Madhyamik Life Science

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

১. প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন।

ক) জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক
খ) গ্রেগর জোহান মেন্ডেল
গ) চার্লস ডারউইন
ঘ) স্ট্যানলি মিলার

উত্তর:-গ্রেগর জোহান মেন্ডেল ।

২.Bbir জেনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?

ক) 2
খ) 3
গ) 1
ঘ) 4

উত্তর:-২

৩. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে পরবর্তী অপত্য জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে-

ক) 25%
খ) 75%
গ) 50%
ঘ) 100%

উত্তর:-50%

৪.একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ণ করা হলে F₁ জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা-

ক) 25%
খ) 50%
গ) 75%
ঘ) 100%

উত্তর:-100%

৫. একটি সংকর দীর্ঘ [Tt] এবং একটি বিশুদ্ধ খর্ব [it] মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে-

ক)সকলই দীর্ঘ
খ)সকলই খর্ব
গ)50% দীর্ঘ, 50% খর্ব
ঘ)75% দীর্ঘ, 25% খর্ব

উত্তর:-50% দীর্ঘ, 50% খর্ব

৬.মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ট একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য?

ক)44A + XX
খ)44A + XXY
গ)44A + XY
ঘ)44A + XYY

উত্তর:-মানুষের ক্ষেত্রে 44A + XX একজন ।

৭.জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন-

ক) বেটসন
খ) মরগ্যান
গ) মেন্ডেল
ঘ) জোহানসেন

উত্তর:- জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন বেটসন।

৮.বংশগতির জনক হল-

ক) ল্যামার্ক
খ) ডারউইন
গ) মেন্ডেল
ঘ) দ্য প্রিস

উত্তর:-মেন্ডেল

৯. মেন্ডেল আবিষ্কৃত সূত্র যে নামে পরিচিত, তা হল-

ক) মেন্ডেলবাদ
খ) জেনেটিক্স
গ) একসংকর জনন
ঘ) দ্বিসংকর জনন

উত্তর:-মেন্ডেলবাদ

১০.জিন কথাটি প্রথম ব্যবহার করেন-

ক)মেন্ডেল
খ)বেটসন
গ)জোহানসেন
ঘ)মরগ্যান

উত্তর:- জিন কথাটি প্রথম ব্যবহার করেন জোহানসেন।

১১.কোন বিজ্ঞানী জেনেটিক্সের সাথে জড়িত নয়?

ক) হরগোবিন্দ খোরানা
খ) উইলিয়াম হার্ভে
গ) মরগ্যান
ঘ) মুলার

উত্তর:-হরগোবিন্দ খোরানা

১২.মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকরণের উদাহরণ হল-

ক) রোলার জিভ
খ) সংযুক্ত কানের লতি
গ) হিমোফিলিয়া
ঘ) বর্ণান্ধতা

উত্তর:- মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকরণের উদাহরণ হল সংযুক্ত কানের লতি।

১৩.মানুষের মুক্ত কানের লতি হল-

ক) প্রকট বৈশিষ্ট্য
খ) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
গ) লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য
ঘ) কোনোটিই নয়

উত্তর:-মানুষের মুক্ত কানের লতি হল প্রকট বৈশিষ্ট্য।

১৪. মানুষের রোলার জিভের বৈশিষ্ট্য প্রকাশিত হয়-

ক) হোমোজাইগাস অবস্থায়
খ) হেটারোজাইগাস অবস্থায়
গ) হোমোজাইগাস ও হেটারোজাইগাস উভয় অবস্থায়
ঘ) কোনোটিই নয়

উত্তর:-হোমোজাইগাস ও হেটারোজাইগাস উভয় অবস্থায়

১৫. বংশগতিতে বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যকে বলে-

ক) মনোহাইব্রিড
খ) ডাইহাইব্রিড
গ) হোমোজাইগাস
ঘ) অ্যালিল

উত্তর:-বংশগতিতে বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যকে বলে অ্যালিল।

১৬. খাঁটি জীব সবসময়ই হয়-

ক) হোমোজাইগাস
খ) এদের কোনোটিই নয়
গ) ক ও ঘ উভয়ই
ঘ) হেটারোজাইগাস

উত্তর:- খাঁটি জীব সবসময়ই হয় হোমোজাইগাস।

১৭.*একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সম্ভাব্য জিনোটাইপ কীরকম-

ক) Tt
খ) TT
গ) tt
ঘ) tT

উত্তর:-TT

১৮.মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ণ পরীক্ষা করেন?

ক) পাঁচ জোড়া
খ) দুই জোড়া
গ) সাত জোড়া
ঘ) দশ জোড়া

উত্তর:-সাত জোড়া

১৯. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোন্ জোড়াটি মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেন?

ক) লম্বা গাছ ও কাক্ষিক মুকুল
খ) বেঁটে গাছ ও গোলাকার বীজ
গ) হলুদ বর্ণের শুঁটি ও কুণ্ঠিত বীজ
ঘ) সবুজ বর্ণের শুঁটি ও বেঁটে গাছ

উত্তর:-সবুজ বর্ণের শুঁটি ও বেঁটে গাছ।

২০.একসংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত হল-

ক)1:2:1
খ)1:1:2
গ)1:2:2
ঘ)2:1:2

উত্তর:- একসংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত হল 1:2:1 ।

২১.মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত হল-

ক) 2:1
খ) 1:1
গ) 3:1
ঘ) 4:1

উত্তর:- মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত হল 3: 1।

২২)একসংকর জননে F2 জনুতে খাঁটি প্রকট ও খাঁটি প্রচ্ছন্ন জীবের অনুপাত হবে-

ক) 25:25
খ) 25:75
গ) 50:50
ঘ) 75:25

উত্তর:-একসংকর জননে F2 জনুতে খাঁটি প্রকট ও খাঁটি প্রচ্ছন্ন জীবের অনুপাত হবে 25: 25 ।

২৩. অ্যালিল হল-

ক) সমসংস্থ ক্রোমোজোম
খ) বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য
গ) জিনের পরিবর্তিত রূপ
ঘ) কোনোটিই নয়

উত্তর:- অ্যালিল হল বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য।

২৪.নীচের কোন্টি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা?

ক) সম্পূর্ণ প্রকটতা
খ) অসম্পূর্ণ প্রকটতা
গ) প্রচ্ছন্নতা
ঘ) মিউটেশন বা প্রকরণ

উত্তর:-অসম্পূর্ণ প্রকটতা ।

২৫.মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের পুনরুদ্ধার করেন-

ক) হুগো ডি-প্রিস
খ) শের-ম্যাক
গ) কোরেন্স
ঘ) সবকটি

উত্তর:- সবকটি

২৬. বেঁটে মটরগাছগুলি সর্বদাই-

ক) হেটারোজাইগাস
খ) হোমোজাইগাস
গ) সংকর বেঁটে
ঘ) কোনোটিই নয়

উত্তর:-হোমোজাইগাস ।

২৭.নীচের কোন্ বৈশিষ্ট্যটি মটরগাছের ক্ষেত্রে প্রকট?

ক) হলুদ বীজপত্র
খ) কুস্মিত বীজত্বক
গ) হলুদ ফলত্বক
ঘ) সাদা ফুল

উত্তর:- মটরগাছের ক্ষেত্রে প্রকট হলুদ বীজপত্র।

২৮.কোনো জীবের জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলে-

ক) অভিব্যক্তি
খ) মিউটেশন
গ) অভিযোজন
ঘ) অ্যালিল

উত্তর:- কোনো জীবের জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে।

২৯.একসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কোন্ সূত্রটি প্রণয়ন করেন, তা হল-

ক) প্রকটতার সূত্র
খ) পৃথকীভবন সূত্র
গ) স্বাধীনবিন্যাস সূত্র
ঘ) স্বতন্ত্র শ্রেণিভুক্তিকরণ সূত্র

উত্তর:- একসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল পৃথকীভবন সূত্রটি প্রণয়ন করেন ।

৩০. দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল যে সূত্রটি প্রণয়ন করেন, তা হল-

ক) স্বাধীনবিন্যাস সূত্র
খ) স্বাধীনবণ্টনের সূত্র
গ) পৃথকীভবন সূত্র
ঘ) কোনোটিই নয়

উত্তর:- দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল যে সূত্রটি প্রণয়ন করেন, তা হল স্বাধীনবিন্যাস সূত্র।

৩১.মটর ফুলে স্বপরাগযোগ ঘটবার কারণটি হল মটর ফুল উভলিঙ্গ প্রকৃতির-

ক) একলিঙ্গা
খ) পুংলিঙ্গ
গ) উভলিঙ্গ
ঘ) স্ত্রীলিঙ্গ

উত্তর :- মটর ফুলে স্বপরাগযোগ ঘটবার কারণটি হল মটর ফুল উভলিঙ্গ প্রকৃতির একলিঙ্গ।

৩২. কোন্ ক্ষেত্রে F₂ জনুর ফেনোটাইপিক ও জেনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1-

ক) অসম্পূর্ণ প্রকটতা
খ) সম্পূর্ণ প্রকটতা
গ) অপ্রকটতা
ঘ) মেন্ডেলীয় প্রকটতা

উত্তর:- অসম্পূর্ণ প্রকটতা F2 জনুর ফেনোটাইপিক ও জেনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 ।

৩৩.AaBb জিনোটাইপযুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে?

ক)দুই প্রকার
খ)তিন প্রকার
গ)চার প্রকার
ঘ)পাঁচ প্রকার

উত্তর:-চার প্রকার

৩৪.কেবলমাত্র একটি বৈশিষ্ট্যের সাপেক্ষে পিতৃ ও মাতৃ জনুর ক্রসকে বলে-

ক)একসংকর জনন
খ)দ্বিসংকর জনন
গ)ত্রিসংকর জনন
ঘ)সংকরায়ণ

উত্তর:-একসংকর জনন।

৩৫. ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে, তাকে বলে ওই জিনের-

ক)অ্যালিল
খ)অ্যালিলোমর্ফ
গ) জিনোস
ঘ)লোকাস

উত্তর:- লোকাস ।

৩৬.দুটি সংকর (Tt) উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটলে F₁ জনুতে কত প্রকারের জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে?

ক)এক প্রকার
খ)তিন প্রকার
খ)দুই প্রকার
গ)চার প্রকার

উত্তর:-তিন প্রকার ।

৩৭.কোন্ প্রকার পরাগযোগ ঘটানোর জন্য ইমাসকুলেশন করা হয়?

ক) স্বপরাগযোগ।
খ) বিপরীত পরাগযোগ।
গ) ইতর পরাগযোগ।
ঘ) ক ও‌ গ উভয়ই ।

উত্তর:-স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ ।

৩৮.জয়া ইতর পরাগযোগ ঘটানোর উদ্দেশ্যে কোনো উভলিঙ্গ ফুল থেকে পুংকেশরগুলি কেটে বাদ দেওয়ার পদ্ধতিবে বলে-

ক) ব্যাগিং
খ) ইমাসকুলেশন
গ) ট্যাগিং
ঘ) সংকরায়ণ

উত্তর:-ইমাসকুলেশন।

৩৯.যে সংকরায়ণ পরীক্ষায় দুটি জনিত্বর প্রত্যেকটিকে একবার পুরুষ ও একবার স্ত্রী জনিত্ব জীব হিসেবে ব্যবহার করা হয় তাকে বলে-

ক) রেসিপ্রোকাল এস
খ) হেমিগ্যামেটিক
গ) মনোহাইব্রিড এস
ঘ) হাইব্রিডাইজেশন

উত্তর:- রেসিপ্রোকাল এস ।

৪০.মানুষের ক্ষেত্রে পুরুষরা সর্বদাই-

ক) হোমোগ্যামেটিক
খ) হেটারোগ্যামেটিক
গ) হেমিগ্যামেটিক
ঘ) ডাইজাইগোটিক

উত্তর:-হেটারোগ্যামেটিক ।

৪১. নীচের কোল্টি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি?

ক) XX – XO
খ) ZZ-ZW
গ) XX-XY
ঘ) zz-zo

উত্তর:- XX-XY মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ।

82.মানুষের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?

ক) মাতা
খ) মাতার ভূমিকা 50%, পিতার ভূমিকা 50%
গ) পিতা
ঘ) মাতার ভূমিকা 25%,পিতার ভূমিকা 75%

উত্তর:- পিতা

৪৩. পুরুষ লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোন্ -টি?

ক) XX
খ) XY
গ) XYY
ঘ) XXY

উত্তর:- XY ।

৪৪.গোল মটরবীজের বিপরীত বৈশিষ্ট্য কোন্টি?

ক) মসৃণ
খ) সবুজ
গ) হলুদ
ঘ) কুঞ্চিত

উত্তর:- কুঞ্চিত

৪৫.যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোনোটি প্রকাশিত না হয়ে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয় তখন সেই ঘটনাকে কী বলে?

ক) সম্পূর্ণ প্রকটতা
খ) অসম্পূর্ণ প্রকটতা
গ) অপ্রকটতা
ঘ) মেন্ডেলীয় প্রকটতা

উত্তর:-অসম্পূর্ণ প্রকটতা

৪৬. কোন্ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়?

ক) হোমোজাইগাস
খ) উভয়ই
গ) হেটারোজাইগাস
ঘ) কোনোটিই নয়

উত্তর:-হোমোজাইগাস ।

৪৭.জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল-

ক) DNA
খ) RNA
গ) ক ও খ উভয়ই
ঘ) কোনোটিই নয়

উত্তর:- জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল DNA।

৪৮.মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত হল-

ক) 9:3:3:1
খ) 9:8:2:3:4
গ) 9:8:3:3:1
ঘ) 3:3:1:7

উত্তর:-9:3:3:1 ।

৪৯. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর হলুদ-গোল বীজযুক্ত মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটলে F_{2} জনুতে উৎপন্ন সবুজ-কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে-

ক) YyRr
খ) yyRr
গ) ууrr
ঘ) Үуrr

উত্তর:- ууrr ।

৫০.মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F_{2} অপত্য বংশে লম্বা ফিনোটাইপযুক্ত মটর গাছ উৎপন্ন হয়-

ক) 50%
খ) 75%
গ) 25%
ঘ) 100%

উত্তর:-75% ।

You may also like

Madhyamik Life Science

WBBSE Madhyamik জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

  • December 10, 2024
প্রশ্ন ১: সংবেদনশীলতার সংজ্ঞা কী? উত্তর: উদ্দীপকের প্রভাবে জীবের সাড়াপ্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। প্রশ্ন ২: উদ্দীপক কাকে বলে? উত্তর: যে
Madhyamik Life Science

মাধ্যমিক জীবন বিজ্ঞান (প্রথম অধ্যায়) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন ও উত্তর

  • December 12, 2024
প্রশ্ন ১: সংবেদনশীলতার সংজ্ঞা কী? উত্তর: উদ্দীপকের প্রভাবে জীবের সাড়াপ্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। প্রশ্ন ২: উদ্দীপক কাকে বলে? উত্তর: যে