Madhyamik history

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর

১. ব্রিটিশ সরকার পৃথক বন বিভাগ খুলেছিল-

ক) ১৮৬৪ খ্রি.
খ) ১৮৬৫ খ্রি.
গ) ১৮৭০ খ্রি.
ঘ) ১৮৭৮ খ্রি.

উত্তর:-১৮৬৫ খ্রি.

2. সরকার বনবিভাগের ইনস্পেকটর জেনারেল হিসেবে নিয়োগ করে-

ক) ম্যাকডোনাল্ডকে
খ) চার্লস টেগার্টকে
গ) দিয়েত্রিখ ব্র্যান্ডিসকে
ঘ) লং সাহেবকে

উত্তর:-দিয়েত্রিখ ব্র্যান্ডিসকে

3. বনাঞ্চল বিশারদ ড্রেইটিক যে দেশের মানুষ ছিলেন সেটি হল-

ক) ইংল্যান্ড
খ) ইটালি
গ) জার্মানি
ঘ) আমেরিকা

উত্তর:-জার্মানি

4. ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়-

ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তর:-১৮৬৫ খ্রিস্টাব্দে

5. দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয়-

ক)১৮৫৫ খ্রিস্টাব্দে
খ)১৮৬৪ খ্রিস্টাব্দে
গ)১৮৬৫ খ্রিস্টাব্দে
ঘ)১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তর:-১৮৭৮ খ্রিস্টাব্দে

6. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-

ক) দুটি স্তরে
খ) তিনটি স্তরে
গ) চারটি স্তরে
ঘ) পাঁচটি স্তরে

উত্তর:-তিনটি স্তরে

7. ‘বিপ্লব’ শব্দের অর্থ হল-

ক) সাময়িক পরিবর্তন
খ) সামাজিক পরিবর্তন
গ) আংশিক পরিবর্তন
ঘ) আমূল পরিবর্তন

উত্তর:-আমূল পরিবর্তন

৪. কীসের মাধ্যমে সমাজের কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে?

ক)বিপ্লবের
খ)বিদ্রোহের
গ)অভ্যুত্থানের
ঘ)আন্দোলনের

উত্তর:-বিপ্লবের

9. ‘বিদ্রোহ’ বলতে বোঝায়-

ক)আমূল পরিবর্তন
খ)ব্যাপক হত্যা
গ)প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধাচরণ
ঘ)প্রতিষ্ঠিত ব্যবস্থার সংস্কার

উত্তর:-প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধাচরণ

10. রানি শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন-

ক) কোল বিদ্রোহে
খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
গ) চুয়াড় বিদ্রোহে
ঘ) পাগলপন্থী বিদ্রোহে

উত্তর:-চুয়াড় বিদ্রোহে

11. ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই’ নামে পরিচিত ছিলেন-

ক) রানি রাসমণি
খ) রানি দুর্গাবাই
গ) রানি শিরোমণি
ঘ) রানি তারাবাই

উত্তর:-রানি শিরোমণি

12. মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হল-

ক)চুয়াড় বিদ্রোহ
খ)সাঁওতাল বিদ্রোহ
গ)কোল বিদ্রোহ
ঘ)মোপালা বিদ্রোহ

উত্তর:-চুয়াড় বিদ্রোহ

13. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল-

ক)মেদিনীপুরে
খ)রাঁচিতে
গ)পুরুলিয়ায়
ঘ)হাজারিবাগে

উত্তর:-মেদিনীপুরে

14. চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দেন-

ক) গঙ্গানারায়ণ সিংহ
খ) দুর্জন সিং
গ) সুজন সিংহ
ঘ) সিংগরাই

উত্তর:-দুর্জন সিং

15. চুয়াড় বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল-

ক)রাঁচিতে
খ)সিংভূমে
গ)ছোটোনাগপুরে
ঘ)ধলভূমে

উত্তর:-ধলভূমে

16. জগন্নাথ সিং কোন্ বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন?

ক) রংপুর বিদ্রোহ
খ) চুয়াড় বিদ্রোহ
গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
ঘ) পাগলপন্থী বিদ্রোহ

উত্তর:-চুয়াড় বিদ্রোহ

17. চুয়াড় বিদ্রোহের মূল চালিকাশক্তি ছিল-

ক) জমিদাররা
খ) জোতদাররা
গ) কৃষকরা
ঘ) মজুররা

উত্তর:-কৃষকরা

18. পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল-

ক)কোল বিদ্রোহে
খ)মুন্ডা বিদ্রোহে
গ)সাঁওতাল বিদ্রোহে
ঘ)চুয়াড় বিদ্রোহে

উত্তর:-চুয়াড় বিদ্রোহে

19. ১৭৬৮ খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন।-

ক) দেবী সিংহ
খ) জগন্নাথ সিংহ
গ) দুর্জন সিং
ঘ) শ্যামগঞ্জন

উত্তর:-দুর্জন সিং

20. চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বে প্রধান ভূমিকা ছিল-

ক) দুর্জন সিং-এর
খ) গোবর্ধন দিকপতির
গ) দেবী সিংহের
ঘ) রানি শিরোমণির

উত্তর:-দুর্জন সিং-এর

21. রংপুরের ইজারাদার ছিলেন-

ক)নুরুলউদ্দিন
খ)দেবী সিংহ
গ)দয়ারাম শীল
ঘ)জগন্নাথ সিংহ

উত্তর:-দেবী সিংহ

22. রংপুর স্বাধীন সরকারের ‘নবাব’ ছিলেন-

ক)দয়ারাম শীল
খ)দেবী সিংহ
গ)তিতুমির
ঘ)নুরুলউদ্দিন

উত্তর:-নুরুলউদ্দিন

23. নুরুলউদ্দিন যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হল-

ক)রংপুর বিদ্রোহ
খ)পাবনা বিদ্রোহ
গ)ফরাজি আন্দোলন
ঘ)সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

উত্তর:-রংপুর বিদ্রোহ

24. কোন্ বিদ্রোহে কৃষকরা ‘ডিং খরচা’ নামে চাঁদা আদায় করত ?

ক)বারাসাত
খ)নীল
গ)পাবনা
ঘ)রংপুর

উত্তর:-রংপুর

25. রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল?

ক) ইজারাদার দেবী সিংহ
খ) মহম্মদ রেজা খাঁ
গ) সীতাব রায়
ঘ) দর্পনারায়ণ ঠাকুর

উত্তর:-ইজারাদার দেবী সিংহ

26. রংপুর বিদ্রোহের নেতা ছিলেন-

ক)দেবী সিংহ
খ)দুর্জন সিং
গ)নুরুলউদ্দিন
ঘ)বীর সিং

উত্তর:-নুরুলউদ্দিন

27. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন-

ক)চুয়াড় বিদ্রোহ
খ)সাঁওতাল হুল
গ)কোল বিদ্রোহ
ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তর:-কোল বিদ্রোহ

1. ভারতীয় উপজাতিদের দ্বারা অরণ্যের সম্পদ আহরণ বন্ধ করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কোন্ আইন পাস করে?

উত্তর:- ভারতীয় উপজাতিদের দ্বারা অরণ্যের সম্পদ আহরণ বন্ধ করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ‘ঔপনিবেশিক অরণ্য আইন’ পাস করে।

2. ভারতে ব্রিটিশ সরকার প্রথম কোন্ পদক্ষেপের দ্বারা অরণ্যের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে?

উত্তর:- ভারতে ব্রিটিশ সরকার ১৮৫৫ খ্রিস্টাব্দে অরণ্য সনদ-এর দ্বারা অরণ্যের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে।

3. দিয়েত্রিখ ব্র্যান্ডিস কে ছিলেন?

উত্তর:- দিয়েত্রিখ ব্র্যান্ডিস ছিলেন ভারতে ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত বনবিভাগের (১৮৬৪ খ্রি.) প্রথম ইনস্পেকটর-জেনারেল।

4. ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়?

উত্তর:- ১৮৭৮ খ্রিস্টাব্দে ‘ভারতীয় অরণ্য আইন’ পাস হয়।

5. সরকার কোন্ আইনের দ্বারা অরণ্যকে-[i] সংরক্ষিত অরণ্য, [ii] সুরক্ষিত অরণ্য ও [iii] গ্রামীণ অরণ্য-এই তিন ভাগে বিভক্ত করে?

উত্তর:- ১৯২৭ খ্রিস্টাব্দের ‘অরণ্য আইন’-এর দ্বারা সরকার অরণ্যকে [I] সংরক্ষিত অরণ্য, [ii] সুরক্ষিত অরণ্য ও [iii] গ্রামীণ অরণ্য-এই তিন ভাগে ভাগ করে।

6. কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?

উত্তর:- দিয়েত্রিখ ব্র্যান্ডিসের প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়।

7. বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করতে সরকার কী আইন পাস করে?

উত্তর:- বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করতে সরকার ‘ক্রিমিনাল ট্রাইব্‌ক্স অ্যাক্ট’ পাস করে।

৪. রম্পা বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর:- রম্পা বিদ্রোহ হয়েছিল ১৮৭৯ খ্রিস্টাব্দে।

9. রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী কে ছিলেন?

উত্তর:- রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী ছিলেন দয়ারাম শীল।

১০. রংপুর বিদ্রোহ দমনে কে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন?

উত্তর:- রংপুর বিদ্রোহ দমনে ম্যাকডোনাল্ড ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন।

11. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই’ নামে পরিচিত?

উত্তর:- মেদিনীপুরের রানি শিরোমণি ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই’ নামে পরিচিত।

12. কার বিরুদ্ধে, কবে রংপুর বিদ্রোহ শুরু হয়?

উত্তর:- রংপুরের অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে ১৭৮৩ খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ শুরু হয়।

13. রংপুরের কৃষকরা কবে, কোথায় বিদ্রোহ ঘোষণা করে?

উত্তর:- রংপুরের কাজীর হাট, কাকিনা, ফতেপুর, ডিমলা প্রভৃতি স্থানের কৃষকরা ১৭৮৩ খ্রিস্টাব্দে তেপা গ্রামে অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

14. ‘ডিং খরচা’ কী?

উত্তর:- রংপুর বিদ্রোহের (১৭৮৩ খ্রি.) সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করে যা ‘ডিং খরচা’ নামে পরিচিত।

15. কেন রংপুর বিদ্রোহ বন্ধ হয়ে যায়?

উত্তর:- রংপুরের বিদ্রোহীরা মোগলহাট ও পাটগ্রামের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ম্যাকডোনাল্ডের বাহিনীর কাছে পরাজিত হলে বিদ্রোহ বন্ধ হয়ে যায়।

16. কোম্পানির শাসনকালে সংঘটিত প্রথম কৃষকবিদ্রোহ কোন্টি?

উত্তর:- কোম্পানির শাসনকালে সংঘটিত প্রথম কৃষকবিদ্রোহটি হল চুয়াড় বিদ্রোহ।

17. চুয়াড় বিদ্রোহ কতগুলি পর্বে সংঘটিত হয় ও কী কী?

উত্তর:- চুয়াড় বিদ্রোহ দুটি পর্বে সংঘটিত হয়। প্রথম পর্বের বিদ্রোহ ১৭৬৭ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় পর্বের বিদ্রোহ ১৭৯৮ খ্রিস্টাব্দে শুরু হয়।

18. চুয়াড় বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখো।

উত্তর:- চুয়াড় বিদ্রোহের প্রধান নেতা ছিলেন জগন্নাথ সিংহ, দুর্জন সিং, রানি শিরোমণি প্রমুখ।

19 . কোন্ অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়?

উত্তর:- বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে বাঁকুড়া ও মেদিনীপুর জেলার দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়।

20. ভয়েলকার কে ছিলেন?

উত্তর:- ভয়েলকার ছিলেন একজন জার্মান কৃষিবিদ, যিনি ভারতে এসেছিলেন।

21. কোল উপজাতি কোথায় বসবাস করত?

উত্তর:- কোল উপজাতি প্রধানত বিহারের ছোটোনাগুপর ও তার নিকটবর্তী অঞ্চলে বসবাস করত।

22. কোল বিদ্রোহ কোন্ অঞ্চলে প্রসার লাভ করে?

উত্তর:- কোল বিদ্রোহ সিংভূম, মানভূম, হাজারিবাগ ও পালামৌ জেলার সর্বত্র প্রসার লাভ করে।

23. কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন?

উত্তর:- কোল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বুদ্ধু ভগত, জোয়া ভগত, সিংরাই, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা প্রমুখ।

24. মহারাষ্ট্রের ভিল-অধ্যুষিত খান্দেশ অঞ্চল কবে ব্রিটিশ শাসনাধীনে আসে?

উত্তর:- মহারাষ্ট্রের ভিল-অধ্যুষিত খান্দেশ অঞ্চল ১৮১৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনাধীনে আসে।

25. ভিল উপজাতি কার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বিদ্রোহ করে?

উত্তর:- ভিল উপজাতি মারাঠা নেতা ত্রিম্বকজির প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বিদ্রোহ করে।

26. ভিল বিদ্রোহ কে দমন করেছিলেন?

উত্তর:- ভিল বিদ্রোহ দমন করেছিলেন ব্রিটিশ সেনাপতি কর্নেল আউট্রাম।

27. হো-বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর:- হো-বিদ্রোহ হয়েছিল ১৮২১ খ্রিস্টাব্দে।

28. হো-বিদ্রোহ কোথায় হয়েছিল?

উত্তর:- হো-বিদ্রোহ হয়েছিল ছোটোনাগপুরের সিংভূম অঞ্চলে।

29. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ছোটোনাগপুর অঞ্চলের শাসনভার হাতে নেয়?

উত্তর:- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮২০ খ্রিস্টাব্দে ছোটোনাগপুর অঞ্চলের শাসনভার হাতে নেয়।

30. কোল বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর:- ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।

31. কোল বিদ্রোহীদের ওপর ব্রিটিশ বাহিনীর আক্রমণে কে নেতৃত্ব দেন?

উত্তর:- কোল বিদ্রোহীদের ওপর ব্রিটিশ বাহিনীর আক্রমণে নেতৃত্ব দেন ক্যাপটেন উইলকিনসন।

32. বিদ্রোহের পর কোলদের জন্য কোন্ ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয়?

উত্তর:- বিদ্রোহের পর কোলদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ড এজেন্সি নির্দিষ্ট করে দেওয়া হয়।

33. গুন্ডা ধুর কে ছিলেন?

উত্তর:- গুন্ডা ধুর ছিলেন বাস্তার বিদ্রোহের নেতা।

34. মহাজনরা সাঁওতালদের ঋণের ওপর কী পরিমাণ সুদ আদায় করত?

উত্তর:- মহাজনরা সাঁওতালদের ঋণের ওপর ৫০ থেকে ৫০০ শতাংশ সুদ আদায় করত।

35. ‘কেনারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার করা হত?

উত্তর:- ‘কেনারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছ থেকে পণ কেনার জন্য ব্যবহার করা হত।

36. ‘বেচারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার করা হত?

উত্তর:-‘বেচারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত।

37. বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন্ ধর্মে দীক্ষিত করার চেষ্টা করা হয়?

উত্তর:- বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের খ্রিস্টধর্মে দীক্ষিত করার চেষ্টা করা হয়।

38. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?

উত্তর:- ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়।

39. চাঁদ কোন্ বিদ্রোহের নেতা ছিলেন?

উত্তর:- চাঁদ সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন।

40. কালো প্রামাণিক ও ডোমন মাঝি কোন্ বিদ্রোহের নেতা ছিলেন।

উত্তর:- কালো প্রামাণিক ও ডোমন মাঝি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন।

41. মহেন্দ্রলাল দত্ত কোন্ বিদ্রোহীদের হাতে নিহত হন?

উত্তর:- মহেন্দ্রলাল দত্ত সাঁওতাল বিদ্রোহীদের হাতে নিহত হন।

42. ‘উলঘুলান’ বলতে কী বোঝায়?

উত্তর:- ‘উলঘুলান’ শব্দের অর্থ ‘ভয়ংকর বিশৃঙ্খলা’ বা ‘প্রবল বিক্ষোভ’

43. ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পরবর্তীকালে এদেশে ব্রিটিশদের সহযোগী সাধারণত কারা ছিল?

উত্তর:- ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পরবর্তীকালে এদেশে ব্রিটিশদের সহযোগী ছিল সাধারণত জমিদার, ইজারাদার, মহাজন প্রমুখ।

44. ব্রিটিশ শাসনকালে ভারতের উপজাতি বা আদিবাসী সম্প্রদায়গুলি সাধারণত কোন্ অঞ্চলে বসবাস করত?

উত্তর:- ব্রিটিশ শাসনকালে ভারতের উপজাতি বা আদিবাসী সম্প্রদায়গুলি সাধারণত অরণ্য ও পাহাড়ি অঞ্চলে বসবাস করত।

45. সরকারের অরণ্য আইনের ফলে সৃষ্ট অন্যতম বিদ্রোহ কোনগুলি?

উত্তর:- সরকারের অরণ্য আইনের ফলে সৃষ্ট অন্যতম বিদ্রোহগুলি হল চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ ভিল বিদ্রোহ প্রভৃতি।

46. সাঁওতাল বিদ্রোহের আগে আদিবাসী সাঁওতালরা কোন্ অঞ্চলে বসবাস করত?

উত্তর:- সাঁওতাল বিদ্রোহের আগে আদিবাসী সাঁওতালর ছোটোনাগপুর, পালামৌ, মানভূম, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুরের বিস্তীর্ণ বনভূমি অঞ্চলে বসবাস করত।

47. মহাজনরা সাঁওতালদের কীভাবে শোষণ করত?

উত্তর:- সাঁওতালরা নগদে রাজস্ব পরিশোধের জন্য মহাজনদের কাছে ৫০% থেকে ৫০০% পর্যন্ত সুদে ঋণ নিতে বাধ্য হত।

48. কাদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়?

উত্তর:- ব্রিটিশ সরকার এবং তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে সাঁওতালদের সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।

49. সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?

উত্তর:- সাঁওতাল বিদ্রোহে সিধু ও কানু নামে দুই ভাই, চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ নেতৃত্ব দেন।

50. মহেন্দ্রলাল দত্ত কে ছিলেন?

উত্তর:- মহেন্দ্রলাল দত্ত ছিলেন দিঘি থানার একজন অত্যাচারী দারোগা, যিনি সাঁওতাল বিদ্রোহীদের হাতে নিহত হন।

51. সাঁওতাল বিদ্রোহ কোন্ কোন্ অঞ্চলে ছড়িয়ে পড়ে?

উত্তর:- সাঁওতাল বিদ্রোহ ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত, এমনকি বীরভূম ও মুরশিদাবাদ জেলার একাংশেও ছড়িয়ে পড়ে।

52. সাঁওতাল ছাড়াও কোন্ কোন্ শ্রেণির মানুষ সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে?

উত্তর:- সাঁওতাল ছাড়াও স্থানীয় কামার, কুমোর, তাঁতি প্রভৃতি পেশার মানুষ সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে।

53. সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর কী পরিণতি হয়?

উত্তর:- সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর ফাঁসি হয়।

54. আদিবাসী মুন্ডারা কোন্ কোন্ সম্প্রদায়ে বিভক্ত ছিল?

উত্তর:- আদিবাসী মুন্ডারা সাঁওতাল, কোল, ভূমিজ, হো প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

55. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর:- মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বিরসা মুন্ডা।

56. বিরসা মুন্ডা কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:- বিরসা মুন্ডা রাঁচি জেলার উলিহাত গ্রামে (১৮৭৫ খ্রি.) জন্মগ্রহণ করেন।

57. মুন্ডা বিদ্রোহ শুরু করার দিন কবে ধার্য হয়?

উত্তর:- মুন্ডা বিদ্রোহ শুরু করার দিন ধার্য হয় ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ ডিসেম্বর।

58. কে নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন?

উত্তর:- বিরসা মুন্ডা নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন।

59. বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন?

উত্তর:-বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিলেন সিং বোঙ্গা অর্থাৎ সূর্য দেবতা।

60.’খুঁৎকাঠি’ প্রথা কী?

উত্তর:- মুন্ডা সমাজে কৃষিজমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল যা ‘খুঁৎকাঠি’ প্রথা নামে পরিচিত।

61. কাদের ওপর মুন্ডা বিদ্রোহীদের আক্রমণ চলে?

উত্তর:- সরকারি অফিস, থানা, গির্জা আক্রমণের পাশাপাশি জমিদার মহাজন, পুলিশ ও ইংরেজ কর্মচারীদের ওপরও মুন্ডা বিদ্রোহীদের আক্রমণ চলে।

62. বিরসা মুন্ডা কীভাবে মারা যান?

উত্তর:- বিরসা মুন্ডা মাত্র ২৫ বছর বয়সে রাঁচি জেলে কলেরা রোগে আক্রান্ত হয়ে ১৯০০ খ্রিস্টাব্দে মারা যান।

63. কোন্ বিদ্রোহী ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করেছিলেন?

উত্তর:- মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করেছিলেন।

64. আদিবাসীরা কাদের ‘দিকু’ বলত?

উত্তর:- আদিবাসীরা বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ী প্রমুখকে ‘দিকু’ বলত।

65. ‘দামিন-ই-কোহ’-এর অর্থ কী?

উত্তর :- ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ হল ‘পাহাড়ের প্রান্তদেশ’।

66. কোন্ বিদ্রোহের ফলে, কবে ছোটোনাগপুর টেন্যান্সি অ্যাক্ট (প্রজাস্বত্ব আইন) পাস হয়?

উত্তর:- মুন্ডা বিদ্রোহের ফলে ১৯০৮ খ্রিস্টাব্দে ছোটোনাগপুর টেন্যান্সি অ্যাক্ট (প্রজাস্বত্ব আইন) পাস হয়।.

67. ভিল উপজাতি কোন্ কোন্ সময় বিদ্রোহে শামিল হয়?

উত্তর:- ভিল উপজাতি ১৮১৭-১৯, ১৮২৫, ১৮৩৫ এবং ১৮৪৬ খ্রিস্টাব্দে বিদ্রোহে শামিল হয়।

You may also like

Madhyamik history

দশম শ্রেণীর ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

১) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন- (A) রনজিত গুহ (B) অমলেশ ত্রিপাঠী (C) সুমিত সরকার (D) রামচন্দ্র গুহ উঃ