1.আনুমানিক কত বছর আগে জীবনের উৎপত্তি ঘটেছিল?
Ans- আনুমানিক 260 কোটি বছর আগে জীবনের উৎপত্তি ঘটেছিল।
2.পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব কোথায় ঘটেছিল?
Ans- পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব জলে ঘটেছিল।
3.অভিব্যক্তি কথাটি কে প্রথম প্রণয়ন করেন?
Ans- অভিব্যক্তি কথাটি হারবার্ট স্পেনসার প্রথম প্রণয়ন করেন।
4.কোন্ প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিলতম জীবদেহের সৃষ্টি হয়েছে?
Ans- অভিব্যক্তি বা বিবর্তন প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিলতম জীবদেহের সৃষ্টি হয়েছে।
5.জীবনের জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন কোন্ কোন্ বিজ্ঞানী?
Ans- জীবনের জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী মিলার ও উরে।
6.জৈব অণুসমৃদ্ধ সমুদ্রের ‘জলকে হ্যালডেন কী বলেছিলেন?
Ans- জৈব অণুসমৃদ্ধ সমুদ্রের জলকে হ্যালডেন বলেছিলেন হট ডায়ালিউট সুপ।
7.জীবন সৃষ্টির প্রথম পর্যায়ে বায়ুমণ্ডলে কোন্ গ্যাস ছিল না?
Ans- জীবন সৃষ্টির প্রথম পর্যায়ে বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাস ছিল না।
8.পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোশের নাম কী?
Ans- পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোশের নাম হল কোয়াসারভেট ।
9.পৃথিবীর প্রথম কোশীয় জীব কোন্টি? *
Ans পৃথিবীর প্রথম কোশীয় জীব হল মাইক্রোস্ফিয়ার।
10.মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিডের মিলনে কী সৃষ্টি হয়েছিল?
Ans- মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিডের মিলনে সৃষ্টি হয়েছিল প্রোটোবায়োন্ট বা আদিকোশ বা প্রোটোসেল ।
11.জীবন সৃষ্টির রাসায়নিক পদার্থগুলি কী কী ?
Ans- জীবন সৃষ্টির রাসায়নিক পদার্থগুলি হল অ্যামাইনো আসিড, বিভিন্ন শর্করা ও অ্যালডিহাইড।
12.সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায়?
Ans- সমুদ্রের জলে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল।
13.অভিব্যক্তি বা বিবর্তনের ধারায় উভচর প্রাণী কোন্ জীব থেকে সৃষ্টি হয়েছে?
Ans- অভিব্যক্তি বা বিবর্তনের ধারায় উভচর প্রাণী মৎস্য থেকে সৃষ্টি হয়েছে।
14.ল্যামার্ক তাঁর অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি কোন্ বই-এ লিপিবদ্ধ করেন?
Ans- ল্যামার্ক তাঁর অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি ফিলোসোফিক জুওলজিক বই-এ লিপিবদ্ধ করেন।
15.* অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের নিয়ম কে ব্যাখ্যা করেন?
Ans- বিজ্ঞানী ল্যামার্ক।
16.মনে ‘জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে’-এটি কার মতবাদ?
Ans- জ্যাঁ ব্যপ্তিস্তে দ্য মনেট ল্যামার্ক।
17.’অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ’ এই তত্ত্বের প্রবক্তা কে?
Ans- জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।
18.অভিব্যক্তির জনক কে?
Ans- অভিব্যক্তির জনক হল চার্লস ডারউইন।
19.কোন্দীপের উদ্ভিদ ও প্রাণীয় নমুন। পর্যবেক্ষণের ভিত্তিতে ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ প্রবর্তন করেন?
Ans- গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ।
20.স্কুল কোন্ জাহাজে করে ডারউইন গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে বিভিন্ন দ্বীপ পর্যবেক্ষণ করেন?
Ans- এইচ এম এস বিগল (H.M.S. Beagle) নামক জাহাজে করে ডারউইন গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপ পর্যবেক্ষণ করেন।
21.অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ?
Ans- চার্লস ডারউইনের মতবাদ
22.যোগ্যতমের উদ্দ্বর্তন কার মতবাদ?
Ans- চার্লস ডারউইন-এর মতবাদ।
23.** প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবস্তা কে?
Ans- চার্লস ডারউইন।
24. অস্তিত্বের জন্য সংগ্রাম কত রকমের?
Ans- অস্তিত্বের জন্য সংগ্রাম তিন রকমের।
25.ডারউইনের বিবর্তন সম্পর্কিত বইটির নাম কী?
Ans- অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস্ অফ ন্যাচারাল সিলেকশন
26.ডারউইনের মতবাদটির নাম কী?
Ans- প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব।
27.জৈব বিবর্তন মতবাদের জনক কাকে গণ্য করা হয়?
Ans- জৈব বিবর্তন মতবাদের জনক ল্যামার্ককে গণ্য করা হয়।
28.** ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো।
Ans- ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম ইয়োহিপ্পাস।
29.** ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো ?
Ans- দেহের আকার ও আয়তন বৃদ্ধি।
30.* গঠনগত ও উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবেয়া ভিন্ন অঙ্গসমূহকে কী বলে?
Ans- গঠনগত ও উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন অঙ্গসমূহকে সমসংস্থ অঙ্গ বলে।
31.*কার্যগতভাবে একই কিন্তু গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা অঙ্গসমূহকে কী বলে?
Ans- কার্যগতভাবে একই কিন্তু গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা অঙ্গসমূহকে সমবৃত্তীয় অঙ্গ বলে।
32.** অন্য কোনো প্রাণীতে উপস্থিত প্রজাপতির ডানার সমবৃত্তীয় একটি অঙ্গের নাম লেখো। মাধ্যমিক ’14]
Ans- প্রজাপতির ডানা ও বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গ।
33.** পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত কী জাতীয় অঙ্গের উদাহরণ?
Ans- পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গ হল ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত সমসংস্থ অঙ্গের উদাহরণ।
34.** পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন্ অঙ্গের মিল আছে?
Ans- অগ্রপদ।
35.** মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ?
Ans- মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল ভার্মিফর্ম অ্যাপেনডিক্স এবং কক্সিস।
36.উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
Ans- উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল কালকাসুন্দার স্ট্যামিনোড (বন্ধ্যা পুংকেশর) এবং শতমূলীর পিস্টিলোড (বন্ধ্যা গর্ভকেশর)।
37.জীবাশ্ম কাকে বলে?
Ans- প্রস্তরীভূত জীবদেহ বা দেহাংশ কিংবা প্রস্তরে তার ছাপকে, জীবাশ্ম বলে।
38.একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও ?
Ans- একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ হল আর্কিওপটেরিক্স।
39.এত বর্তমানের উটপাখি উড়তে না পারার কারণ সম্পর্কে ল্যামার্কের মত কী?
Ans- বর্তমানের উটপাখি উড়তে না পারার কারণ সম্পর্কে ল্যামার্কের মত হল-অব্যবহারের ফলে ডানা নিষ্ক্রিয় হয়ে যাওয়া।
40.মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি?
Ans- মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গটি হল নিকটিটেটিং পর্দা।
41.একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
Ans- একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল পেরিপেটাস।
42.উদ্ভিদজগতে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
Ans- উদ্ভিদজগতে একটি জীবন্ত জীবাশ্ম হল নিটাম।
43.মাছের হৃৎপিণ্ডে ক-টি প্রকোষ্ঠ দেখা যায়?
Ans- মাছের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ দেখা যায়।
44.কুমিরের হৃৎপিণ্ড ক-টি প্রকোষ্ঠযুক্ত?
Ans- কুমিরের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠযুক্ত।
45.অ্যানিলিডা ও আর্থ্রোপোডার সংযোগী প্রাণীটি কী?
Ans- অ্যানিলিডা ও আর্থ্রোপোডার সংযোগী প্রাণীটি হল পেরিপেটাস।
46. সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীটির নাম কী?
Ans- সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীটি হল প্লাটিপাস বা হংসচঞ্চু।
47. ঘোড়ার কোন্ জীবাশ্মের পিছনের পায়ে তিনটি আঙুল ছিল?
Ans- ঘোড়ার ইয়োহিঙ্গাস জীবাশ্মের পিছনের পায়ে তিনটি আঙুল ছিল।
48.বায়োজেনেটিক সূত্র কোন্ বিজ্ঞানী প্রবর্তন করেন?
Ans- বায়োজেনেটিক সূত্র বিজ্ঞানী হেকেল প্রবর্তন করেন।
49.বায়োজেনেটিক সূত্র কীসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
Ans- বায়োজেনেটিক সূত্র বিভিন্ন শ্রেণির মেরুদন্ডী প্রাণীর ভূণের সাদৃশ্যগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
50.* কোন্ জার্মান বিজ্ঞানী ইঁদুরের লেজ কেটে অভিব্যক্তির তত্ত্বটি জানার চেষ্টা করেন?
Ans- বিজ্ঞানী ভাইসম্যান।
51. হাতি কত বছরে একটি সন্তান প্রসব করে?
Ans- 12 বছরে।
52.ঘোড়ার কোন্ পূর্বপুরুষের একটি অগ্র ও পশ্চাদ পদে 3টি করে আঙুল ছিল?
Ans- মেসোহিপ্পাস।
53.আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম কী?
Ans- ইক্যুয়াস ফেরাস ক্যাবেল্লাস (Equus ferus caballus)
54.জয় নিষ্ক্রিয় পুংকেশরকে কী বলে?
Ans- স্ট্যামিনোড।
55.* নিষ্ক্রিয় গর্ভকেশরকে কী বলে?
Ans- পিস্টিলোড।
56.আজ থেকে কত বছর আগে ঘোড়ার উৎপত্তি হয়?
Ans- প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে।
57.জল কোন্ মহাযুগে জীবনের আবির্ভাব হয়েছিল?
Ans- প্রোটেরোজোইক মহাযুগে।
58.সে কোন্ মহাযুগে মানুষের আবির্ভাব হয়েছে?
Ans- সিনোজোইক মহাযুগে।
59.তে জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম করো।
Ans- গিঙ্গো বাইলোবা (Gingo biloba) ও সাইকাস রিভোলিউটা (Cycas revoluta)।
60.সর্বাপেক্ষা প্রাচীনতম মৎস্য কোন্টি/মাছের জীবন্ত জীবাশ্ম কোন্টি?
Ans- সিলাকান্ত মাছ।
61.পৃথিবীর প্রাচীনতম পাখি কোন্টি?
Ans- প্রোটোঅ্যাভিস। এই পাখিটি আর্কিওপটেরিক্স থেকে প্রায় 71/2 কোটি বছরের পুরোনো বলে মনে করা হয়।
62.জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কী আখ্যা দিয়েছেন?
Ans- অস্তিত্বের জন্য সংগ্রাম।
63.উটপাখির লুপ্তপ্রায় অঙ্গ কী?
Ans- ডানা।
64.সাপের লুপ্তপ্রায় অঙ্গ কী?
Ans- পদ বা পা।
65. কোন্ প্রাণীদের সক্রিয় অঙ্গ সিকাম?
Ans- তৃণভোজী প্রাণীদের (যেমন-ঘোড়া)।
66. কোন্ মাছের দেহে ফুসফুস আছে?
Ans- লাং ফিস বা ডিপনই।
67.** মানুষের অ্যাপেনডিক্স কোন্ অঙ্গের লুপ্তপ্রায় অঙ্গ?
Ans- সিকাম।
68.মানুষের পৌষ্টিকনালীর সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটির নাম কী?
Ans- ভার্মিফর্ম অ্যাপেনডিক্স।
69. মিউট্যান্ট কাকে বলে?
Ans- মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে মিউট্যান্ট বলে।
70.চলে সায়ানোজেন মতবাদটি কে দেন?
Ans- জার্মান বিজ্ঞানী ফুজার।
71.*ওপারিন ও হ্যালডেনের মতবাদকে কী বলা হয়?
Ans- রাসায়নিক বিবর্তনবাদ।
72.মিলার ও উরের পরীক্ষায় উৎপাদিত দুটি যৌগের নাম করো।
Ans- গ্রাইকোলিক অ্যাসিড, সেরিসিন।
73.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কী?
Ans- RNA, যেহেতু RNA-র নির্দেশে প্রোটিন গঠিত হয় তাই বিজ্ঞানীরা মনে করেন, প্রথমে RNA গঠিত হয়েছিল।
74.** একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত?
Ans- কুমির।
75. কোন্ প্রাণীতে স্থায়ীভাবে গলবিলীয় ফুলকা ছিদ্র দেখা যায়?
Ans- মাছের দেহে দ্যাখা যায়।।
76. হাঁসের পূর্বপুরুষদের পায়ের আঙুলের মধ্যে না থাকার কারণ কী?
Ans- হাঁসের পূর্বপুরুষ ডাঙায় বাস করত, তাই লিপ্তপদ ছিল না। জলে বাস করতে শুরু করায় সাঁতারের সুবিধার্থে ক্রমাগত ব্যবহারজনিত চেষ্টার ফল হিসেবে লিপ্তপদ সৃষ্টি হয়েছে।
77.কুকুরের সঙ্গে কুকুরের সংগ্রাম কী ধরনের সংগ্রাম?
Ans- অন্তঃপ্রজাতি (একই প্রজাতির বিভিন্ন প্রতিনিধিদের মধ্যে) সংগ্রাম।
78. জীবন সংগ্রামে কারা জয়ী হয়?
Ans- পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যে সকল জীবের মধ্যে অনুকূল প্রকরণের সৃষ্টি হয়, অর্থাৎ যারা যোগ্যতম তারাই জীবন সংগ্রামে জয়ী হয়।
79.হাতির আদিপুরুষের নাম কী?
Ans- মোয়েরিথেরিয়াম (Moeritherium)।
80.আধুনিক হাতির বিজ্ঞানসম্মত নাম কী?
Ans- এলিফাস (Elephus)।
81.বিবর্তনের সর্বজন সমন্বিত তত্ত্বটি কী?
Ans আধুনিক সংশ্লেষণবাদ।
82. * ‘ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়’ (Ontogeny repeats phylogeny)-এই মতবাদের প্রবক্তা?
Ans- বিজ্ঞানী হেকেল।
83.উদ্দ্বংশীয় জীব থেকে যে জটিল ধারায় নতুন প্রজাতির জীবের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ans- জৈব অভিব্যক্তি।
84.রাসায়নিক সংশ্লেষ মতবাদ’টি কার?
Ans- ওপারিন ও হ্যালডেন।
85. কীসের প্রভাবে ক্ষুদ্র জৈব অণু তৈরি হয়েছিল?
Ans- মহাজাগতিক রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, সৌরবিকিরণ ও তড়িৎমোক্ষণ।
86.রাসায়নিক সংশ্লেষের স্বপক্ষে কোন্ কোন্ বিজ্ঞানী ল্যাবরেটরিতে পরীক্ষা পর্যবেক্ষণ করেন?
Ans- স্টানলি মিলার ও হ্যারল্ড উরে।
87.মিলার ও উরের পরীক্ষায় কোন্ কোন্ অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়েছিল?
Ans- গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড ও গ্লুটামিক অ্যাসিড।
88.প্রাচীন পৃথিবীর পরিবেশ কী প্রকৃতির ছিল?
Ans- অক্সিজেনবিহীন বিজারক পরিবেশ।
89.কোয়াসারভেট মডেলে’র প্রবক্তা কে ছিলেন?
Ans- আলেকজান্ডার ওপারিন।
90.মাইক্রোস্ফিয়ার’ মডেলের প্রবস্তা কে ছিলেন?
Ans- বিজ্ঞানী সিডনি ফক্স।
91.তামিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত?
Ans- 2:2:1
92. স্বতঃস্ফূর্ত জীব সৃষ্টির মতবাদ কোন্ বিজ্ঞানী বাতিল করেন?
Ans- লুই পাস্তুর।
93.এর জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কী বলে?
Ans- প্যালিওন্টোলজি।
94.Age of Reptiles’ কোন্ যুগকে বলা হয়?
Ans- মেসোজোয়িক যুগকে।
95. একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
Ans- স্ফেনোডন (Phrynosoma sp.)
96.এন ল্যামার্কের মতবাদ প্রকাশিত হওয়ার কত বছর পর ডারউইনের মতবাদ প্রকাশিত হয়?
Ans- প্রায় 50 বছর পর 1859 খ্রিস্টাব্দে।
97.ইয়োহিপ্লাসের উচ্চতা কত ছিল?
Ans- 11 ইঞ্চি।
98. কুমড়োর আকর্ষ ও মটরের আকর্ষ কীসের উদাহরণ?
Ans- সমবৃত্তীয় অঙ্গ।
99. ‘একচক্রী হৃৎপিণ্ড’ কাদের দেখা যায়?
Ans- মাছদের।
100. কোন্ প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডে দুটি অলিন্দ ও একটি -নিলয় বর্তমান?
Ans- উভচর বা অ্যাম্ফিবিয়া (যেমন-ব্যাং)।
101.চলো কোন্ প্রাণীগোষ্ঠীর জীবের হৃৎপিন্ডে অলিন্দ ও একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় বর্তমান?
Ans- সরীসৃপ বা রেপটিলিয়া (যেমন-গিরগিটি)।
102.’ঘৃণগঠন ও পরিস্ফুরণজনিত’ বিদ্যাকে কী বলে?
Ans- এম্ব্রায়োলজি (Embrayology)।
103.প্রত্যেক উন্নত জীবের জন্মের এককোশী দশাটির নাম কী?
Ans- ঘৃণাণু বা জাইগোট (Zygote)।
104.ভ্রুণ, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, মরুলা ও জাইগোট- এগুলিকে • সঠিক ক্রমানুযায়ী লেখো।
Ans- জাইগোট মরুলা ব্লাস্টুলা গ্যাস্টুলা ভ্রুণ।
105.কোন্ প্রাণীর হৃৎপিন্ডে ‘ফোরামেন অব্ প্যানিজা’ বর্তমান?
Ans- কুমির।
106.’রিক্যাপিচুলেশন তত্ত্ব’-এর প্রবক্তা কে?
Ans- হেকেল ।