Higher Secondary Philosophy

উচ্চমাধ্যমিক Philosophy বচনের বিরোধিতা Chapter Three Question and Answer

উচ্চমাধ্যমিক Philosophy বচনের বিরোধিতা Chapter Three Question and Answer

1. নিরপেক্ষ বচনগুলির সম্বন্ধকে বলে-

A)মানসিক সম্বন্ধ
B)ভাষাগত সম্বন্ধ
C)যৌক্তিক সম্বন্ধ
D)সমার্থক সম্বন্ধ

Ans- C

2. তর্কবিদ্যায় দুটি সমজাতীয় বচনের

A)উদ্দেশ্য এক
B)বিধেয় এক
C)গুণ এক
D)উদ্দেশ্য ও বিধেয় এক

Ans- D

3. বিপরীত বিরোধিতা যে দুটি বচনের মধ্যে দেখা যায়, সেগুলি হল-

A)দুটি সামান্য বিশেষ বচনের মধ্যে
B)দুটি বিশেষ বচনের মধ্যে
C)একটি বিশেষ ও একটি সামান্য বচনের মধ্যে
D)একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে

Ans- A

4. A এবং E বচনের মধ্যে যে বিরোধিতা দেখা যায়, তা হল-

A)বিরুদ্ধ বিরোধিতা
B)বিপরীত বিরোধিতা
C)অধীন-বিপরীত বিরোধিতা
D)অসম বিরোধিতা

Ans- B

5. A এবং O -এর মধ্যে যে বিরোধিতা রয়েছে, তা হল-
A)বিরুদ্ধ বিরোধিতা
B)অধীন-বিপরীত বিরোধিতা
C)বিপরীত বিরোধিতা
D)অসম বিরোধিতা

Ans- A

6. A এবং I-এর মধ্যে বিরোধিতার সম্পর্ক হল-

A)বিরুদ্ধ বিরোধিতার
B)অসম বিরোধিতার
C)অধীন-বিপরীত বিরোধিতার
D)বিপরীত বিরোধিতার

Ans- B

7. I এবং O বচনের মধ্যে যে বিরোধিতা দেখা যায়, তা হল-

A)বিরুদ্ধ বিরোধিতা
B)অসম বিরোধিতা
C)অধীন-বিপরীত বিরোধিতা
D)বিপরীত বিরোধিতা

Ans- C

৪. দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে-

A)সত্য
B)মিথ্যা
C)অনিশ্চিত
D)আংশিক সত্য

Ans- B

9. দুটি বিরুদ্ধ বচনের একটি মিথ্যা হলে অপরটি হবে

A)সত্য
B)মিথ্যা
C)অনিশ্চিত
D)বলা যায় না

Ans- A

10. অসম-বিরোধী বচনের একটি সত্য হলে অপরটি হবে-

A)সত্য
B)মিথ্যা
C)সত্য বা মিথ্যা
D)আংশিক সত্য

Ans- C

11. A বচনের বিপরীত বচন হল-

A) E বচন
B) I বচন
C) O বচন
D) A বচন

Ans- A

12. I বচনের বিপরীত বচন হল

A) A বচন
B) E বচন
C) O বচন
D) কোনোটিই নয়

Ans-C

13. I বচনের অধীন-বিপরীত বচন হল-

A) A বচন
B) E বচন
C) O বচন
D) O এবং E বচন

Ans- C

14. বিপরীত বিরোধিতার সম্পর্ক যে দুটি বচনের মধ্যে দেখা যায়, তা হল-

A) A এবং O
B) A এবং E
C) A এবংI
D) I এবং O

Ans- B

15. অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক যাদের মধ্যে দেখা যায়, তারা হল-

A) A এবং E
B) E এবং O
C) I এবং O
D) A এবং I

Ans- C

16. অসম বিরোধিতা যে যে বচনের মধ্যে দেখা যায়, তারা হল-

A) A এবং I
B) I এবং O
C) E এবং I
D) A এবং E

Ans- A

17. বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক যে যে বচনের মধ্যে দেখা যায়, তারা হল-

A) A এবং I
B) A এবং O
C) I এবং O
D) A এবং E

Ans- B

18. বচনের বিরোধিতার ক্ষেত্রে সমজাতীয় বচনের সংখ্যা হল-

A)দুটি
B)তিনটি
C)চারটি
D)একটি

Ans- A

19. অ্যারিস্টলের মতে বচনের বিরোধিতার প্রকারভেদ হল

A)এক
B)দুই
C)তিন
D)চার

Ans- B

20. নব্য-যুক্তিবিজ্ঞানীদের মতে বিরোধিতার প্রকারভেদ হল-

A)এক
B)দুই
C)তিন
D)চার

Ans- A

21. অসম বিরোধিতাকে অস্বীকার করেছেন

A)সক্রেটিস
B)প্লেটো
C)অ্যারিস্টট্ল
D)মেনো

Ans- C

22. বচনের বিরোধিতার ক্ষেত্রে

A)একটি বচন থাকে
B)দুটি বচন থাকে
C)তিনটি বচন থাকে
D)চারটি বচন থাকে

Ans- B

23. দুটি বচন সমজাতীয় হয়-

A) দুটি বচনের উদ্দেশ্য বিধেয় যখন এক
B) উদ্দেশ্য এবং বিধেয় যখন এক নয়
C) দুটি বচনের উদ্দেশ্য যখন এক
D)দুটি বচনের বিধেয় যখন এক দুটি বচনের

Ans- A

24. বচনের বিরোধিতা-

A)মোট দু-প্রকারের
B)মোট তিন প্রকারের
C)মোট চার প্রকারের
D)মোট ছয় প্রকারের

ANS-C

25. দুটি সামান্য বচনের মধ্যে বিরোধিতার সম্পর্কটি হল- A) বিপরীত বিরোধিতার সম্পর্ক
B) অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
C) অসম বিরোধিতার সম্পর্ক
D) বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক

Ans- A

26.দুটি বিশেষ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্কটি হল-

A)বিপরীত বিরোধিতার সম্পর্ক
B)অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
C)অসম বিরোধিতার সম্পর্ক
D)বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক

Ans- B

27.দুটি সদর্থক সামান্য ও বিশেষ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হল-

A)অসম বিরোধিতার সম্পর্ক
B)বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
C)বিপরীত বিরোধিতার সম্পর্ক
D)অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক

Ans- A

28. দুটি নঞর্থক সামান্য ও বিশেষ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হল-
A)বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
B)অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
C)অসম বিরোধিতার সম্পর্ক
D)বিপরীত বিরোধিতার সম্পর্ক

Ans- C

29. একটি সামান্য সদর্থক ও একটি বিশেষ নঞর্থক বচনের মধ্যে-

A)বিপরীত বিরোধিতা দেখা যায়
B)অধীন-বিপরীত বিরোধিতা দেখা যায়
C)বিরুদ্ধ বিরোধিতা দেখা যায়
D)অসম বিরোধিতা দেখা যায়

Ans- C

30. একটি সামান্য নঞর্থক ও একটি বিশেষ সদর্থক বচনের মধ্যে

A)বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
B)বিপরীত বিরোধিতার সম্পর্ক
C)অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
D)অসম বিরোধিতার সম্পর্ক

Ans- A

31. দুটি অভিন্ন উদ্দেশ্য-বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলে-

A)বিপরীত বিরোধিতা
B)বিরুদ্ধ বিরোধিতা
C)অধীন-বিপরীত বিরোধিতা
D)অসম বিরোধিতা

Ans- D

32. ভিন্ন গুণবিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তা হল-

A)বিপরীত বিরোধিতা
B)বিরুদ্ধ বিরোধিতা
C)অধীন-বিপরীত বিরোধিতা
D)অসম বিরোধিতা

Ans- C

33. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি ভিন্ন গুণবিশিষ্ট সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তার নাম-

A)বিপরীত বিরোধিতা
B)অধীন-বিপরীত বিরোধিতা
C)অসম বিরোধিতা
D)বিরুদ্ধ বিরোধিতা

Ans- A

34. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট A এবং E বচন হল পরস্পরের-

A)বিপরীত বিরোধী
B)অধীন বিপরীত বিরোধী
C)অসম বিরোধী
D)বিরুদ্ধ বিরোধী

Ans- A

35. বিপরীত বিরোধিতা দেখা যায়-

A) দুটি সামান্য বচনের মধ্যে
B) দুটি বিশেষ বচনের মধ্যে
C) দুটি সংশ্লেষক বচনের মধ্যে
D) একটি সংশ্লেষক ও একটি বিশ্লেষক বচনের মধ্যে

Ans- A

36. অধীন-বিরোধিতা পরিলক্ষিত হয়-

A) দুটি সংশ্লেষক বচনের মধ্যে
B) দুটি সামান্য বচনের মধ্যে
C) দুটি বিশেষ বচনের মধ্যে
D) একটি বিশেষ ও একটি সামান্য বচনের মধ্যে

Ans- C

37. অসম বিরোধিতার বিষয়টি থাকে-

A) দুটি সামান্য বচনের মধ্যে
B) দুটি বিশেষ বচনের মধ্যে
C) একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে
D) দুটি বিশ্লেষক বচনের মধ্যে

Ans- C

38. বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে-

A) দুটি সামান্য বচনের মধ্যে
B) দুটি বিশেষ বচনের মধ্যে
C) দুটি সংশ্লেষক বচনের মধ্যে
D) একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে

Ans- D

1. বচনের বিরোধিতার ক্ষেত্রে ক-টি বচন থাকে?

Ans- বচনের বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন থাকে।

2. বচনের বিরোধিতায় দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় কীরূপ হয়?

Ans- বচনের বিরোধিতায় দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় একই হয়।

3. বচনের বিরোধিতায় কী ধরনের পার্থক্য দেখা যায়?

Ans- বচনের বিরোধিতায় গুণের, অথবা পরিমাণের, অথবা গুণ ও পরিমাণের পার্থক্য দেখা যায়।

4. বচনের বিরোধিতার সম্পর্কটি কীরূপ সম্পর্ক।

Ans- বচনের বিরোধিতার সম্পর্কটি হল একধরনের যৌক্তিক সম্পর্ক।

5. বচনের বিরোধিতা কয়প্রকার ও কী কী?

Ans- বচনের বিরোধিতা চারপ্রকার-বিপরীত, অধীন-বিপরীত, অসম ও বিরুদ্ধ বিরোধিতা।

6. বিপরীত বিরোধিতায় বচন দুটি কীরূপ?

Ans- বিপরীত বিরোধিতায় বচন দুটি হল ভিন্ন ভিন্ন গুণের সামান্য বচন।

7. অধীন-বিপরীত বিরোধিতায় বচন দুটি কীরূপ?

Ans- অধীন-বিপরীত বিরোধিতায় বচন দুটি হল ভিন্ন ভিন্ন গুণের বিশেষ বচন।

৪. বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো।

Ans- বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য হল- বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সমজাতীয় অথচ ভিন্ন ভিন্ন গুণের দুটি সামান্য বচন থাকবে, কিছু অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি সমজাতীয় অথচ ভিন্ন ভিন্ন গুণের বিশেষ বচন থাকে।

9. অসম বিরোধিতায় বচন দুটি কীরূপ?

Ans- একটি বচন সামান্য ও আর-একটি বিশেষ বচন যাদের গুণ এক।

10. বিরুদ্ধ বিরোধিতায় বচন দুটি কোন্ ধরনের?

Ans-বিরুদ্ধ বিরোধিতায় একটি বচন হল সামান্য ও আর-একটি বচন হল বিশেষ এবং এদের গুণ হল ভিন্ন ভিন্ন।

11. বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কীসের পার্থক্য দেখা যায়?

Ans- বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণ ও পরিমাণের পার্থক্য দেখা যায়।

12. অসম বিরোধিতার ক্ষেত্রে কীসের পার্থক্য থাকে?

Ans- অসম বিরোধিতার ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে।

13. বিপরীত ও অধীন-বিপরীত বিরোধিতায় কীরূপ পার্থক্য দেখা যায়?

Ans- বিপরীত ও অধীন-বিপরীত বিরোধিতায় শুধুমাত্র গুণের পার্থক্য দেখা যায়।

14. অ্যারিস্টটলের মতে বিরোধিতা কয়প্রকার ও কী কী?

Ans- অ্যারিস্টটলের মতে বিরোধিতা দু-প্রকার বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা।

15. নব্যমতে বিরোধিতা কয়প্রকার ও কী কী?

Ans- নব্যমতে বিরোধিতা একপ্রকার এবং তা হল বিরুদ্ধ বিরোধিতা।

16. বিপরীত বিরোধিতা কোন্ কোন্ বচনের মধ্যে দেখা যায়?

Ans- বিপরীত বিরোধিতা A এবং E বচনের মধ্যে দেখা যায়।

17. অধীন-বিপরীত বিরোধিতা কোন্ কোন্ বচনের মধ্যে দেখা যায়?

Ans- অধীন-বিপরীত বিরোধিতা I এবং বচন দুটির মধ্যে দেখা যায়।

18. বিরুদ্ধ বিরোধিতা কোন্ কোন্ বচনের মধ্যে দেখা যায়?

Ans- বিরুদ্ধ বিরোধিতা A এবং I অথবা E এবং। বচন জোড়ের মধ্যে দেখা যায়।

19. অসম বিরোধিতা কোন্ কোন্ বচনের মধ্যে পরিলক্ষিত হয়?

Ans- অসম বিরোধিতা A এবং বচনের মধ্যে অথবা E এবং বচনের মধ্যে পরিলক্ষিত হয়।

20. A বচনের বিপরীত বচনটি কী?

Ans- A বচনের বিপরীত বচনটি হল E বচন।

21. I বচনের অধীন-বিপরীত বচনটি কী?

Ans- I বচনের অধীন-বিপরীত বচনটি হল বচন।

22. O বচনের অসম বিরোধিতার বচনটি কী?

Ans- O বচনের অসম-বিরোধী বচনটি হল বচন।

23. E বচনের বিরুদ্ধ বচনটি কী?

Ans- E বচনের বিরুদ্ধ বচনটি হল । বচন।

24. বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন কি একসঙ্গে মিথ্যা হয়?

Ans- না, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে মিথ্যা হয় না।

25. বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন কি একসঙ্গে সত্য হতে পারে?

Ans- না, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না।

26. অসম বিরোধিতায় সার্বিক বচন দুটিকে কী ধরনের বচন বলে?

Ans- অসম বিরোধিতায় সার্বিক বচন দুটিকে অতিবর্তী বা দূরবর্তী বচন বলে।

27. অসম বিরোধিতায় বিশেষ বচন দুটিকে কী ধরনের বচন বলে?

Ans- অসম বিরোধিতায় বিশেষ বচন দুটিকে অনুবর্তী বা নিকটবর্তী বচন বলে।

28. দুটি অধীন-বিপরীত বচন কি একইসঙ্গে মিথ্যা হতে পারে?

Ans-না, দুটি অধীন-বিপরীত বচন একইসঙ্গে মিথ্যা হতে পারে না।

29. সকল মানুষ হয় সুখী (A)-প্রথম বচন
কোনো কোনো মানুষ নয় সুখী (O)-দ্বিতীয় বচন।
-এই দুটি বচনের সম্পর্ককে কী বলা হয়?

Ans- বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক বলা হয়।

30. বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।

Ans- সকল মানুষ হয় মরণশীল (A) এবং কোনো কোনো মানুষ নয় মরণশীল (O)-এই দুটি বচনের সম্পর্ক হল বিরুদ্ধ বিরোধিতা সম্পর্ক।

31. অসম বিরোধিতা কাকে বলে?

Ans- একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্যকে বলে অসম বিরোধিতা।

32. “সকল কবি হয় কল্পনাপ্রবণ”-বচনটির বিপরীত বিরোধী বচন কী হবে।

Ans- এই বচনটির বিপরীত বিরোধী বচন হবে- “কোনো কবি নয় কল্পনাপ্রক (E)”।

33. বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে?

Ans- একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় দিক থেকেই পার্থক্য দেখা যায় তবে তাকে বলে বিরুদ্ধ বিরোধিতা।

34. অসম বিরোধিতায় বচন দুটির মধ্যে কীরূপ প্রভেদ থাকে?

Ans- অসম বিরোধিতায় দুটি বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের প্রভেদ থাকে।

35. “মানুষ অসৎ হতে পারে” বাক্যটির অসম বিরোধী বচন নির্ণয় করো ?

Ans- বাক্যটির অসম বিরোধী বচন হল-সকল মানুষ হয় অসৎ (A)।

36. বচনের বিরোধিতার ক্ষেত্রে উভয় বচনের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন থাকে-এটা কি ঠিক?

Ans- না, এটা ঠিক নয়।

37. বচনের বিরোধিতায় উভয় বচনের বিধেয় এক-এটা কি ঠিক?

Ans- হ্যাঁ, এটা ঠিক।

38. বিরোধী বচন দুটির বিধেয় এক-এটা কি সত্য?

Ans- হ্যাঁ, এটা সত্য।

39. বিরোধী বচন দুটির বিধেয় ভিন্ন ভিন্ন-এটা কি সত্য?

Ans- না, এটা সত্য নয়।

40. বচনের বিরোধিতা দেখা যায় দুটি সাপেক্ষ বচনের মধ্যে-এটা কি সত্য?

Ans- না, এটা সত্য নয়।

41. বচনের বিরোধিতা দেখা যায় দুটি নিরপেক্ষ বচনের মধ্যে-এটা কি সত্য?

Ans- হ্যাঁ, এটা সত্য।

42. বচনের বিরোধিতায় একটি নিরপেক্ষ ও একটি সাপেক্ষ বচন থাকে-সত্য না মিথ্যা?

Ans- এটা মিথ্যা।

43. বচনের বিরোধিতার ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে-বচনটি কি সত্য?

Ans- না, বচনটি সত্য নয়।

44. বচনের বিরোধিতায় শুধুমাত্র গুণের পার্থক্য থাকে-বচনটি কি সত্য?

Ans- না, বচনটি সত্য নয়।

45. বচনের বিরোধিতায় শুধুমাত্র উদ্দেশ্যের পার্থক্য থাকে-বচনটি কি সত্য?

Ans- না, বচনটি সত্য নয়।

46. বচনের বিরোধিতায় শুধুমাত্র বিধেয়ের পার্থক্য থাকে-বচনটি কি সত্য?

Ans- না, বচনটি সত্য নয়।

47. বচনের বিরোধিতায় কি উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন হয়?

Ans- না, উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন হয় না।

48. সকল নাগরিক হয় ভোটদাতা (A)।

সকল গুন্ডা হয় চমকদাতা (A)। -বচন দুটির মধ্যে কি কোনো বিরোধিতার সম্পর্ক থাকতে পারে?

Ans- না, থাকতে পারে না।

49 . সকল নাগরিক হয় ভোটদাতা (A)। কোনো কোনো ভোটদাতা হয় নাগরিক (I)। -এই বচন দুটির মধ্যে কি কোনো প্রকার বিরোধিতার সম্পর্ক আছে?

Ans- না, কোনো প্রকার বিরোধিতার সম্পর্ক নেই।

50. দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্কটি কোন্ ধরনের সম্পর্ক?

Ans- দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্কটি হল একপ্রকার তার্কিক বা যৌক্তিক সম্পর্ক ।

51. দুটি বচনের মধ্যে তার্কিক সম্পর্ক না থাকলে বিরোধিতার সম্পর্ক হয় কি?

► না, হয় না।

52. সকল কবি হয় দার্শনিক (A)। কোনো কোনো কবি নয় দার্শনিক (O)। -এই দুটি বচনের মধ্যে কীসের পার্থক্য আছে?

Ans- দুটি বচনের মধ্যে পরিমাণ ও গুণের পার্থক্য আছে।

53. সকল কবি হয় দার্শনিক (A)। কোনো কোনো কবি নয় দার্শনিক (০)। -বচন দুটির মধ্যে কীরূপ বিরোধিতা দেখা যায়?

Ans- বচন দুটির মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক দেখা যায়।

54. সকল আম হয় মিষ্ট (A)। কোনো কোনো আম হয় মিষ্ট (1)। -বচন দুটির মধ্যে কীসের পার্থক্য আছে?

Ans- বচন দুটির মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য আছে।

55. সকল আম হয় মিষ্ট (A)। কোনো কোনো আম হয় মিষ্ট (I)। -বচন দুটির বিরোধিতার সম্পর্ক কী?

Ans- বচন দুটির বিরোধিতার সম্পর্কটি হল অসম বিরোধিতার সম্পর্ক।

56. সকল পুস্তক হয় জ্ঞান প্রকাশক (A) কোনো পুস্তক নয় জ্ঞান প্রকাশক (E)। -বচন দুটির মধ্যে কীরূপ পার্থক্য আছে?

Ans- বচন দুটির মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য আছে।

57. সকল পুস্তক নয় জ্ঞান প্রকাশক (A)1 কোনো পুস্তক নয় জ্ঞান প্রকাশক (E)। -এই দুটি বচনের বিরোধিতার সম্পর্ক কী?

Ans- এই দুটি বচনের বিরোধিতার সম্পর্ক হল বিপরীত বিরোধিতা।

58. কোনো কোনো ময়ূরী হয় নৃত্যরতা (I)। কোনো কোনো ময়ূরী নয় নৃত্যরতা (O)। -বচন দুটির মধ্যে কীরূপ পার্থক্য দেখা যায়?

Ans- বচন দুটির মধ্যে গুণের পার্থক্য দেখা যায়।

59. কোনো কোনো ময়ূরী হয় নৃত্যরতা (1)। কোনো কোনো ময়ূরী নয় নৃত্যরতা (০)। -বচন দুটির মধ্যে বিরোধিতার সম্পর্কটি কী?

Ans- বচন দুটির মধ্যে বিরোধিতার সম্পর্কটি হল অধীন-বিপরীত বিরোধিতা।

60. কোনো নাগরিক নয় তোলাবাজ (E)। কোনো কোনো নাগরিক হয় তোলাবাজ (1)। -বচন দুটির মধ্যে কীরূপ পার্থক্য আছে?

Ans- বচন দুটির মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য আছে।

61. কোনো নাগরিক নয় তোলাবাজ (E)। কোনো কোনো নাগরিক হয় তোলাবাজ (1) -বচন দুটির মধ্যে বিরোধিতার সম্পর্ক কী?

Ans- বচন দুটির মধ্যে বিরোধিতার সম্পর্কটি হল বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক।

You may also like

Higher Secondary Philosophy first chepture Question and Answer
Higher Secondary Philosophy

উচ্চমাধ্যমিক যুক্তি প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর Higher Secondary Philosophy first chepture Question and Answer

1. তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী? A)Logic B) Logike C)Logos D)Metaphysics Ans-Logic 2. তর্কবিদ্যার সমার্থক শব্দ কী? A)নীতিবিদ্যা B)সমাজবিদ্যা C)মূল্যবিদ্যা D)যুক্তিবিদ্যা
Higher SecondaryPhilosophy বচন (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
Higher Secondary Philosophy

উচ্চমাধ্যমিক Higher SecondaryPhilosophy বচন (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

1. বাক্যের মাধ্যম হল- A)চিন্তা B)অনুমান C)ইচ্ছা D)ভাষা Ans-D)ভাষা 2. ভাষার উৎস হল- A)চিন্তা B)অনুমান C)ইচ্ছা D)অনুভূতি Ans-A)চিন্তা 3. বচনের