Madhyamik Geography

মাধ্যমিক ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন ও উত্তর

১.ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল।
(a) ইন্দিরা পয়েন্ট
(b) কুমারিকা অন্তরীপ
(c) ক্যালিমিয়ার অন্তরীপ
(d) হায়দরাবাদ
উত্তরঃ (b) কুমারিকা অন্তরীপ

২. ভারতে দীর্ঘতম জাতীয় সড়ক হল
(a) NH-1
(b) NH-2
(c) NH-7
(4) NH-6
উত্তরঃ- (c) NH-7

৩. দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথটির নাম হল
(a) NH-1
(b) NH-2
(C) NH-6
(4) NH-7
উত্তরঃ- (a) NH-1

৪. সড়কপথের দৈর্ঘ্যে বর্তমানে ভারত পৃথিবীতে
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তরঃ- (c) তৃতীয়

৫. ভারতে প্রথম শ্রেণির বন্দরের সংখ্যা
(a) 10টি
(b) 15টি
(c) 12টি
(d) 13টি
উত্তরঃ- (d) 13টি

৬. ভারতের বৃহত্তম বন্দর হল
(a) কলকাতা
(b) দিল্লি
(c) মুম্বাই
(d) মার্মাগাঁও
উত্তরঃ- (c) মুম্বাই

৭. ভারতের একটি নদী বন্দর হল
(a) কোচি
(b) পারাদ্বীপ
(c) কলকাতা
(d) চেন্নাই
উত্তরঃ- (c) কলকাতা

৮. ভারতে সবুজ বিপ্লবের জনক কে ?
(A) ড : এম . এস . স্বামীনাথন
(B) মেধা পাটেকর
(C) সুন্দরলাল বহুগুণা
(D) বাবা আমতে
উত্তরঃ- (A) ড : এম . এস . স্বামীনাথন

৯. কত সালকে রাষ্ট্রসংঘ ( UNO ) আন্তর্জাতিক ধান বর্ষ হিসেবে ঘোষণা করে ?
(A) 2001 সালকে
(B) 2004 সালকে
(C) 2009 সালকে
(D) 2010 সালকে
উত্তরঃ- (B) 2004 সালকে

১০. ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা
(a) 12টি
(b) 16টি
(c) 15টি
(d) 20টি
উত্তরঃ- (b) 16টি

১১. পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ হল-
(a) দার্জিলিং রজ্জুপথ
(b) অমরকণ্টক রজ্জুপথ
(c) মুসৌরি রজ্জুপথ
(d) ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ
উত্তরঃ- (d) ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ

১২. ভারতে প্রথম মেট্রোরেল চলা শুরু হয়
(a) নিউদিল্লিতে
(b) বেঙ্গালুরুতে
(c) মুম্বাইয়ে
(d) কলকাতায়
উত্তরঃ- (d) কলকাতায়

১৩. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়
(a) 1911 খ্রিস্টাব্দে
(b) 1923 খ্রিস্টাব্দে
(c) 1921 খ্রিস্টাব্দে
(d) 1931 খ্রিস্টাব্দে
উত্তরঃ- (a) 1911 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে

১৪. ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়

(a) 1856 খ্রিস্টাব্দে
(b) 1853 খ্রিস্টাব্দে
(c) 1854 খ্রিস্টাব্দে।
(d) 1858 খ্রিস্টাব্দে
উত্তরঃ- (b) 1853 খ্রিস্টাব্দে

১৫. ভারতের কম্পিউটারচালিত বন্দর হল
(a) এন্নোর বন্দর
(b) মুম্বাই বন্দর
(c) চেন্নাই বন্দর
(d) জওহরলাল নেহরু বন্দর
উত্তরঃ- (d) জওহরলাল নেহরু বন্দর

১৬. ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
(A) দিল্লিতে
(B) পুনেতে
(C) কটকে
(D) মুম্বাইয়ে
উত্তরঃ- (C) কটকে

১৭. পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

(A) পুসায়
(B) মালদায়
(C) বর্ধমানে
(D) হুগলির চুঁচুড়াতে ।
উত্তরঃ- (D) হুগলির চুঁচুড়াতে ।

১৮. ভারতের একটি অর্থকরী ফসল হল।
(a) ধান
(b) গম
(c) পাট
(d) জোয়ার
উত্তরঃ- (c) পাট

১৯. রবিশস্য চাষ হয়।
(a) গ্রীষ্মকালে
(b) বর্ষাকালে
(c) শরৎকালে
(d) শীতকালে
উত্তরঃ- (d) শীতকালে

২০. ‘তৃষার্ত ফসল’ হল।
(a) পাট
(b) ইক্ষু
(c) ধান
(d) গম
উত্তরঃ- (c) ধান

২১. ভারতের সর্বাধিক জলসেচের প্রয়োজন হয় যে ফসল উৎপাদনে
(a) পাট
(b) তুলো
(c) গম
(d) ধান
উত্তরঃ- (c) গম

২২. ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম
(a) পাঞ্জাব
(b) উত্তরপ্রদেশ
(c) বিহার
(d) রাজস্থান
উত্তরঃ- (a) পাঞ্জাব

২৩. সোনালিকা হল একধরনের উচ্চফলনশীল।
(a) ধান বীজ
(b) গম বীজ
(c) পাট বীজ
(d) কার্পাস বীজ
উত্তরঃ- (b) গম বীজ

২৪. বিশ্ব ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
(A) ম্যানিলাত ( ফিলিপিন্স )
(B) পুনে ( মুম্বাই )
(C) কলকাতা ( পশ্চিমবঙ্গ )
(D) সুইজারল্যান্ড
উত্তরঃ- (A) ম্যানিলাত ( ফিলিপিন্স )

২৫. ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
(A) পুসায় (দিল্লি )
(B) কলকাতায়
(C) মুম্বাইয়ে
(D) কটকে ( ওড়িশা )
উত্তরঃ- (A) পুসায় (দিল্লি )

২৬. টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায়।
(a) ইক্ষু
(b) কার্পাস
(c) কফি
(d) মিলেট
(d) পাঞ্জাব
উত্তরঃ- (c) কফি

২৭. ভারতে কফি উৎপাদনে প্রথম
(a) কেরল
(b) তামিলনাড়ু
(c) কর্ণাটক
(d) পাঞ্জাব
উত্তরঃ- (c) কর্ণাটক

২৮. বীজতন্তু বলা হয়
(a) পাটকে
(b) কাপাসকে
(C) শনকে
(d) মেস্তাকে
উত্তরঃ- (b) কাপাসকে

২৯. পিঙ্ক বোল-ওয়র্ম যে চাষের প্রধান শত্রু
(a) ধান
(b) গম
(c) চা
(d) কার্পাস
উত্তরঃ- (d) কার্পাস

৩০. ভারতে সর্বাধিক ইক্ষু চাষের জমি রয়েছে
(a) উত্তরপ্রদেশে
(b) বিহারে
(c) গুজরাটে
(d) পশ্চিমবঙ্গে
উত্তরঃ- (a) উত্তরপ্রদেশে

৩১. বিশ্ব গম গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
(A) কটকে
(B) থানেতে
(C) মেক্সিকো সিটিতে
(D) চিনের হোয়াং হো প্রদেশে
উত্তরঃ- (C) মেক্সিকো সিটিতে

৩২. ভারত মিলেট উৎপাদনে পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
(A) তৃতীয়
(B) পঞ্চম
(C) দ্বিতীয়
(D) প্রথম
উত্তরঃ- (D) প্রথম

৩৩. হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম
(a) অপ্রদেশ
(b) বিহার
(c) কর্ণাটক
(d) তামিলনাড়ু
উত্তরঃ- (d) তামিলনাড়ু

৩৪. কষ্টসহিষ্ণু ফসল হল
(a) ধান
(b) গম
(c) মিলেট
(d) কফি
উত্তরঃ- (c) মিলেট

৩৫. একটি বিশুদ্ধ কাঁচামাল হল
(a) তুলো
(b) ধান
(c) কয়লা
(d) লোহা
উত্তরঃ- (a) তুলো

৩৬. একটি অবিশুদ্ধ কঁচামাল হল
(a) শন
(b) মেস্তা
(c) আকরিক লোহা
(d)পাঠ
উত্তরঃ- (c) আকরিক লোহা

৩৭. একটি খনিজভিত্তিক শিল্প হল
(a) চা শিল্প
(b) পশম শিল্প
(c) রেয়ন শিল্প
(d) অ্যালুমিনিয়াম শিল্প
উত্তরঃ- (d) অ্যালুমিনিয়াম শিল্প

৩৮. একটি কৃষিজ কাঁচামালভিত্তিক শিল্প হল
(a) চিনি শিল্প
(b) কাষ্ঠ শিল্প
(c) পশম শিল্প
(d) রেয়ন শিল্প
উত্তরঃ- (a) চিনি শিল্প

৩৯. কত সালে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পনি ( TISCO ) প্রতিষ্ঠিত হয় ?
(A) 1709 সালে
(B) 1907 সালে
(C) 1970 সালে
(D) 1917 সালে
উত্তরঃ- (B) 1907 সালে

৪০. একটি প্রাণীজ সম্পদভিত্তিক শিল্প হল
(a) বিস্কুট শিল্প
(b) পশম শিল্প
(c) ফার শিল্প
(d) বস্ত্রবয়ন শিল্প
উত্তরঃ- (b) পশম শিল্প

৪১. একটি বনজ সম্পদভিত্তিক শিল্প হল
(a) কাগজ শিল্প
(b) পাট শিল্প
(c) চর্ম শিল্প
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (a) কাগজ শিল্প

৪২. লৌহ-ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল
(a) হেমাটাইট
(b) বক্সাইট
(c) টিন
(d) ক্রায়োলাইট
উত্তরঃ- (a) হেমাটাইট

৪৩. কত সালে ভারত সরকার SAIL ( Steel Authority of India Limited ) স্থাপন করে ?
(A) 1945 সালে
(B) 1952 সালে
(C) 1954 সালে
(D) 1965 সালে
উত্তরঃ- (C) 1954 সালে

৪৪. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল
(a) বোকারো
(b) ভিলাই
(c) দুর্গাপুর
(d) রাউরকেল্লা
উত্তরঃ- (b) ভিলাই

৪৫. ভারতের একটি বন্দরকেন্দ্রিক লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল
(a) ভিলাই
(b) রাউরকেল্লা
(c) দুর্গাপুর
(d) বিশাখাপত্তনম
উত্তরঃ- (d) বিশাখাপত্তনম

৪৬. ভারতের অধিকাংশ লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র যে সংস্থার অধীনস্থ
(a) SAIL
(b) IISCO
(c) HSL
(d) TISCO
উত্তরঃ- (a) SAIL

৪৭. কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান
(a) চতুর্থ
(b) তৃতীয়
(c) প্রথম
(d) দ্বিতীয়
উত্তরঃ- (c) প্রথম

৪৮. ভারতের বৃহত্তম লৌহ – ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
(A) কলকাতায়
(B) ভিলাইয়ে
(C) ভোপালে
(D) দুর্গাপুরে
উত্তরঃ- (B) ভিলাইয়ে

৪৯. ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয়
(a) ঘুষুড়িতে
(b) আমেদাবাদে
(c) মুম্বাইয়ে
(d) কোয়েম্বাটুরে
উত্তরঃ- (a) ঘুষুড়িতে

৫০. ভারতে প্রথম পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠে
(a) জামনগরে
(b) থানেতে
(c) টুম্বেতে
(d) ভদোদরাতে
উত্তরঃ- (c) টুম্বেতে

৫১. ইনফোসিস সংস্থাটি যে শিল্পের সঙ্গে জড়িত
(a) কার্পাস
(b) তথ্যপ্রযুক্তি
(c) পর্যটন
(d) ইলেকট্রনিকস
উত্তরঃ- (b) তথ্যপ্রযুক্তি

৫২. সল্টলেকের সেক্টর v (ফাইভ) যে শিল্পের সঙ্গে যুক্ত
(a) ইলেকট্রনিকস
(b) তথ্যপ্রযুক্তি
(c) কার্পাস
(d) ইঞ্জিনিয়ারিং
উত্তরঃ- (b) তথ্যপ্রযুক্তি

৫৩. ভারতের একমাত্র বন্দরকেন্দ্রিক লৌহ – ইস্পাত কেন্দ্রের নাম কী ?
(A) বিশাখাপত্তনম
(B) ভিলাই
(C) জামশেদপুর
(D) দুর্গাপুর
উত্তরঃ- (A) বিশাখাপত্তনম

৫৪. হরিয়ানার গুরগাঁও-এ গড়ে উঠেছে।
(a) মোটরগাড়ি শিল্প
(b) তথ্যপ্রযুক্তি শিল্প
(c) কার্পাসবয়ন শিল্প
(d) পেট্রো-রসায়ন শিল্প
উত্তরঃ- (a) মোটরগাড়ি শিল্প

৫৫. মোট জনসংখ্যায় বিশ্বে ভারতের স্থান
(a) প্রথম
(b) চতুর্থ
(c) পঞ্চম
(d) দ্বিতীয়
উত্তরঃ- (d) দ্বিতীয়

৫৬. বর্তমানে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার
(a) দ্রুত ঊর্ধ্বমুখী
(b) ধীরে ধীরে উধ্বমুখী
(c) নিম্নমুখী
(d) স্থিতিশীল
উত্তরঃ- (c) নিম্নমুখী

৫৭. একটি রবিশস্যের উদাহরণ হল
(a) পাট
(b) ইক্ষু
(c) তুলো
(d) গম
উত্তরঃ- (d) গম

৫৮. একটি জায়িদ শস্য হল ।
(a) আউশ ধান
(b) আমন ধান
(c) রবার
(d), যব
উত্তরঃ- (a) আউশ ধান

৫৯. একটি বাগিচা ফসল হল।
(a) কার্পাস
(b) চা
(c) ভুট্টা
(d) ডাল
উত্তরঃ- (b) চা

৬০. জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম
(a) উত্তরপ্রদেশ
(b) বিহার
(c) কেরল
(d) পশ্চিমবঙ্গ
উত্তরঃ- (b) বিহার

৬১. ভারতের জনঘনত্ব কম
(a) সিকিমে
(b) গোয়াতে
(c) রাজস্থানে
(d) অরুণাচল প্রদেশে
উত্তরঃ- (d) অরুণাচল প্রদেশে

৬২. ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ – ইস্পাত কেন্দ্রের নাম কী ?
(A) বার্নপুর
(B) জামশেদপুর
(C) রাউরকেল্লা
(D) ভিলাই
উত্তরঃ- (B) জামশেদপুর

৬৩. ভারতে জনগণনা হয় প্রতি
(a) 5 বছর অন্তর
(b) 10 বছর অন্তর
(c) 15 বছর অন্তর
(d) 20 বছর অন্তর
উত্তরঃ- (b) 10 বছর অন্তর

৬৪. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায়
(a) লাক্ষাদ্বীপে
(b) চণ্ডীগড়ে
(c) দিল্লি-তে
(d) পণ্ডিচেরী-তে
উত্তরঃ- (c) দিল্লি-তে

৬৫. 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে
(a) 340 জন
(b) 362 জন
(c) 324 জন
(d) 382 জন
উত্তরঃ- (d) 382 জন

৬৬. কত সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের পেট্রোরসায়ন শিল্পের সূচনা হয় ?
(A) 1866 সালে
(B) 1966 সালে
(C) 1874 সালে
(D) 1956 সালে
উত্তরঃ- (B) 1966 সালে

৬৭. প্রকৃতিতে ভারতের কৃষিকাজ হল ।
(a) ব্যাপক কৃষি
(b) জীবিকাসত্তাভিত্তিক কৃষি
(c) মিশ্র কৃষি
(d) বাণিজ্যিক কৃষি
উত্তরঃ- (b) জীবিকাসত্তাভিত্তিক কৃষি

৬৮. বর্তমান ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা
(a) 940 জন
(b) 950 জন
(c) 933 জন
(d) 1,040 জন
উত্তরঃ- (a) 940 জন

৬৯. প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা সর্বাধিক যে রাজ্যে
(a) পশ্চিমবঙ্গে
(b) বিহারে
(c) কেরলে
(d) অসমে
উত্তরঃ- (c) কেরলে

৭০. একটি খারিফ শস্যের উদাহরণ হল
(a) গম
(b) যব
(c) ধান
(d) তৈলবজি
উত্তরঃ- (c) ধান

১.ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী ?
উত্তরঃ র‍্যাডক্লিফ লাইন

২.ভারতের উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ 5,700 কিমি

৩.শ্রীলঙ্কা দেশটি কোন প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন?
উত্তরঃ পক প্রণালী

৪.ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

৫.ভারতের পশ্চিমতম স্থানের নাম কী ?
উত্তরঃ গুজরাটের গুহার মোটি

৬.মহীশুর নামক দেশীয় রাজ্যটির বর্তমান নাম কী?
উত্তরঃ কর্ণাটক

৭.‘দাক্ষিণাত্যের সিঁড়ি’ কাকে বলে?
উত্তরঃ ডেকানট্র্যাপকে

৮. ভূস্বগ’ বা ‘প্রাচ্যের নন্দনকানন’ কাকে বলে?

উত্তরঃ কাশ্মীর উপত্যকাকে

৯.পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী?
উত্তরঃ সহ্যাদ্রি

১০.পূর্বঘাট পর্বতের অপর নাম কী?
উত্তরঃ মলয়াদ্রি

১১.গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ নকরেক

১২.বৃহৎ ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ ডানকান প্রণালী

১৩.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন্ প্রণালীঃ
উত্তরঃ 10° প্রণালী

১৪.কাথিয়াবাড় উপদ্বীপের নীচু জলাভূমিকে কী বলে?
উত্তরঃ নলহুদ

১৫.কাশ্মীর উপত্যকার উর্বর পলিস্তরকে কী বলে?
উত্তরঃ কারেওয়া

১৬.টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তরঃ লিওপারগেল

১৭.লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জের বর্তমান নাম কী?
উত্তরঃ লক্ষদ্বীপ

১৮.গঙ্গার প্রধান উপনদীর নাম কী?
উত্তরঃ যমুনা

১৯.গঙ্গার প্রধান শাখানদীর নাম কী ?
উত্তরঃ পদ্মা

২০.কাবেরী নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে?
উত্তরঃ তিরুচিরাপল্লির নিকট

২১.তাপ্তী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে

২২.খাম্বা উপসাগরে কোন নদী পতিত হয়েছে?
উত্তরঃ নর্মদা

২৩.শিবসমুদ্রম জলপ্রপাত কোন্ নদীতে অবস্থিত?
উত্তরঃ কাবেরী নদীতে

২৪.ভারতের জলবায়ু কী প্রকৃতির ?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির

২৫.পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি ?
উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমি

২৬.ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কী?
উত্তরঃ মৌসিনরাম

২৭.অসমে কালবৈশাখী কী নামে পরিচিত?
উত্তরঃ বরদৈছিলা

২৮.শীতকালে ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ উত্তর-পশ্চিম ভারতে

২৯.পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের নাম লেখো।
উত্তরঃ মালাবার উপকুল

৩০.ভারতের অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?
উত্তরঃ রাজস্থানের পশ্চিম অংশ

৩১.ভারতে গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমি বায়ুর মধ্যে কত ডিগ্রি দিক পরিবর্তন ঘটে?
উত্তরঃ 180°

৩২.শুষ্ক অঞ্চলে ক্ষারধর্মী প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত?
উত্তরঃ ঊষর , কালার প্রভৃতি

৩৩.পলি মৃত্তিকার প্রধান ফসল কী?
উত্তরঃ ধান

৩৪.হিমাচল প্রদেশের পাথুরে পার্বত্য মৃত্তিকা কী নামে পরিচিত?
উত্তরঃ কাটিল

৩৫.ভুর কী?
উত্তরঃ উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা

৩৬.কাজুবাদাম কোন্ মৃত্তিকায় চাষ হয় ?
উত্তরঃ ল্যাটেরাইট মৃত্তিকায়

৩৭.জলপ্রবাহ দ্বারা মৃত্তিকার উপরের স্তরের ক্ষয় হলে তাকে কী বলে?
উত্তরঃ পাতক্ষয়

৩৮.কৃষিক্ষেত্রে জলপ্রবাহের আঘাতে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কী বলে?
উত্তরঃ প্রণালী ক্ষয়

৩৯.ভারত সরকার কত খ্রিস্টাব্দে বনভূমি সংরক্ষণ আইন বলবৎ করেছে?
উত্তরঃ 1980 খ্রিস্টাব্দে

৪০.কোন গাছ থেকে ধুনো পাওয়া যায় ?
উত্তরঃ শাল

৪১.কোন্ গাছ থেকে রজন পাওয়া যায় ?
উত্তরঃ পাইন

৪২.ভারতে সামাজিক বনসৃজন প্রকল্প কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উত্তরঃ 1976 খ্রিস্টাব্দে

৪৩.ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী?
উত্তরঃ সুন্দরবন

৪৪.মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কী বলে?
উত্তরঃ জেরোফাইট

৪৫.ভারতে উৎপন্ন কাঠের বেশিরভাগ কী হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ জ্বালানি কাঠ হিসেবে।

You may also like

Madhyamik Geography

দশম শ্রেণী ভূগোল | বায়ুমণ্ডল MCQ – প্রশ্ন উত্তর

১। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত- ক) 0.033% (উত্তর) খ) 3.3% গ) 0.3% ঘ) 1.03% ২। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ
Madhyamik Geography

মাধ্যমিক বহির্জাত প্রক্রিয়া ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

  • December 10, 2024
1. ভূমিরূপ কী? ক. একই রকম ভূপৃষ্ঠ খ. উঁচু-নিচু ভূপৃষ্ঠের বৈচিত্র্য গ. কেবল সমতলভূমি ঘ. পর্বতের উচ্চতা উত্তর: (খ)উঁচু-নিচু ভূপৃষ্ঠের