Madhyamik Geography

মাধ্যমিক ভূগোল বারিমন্ডল তৃতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর Madhyamik Geography Barimandal Chapter III Question and Answer

মাধ্যমিক ভূগোল বারিমন্ডল তৃতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর

1. বারিমণ্ডল বলতে কী বোঝায়?

ক) পৃথিবীর স্থলভাগ
খ) পৃথিবীর জলভাগ
গ) পৃথিবীর বায়ুমণ্ডল
ঘ) পৃথিবীর জলচক্র

উত্তর: গ) পৃথিবীর বায়ুমণ্ডল

2. পৃথিবীর জলচক্রের প্রধান উৎস কী?

ক) নদী
খ) সমুদ্র
গ) ভূগর্ভস্থ জল
ঘ) হিমবাহ

উত্তর: খ) সমুদ্র

3. জলবায়ুর প্রধান উপাদান নয় কোনটি?

ক) তাপমাত্রা
খ) বায়ুচাপ
গ) ভূকম্পন
ঘ) বৃষ্টিপাত

উত্তর: গ) ভূকম্পন

4. জলবাষ্পের সংকোচন ঘটলে কী তৈরি হয়?

ক) কুয়াশা
খ) মেঘ
গ) শিশির
ঘ) উপরের সবগুলো

উত্তর: ঘ) উপরের সবগুলো

5. পৃথিবীর জলচক্রে কোনটি প্রধান ভূমিকা পালন করে?

ক) মাধ্যাকর্ষণ শক্তি
খ) সৌরশক্তি
গ) ভূগর্ভস্থ চাপ
ঘ) চৌম্বক ক্ষেত্র

উত্তর: খ) সৌরশক্তি

6. বৃষ্টিপাত নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

ক) ব্যারোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) রেইনগেজ
ঘ) এনেমোমিটার

উত্তর: গ) রেইনগেজ

7. বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?

ক) সাহারা মরুভূমি
খ) মেঘালয়, ভারত
গ) আমাজন বন
ঘ) গ্রিনল্যান্ড

উত্তর: খ) মেঘালয়, ভারত

8. কোন স্তরে ওজোন স্তর অবস্থিত?

ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার
ঘ) থার্মোস্ফিয়ার

উত্তর: খ) স্ট্রাটোস্ফিয়ার

9. জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয় কী দ্বারা?

ক) ব্যারোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) রেইনগেজ
ঘ) থার্মোমিটার

উত্তর: খ) হাইগ্রোমিটার

10. কোনটি একধরনের গ্রীষ্মমণ্ডলীয় ঝড়?

ক) হারিকেন
খ) টর্নেডো
গ) টাইফুন
ঘ) সবগুলো

উত্তর: ঘ) সবগুলো

11. পৃথিবীর মোট জলভাগের কত শতাংশ লবণাক্ত জল?

ক) ৭০%
খ) ৯৭%
গ) ৫০%
ঘ) ১০%

উত্তর: খ) ৯৭%

12. ওজোন স্তর প্রধানত কোন গ্যাস দ্বারা গঠিত?

ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) ওজোন
ঘ) কার্বন ডাই অক্সাইড

উত্তর: গ) ওজোন

13. কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী?

ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) হাইড্রোজেন

উত্তর: গ) কার্বন ডাই অক্সাইড

14. জলবায়ুর প্রধান উপাদান কয়টি?

ক) ৩
খ) ৫
গ) ৭
ঘ) ৯

উত্তর: খ) ৫

15. পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা কোথায় রেকর্ড করা হয়?

ক) অ্যান্টার্কটিকা
খ) সাহারা মরুভূমি
গ) ডেথ ভ্যালি, আমেরিকা
ঘ) আরব সাগর

উত্তর: গ) ডেথ ভ্যালি, আমেরিকা

16. কোনটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের অন্য নাম নয়?

ক) হারিকেন
খ) টাইফুন
গ) সাইক্লোন
ঘ) টর্নেডো

উত্তর: ঘ) টর্নেডো

17. উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপের দিকে বায়ুপ্রবাহকে কী বলে?

ক) ঝড়
খ) বায়ুপ্রবাহ
গ) মৌসুমি বায়ু
ঘ) বায়ুমণ্ডলীয় চক্র

উত্তর: খ) বায়ুপ্রবাহ

18. বৃষ্টির জল সবচেয়ে বেশি সংরক্ষণ করা যায় কোন মাধ্যমে?

ক) পুকুর
খ) নদী
গ) ভূগর্ভস্থ জল
ঘ) সমুদ্র

উত্তর: গ) ভূগর্ভস্থ জল

19. বিশ্ব উষ্ণায়নের ফলে কী হতে পারে?

ক) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
খ) মরুভূমি বৃদ্ধি
গ) মেরু অঞ্চলের বরফ গলা
ঘ) সবগুলো

উত্তর: ঘ) সবগুলো

20. সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ কোনটি?

ক) ভারত
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) রাশিয়া

উত্তর: গ) চীন

১. সমুদ্রস্রোত উৎপত্তির প্রধান কারণ কী ?
(A) সমুদ্রজলের উষ্ণতা
(B) বায়ুপ্রবাহ
(C) এল নিনোর প্রভাব
(D) পৃথিবীর আবর্তন
উত্তরঃ- (B) বায়ুপ্রবাহ

২. সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—
(A) শৈবাল সাগর
(B) মগ্নচড়া
(C) হিমপ্রাচীর
(D) হিমশৈল
উত্তরঃ- (D) হিমশৈল

৩. সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়—
(A) আটলান্টিক মহাসাগর
(B) প্রশান্ত মহাসাগর
(C) সুমেরু মহাসাগরে
(D) ভারত মহাসাগর
উত্তরঃ- (A) আটলান্টিক মহাসাগর

৪. পৃথিবীর মোট জলরাশির শতকরা কত শতাংশ সাগর-মহাসাগর রূপে আছে।
1. ৯৭
2. ৯৮
3. ১০০
4. ৯৬
উত্তরঃ- 1. ৯৭

৫. নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হল –
1. শীতল স্রোত
2. নাতিশীতোষ্ণ স্রোত
3. পৃষ্ঠ স্রোত
4. অন্ত স্রোত
উত্তরঃ- 3. পৃষ্ঠ স্রোত

৬. গ্র্যান্ড ব্যাংক একটি –
1. মগ্নচড়া
2. নদী চড়া
3. সমুদ্রদ্বীপ
4. মরুভূমি
উত্তরঃ- 1. মগ্নচড়া

৭. অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় –
(A) পৃষ্ঠস্রোত ৰূপে
(B) অন্তঃস্রোত রূপে
(C) বহিঃস্রোত রূপে
(D) উল্লম্ব স্রোত রূপে
উত্তরঃ- (B) অন্তঃস্রোত রূপে

৮. শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় ?
(A) ভারত মহাসাগরে
(B) দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
(C) আরব সাগরে
(D) উত্তর আটলান্টিক মহাসাগরে
উত্তরঃ- (D) উত্তর আটলান্টিক মহাসাগরে

৯. আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত স্রোত হল –
(A) ক্যানারি স্রোত
(B) সোমালি স্রোত
(C) বেঙ্গুয়েলা স্রোত
(D) উষ্ণ উপসাগরীয় স্রোত
উত্তরঃ- (C) বেঙ্গুয়েলা স্রোত

১০. কতদিনে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে।
1. 15 দিন
2. 30 দিন
3. 25 দিন
4. 27 ⅓ দিন
উত্তরঃ- 4. 27 ⅓ দিন

১১. কোন স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত?
1. 6 ঘন্টা 23 মিনিট
2. 6 ঘণ্টা 31 মিনিট
3. 6 ঘন্টা 13 মিনিট
4. 6 ঘন্টা
উত্তরঃ- 3. 6 ঘন্টা 13 মিনিট

১২. উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্র তলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে একে কি বলে?
1. উষ্ণ স্রোত
2. বহি স্রোত
3. অন্ত স্রোত
4. শীতল স্রোত
উত্তরঃ- 1. বহি স্রোত

১৩. উস্ন স্রোত সাধারণত সৃষ্টি হয় –
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) ক্রান্তীয় অঞ্চলে
(C) উপক্রান্তীয় অঞ্চলে
(D) মেরুপ্রদেশীয় অঞ্চলে
উত্তরঃ- (B) ক্রান্তীয় অঞ্চলে

১৪. হিমপ্রাচীর কোন্ দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয় ?
(A) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত
(B) কুরোশিয়ো ও ওয়াশিয়ো স্রোত
(C) ক্যানারি ও ইরমিঙ্গার স্রোত
উত্তরঃ- (A) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত

১৫. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –
(A) রফল ব্যাংক
(B) গ্র্যান্ড ব্যাংক
(C) ডগার ব্যাংক
(D) জর্জেস ব্যাংক
উত্তরঃ- (B) গ্র্যান্ড ব্যাংক

১৬. কোন্ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে ?
(A) উষ্ণ উপসাগরীয় স্রোত
(B) কুরোশিয়ো স্রোত
(C) উত্তর আটলান্টিক স্রোত
(D) উত্তর নিরক্ষীয় স্রোত
উত্তরঃ- (A) উষ্ণ উপসাগরীয় স্রোত

১৭. ল্যাব্রাডর স্রোত একটি –
1. উষ্ণ স্রোত
2. বহি স্রোত
3. নাতিশীতোষ্ণ স্রোত
4. অন্তঃ স্রোত
উত্তরঃ- 4. অন্তঃ স্রোত

১৮. ঋতুভিত্তিক স্রোত দেখা যায় –
1. আটলান্টিক মহাসাগরে
2. ভারত মহাসাগরে
3. প্রশান্ত মহাসাগরে
4. কুমেরু মহাসাগর
উত্তরঃ- 2. ভারত মহাসাগরে

১৯. সূর্য ও চন্দ্রের আকর্ষণ স্থানের প্রতিপাদ স্থানে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে –
1. মুখ্য জোয়ার
2. গৌণজোয়ার
3. মরা জোয়ার
4. ভরা জোয়ার
উত্তরঃ- 2. গৌণজোয়ার

২০. ভারতমহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়—
(A) মৌসুমি বায়ুর দ্বারা
(B) পশ্চিমা বায়ুর দ্বারা
(C) লা নিনা – এর দ্বারা
(D) আয়ন বায়ু – র দ্বারা
উত্তরঃ- (A) মৌসুমি বায়ুর দ্বারা

২১. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল –
(A) কাম্‌চাট্‌কা
(B) কুরোশিয়ো
(C) পেরু স্রোত
(D) আগুলহাস
উত্তরঃ- (D) আগুলহাস

২২. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোেত হল –
(A) ক্যানারি স্রোত
(B) কুরোশিয়ো স্রোত
(C) বেঙ্গুয়েলা স্রোত
(D) কামচটকা স্রোত
উত্তরঃ- (A) ক্যানারি স্রোত

২৩. শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হল –
(A) উষ্ণমণ্ডল
(B) নিরক্ষীয় অঞ্চল
(C) মেরুপ্রদেশীয় অঞ্চল
(D) নাতিশীতোয় অঞ্চল
উত্তরঃ- (C) মেরুপ্রদেশীয় অঞ্চল

২৪. জোয়ার-ভাটা সৃষ্টির প্রধান কারণ –
1. উষ্ণতার তারতম্য
2. চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি
3. পৃথিবীর আবর্তন
4. মেরু রেখার হেলে অবস্থান
উত্তরঃ- 2. চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি

২৫. কোন স্থানে 24 ঘন্টায় জোয়ার হয় –
1. 2 বার
2. 3 বার
3. 1 বার
4. 5 বার
উত্তরঃ- 1. 2 বার

২৬. পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে?
1. হুগলি
2. তিস্তা
3. তোরসা
4. জলঙ্গি
উত্তরঃ- 1. হুগলি

২৭. সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলে –
1. আপেগী
2. সিজিগি
3. পেরেগি
4. কোনোটিই নয়
উত্তরঃ- 2. সিজিগি

২৮. বেঙ্গুয়েলা স্রোত কোন্ মহাসাগরে বয়ে যায়—
(A) ভারত মহাসাগর
(B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর
(D) কুমেরু মহাসাগর
উত্তরঃ- (C) আটলান্টিক মহাসাগর

২৯. কোন্ মহাসাগরে ঋতুপরিবর্তনের সাথে সাথে সমুদ্রস্রোতের ১৮০ ° দিক পরিবর্তন ঘটে—
(A) ভারত
(B) প্রশান্ত
(C) আটলান্টিক
(D) কুমেরু
উত্তরঃ- (A) ভারত

৩০. বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত –
(A) প্রশান্ত মহাসাগর
(B) দক্ষিণ প্রশান্ত মহাসাগর
(C) দক্ষিণ আটলান্টিক মহাসাগর
(D) উত্তর আটলান্টিক মহাসাগর
উত্তরঃ- (D) উত্তর আটলান্টিক মহাসাগর

৩১. কোন্ সমুদ্রস্রোতটি তিনটি মহাসাগরে বয়ে যায় –
(A) নিরক্ষীয় স্রোত
(B) উপসাগরীয় স্রোত
(C) হামবোল্ড স্রোত
(D) মৌসুমি স্রোত
উত্তরঃ- (A) নিরক্ষীয় স্রোত

৩২. ভরা জোয়ার কত দিন অন্তর দেখা যায় –
1. 10
2. 12
3. 15
4. 20
উত্তরঃ- 3. 15

৩৩. পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষনের আনুপাতিক হার –
1. 4:9
2. 6:3
3. 3:6
4. 9:4
উত্তরঃ- 4. 9:4

৩৪. মরা কোটাল বা মরা জোয়ার ঘটে –
1. অষ্টমী তিথিতে
2. অমাবস্যা তিথিতে
3. পূর্ণিমা তিথিতে
4. ত্রয়োদশী তিথিতে
উত্তরঃ- 2. অমাবস্যা তিথিতে

৩৫. সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –
(A) বায়ুপ্রবাহ
(B) কোরিওলিস বল
(C) সমুদ্রজলের লবণতা
(D) পৃথিবীর পরিক্রমণ
উত্তরঃ- (B) কোরিওলিস বল

৩৬. মহাসমুদ্রের কোন্ স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত—
(A) উষ্ণস্রোত অঞ্চল
(B) শীতল স্রোত অঞ্চল
(C) উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল
(D) নিরক্ষীয় প্রতিস্রোত অঞ্চল
উত্তরঃ- (C) উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল

৩৭. মরা কোটাল হয়—
[A] অমাবস্যা তিথিতে |
[B] পূর্ণিমা তিথিতে
[C] প্রতিপদে
[D] শুক্ল ও কৃয়পক্ষের অষ্টমী তিথিতে
উত্তরঃ [D] শুক্ল ও কৃয়পক্ষের অষ্টমী তিথিতে

৩৮. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল—
[A] সুমেরু মহাসাগর।
[B] ভারত মহাসাগর
[C] আটলান্টিক মহাসাগর।
[D] প্রশান্ত মহাসাগর

উত্তরঃ [C] আটলান্টিক মহাসাগর

৩৯. জোয়ার ভাটা দেখা যায় না –
1. ভারত মহাসাগরে
2. প্রশান্ত মহাসাগরে
3. আটলান্টিক মহাসাগরে
4. আরব সাগরে
উত্তরঃ- 4. আরব সাগরে

৪০. জোয়ার স্রোত প্রবাহিত হয় –
1. পূর্ব থেকে পশ্চিমে
2. দক্ষিণ থেকে পূর্বে
3. উত্তর থেকে পশ্চিমে
4. পশ্চিম থেকে পূর্বে
উত্তরঃ- 1. পূর্ব থেকে পশ্চিমে

৪১. ষাড়াষাড়ির বান দেখা যায় –

1. হুগলি নদীতে
2. গঙ্গা নদীতে
3. যমুনা নদীতে
4. তিস্তা নদীতে
উত্তরঃ- 1. হুগলি নদীতে

৪২. ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘণ্টায় জোয়ার হয়—
[A] একবার
[B] দু’বার
[C] তিনবার।
[D] কোনোটিই সঠিক নয়
উত্তরঃ [B] দু’বার

৪৩. জাপান উপকূলে টাইফুন নামে ভয়ংকর ঝড়-তুফানের সৃষ্টি হয় –

[A] কুরেশিয়ে স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে
[B] উয় নিরক্ষীয় বিপরীত স্রোত ও শীতল কুমেরু স্রোতের মিলনের ফলে
[C] উয় নিউ সাউথ ওয়েলস স্রোত ও শীতল পেরু স্রোতের মিলনের ফলে
[D] কোনোটিই সঠিক নয়।
উত্তরঃ [A] কুরেশিয়ে স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে

৪৪. মরা কোটাল হয় যখন চন্দ্র ও সূর্য__________অবস্থান করে।
[A] সমান্তরালে।
[B] একই রেখায়
[C] পরস্পরের সমকোণে।
[D] সূক্ষ্মকোণে
উত্তরঃ [C] পরস্পরের সমকোণে

৪৫. সূর্য, চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে-
[A] সি.জি.গি
[B] প্রতিযোগ।
[C] সংযোগ।
[D] কোনোটিই সঠিক নয়
উত্তরঃ [A] সি.জি.গি

৪৬. শুক্লপক্ষের অষ্টমী তিথি জোয়ারকে বলে –
1. ভরা জোয়ার
2. মরা জোয়ার
3. মুখ্য জোয়ার
4. গৌণ জোয়ার
উত্তরঃ- 2. মরা জোয়ার

৪৭. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত –
1. 15 কোটি কিমি
2. 20 কোটি কিমি
3. 10 কোটি কিমি
4. 18 কোটি কিমি
উত্তরঃ- 1. 15 কোটি কিমি

৪৮. গৌণ জোয়ার অপেক্ষা মুখ্য জোয়ারের প্রাবল্য –
1. কম
2. বেশি
3.সময়ের উপর নির্ভরশীল
4. কোনোটিই নয়
উত্তরঃ- 2. বেশি

৪৯. নিউ ফাউল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়—
[A] উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলনের ফলে
[B] ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলনের ফলে
[C] উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে
[D] কোনোটিই সঠিক নয়।
উত্তরঃ [C] উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে

৫০. ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়—
[A] প্রশান্ত মহাসাগরে
[B] ভারত মহাসাগরে
[C] সুমেরু মহাসাগরে
[D] আটলান্টিক মহাসাগরে
উত্তরঃ [A] প্রশান্ত মহাসাগরে

৫১. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের দ্বারা সেটি হল—
[A] বেগুয়েলা স্রোত।
[B] ক্যানারি স্রোত
[C] ল্যাব্রাডর স্রোত
[D] কুরেশিয়ে স্রোত
উত্তরঃ [B] ক্যানারি স্রোত

৫২. হিমপ্রাচীর দেখা যায়-
a. আটলান্টিক মহাসাগরে
b. কুমেরু মহাসাগরে
c. ভারত মহাসাগরে
d. বঙ্গোপসাগরে
উত্তরঃ- a. আটলান্টিক মহাসাগরে

৫৩. নিজ কক্ষপথে পরিবহনকালে চাঁদ যখন পৃথিবীর সবথেকে কাছে আসে সেই অবস্থান কে বলা হয় –
1. পেরিগি
2. আপেগি
3. সিজিগি
4. কোনোটিই নয়
উত্তরঃ- 1. পেরিগি

৫৪. অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝখানে চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলে –
1. প্রতিযোগ অবস্থান
2. সংযোগ অবস্থান
3. পেরিগি অবস্থান
4. অ্যাপেগি অবস্থান
উত্তরঃ- সংযোগ অবস্থান

৫৫. মরা জোয়ারের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের পারস্পারিক অবস্থান থাকে –
1. 90°
2. 60°
3. 45°
4. 180°
উত্তরঃ- 1. 90°

৫৬. মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়-
a. সোমালি স্রোত
b. মাদাগাস্কার স্রোত
c. আগুলহাস স্রোত
d. মৌসুমি স্রোত
উত্তরঃ- b. মাদাগাস্কার স্রোত

৫৭. এই স্রোতটি উষ্ণ স্রোত-
a. কামচাটকা
b. পেরু
c. ব্রাজিল
d. পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত
উত্তরঃ- c. ব্রাজিল

৫৮. শৈবাল সাগর দেখা যায়-
a. আটলান্টিক মহাসাগরে
b. ভারত মহাসাগরে
c. কুমেরু মহাসাগরে
d. সুমেরু মহাসাগরে
উত্তরঃ- a. আটলান্টিক মহাসাগরে

৫৯. মাদাগাস্কার দ্বীপের পশ্চিমে প্রবাহিত স্রোতটি হল-
a. সোমালি স্রোত
b. মাদাগাস্কার স্রোত
c. মোজাম্বিক স্রোত
d. আগুলহাস স্রোত
উত্তরঃ- c. মোজাম্বিক স্রোত

৬০. গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্রস্রোতের গতি-
a. বেশি হয়
b. কম হয়
c. প্রভাব পড়ে না
d. একই থাকে
উত্তরঃ- a. বেশি হয়

৬১. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল-
a. প্রশান্ত মহাসাগর
b. আটলান্টিক মহাসাগর
c. ভারত মহাসাগর
d. বঙ্গোপসাগর
উত্তরঃ- a. প্রশান্ত মহাসাগর

৬২. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের সাহায্যে তা হল-
a. ল্যাব্রাডর স্রোত
b. ক্যানারি স্রোত
c. বেঙ্গুয়েলা স্রোত
d. পেরু স্রোত
উত্তরঃ- b. ক্যানারি স্রোত

৬৩. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারন-
a. উষ্ণতার পার্থক্য
b. লবনতার পার্থক্য
c. নিয়ত বায়ুপ্রবাহ
d. বরফের গলন
উত্তরঃ- c. নিয়ত বায়ুপ্রবাহ

৬৪. দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম-
a. ফকল্যান্ড স্রোত
b. হামবোল্ট স্রোত
c. নিউ সাউথ ওয়েলস স্রোত
d. ক্যালিফোর্নিয়া স্রোত
উত্তরঃ- b. হামবোল্ট স্রোত

৬৫. মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম-
a. উত্তর নিরক্ষীয় স্রোত
b. উত্তর আটলান্টিক স্রোত
c. উপসাগরীয় স্রোত
d. মৌসুমি স্রোত
উত্তরঃ- c. উপসাগরীয় স্রোত

৬৬. পেরু সমুদ্রস্রোত প্রবাহিত হয়-
a. ভারত মহাসাগরে
b. আটলান্টিক মহাসাগরে
c. প্রশান্ত মহাসাগরে
d. জাপান সাগরে
উত্তরঃ- c. প্রশান্ত মহাসাগরে

৬৭. গ্র্যান্ড ব্যাংকে একটি-
a. উষ্ণ স্রোত
b. শীতল স্রোত
c. মগ্নচড়া
d. দ্বীপ
উত্তরঃ- c. মগ্নচড়া

৬৮. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্নিঝরের সৃষ্টি হয় ।কারন-
a. ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলন
b. উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন
c. উপসাগরীয় স্রোত ও নিরক্ষীয় স্রোতের মিলন
d. উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলন
উত্তরঃ- b. উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন

৬৯. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে বলে ?
a. হিমপ্রাচীর
b. হিমরেখা
c. হিমশৈল
d. হিমভূমি
উত্তরঃ- c. হিমশৈল

৭০. জাপান উপকূল উষ্ণ থাকে । কারন –
a. বেরিং স্রোতের জন্য
b. উপসাগরীয় স্রোতের জন্য
c. কুরোশিয়ো স্রোতের জন্য
d. মৌসুমি স্রোতের জন্য
উত্তরঃ- c. কুরোশিয়ো স্রোতের জন্য

৭১. শীতল কুমেরু স্রোত যে মহাসাগরে সৃষ্টি হয়েছে-
a. আটলান্টিক মহাসাগর
b. প্রশান্ত মহাসাগর
c. অ্যান্টার্কটিক মহাসাগর
d. ভারত মহাসাগর
উত্তরঃ- d. ভারত মহাসাগর

৭২. ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়-
a. আটলান্টিক মহাসাগরে
b. ভারত মহাসাগরে
c. প্রশান্ত মহাসাগরে
d. ভারত মহাসাগরে
উত্তরঃ- c. প্রশান্ত মহাসাগরে

৭৩. জোয়ারভাটা খেলে এমন একটি নদী-
a. তিস্তা
b. শতুদ্রু
c. যমুনা
d. হুগলী
উত্তরঃ- d. হুগলী

৭৪. লবণাক্ত জল হয়-
a. হালকা
b. ভারী
c. উষ্ণ
d. শীতল
উত্তরঃ- b. ভারী

৭৫. মৌসুমি বায়ু যে স্রোতকে নিয়ন্ত্রণ করে-
a. প্রশান্ত মহাসাগরের স্রোত
b. ভারত মহাসাগরের স্রোত
c. আটলান্টিক মহাসাগরের স্রোত
d. সুমেরু মহাসাগরের স্রোত
উত্তরঃ- b. ভারত মহাসাগরের স্রোত

৭৬. পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে-
a. ভারত মহাসাগরে
b. প্রশান্ত মহাসাগরে
c. আটলান্টিক মহাসাগরে
d. উত্তর আটলান্টিক মহাসাগরে
উত্তরঃ- d. উত্তর আটলান্টিক মহাসাগরে

৭৭. সমুদ্রস্রোত সৃষ্টির জন্য দায়ী-
a. আবর্তন গতি
b. পরিক্রমণ গতি
c. মধ্যাকর্ষন শক্তি
d. কোনোটিই নয়
উত্তরঃ- a. আবর্তন গতি

৭৮. উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘণ্টায়-
a. 5 কিমি
b. 8 কিমি
c. 15 কিমি
d. 20 কিমি
উত্তরঃ- b. 8 কিমি

৭৯. উপসাগরীয় স্রোতের রং-
a. গাঢ় সবুজ
b. গাঢ় লাল
c. গাঢ় নীল
d. হালকা বেগুনি
উত্তরঃ- c. গাঢ় নীল

৮০. ষাঁড়াষাঁড়ির বান দেখা যায়-
a. যমুনা নদে
b. ইছামতী নদীতে
c. হুগলী নদীতে
d. অজয় নদীতে
উত্তরঃ- c. হুগলী নদীতে

৮১. পৃথিবীর যে অংশ ঠিক চাঁদের সামনে আসে, সেখানে হয়
a. ভরা জোয়ার
b. মরা জোয়ার
c. মখ্য জোয়ার
d. তেজ কোটাল
উত্তরঃ- a. ভরা জোয়ার

৮২. পৃথিবীর প্রতিটি স্থানে 24 ঘণ্টা 52 মিনিটে মুখ্য জোয়ার হয়-
a. একবার
b. দুবার
c. তিনবার
d. চারবার
উত্তরঃ- b. দুবার

৮৩. মরা কোটাল হয়-
a. পূর্নিমা তিথিতে
b. অমাবস্যা তিথিতে
c. শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে
d. দ্বিতীয়াতে
উত্তরঃ- c. শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে

৮৪. মরা কোটাল দেখা যায় যখন চাঁদ এবং সূর্যের অবস্থান থাকে পরস্পরের-
a. সমকোণে
b. সমান্তরালে
c. একই রেখায়
d. সূক্ষ্মকোণে
উত্তরঃ- a. সমকোণে

৮৫. কেন্দ্রাতিগ বলের প্রভাবে হয়-
a. গৌণ জোয়ার
b. মুখ্য জোয়ার
c. ভরা জোয়ার
d. মরা জোয়ার
উত্তরঃ- a. গৌণ জোয়ার

৮৬. যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে দেখা যায়-
a. গৌণ জোয়ার
b. প্রগৌণ
c. ভরা জোয়ার
d. ভাটা
উত্তরঃ- a. গৌণ জোয়ার

৮৭. চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে-
a. অ্যাপোজি
b. পেরিজি
c. সিজিগি
d. অনুসূর
উত্তরঃ- c. সিজিগি

৮৮. চাঁদের তুলনায় সূর্য প্রায়-
a. 260 লক্ষ গুন ভারী
b. 200 লক্ষ গুন ভারী
c. 25 লক্ষ গুন ভারী
d. 10 লক্ষ গুন ভারী
উত্তরঃ- a. 260 লক্ষ গুন ভারী

৮৯. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান থাকে-
a. 6 ঘণ্টা 13 মিনিট
b. 12 ঘণ্টা 26 মিনিট
c. 24 ঘণ্টা 52 মিনিট
d. 24 ঘণ্টা 55 মিনিট
উত্তরঃ- c. 24 ঘণ্টা 52 মিনিট

৯০. চাঁদ একবার পৃথিবীকে পরিক্রমণ করে
a. প্রায় 27 দিনে
b. প্রায় 29 দিনে
c. প্রায় 30 দিনে
d. প্রায় 28 দিনে
উত্তরঃ- a. প্রায় 27 দিনে

৯১. অমাবস্যায় দিনে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয়-
a. ভরা কোটাল
b. মরা কোটাল
c. ভাটা
d. কোনোটিই নয়
উত্তরঃ- a. ভরা কোটাল

৯২. চাঁদ অপেক্ষা সূর্যের ভর-
a. 255 গুন বেশি
b. 270 গুন কম
c. 525 গুন কম
d. 155 গুন বেশি
উত্তরঃ- a. 255 গুন বেশি

৯৩. পৃথিবীর ওপর চাঁদের আকর্ষন মান-
a. 1.1 গুন বেশি
b. 2.2গুন বেশি
c. 3.3 গুন কম
d. 5.5 গুন বেশি
উত্তরঃ- b. 2.2গুন বেশি

৯৪. পেরিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব থাকে-
a. 3 লক্ষ 84 হাজার মাইল
b. 3 লক্ষ 56 হাজার কিমি
c. 4 লক্ষ 57 হাজার কিমি
d. 3 লক্ষ 56 হাজার মাইল
উত্তরঃ- b. 3 লক্ষ 56 হাজার কিমি

৯৫. সাধারণ জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের জলস্ফীতি-
a. 10 শতাংশ বেশি
b. 20 শতাংশ বেশি
c. 30 শতাংশ বেশি
d. 40 শতাংশ বেশি
উত্তরঃ- b. 20 শতাংশ বেশি

৯৬. প্রতিযোগ অবস্থানের সময় থাকে-
a. পূর্নিমা
b. অমাবস্যা
c. সপ্তমী
d. অষ্টমী তিথি
উত্তরঃ- a. পূর্নিমা

1. বারিমণ্ডল কী?
উত্তর: পৃথিবীর জলভাগকে বারিমণ্ডল বলে।

2. পৃথিবীর কত শতাংশ জলভাগ?
উত্তর: ৭১%।

3. পৃথিবীর মোট জলের কত শতাংশ লবণাক্ত?
উত্তর: ৯৭%।

4. পৃথিবীর মোট মিঠা জলের পরিমাণ কত?
উত্তর: ৩%।

5. জলচক্র কী?
উত্তর: সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, এরপর তা বৃষ্টির আকারে ফিরে আসে।

6. জলচক্রের প্রধান শক্তির উৎস কী?
উত্তর: সূর্যের তাপ।

7. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: রেইনগেজ।

8. বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর: মওসিনরাম, মেঘালয়, ভারত।

9. জলীয় বাষ্প পরিমাপের যন্ত্রের নাম কী?
উত্তর: হাইগ্রোমিটার।

10. সমুদ্রের জল কেন নোনতা?
উত্তর: এতে দ্রবীভূত লবণ ও খনিজ পদার্থ আছে।

11. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ।

12. বিশ্বের সবচেয়ে বেশি জল প্রবাহিত নদী কোনটি?
উত্তর: আমাজন নদী।

13. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?
উত্তর: বাইকাল হ্রদ।

14. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: ক্যাস্পিয়ান সাগর।

15. বিশ্বের উষ্ণতম সমুদ্র কোনটি?
উত্তর: লোহিত সাগর।

16. সমুদ্রস্রোতের মূল কারণ কী?
উত্তর: বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, ও তাপমাত্রার পার্থক্য।

17. বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর।

18. বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উত্তর: আর্কটিক মহাসাগর।

19. জোয়ার-ভাটার মূল কারণ কী?
উত্তর: চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি।

20. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গঙ্গা।

21. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: চিলকা হ্রদ।

22. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: কুঞ্চিকাল জলপ্রপাত।

23. ওজোন স্তর কোথায় অবস্থিত?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ারে।

24. ওজোন স্তরের কাজ কী?
উত্তর: অতিবেগুনি রশ্মি শোষণ করা।

25. বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর: গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া।

26. বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: গ্রিনল্যান্ড।

27. কোন সাগরকে ‘মৃত সাগর’ বলা হয়?
উত্তর: ডেড সি।

28. বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত কোনটি?
উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ।

29. সবচেয়ে বেশি বরফ কোথায় সংরক্ষিত?
উত্তর: অ্যান্টার্কটিকায়।

30. বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: সুন্দরবন, বাংলাদেশ ও ভারত।

31. বিশ্বের শুষ্কতম মরুভূমি কোনটি?
উত্তর: আটাকামা মরুভূমি।

32. বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল জলপ্রপাত।

33. সবচেয়ে বেশি নদী প্রবাহিত দেশ কোনটি?
উত্তর: রাশিয়া।

34. ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?
উত্তর: মাজুলি দ্বীপ, অসম।

35. বিশ্বের বৃহত্তম নদীবন্দর কোনটি?
উত্তর: সাংহাই বন্দর, চীন।

36. বায়ুমণ্ডলে জলের পরিমাণ কত?
উত্তর: প্রায় ০.০১%।

37. বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি?
উত্তর: ল্যাম্বার্ট হিমবাহ।

38. বিশ্বের বৃহত্তম নদীর মোহনা কোথায়?
উত্তর: আমাজন নদী।

39. বৃষ্টির জল কোন ধরনের জল?
উত্তর: মিঠা জল।

40. সমুদ্রের জল কেন ঘন হয়?
উত্তর: উচ্চ লবণাক্ততা ও নিম্ন তাপমাত্রার কারণে।

41. লোনা জলের প্রধান উপাদান কী?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড (NaCl)।

42. কোন সমুদ্র সবচেয়ে বেশি দূষিত?
উত্তর: ভূমধ্যসাগর।

43. বিশ্বের কোন সমুদ্র সবচেয়ে গভীর?
উত্তর: প্রশান্ত মহাসাগর।

44. ভারতে সবচেয়ে বেশি বর্ষণ হয় কোথায়?
উত্তর: মওসিনরাম, মেঘালয়।

45. ভারতের কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত?
উত্তর: নর্মদা ও তাপ্তি।

46. ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প কোনটি?
উত্তর: ভাকরা নাঙ্গল।

47. সাগরগর্ভের ভূমিকম্প থেকে কী সৃষ্টি হয়?
উত্তর: সুনামি।

48. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে?
উত্তর: কেরালা।

49. পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তর: থ্রি গর্জেস ড্যাম, চীন।

50. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হ্রদ রয়েছে?
উত্তর: জম্মু ও কাশ্মীর।

You may also like

Madhyamik Geography

দশম শ্রেণী ভূগোল | বায়ুমণ্ডল MCQ – প্রশ্ন উত্তর

১। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত- ক) 0.033% (উত্তর) খ) 3.3% গ) 0.3% ঘ) 1.03% ২। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ
Madhyamik Geography

মাধ্যমিক বহির্জাত প্রক্রিয়া ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

  • December 10, 2024
1. ভূমিরূপ কী? ক. একই রকম ভূপৃষ্ঠ খ. উঁচু-নিচু ভূপৃষ্ঠের বৈচিত্র্য গ. কেবল সমতলভূমি ঘ. পর্বতের উচ্চতা উত্তর: (খ)উঁচু-নিচু ভূপৃষ্ঠের