1. ওজন হিসাবে বায়ুমন্ডলে ট্রপোস্ফিয়ার
(a) 25
(b) 50
(c) 75
(d) 40
উত্তর:- 75
2. বায়ুমন্ডলের ঊর্ধ্বতম স্তরটি হল
(a) থার্মোস্ফিয়ার
(b) এক্সোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর:-ম্যাগনেটোস্ফিয়ার
3. অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীর জীব জগৎকে রক্ষা করে তা হলো-
(a) আয়োনোস্ফিয়ার
(b) ওজোনোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
উত্তর:- ওজোনোস্ফিয়ার
4. ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুর চাপ কি হয়-
(a) বৃদ্ধি পায়
(b) প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
(c) হ্রাস পায়
(d) একই থাকে
উত্তর:- হ্রাস পায়
5. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল কোনটি-
(a) ট্রপোস্ফিয়ার
(b) মেসোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার।
উত্তর:- মেসোস্ফিয়ার
6. আগুনে বরফ হল-
(a) মিথেন
(b) কার্বন ডাই অক্সাইড
(c) মিথানল
(d) মিথেন হাইড্রেট
উত্তর:-মিথেন হাইড্রেট
7. বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে-
(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) মেসোস্ফিয়ার
(c) আয়নোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
উত্তর:-স্ট্র্যাটোস্ফিয়ার
৪. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায় ছিল-
(a) 1003 মিলিবার
(b) 1013 মিলিবার
(c) 1030 মিলিবার
(d) 1300 মিলিবার
উত্তর:- 1013 মিলিবার
9. বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি?-
(a) ট্রপোস্ফিয়ার
(b) মেসোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) এক্সোস্ফিয়ার
উত্তর:- ট্রপোস্ফিয়ার
10. প্রধান গ্রীন হাউস গ্যাস হল-
(a) CFC
(b) CO2
(c) CH4
(d) 02
উত্তর:- CO2
11. গ্রীন হাউস এফেক্ট এর জন্য দায়ী কে-
(a) গামা রশ্মি
(b) অতিবেগুনি রশ্মি
(c) X রশ্মি
(d) ইনফ্রারেড রশ্মি
উত্তর: (d) ইনফ্রারেড রশ্মি
12. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য যে গ্যাসটির অবদান সবচেয়ে বেশি-
(a) নাইট্রাস অক্সাইড
(b) মিথেন
(c) কার্বন ডাই অক্সাইড
(d) জলীয় বাষ্প
উত্তর:- কার্বন ডাই অক্সাইড
13. নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস-
(a) নাইট্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রাস অক্সাইড
(d) হাইড্রোজেন
উত্তর:-নাইট্রাস অক্সাইড
14. প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরের ওজন ক্ষয় সহায়তা করে-
(a) NO
(b) NO2
(c) NO3
(d) CFC
উত্তর:- CFC
15. গ্রীন হাউজ প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইড এর অবদান-
(a) 10%
(b) 30%
(c) 50%
(d) 80%
উত্তর:- 50%
16. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে-
(a) গামা রশ্মি
(b) অতি বেগুনি রশ্মি
(c) দৃশ্যমান আলোকরশ্মি
(d) অবলোহিত রশ্মি
উত্তর:-অবলোহিত রশ্মি
17. সৌর কোষে অর্ধপরিবাহী হিসাবে ব্যবহৃত হয় যা হল-
(a) জার্মেনিয়াম
(b) অ্যালুমিনিয়াম
(c) সিলিকন
(d) গ্রাফাইট
উত্তর:- সিলিকন
18. বায়ো গ্যাসের মূল উপাদান হলো-
(a) CH4
(b) 02
(c) N2
(d) CO2
উত্তর:- CH4
19. আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য হল-
(a) জলীয় বাষ্প যুক্ত
(b) উচ্চ জ্বলনাঙ্ক
(c) উচ্চ তাপন মূল্য
(d) দামে সস্তা
উত্তর:-উচ্চ তাপন মূল্য
20. কোনটি বায়োমাস শক্তির উৎস নয়?-
(a) কাঠ
(b) চারকোল
(c) গোবর
(d) পারমাণবিক বিভাজন
উত্তর:- পারমাণবিক বিভাজন
21. প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়-
(a) গোবর গ্যাস
(b) প্রাকৃতিক গ্যাস
(c) কয়লা
(d) পেট্রোলিয়াম
উত্তর:-গোবর গ্যাস
22. তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি-
(a) ডিজেল
(b) LPG
(c) পেট্রোল
(d) কেরোসিন
উত্তর:- LPG
23. মিথেন হাইড্রেট পদার্থটি কোন ভৌত অবস্থায় থাকে-
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাস
(d) যেকোনো ভৌত অবস্থায়
উত্তর:- কঠিন
24. কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?-
(a) মিথেন
(b) ইথেন
(c) ওজন
(d) নাইট্রোজেন
উত্তর:- মিথেন
25. মিথেন হাইড্রেটের সংকেত হল-
(a) CH4,23H2O
(b) CH3OH
(c) 3CH4,24H2O
(d) 4CH4,23H2O
উত্তর:-4CH4,23H2O
26. বায়ো ডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল-
(a) আম
(b) সেগুন
(c) জ্যাট্রোফা
(d) শাল
উত্তর:-জ্যাট্রোফা
27. একটি অপ্রচলিত শক্তির উৎস হল –
(a) বায়োগ্যাস
(b) পেট্রোল
(c) কয়লা
(d) কেরোসিন
উত্তর:- বায়োগ্যাস
28. একটি পেট্রো প্লান্ট এর উদাহরণ হল-
(a) সেগুন
(b) পাইন
(c) কাঁঠাল
(d) ইউফোরবিয়েসি
উত্তর:- ইউফোরবিয়েসি
29. বায়ো গ্যাসে মিথেনের শতকরা পরিমাণ হলো-
a) 60%
(b) 40%
(c) 70%
(d) 10%
উত্তর: (a) 60%
30. Sweet gas বলা হয় যে গ্যাসকে-
(a) নাইট্রোজেন
(b)Coalbed methane
(c) অক্সিজেন
(d) কার্বন ডাই অক্সাইড
উত্তর:-Coal bed methane
31. গ্রীন হাউস গ্যাস না থাকলে পৃথিবীর উষ্ণতা হত-
(a) -23°C
(b) 15°C
(c) 0°C
(d) 32°C
উত্তর:- -23°C
32. প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
A. মিথেন
B. জলীয় বাস্প
C. কার্বন-ডাই-অক্সাইড
D. নাইট্রোজেন
উত্তর:- নাইট্রোজেন
33. স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা-
A. বাড়ে
B. কমে
C. একই থাকে
D. বলা সম্ভব নয়
উত্তর:- বাড়ে
34. বায়োগ্যাসের মূল উপাদান হলো –
A. CO2
B. 02
C. CH4
D. H2
উত্তর:- CH4
35. নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না –
A. CFC
B. CO2
C. NO2
D. NO
উত্তর:- CO2
36. গ্রীন হাউস প্রভাব সৃষ্টিতে নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?
A. জলীয় বাস্প
B. CFC
C. CO2
D. CH4
উত্তর:- CO2
37. মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন স্তরে –
A. স্ট্রাটোস্ফিয়ার
B. মেসোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার
D. ট্রপোস্ফিয়ার
উত্তর:- থার্মোস্ফিয়ার
38. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় কোনটি?
A. N02
B. SO2
C. N2
D. C02
উত্তর: – N2
39. কোনটির তাপনমূল্য সবচেয়ে বেশি ?
A. কয়লা
B. ডিজেল
C. কাঠ
D. LPG
উত্তর:- LPG
40. নিচের কোন গ্যাসটি ওজন স্তরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে ?
A. CFC
B. CO2
C. NO2
D. NO
উত্তর: – CFC
41. প্রদত্ত কোন গ্যাস দুটি গ্রীন হাউস গ্যাস নয় ?
A. O2 , CO2
B. H2 , CFC
C. O2 , H2
D. CFC , NO
উত্তর: – O2 , H2
42. জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমান বাড়িয়ে দেয় , সেটি হলো –
A. CFC
B. C02
C. NO2
D. CH4
উত্তর:-. C02
43. ক্ষুব্ধমন্ডল কোন স্তরকে বলে ?
A. স্ট্রাটোস্ফিয়ার
B. মেসোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার
D. ট্রপোস্ফিয়ার
উত্তর: – ট্রপোস্ফিয়ার
44. ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে –
A. ডবসন
B. ডেসীবেল
C. পারসেক
D. কোনটিই নয়
উত্তর:- ডবসন
45. উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাই কোন স্তরে –
A. স্ট্রাটোস্ফিয়ার
B. মেসোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার
D. ট্রপোস্ফিয়ার
উত্তর: – স্ট্রাটোস্ফিয়ার
46. কোনটি বায়োমাস শক্তির উৎস নয় ?
A. কাঠ
B. চারকোল
C. গোবর
D. পারমাণবিক বিভাজন
উত্তর:-. পারমাণবিক বিভাজন