কি যথার্থ?
Ans- হ্যাঁ, বিষয়টি অবশ্যই যথার্থ।
33. সকল পুস্তক হয় গ্রন্থ (A) (আবর্তনীয়) .. সকল গ্রন্থ হয় পুস্তক (A) (আবর্তিত) -এরূপ আবর্তন কি যথাযথ?
Ans- হ্যাঁ, এরূপ আবর্তনটি অবশ্যই যথাযথ।
34. কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী (A) (আবর্তনীয়) .. পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা (A (আবর্তিত) -এটি কোন্ ধরনের আবর্তন?
Ans- এটি হল সরল আবর্তন।
35. সরল আবর্তনের নিয়ম কী?
Ans- সরল আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যটি যদি সামান্য বচন হয় তবে সিদ্ধান্তটিকেও সামান্য হতে হবে, আবার যুক্তিবাক্যটি যদি বিশেষ হয় তবে সিদ্ধান্তটিকেও বিশেষ হতে হবে।
36. সকল মানুষহয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব-বচনটির কি সরল আবর্তন সম্ভব?
Ans- হ্যাঁ, বচনটির সরল আবর্তন সম্ভব।
37. সকল মানুষ হয় বৃদ্ধিবৃত্তিসম্পন্ন জীব-বচনটির সরল আবর্তন কী হবে?
Ans- বচনটির সরল আবর্তন হবে সকল বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব হয় মানুষ (A)।
38. আবর্তনের যুক্তিবাক্যের বিধেয় পদটি কি সিদ্ধান্তে বিরোধী পদ হয়?
Ans- না, বিধেয়টি বিরোধী পদরূপে গণ্য হয় না।
39. আবর্তনীয় ও আবর্তিতের উদ্দেশ্য কি একই থাকে?
Ans- না, একই থাকে না।
40. আবর্তনীয় উদ্দেশ্য পদটি আবর্তিতের কোন্ পদ হয়?
Ans- বিধেয় পদ হয়।
41. আবর্তনীয় বিধেয় পদটি আবর্তিতের কোন্ পদ হয়?
Ans- উদ্দেশ্য পদ হয়।
42. এমন কোনো আবর্তন আছে যেখানে পরিমাণের পরিবর্তন হয়?
Ans- হ্যাঁ, অসরল আবর্তনে পরিমাণের পরিবর্তন হয়।
43. আবর্তনের নিয়ম হল দুটি-এটি কি ঠিক?
Ans- না, এটি ঠিক নয়।
44. রামকৃয় হন বিবেকানন্দের গুরু (A)→ আবর্তনীয় .. বিবেকানন্দ হন রামকৃয়ের শিষ্য (A) আবর্তিত -এটি কোন্ ধরনের আবর্তন?
Ans- এটি হল বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন।
45. শেকসপিয়র হন ওথেলোর স্রষ্টা (A)-এর বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তনের রূপটি কী হবে?
Ans- রূপটি হবে, ওথেলো হয় শেকসপিয়রের সৃষ্টি (A)।
46. একটি ছাড়া সব ধাতুই কঠিন-বাক্যটির আবর্তন কী হবে?
Ans- কোনো কোনো ধাতু হয় কঠিন বস্তু (I) আবর্তনীয়। .. কোনো কোনো কঠিন বস্তু হয় ধাতু (I) আবর্তিত।
47. কোনো কোনো বিজ্ঞানী নন দার্শনিক (0)→আবর্তনীয়। কোনো কোনো দার্শনিক নন বিজ্ঞানী (O)-আবর্তিত। -এরূপ আবর্তনটি কি যথার্থ?
Ans- না, যথার্থ নয়। কারণ, ০ বচনের আবর্তনের দোষে এটি দুষ্ট।
48. নিরপেক্ষ বচনগুলির আবর্তিত বচনগুলি কী?
Ans- A-I, E-E, I-I, O→ সম্ভব নয়।
49. আবর্তনীয় কাকে বলা হয়?
Ans- আবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয়।
50. আবর্তিত কাকে বলা হয়?
Ans- আবর্তনের সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত।
51. সরল আবর্তনে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক না ভিন্ন হয়?
Ans- যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হয়।
52. আবর্তনীয় ও আবর্তিতের গুণ ভিন্ন হবে-এটা কি ঠিক?
Ans- না, এটা ঠিক নয়, গুণ এক হবে।
53. অসরল আবর্তনের অপর নামটি কী?
Ans- অসরল আবর্তনের অপর নাম হল সীমায়িত আবর্তন।
54. নিরীশ্বরবাদীরা অবশ্যই আধুনিক বাক্যটির আবর্তিত রূপ কী?
Ans- LF. সকল নিরীশ্বরবাদী হন আধুনিক ব্যক্তি (A)→ আবর্তনীয় .:. কোনো কোনো আধুনিক বাক্তি হন নিরীশ্বরবাদী (1) আবর্তিত।
55. E বচনের আবর্তনে A বচন পাওয়া যায়-এটা কি ঠিক?
Ans- না, ঠিক নয়। E বচনের আবর্তনে E বচন পাওয়া যায়।
56. ‘একমাত্র মানুষই শ্রমজীবী-বাক্যটির আবর্তন কী হবে?
Ans- L.F. সকল শ্রমজীবী হয় মানুষ (A)-আবর্তনীয়।
.. কোনো কোনো মানুষ হয় শ্রমজীবী (1) আবর্তিত।
57.O বচনের আবর্তনে আবর্তনের কোন্ নিয়ম লঙ্ঘিত হয়?
Ans- আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘিত হয়।
58. ‘চকচক করলেই সোনা হয় না’ বাক্যটির আবর্তিত রূপ কী?
Ans- LF. কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা (0)→ আবর্তনীয়। আবর্তিত: সম্ভব নয়।
59. ‘এভারেস্ট সর্বোচ্চ পর্বত শিখর’-বাক্যটির আবর্তন কী?
Ans- L.F. এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর (A)→ আবর্তনীয়। .. সর্বোচ্চ পর্বত শিখর হয় এভারেস্ট (A)→ আবর্তিত।
60. ‘কোনো কিছুই যুগপৎ গোল ও চতুষ্কোণ নয়’ বাক্যটির আবর্তন করো।
Ans- LF. কোনো গোল বস্তু নয় চতুষ্কোণ বস্তু (E) আবর্তনীয়। .. কোনো চতুস্কোণ বস্তু নয় গোল বস্তু (E) আবর্তিত
61. নীচের বাক্যগুলির আবর্তন করো। (a) পাখি চতুষ্পদ নয় ?
Ans- LF. কোনো পাখি নয় চতুষ্পদ জীব (E) আবর্তনীয়। .. কোনো চতুষ্পদ জীব নয় পাখি (E) আবর্তিত।
62. বিবর্তন কাকে বলে?
Ans- যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই থাকা সত্ত্বেও গুণের পরিবর্তন করে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয়রূপে গণ্য হয়ে একটি নূতন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়, তাকে বলে বিবর্তন বা প্রতিবর্তন।
63. যুক্তিবাক্যের বিধেয়র বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয় কোন্ প্রক্রিয়ায়?
Ans- বিবর্তন প্রক্রিয়ায়।
64. বিবর্তনের যুক্তিবাক্যকে কী বলা হয়?
Ans- বিবর্তনের যুক্তিবাক্যকে ‘বিবর্তনীয়’ বলা হয়।
65. বিবর্তনের সিদ্ধান্তকে কী বলা হয়?
Ans- বিবর্তনের সিদ্ধান্তকে বিবর্তিত বলা হয়।
66. বিবর্তনের নিয়ম কয়টি?
Ans- বিবর্তনের নিয়ম হল চারটি।
67. বিবর্তনের প্রথম নিয়মটি কী?
Ans- যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে।
68. বিবর্তনের দ্বিতীয় নিয়মটি কী?
Ans- যুক্তিবাক্যের বিধেয়র বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে।
69. বিবর্তনের তৃতীয় নিয়মটি কী?
Ans- যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে।
70. বিবর্তনের চতুর্থ নিয়মটি কী?
Ans- যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক হবে।
71. A বচনের বিবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- E বচন পাওয়া যায়।
72. E বচনের বিবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- A বচন পাওয়া যায়।
73. 1 বচনের বিবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- O বচন পাওয়া যায়।
74. ০ বচনের বিবর্তনে কোন্ বচন পাওয়া যায়?
Ans- । বচন পাওয়া যায়।
75. বস্তুগত বিবর্তনের কথা কে বলেছেন?
Ans- তর্কবিদ বেন বলেছেন।
76. বস্তুগত বিবর্তনের মূলভিত্তি কী?
Ans- বস্তুগত বিবর্তনের মূলভিত্তি হল বাস্তব অভিজ্ঞতা।
77. জ্ঞান হল পূণ্য (বিবর্তনীয়) .. অজ্ঞতা হল পাপ (বিবর্তিত) -এটি কী ধরনের বিবর্তন?
Ans- এটি হল বস্তুগত বিবর্তন।
78. বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়?
Ans- না, প্রকৃত বিবর্তন বলা যায় না।
79. সকল মানুষ হয় সুখী (A)- বচনটির বিবর্তিত রূপ কী?
Ans- এর বিবর্তিত রূপ হল কোনো মানুষ নয় অ-সুখী (E)।
80. বস্তুগত বিবর্তন কেন প্রকৃত বিবর্তন নয়?
Ans- কারণ, বস্তুগত বিবর্তন হল একপ্রকার অবরোহ অনুমান এবং অবরোহ অনুমানে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই।
81. বিবর্তনের বৈধতার যে-কোনো দুটি নিয়ম উল্লেখ করো।
Ans- বিবর্তনের বৈধতার দুটি নিয়ম হল- (1) বিবর্তনীয় ও বিবর্তিতের উদ্দেশ্য এক হবে। (2) বিবর্তনীয় ও বিবর্তিতের পরিমাণ এক হবে।
82. বিবর্তন কোন প্রকার অনুমানের আকার?
Ans- অমাধ্যম অনুমানের আকার।
83. বিবর্তনে বিবর্তনীয় ও বিবর্তিতের উদ্দেশ্য পদ দুটি কি ভিন্ন হয়?
Ans- না, ভিন্ন হয় না, একই থাকে।
84. বিবর্তনীয় ও বিবর্তিতর বিধেয় পদ দুটি একই থাকে না ভিন্ন ভিন্ন হয়?
Ans- এক থাকে না, ভিন্ন ভিন্ন হয়।
85. বিবর্তনীয়র কীরূপ পদ বিবর্তিতের বিধেয় পদ হয়?
Ans- বিবর্তনীয়র বিরুদ্ধ পদ বিবর্তিতের বিধেয় হয়।
86. বিবর্তনের ক্ষেত্রে বিধেয়র বিরুদ্ধ পদের সৃষ্টি কীভাবে হয়?
Ans- বিধেয় পদের সঙ্গে ‘অ’ যোগ করে বিরুদ্ধ পদের সৃষ্টি করা হয়।
87. শীত হয় আরামদায়ক (বিবর্তনীয়) .. গ্রীষ্ম হয় কষ্টদায়ক (বিবর্তিত) -এটি কোন্ ধরনের বিবর্তন?
Ans- এটি হল বস্তুগত বিবর্তন।
88. তর্কবিদ মিল বস্তুগত বিবর্তনের কথা বলেছেন-এটি কি যথার্থ?
Ans- না, এটি যথার্থ নয়।
89. জ্ঞান হয় আশীর্বাদ (A) বিবর্তনীয় .. অজ্ঞতা হয় অভিশাপ (A) বিবর্তিত -এটি কোন্ ধরনের বিবর্তন?
Ans- এটি হল বস্তুগত বিবর্তন।
90. X-এর বিরুদ্ধ পদটি কী হবে?
Ans- বিরুদ্ধ পদটি অ-X হবে।
91. নিরপেক্ষ বচনগুলির বিবর্তিত বচনগুলি কী?
Ans- A-E, E-A, I-0, 0-11
92. নিরপেক্ষ বচনগুলির সমবিবর্তন কী?
Ans- A-A, E-O, I→ সম্ভব নয়, 0→01
93. বিরুদ্ধ পদ কাকে বলে?
Ans- সদর্থক ও নঞর্থকভাবে দুটি পদের সম্মিলিতরূপে যদি কোনো শ্রেণির পরিপূর্ণ ধারণা হয় তবে বলা হয় যে, পদ দুটি পারস্পরিকভাবে বিরুদ্ধ। যেমন-‘মানুষ’ পদের বিরুদ্ধ পদ হল ‘অ-মানুষ’।
94. তর্কবিদ বেনের বস্তুগত বিবর্তনকে কে সমর্থন করেন?
Ans- তর্কবিদ মিল সমর্থন করেন।
95. যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে অথচ পরিমাণ এক থাকবে-এটি কোন্ অমাধ্যম অনুমানের নিয়ম?
Ans- এটি হল বিবর্তনের নিয়ম।
96. বস্তুগত বিবর্তনের মূলভিত্তি কী?
Ans- বস্তুগত বিবর্তনের মূলভিত্তি হল বাস্তব অভিজ্ঞতা।
97. বস্তুগত বিবর্তনকে কেন প্রকৃত অমাধ্যম অনুমান বলা যায় না?
Ans- অমাধ্যম অনুমানে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই বলে।
98. ‘মানুষ’ পদটির পরিপুরক পদ কী?
Ans- ‘মানুষ’ পদটির পরিপূরক পদ হল অ-মানুষ।
99. ‘অগ্নি দহনকারী’ বাক্যটির বিবর্তিত রূপ কী?
Ans- সকল ক্ষেত্রে অগ্নি হয় দহনকারী (A)- বিবর্তনীয়।
.:. কোনো ক্ষেত্রে অগ্নি নয় অ-দহনকারী (E) বিবর্তিত।
100. ‘হিংস্রতাই পশুদের ধর্ম’-বাক্যটির বিবর্তন কী হবে?
Ans- L.F. সকল পশু হয় হিংস্র (A)→বিবর্তনীয়। . কোনো পশু নয় অ-হিংস্র (E) বিবর্তিত।
101. ‘যুদ্ধ অশান্তি আনে’ বাক্যটির বস্তুগত বিবর্তন কী?
Ans- L.F. সকল যুদ্ধ হয় অশান্তিদায়ক (A) বিবর্তনীয়। :: মৈত্রী হয় শান্তিদায়ক (A) বস্তুগত বিবর্তিত।
102. ‘কদাচিৎ ছাত্ররা অলস’-এর বিবর্তিতর আবর্তন দেখাও।
Ans- L.F. কোনো কোনো ছাত্র নয় অলস (০)।
বিবর্তিত: কোনো কোনো ছাত্র হয় অ-অলস (1)।
বিবর্তিতের আবর্তন: কোনো কোনো অ-অলস ব্যক্তি হয় ছাত্র (1)।
103. আবর্তিতের বিবর্তন দেখাও: ‘কেবলমাত্র গন্ডারই একরোখা প্রাণী’
Ans- L.F. সকল একরোখা প্রাণী হয় গন্ডার (A)।
আবর্তিত: কোনো কোনো গন্ডার হয় একরোখা প্রাণী (1)। আবর্তিতর বিবর্তন: কোনো কোনো গন্ডার নয় অ-একরোখা প্রাণী (০)।
104. ‘সে বিপ্লবী’ বাক্যটির বিবর্তন কী?
Ans- L.F. সে হয় বিপ্লবী (A)→ বিবর্তনীয়। .. সে নয় অ-বিপ্লবী (E)→ বিবর্তিত।
105. ‘নীতিহীনতা একেবারেই কদর্য বিষয়’ বাক্যটির সমবিবর্তন কী?
Ans- L.F. সকল নীতিহীনতা হয় কদর্য বিষয় (A) সমবিবর্তনীয়।
.: সকল অ-কদর্য বিষয় হয় অ-নীতিহীনতা (A) সমবিবর্তিত।
106. নিম্নলিখিত বাক্যগুলির বিবর্তন করো: (a) চার্বাকরা জড়বাদী।
Ans- L.F. সকল চার্বাক হয় জড়বাদী (A)→ বিবর্তনীয়।
.:. E কোনো চার্বাক নয় অ-জড়বাদী (E)→ বিবর্তিত।
(b) বর্গাকার বৃত্ত নেই।
LF কোনো বৃত্ত নয় বর্গাকার ক্ষেত্র (E) বিবর্তনীয়।
.. সকল বৃত্ত হয় অ-বর্গাকার ক্ষেত্র (A) বিবর্তিত। (c) সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল।
▶ L.F. কোনো কোনো প্রতিবেশী হয় সহানুভূতিশীল (1) বিবর্তনীয়। .. কোনো কোনো প্রতিবেশী নয় অ-সহানুভূতিশীল (০)-বিবর্তিত।