১. বজ্রপাত মূলত কী কারণে ঘটে?
a) বায়ুর অভ্যন্তরীণ ঘর্ষণ
b) মেঘ ও ভূমির মধ্যে ইলেকট্রিক চার্জের পার্থক্য
c) সূর্যের বিকিরণ
d) সমুদ্রের জোয়ার-ভাটা
উত্তর: b) মেঘ ও ভূমির মধ্যে ইলেকট্রিক চার্জের পার্থক্য
২. বজ্রপাতের সময় কোনটি করা নিরাপদ?
a) খোলা মাঠে দাঁড়ানো
b) উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া
c) বিল্ডিং বা গাড়ির ভিতরে থাকা
d) খোলা স্থানে মোবাইল ফোন ব্যবহার করা
উত্তর: c) বিল্ডিং বা গাড়ির ভিতরে থাকা
৩. বজ্রপাত সাধারণত কোন ঋতুতে বেশি হয়?
a) শীতকাল
b) বর্ষাকাল
c) শরৎকাল
d) বসন্তকাল
উত্তর: b) বর্ষাকাল
৪. বজ্রপাত থেকে রক্ষা পেতে কোনটি স্থাপন করা হয়?
a) সৌর প্যানেল
b) তড়িতনিরোধক (Lightning Arrester)
c) ওয়াটার পাম্প
d) এন্টেনা
উত্তর: b) তড়িতনিরোধক (Lightning Arrester)
৫. বজ্রপাত সাধারণত কোন ধরনের মেঘ থেকে হয়?
a) সিরাস
b) কিউমুলাস
c) নিম্বোস্ট্রাটাস
d) কিউমুলোনিম্বাস
উত্তর: d) কিউমুলোনিম্বাস
৬. বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করলে কী হতে পারে?
a) কিছুই হবে না
b) বজ্রপাত আকর্ষণ করতে পারে
c) ব্যাটারি দ্রুত শেষ হবে
d) ফোন বন্ধ হয়ে যাবে
উত্তর: b) বজ্রপাত আকর্ষণ করতে পারে
৭. বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয়?
a) উঁচু ভবনের ছাদে থাকা
b) ঘরের ভিতরে থাকা
c) ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বন্ধ করা
d) গাড়ির ভিতরে আশ্রয় নেওয়া
উত্তর: a) উঁচু ভবনের ছাদে থাকা
৮. বজ্রপাত সাধারণত কোন সময় বেশি হয়?
a) সকালে
b) দুপুরে
c) বিকেলে ও সন্ধ্যায়
d) রাতের বেলা
উত্তর: c) বিকেলে ও সন্ধ্যায়
৯. একটি কৃষিজাত বর্জ্য হল-
a. গাছের কান্ড
b. আখের ছিবড়ে
c. কাচের বোতল
d. প্লাস্টিক পাত
উত্তরঃ- b. আখের ছিবড়ে
১০. একটি পৌর আবর্জনার উদাহরণ হল-
a. অ্যালুমিনিয়াম টুকরো
b. গোবর
c. কঙ্কাল
d. তুষ
উত্তরঃ- a. অ্যালুমিনিয়াম টুকরো
১১. ল্যান্ডফিল পদ্ধতিতে জৈব পদার্থের পচন হতে সময় লাগে-
a. 10-15 দিন
b. 4-6 মাস
c. 6-8 মাস
d. 1 বছর
উত্তরঃ- b. 4-6 মাস
১২. নিম্নলিখিতর মধ্যে কোনটি্ কঠিন বর্জ্যের অন্তর্গত নয়-
a. কৃশিক্ষেত্রের বর্জ্য
b. শিল্পজাত বর্জ্য
c. জঞ্জাল
d. পয়ঃপ্রনালীর বর্জ্য
উত্তরঃ- d. পয়ঃপ্রনালীর বর্জ্য
১৩. কাগজ তৈরি করতে কাঠের ব্যবহারের ভালো বিকল্প-
a. পুরোনো কাপর
b. গাছের পাতা
c. আখের ছিবড়ে
d. নতুন গাছ
উত্তরঃ- c. আখের ছিবড়ে
১৪. এদের মধ্যে কোনটি একটি ধাতু
1. কাঠ
2. পারদ
3. কাঁচ
4. কাগজ
উত্তরঃ- 2. পারদ
১৫. ওষুধের ফয়েল কি প্রকার বর্জ্য
1. জৈব
2. কৃষি
3. চিকিৎসা
4. তেজষ্ক্রিয়
উত্তরঃ- 3. চিকিৎসা
১৬. স্ক্রাবার ব্যাবহার করা হয় কি পরিশোধনের জন্য
1. বায়ু
2. জল
3. মাটি
4. নদী
উত্তরঃ- 1. বায়ু
১৭. যান্ত্রিক কম্পোস্টিং এ সময় লাগে
1. ৯-১০ মাস
2. ২০-২৫ মাস
3. ৪-৬ সপ্তাহ
4. ৪-৬ মাস
উত্তরঃ- 3. ৪-৬ সপ্তাহ
১৮. একটি অবিষাক্ত বর্জ্য-
a. পুরোনো ফুল
b. কীটনাশক
c. পারদ
d. প্লাস্টিক
উত্তরঃ- b. কীটনাশক
১৯. একটি বিষাক্ত চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য হল-
a. ইদুর মারা বিষ
b. খাবারের বাতিল অংশ
c. ক্যাথিটার
d. বাতিল কম্পিউটার
উত্তরঃ- c. ক্যাথিটার
২০. পূর্নচক্রী একটি বর্জ্য হল-
a. প্লাস্টিকের বোতল
b. স্প্রে ক্যান
c. রাবিশ
d. হাসপাতালের বর্জ্য
উত্তরঃ- a. প্লাস্টিকের বোতল
২১. বর্জ্যের চাপ সবচেয়ে বেশি-
a. কলকাতা
b. মুম্বাই
c. দিল্লি
d. চেন্নাইতে
উত্তরঃ- a. কলকাতা
২২. একটি বিষাক্ত বর্জ্য হল-
a. সিসা
b. সবজির খোসা
c. পুরোনো কাগজ
d. পচা আলু
উত্তরঃ- a. সিসা
২৩. একটি পরিবেশ মিত্র বর্জ্যর নাম-
a. চট
b. সিসা
c. রবার
d. প্লাস্টিক
উত্তরঃ- a. চট
২৪. চয়ানো পরিস্রাবন ___ শোধন এর সাথে যুক্ত
1. জল
2. বায়ু
3. মাটি
4. কোনটি নয়
উত্তরঃ- 1. জল
২৫. জৈবভঙ্ঘুর পদার্থ কোনটি
1. কাঁচ
2. ধাতু
3. সবজি
4. পলিথিন
উত্তরঃ- 3. সবজি
২৬. বিষাক্ত বর্জ্য কোনটি?
1. প্লাস্টিক
2. পারদ
3. নাপকিন
4. তুলো
উত্তরঃ- 2. পারদ
২৭. কঠিন বর্জ্য কোনটি?
1. কঠিন
2. মল
3. রক্ত
4. দূষিত জল
উত্তরঃ- 1. কঠিন
২৮. সর্বাধিক দূষণযুক্ত শহর কোনটি-
a. নিউ ইয়র্ক
b. লস এঞ্জেলস
c. লন্ডন
d. মিউ দিল্লি
উত্তরঃ- d. মিউ দিল্লি
২৯. কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় , তা হল –
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) জৈব গ্যাস
(C) মিথেন
(D) অ্যামোনিয়া
উত্তরঃ- (C) মিথেন
৩০. একটি পরিবেশ মিত্র বর্জ্য হল –
(A) চট
(B) প্লাস্টিক
(C) কাচ
(D) সিসা
উত্তরঃ- (A) চট
৩১. একটি কঠিন বর্জ্যের উদাহরণ হল –
(A) হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ
(B) পয়ঃপ্রণালীর বর্জ্য
(C) বাতানুকূল যন্ত্র থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন
(D) কোনোটিই নয়
উত্তরঃ- A) হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ
৩২. হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায়
1. ক্যাডমিয়াম
2. সিসা
3. HCl
4. H2S
উত্তরঃ- 1. ক্যাডমিয়াম
৩৩. উদ্ভিত দেহে কোন রোগ দেখা যায়।
1. চর্ম রোগ
2. ক্লোরসিস
3. টাইফয়েড
4. চোখের প্রদাহ
উত্তরঃ- 2. ক্লোরসিস
৩৪. একটি উন্মুক্ত বিশাল জলাধারে মাধ্যমিক শোধিত জল ____, দ্বারা জারিত করা হয় এবং জলের অম্লতা ও ক্ষারকীয়তাকে প্রশমিত হয়।
1. CO2
2. O2
3. H2S
4. SO2
উত্তরঃ- 2. O2
৩৫. একটি তরল বর্জ্যের উদাহরণ হল –
(A) খবরের কাগজ
(B) ছেঁড়া জুতো
(C) কীটনাশক মিশ্রিত জল
(D) শিল্পকারখানার বিষাক্ত কণা
উত্তরঃ- (C) কীটনাশক মিশ্রিত জল
৩৬. একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হল –
(A) ক্র্যাপ
(B) ডিটারজেন্ট
(C) জীবাশ্ম জ্বালানি
(D) ক্রুড অয়েল
উত্তরঃ- (C) জীবাশ্ম জ্বালানি
৩৭. হিরোসিমা – নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা –
(A) গ্যাসীয় বর্জ্যের উদাহরণ
(B) বিষাক্ত বর্জ্যের উদাহরণ
(C) বিষহীন বর্জ্যের উদাহরণ
(D) তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ
উত্তরঃ- (C) বিষহীন বর্জ্যের উদাহরণ
৩৮. চিকিৎসা বর্জ্য থেকে যে রোগ ছড়াতে পারে-
a. টাইফয়েড
b. হৃদয়ঘটিত রোগ
c. এইডস্
d. ম্যালেরিয়া
উত্তরঃ- a. টাইফয়েড
৩৯. গ্রামীণ শক্তির চাহিদা মেটায়-
a. এলপিজি
b. কার্বন ডাইঅক্সাইড
c. গোবর গ্যাস
d. ইলেকট্রিক উনুন
উত্তরঃ- c. গোবর গ্যাস
৪০. ফ্লাই অ্যাশ পাওয়া যায়-
a. কাগজ ফল থেকে
b. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে
c. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
d. জলবিদ্যুৎ কেন্দ্র থেকে
উত্তরঃ- c. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
৪১. ভাঙা মগ কী প্রকার ?
(A) জৈব ভঙ্গুর
(B) জৈব অভঙ্গুর
(C) বিষহীন
(D) বিষাক্ত
উত্তরঃ- (A) জৈব ভঙ্গুর
৪২. তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল –
(A) শিল্প কারখানা
(B) জলবিদ্যুৎ কেন্দ্ৰ
(C) জলশোধন কেন্দ্র
(D) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
উত্তরঃ- (D) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
৪৩. Hazardous waste ‘ বলা হয় –
(A) বিষহীন বর্জ্য পদার্থকে
(B) বিষাক্ত বর্জ্য পদার্থকে
(C) জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থকে
(D) জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থকে
উত্তরঃ- B) বিষাক্ত বর্জ্য পদার্থকে
৪৪. নগরে বর্জ্য মুক্তির জন্য প্রয়োজন
a. প্লাস্টিকের নিষিদ্ধকরণ
b. জৈব বর্জ্যের ব্যবহার হ্রাস
c. পয়ঃপ্রনালীর উন্নয়ন
d. রাস্তাঘাটের উন্নয়ন
উত্তরঃ- a. প্লাস্টিকের নিষিদ্ধকরণ
৪৫. সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয়-
a. তেজস্ক্রিয় বর্জ্য থেকে
b. জৈব বর্জ্য থেকে
c. ফ্লাই অ্যাশ থেকে
d. জলবিদ্যুৎ কেন্দ্র থেকে
উত্তরঃ- a. তেজস্ক্রিয় বর্জ্য থেকে
৪৬. কঠিন বর্জ্য থেকে যে ধরনের রোগের সংক্রমণ হতে পারে তার মধ্যে প্রধান হল-
a. ফুসফুসের রোগ
b. এইডস
c. অ্যামিমিয়া
d. ক্যানসার
উত্তরঃ- a. ফুসফুসের রোগ
৪৭. খবরের কাগজ একপ্রকার –
(A) জৈব অভঙ্গুর পচনশীল তরল
(B) জৈব ভঙ্গুর
(C) গ্যাসীয় বর্জ্য
(D) জৈব অভঙ্গুর পদার্থকে
উত্তরঃ- (B) জৈব ভঙ্গুর
৪৮. চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল –
(A) পলিথিন ব্যাগ
(B) স্যালাইন বোতল
(C) মিথেন
(D) পয়ঃপ্রণালীর বর্জ্য
উত্তরঃ- (B) স্যালাইন বোতল
৪৯. বায়ু দূষণ থেকে-
a. কঠিন বর্জ্য থেকে
b. কারখানা নির্গত জল থেকে
c. ঘরের বর্জ্য থেকে
d. তেজস্ক্রিয় বর্জ্য থেকে
উত্তরঃ- a. কঠিন বর্জ্য থেকে
৫০. বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে ভাগ করা যায়—
(A) ২ টি স্তরে
(B) ১ টি স্তরে
(C) ৩ টি স্তরে
(D) ৪ টি স্তরে
উত্তরঃ- (C) ৩ টি স্তরে
৫১. বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় ক – টি স্তর দেখা যায় ?
(A) ১ টি
(B) ২ টি
(C) ৩ টি
(D) ৪ টি
উত্তরঃ- (C) ৩ টি
৫২. গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা হল
(a) কৃষিক্ষেত্রের বর্জ্য
(b) শিল্প বর্জ্য
(c) জৈব বর্জ্য
(d) গৃহস্থালির বর্জ্য
উত্তরঃ- (d) গৃহস্থালির বর্জ্য
৫৩. পারমাণবিক জ্বালানি চক্রের ফলে যে প্রকার বর্জ্যের সৃষ্টি হয়, তা হল
(a) কৃষিক্ষেত্রের বর্জ্য
(b) শিল্প বর্জ্য
(c) তেজস্ক্রিয় বর্জ্য
(d) জৈব বর্জ্য
উত্তরঃ- (c) তেজস্ক্রিয় বর্জ্য
৫৪. গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্র হল
(a) স্ক্রাবার
(b) কম্পোস্টিং
(c) ভরাটকরণ
(d) সব ক-টি
উত্তরঃ- (a) স্ক্রাবার
৫৫. বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে
(A) কম্পোস্টিং
(B) ওভার ফিলিং
(C) ল্যান্ডফিলিং
(D) কম্পাউন্ডিং
উত্তরঃ- (A) কম্পোস্টিং
৫৬. পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে—
(A) বর্জ্য পৃথকীকরণ
(B) কম্পোস্টিং
(C) জমি ভরাটকরণ
(D) নিষ্কাশন
উত্তরঃ- (C) জমি ভরাটকর
৫৭. একটি কৃত্রিম বর্জ্যের উদাহরণ হল কি
(a) উদ্ভিদের দেহাবশেষ
(b) তেজস্ক্রিয় বর্জ্য
(c) জীবজন্তুর মলমূত্র
(d) উল্কাপিণ্ড
উত্তরঃ- (b) তেজস্ক্রিয় বর্জ্য
৫৮. একটি জীববিশ্লেষ্য বর্জ্য হল
(a) পলিথিন
(b) প্লাস্টিক
(c) অ্যালুমিনিয়াম
(d) ধানের তুষ
উত্তরঃ- (d) ধানের তুষ
৫৯. বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলে—
(A) বর্জ্যের পরিমাণগত হ্রাস
(B) পুনর্ব্যবহার
(C) পুনর্নবীকরণ
(D) নিষ্কাশন
উত্তরঃ- (B) পুনর্ব্যবহার
৬০. ফ্লাই অ্যাশ কী প্রকার বর্জ্যের উদাহরণ ?
(A) গৃহস্থালি
(B) শিল্প
(C) কৃষিজ
(D) পৌর
উত্তরঃ- C) কৃষিজ
৬১. কোনো পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা বলি
(a) বর্জ্য
(b) প্রয়াজেনীয় দ্রব্য
(c) পুনঃব্যবহার্য দ্রব্য
(d) সব ক-টি
উত্তরঃ- (a) বর্জ্য
৬২. জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যকে ক-টি ভাগে ভাগ করা যায় ?
(a) 1টি
(b) 2টি
(c) 3টি
(d) 4টি
উত্তরঃ- (b) 2টি
৬৩. DDT কী প্রকার বর্জ্যের উদাহরণ ?
(A) কৃষিজ
(B) চিকিৎসা
(C) গৃহস্থালি
(D) পৌর
উত্তরঃ- (A) কৃষিজ
৬৪. বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলে—
(A) Toxic waste
(B) E – waste
(C) Radioactive waste
(D) Hazardous waste
উত্তরঃ- (B) E – waste
৬৫. কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান হল
(a) ল্যান্ডফিল
(b) কোল্ডফিল
(c) চেম্বার
(d) লিচেট
উত্তরঃ- (a) ল্যান্ডফিল
৬৬. ময়লা বা বর্জ্য পদার্থ ধোওয়া জলকে বলা হয়
(a) ল্যান্ডফিল
(b) কোল্ডফিল
(c) চেম্বার
(d) লিচেট
উত্তরঃ- (d) লিচেট
৬৭. যে সকল বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত হয়, তাদের বলা হয়
(a) জৈব ভঙ্গুর
(b) জৈব অভঙ্গুর
(c) কম্পোস্টিং
(d) সব ক-টি
উত্তরঃ- (a) জৈব ভঙ্গুর
৬৮. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল –
(A) মিথেন
(B) অ্যামোনিয়া
(C) নাইট্রোজেন
(D) কোনোটিই নয়
উত্তরঃ- B) অ্যামোনিয়া
৬৯. ভারতের কোন্ মহানগরে প্রতিদিনের (2010-11) কঠিন বর্জ্যের পরিমাণ সর্বাধিক?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) চেন্নাই
(d) মুম্বাই
উত্তরঃ- (b) দিল্লি
৭০. কম্পোস্টিং যে পদার্থের উপর প্রয়োগ করা হয়, তা হল।
(a) অজৈব বর্জ্য
(b) জৈব বর্জ্য
(c) জীব অবিশ্লেষ্য বর্জ্য
(d) প্রস্তরখণ্ড
উত্তরঃ- (b) জৈব বর্জ্যরুই
৭১. সালফার ডাইঅক্সাইড যে প্রকৃতির বর্জ্য
(a) কঠিন বর্জ্য
(b) তরল বর্জ্য
(c) গ্যাসীয় বর্জ্য
(d) সব ক-টি
উত্তরঃ- (c) গ্যাসীয় বর্জ্য
৭২. কঠিন বর্জ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহনের মাধ্যমে তাপীয় বিয়োজন ঘটানো হয় যে প্রক্রিয়ায়, তা হল
(a) কম্পোস্টিং
(b) পাইরোলাইসিস
(c) স্ক্রাবার
(d) সব ক-টি
উত্তরঃ- (b) পাইরোলাইসিস
৭৩. বর্তমানে সামগ্রিকভাবে প্রায় কত শতাংশ কৃষিজাত খাদ্য রাসায়নিক ঔষধাদি বহন করে?
(a) 10%
(b) 100%
(c) 90%
(d) 51%
উত্তরঃ- (d) 51%
৭৪. ভাগীরথী-হুগলি নদীর ওপর যে বর্জ্যের প্রভাব সর্বাধিক, তা হল
(a) কৃষিজাত বর্জ্য
(b) গৃহস্থালির বর্জ্য
(c) শিল্পজাত বর্জ্য
(d) পৌর বর্জ্য
উত্তরঃ- (c) শিল্পজাত বর্জ্য
৭৫. CNG এর পুরো নাম –
1. Compressed Natural Gas
2. Compressed Nature Gas
3. Carbon Natural Gas
4. Compressed Neutral Gas
উত্তর:-Compressed Neutral Gas
৭৬. কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় সেটি হল-
a. অক্সিজেন
b. কার্বন ডাইঅক্সাইড
c. জৈব গ্যাস
d. নাইট্রোজেন
উত্তরঃ- c. জৈব গ্যাস
৭৭. ফ্লাই অ্যাশ ব্যাবহার করা হয়-
a. বাসন তৈরিতে
b. ইট তৈরিতে
c. কাগজ তৈরিতে
d. সার তৈরিতে
উত্তরঃ- b. ইট তৈরিতে
৭৮. জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়
a. চুন
b. অক্সিজেন
c. কার্বন ডাইওক্সাইড
d. ওজোন
উত্তরঃ- d. ওজোন
১. একটিা বায়ো-মেডিকেল বর্জ্যের নাম করো।
উত্তরঃ- ব্যবহৃত সিরিঞ্জ।
২. একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম করো।
উত্তরঃ- DDT
৩. জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে কী ধরনের সম্পদ উৎপাদন হয়?
উত্তরঃ- জৈব সার।
৪. জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কী বলে ?
উত্তরঃ- জৈবসার বা বায়োফার্টিলাইজার ।
৫. দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- রেডিয়াম -২২৬ এবং কার্বন -১৪ ।
৬. দুটি লৌহ – ইস্পাত শিল্পের এর নাম লেখো যেখান থেকে দূষিত গরম জল নির্গত হয় ।
উত্তরঃ- ব্লাস্ট ফার্নেসে ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ।
৭. খননকার্যের ফলে সৃষ্ট বর্জ্য কী ধরনের বর্জ্য?
উত্তরঃ- কঠিন বর্জ্য।
৮. দূষিত বর্জ্য জলকে কী ধরনের বর্জ্য বলা যায়?
উত্তরঃ- তরল বর্জ্য।
৯. একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম করো|
উত্তরঃ- সালফার অক্সাইড (SO2 )
১০. একটি রাসায়নিক বিষাক্ত বর্জ্যের নাম করো।
উত্তরঃ- ইঁদুর মারা বিষ।
১১. জৈব ভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- শাকসবজি , খাবারের অবশিষ্টাংশ ।
১২. জৈব অভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- প্লাস্টিক , কাচ ।
১৩. কাগজ শিল্প থেকে কী বর্জ্য নির্গত হয় ?
উত্তরঃ-সেলুলোজ ।
১৪. দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো ।
উত্তরঃ- সিসা , পারদ ।
১৫. শুকনো ফুল কী ধরনের বর্জ্য?
উত্তরঃ- বিষহীন বর্জ্য।
১৬. আমাদের বাড়ি থেকে সৃষ্ট এমন একটি কঠিন বর্জ্যের নাম করো।
উত্তরঃ- পুরোনো জুতো।
১৭. একটি বিপজ্জনক চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের নাম করো।
উত্তরঃ- ক্যাথিটার।
১৮. গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটছে?
উত্তরঃ- বিশ্ব উষ্ণায়ন।
১৯. দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- ক্যাথিটার , সিরিঞ্জ ।
২০. শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কী বলে ?
উত্তরঃ- স্ক্রাবার ।
২১. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কী বলে ?
উত্তরঃ- কম্পোস্টিং ।
২২. বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কী বলে ?
উত্তরঃ- নিষ্কাশন ।
২৩. বাতিল মোবাইল ফোন কী ধরনের বর্জ্য?
উত্তর:-বৈদ্যুতিক বর্জ্য।
২৪. কম্পোস্ট সারে কোন্ কোন্ উপাদান বেশি থাকে?
উত্তরঃ- নাইট্রোজেন ও ফসফেট।
২৫. কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে?
উত্তরঃ- কৃমিজাতীয় রোগ, আমাশয় প্রভৃতি।
২৬. গোবর গ্যাস কী কাজে লাগে?
উত্তরঃ- রান্নার কাজে।
২৭. মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কী বলে ?
উত্তরঃ- জমি ভরাটকরণ ( Land Filling ) |
২৮. দুটি কৃষিবর্জ্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- পেস্টিসাইড ; কীটনাশক দ্রব্য ।
২৯. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- কোল্ড ড্রিংকসের বোতল ; দুধের প্লাস্টিক প্যাকেট ।
৩০. গোবর গ্যাসের মূল উপাদান কী?
উত্তরঃ- 40 ভাগ কার্বন ডাইঅক্সাইড এবং 60 ভাগ মিথেন।
৩১. মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?
উত্তরঃ- বায়োগ্যাস।
৩২. বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম করো।
উত্তরঃ- পাইরোলিসিস।
৩৩. কলকাতা পৌর নিগমের আবর্জনায় বেশির ভাগ কোন্ বর্জ্য থাকে?
উত্তরঃ- মাটি বা ছাই।
৩৪. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ দাও।
উত্তরঃ- সাবান কাচা জল , তরকারির জলীয় অবশিষ্টাংশ বা উচ্ছৃষ্ট , অংশ ।
৩৫. বর্জ্য ‘ পুনর্নবীকরণ ’ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে , উদাহরণ দাও ।
উত্তরঃ- আখের ছিবড়া থেকে উৎপাদিত বিদ্যুৎ ।
৩৬. বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতিকে কী বলে ?
উত্তরঃ- Reduce .
৩৭. বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হওয়ার পদ্ধতিকে কী বলে ?
উত্তরঃ- Reuse .
৩৮. একটি পুনঃচক্রীকৃত বর্জ্যের নাম করো।
উত্তরঃ- কাচ।
৩৯. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ কী?
উত্তরঃ- বর্জ্যের পরিমাণগত হ্রাস।
৪০. কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করো।
উত্তরঃ- ইউরেনিয়াম।
৪১. টিটেনাস রোগটি কোন্ ধরনের বর্জ্য থেকে হতে পারে?
উত্তরঃ- কঠিন বর্জ্য থেকে।
৪২. বর্জ্যের মধ্যে যেগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে ?
উত্তরঃ- Biodigradable বা জৈব ভঙ্গুর বর্জ্য ।
৪৩. তেজস্ক্রিয় বর্জ্য কোন্ শিল্প থেকে মূলত নির্গত হয় ?
উত্তরঃ- পারমাণবিক শিল্প ।
৪৪. রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো ।
উত্তরঃ- রং , অ্যাসিড , তেল ।
৪৫. ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?
উত্তরঃ- ৫০০ গ্রাম / জন ।
৪৬. তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, এটি কী ধরনের ব্যবস্থাপনা?
উত্তরঃ- পুনর্নবীকরণ।
৪৭. কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?
উত্তরঃ- কঠিন বর্জ্য।
৪৮. ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?
উত্তরঃ- ৩০০ গ্রাম / জন ।
৪৯. তৈলশোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কী বলে ?
উত্তরঃ- পেট্রোকোক ।
৫০. কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে কী বলে ?
উত্তরঃ- ফ্লাই অ্যাশ ।
৫১. বর্জ্য (Waste) কাকে বলে?
উত্তর : ব্যবহারের অযোগ্য, পরিত্যক্ত, কঠিন-তরল-গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পড়ে থাকা বস্তু যা পরিবেশদূষণের অন্যতম কারণ তাকে বলে বর্জ্য। যেমন- ভাঙা প্লাস্টিক, ছেঁড়া কাগজ, নোংরা জল ইত্যাদি।
৫২. পদার্থের বস্তুগত অবস্থা অনুসারে বর্জ্য ক-প্রকার ও কী কী?
উত্তর : পদার্থের বস্তুগত অবস্থার ভিত্তিতে বর্জ্য তিন প্রকার যথা—কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্য।
৫৩. কঠিন বর্জ্য (Solid waste) কাকে বলে ?
উত্তর : যে কঠিন বস্তু অব্যবহৃত অবস্থায় পরিবেশের অবনমন বা দূষণ ঘটাতে সাহায্য করে, তাকে বলে কঠিন বর্জ্য। যেমন- খাবারের অবশিষ্ট অংশ, গৃহস্থালির জঞ্জাল, প্লাস্টিক, পেপার, ভাঙা কাচের বোতল, চট, সিরিঞ্জ, ইলেকট্রনিকস দ্রব্য ইত্যাদি।
৫৪. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম করো।
উত্তরঃ- ডাবের খোলা।
৫৫. কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি?
উত্তরঃ- ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল।
৫৬. কঠিন বর্জ্য পোড়ানো উচিত নয় কেন?
উত্তর : কঠিন বর্জ্য পোড়ালে তা থেকে যে গ্যাসটি (যেমন—সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লুরাইড, কার্ব মনোক্সাইড) নির্গত হয়, তা পরিবেশদূষণ ঘটায়। তাই কঠিন বর্জ্যারে অবৈজ্ঞানিকভাবে পোড়ানো উচিত নয়। জেনে রাখো ভস্মীভূতকরণ (Incineration) : কঠিন বর্জ্য পদার্থকে আবর্জনা পোড়ানোর চুল্লিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে অতি উচ্চচাপে পোড়াবার পদ্ধতিকে ভস্মীভূতকরণ বলা হয়। পুড়ে যাবার পরে যে ছাই, কাচ ও অন্যান্য ধাতু অদাহ্যবস্তুরূপে পড়ে থাকে তা সংগ্রহ করে পুনর্ব্যবহার করা হয়।
৫৭. তরল বর্জ্য (Liquid Waste) কাকে বলে? [ পর্ষদ নমুনা ১৭
উত্তর : প্রকৃতিতে দূষণ সৃষ্টিকারী তরল অব্যবহৃত যৌগ যখ অপরিশোধিত অবস্থায় পরিবেশের ক্ষতি করে, তখন তাকে তরু বর্জ্য বলে। যেমন— গৃহস্থালি, কলকারখানার ব্যবহৃত দূষিত জল = কাপড় কাচা, বাসন মাজার দূষিত জল ইত্যাদি।
৫৮. গৃহস্থালির কঠিন বর্জ্যের কয়েকটি উদাহরণ দাও।
উত্তর : গৃহস্থালির কঠিন বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল আনাজের খোসা, ভাঙা খেলনা, প্লাস্টিক মগ, ধাতুর ভাঙা অংশ ছেঁড়া কাপড়, পুরোনো কাগজ, প্লাস্টিক প্যাকেট ইত্যাদি।
৫৯. কম্পোস্টিং পদ্ধতিতে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
উত্তরঃ- অ্যারোবিক ব্যাকটেরিয়া।
৬০. বর্জ্য কখন সম্পদ হিসেবে বিবেচিত হয়?
উত্তরঃ- যখন তা ব্যবহার্য হয়।
৬১. গৃহস্থালির তরল বর্জ্যোর উদাহরণ দাও।
উত্তর : বাথরুমে ব্যবহৃত ডিটারজেন্ট, শ্যাম্পু, ব্রিডিং মিউরিটিক পাউডার, অ্যাসিড, ফিনাইল মিশ্রিত জল রান্নাঘরের মশলা, তেল মিশ্রিত তরল, রাজার উচ্ছিষ ।