Madhyamik Physical Science

ক্লাস 10 ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্ন ও উত্তর

ক্লাস 10 ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্ন ও উত্তর

1. CGS পদ্ধতিতে চাপের একক কী?

উত্তর:- CGS পদ্ধতিতে চাপের একক dyn/cm²।

2. Pa (পাস্কাল) ও N / (m ^ 2) -এর মধ্যে সম্পর্ক কী?

উত্তর:- Pa ও N / (m ^ 2) -এর মধ্যে সম্পর্কটি হল-1 Pa = 1N / (m ^ 2.1)

3. কোনো গ্যাসের চাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর:- কোনো গ্যাসের চাপ গ্যাসটির ভর, আয়তন ও উয়তার ওপর নির্ভর করে।

4. নির্দিষ্ট চাপে রাখা কিছু পরিমাণ গ্যাসের আয়তন কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর:- নির্দিষ্ট চাপে রাখা কিছু পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসটির উয়তার ওপর নির্ভর করে।

5. গ্যাসের আয়তন পরিমাপক একক কী?

উত্তর:- গ্যাসের আয়তন পরিমাপক একক হল লিটার (L)।

6. লিটারের সঙ্গে SI-তে আয়তনের এককের সম্পর্ক লেখো।
অনুরূপ প্রশ্ন, লিটারের সঙ্গে ঘন মিটারের সম্পর্ক কী?
অনুরূপ প্রশ্ন, 1L=\$ epsilon * m ^ 3 ?

উত্তর:- লিটারের সঙ্গে SI-তে আয়তনের একক ঘন মিটারের সম্পর্ক: 1m ^ 3 = 10 ^ 3 * L ।

7. কঠিন, তরল ও গ্যাস-এই তিন ধরনের পদার্থের মধ্যে কোল্টিতে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি?

উত্তর:- কঠিন, তরল ও গ্যাস-এই তিন ধরনের পদার্থের মধ্যে কঠিন পদার্থে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি।

8. কঠিন, তরল ও গ্যাস-এই তিন ধরনের পদার্থের মধ্যে কোল্টিতে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম?

উত্তর:- কঠিন, তরল ও গ্যাস-এই তিন ধরনের পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম।

9. বয়েলের সূত্রে ধ্রুবক কী কী?

উত্তর:- বয়েলের সূত্রে ধ্রুবক হল (১) গ্যাসের ভর ও (২)গ্যাসের উষ্ণতা।

10. কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ওর অণুগুলির গতির সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত?

উত্তর:- কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের কোনো পরিবর্তন হতে না দিয়ে গ্যাস অণুগুলির বেগ বাড়লে পাত্রের অভ্যন্তরে গ্যাসের চাপ বৃদ্ধি পায়।

11. স্থির উষ্ণতা বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হল। গ্যাসের চাপের কী পরিবর্তন হবে?

উত্তর:- উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলে গ্যাসের চাপ বাড়বে।

12. প্রমাণ চাপের মান কত?

উত্তর:- প্রমাণ চাপের মান 1.013 * 10 ^ 6 * dyn / cm ^2

13. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো।

উত্তর:- স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন
V হলে, বয়েলের সূত্রানুযায়ী, V×1/p

বা, V = K/p

বা, pV = K যেখানে একটি ধ্রুবক।

14. চার্লসের সূত্রে ধ্রুবক কী কী?

উত্তর:- চার্লসের সূত্রে ধ্রুবক হল-( ১) গ্যাসের ভর ও (২) গ্যাসের চাপ।

15. আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী সেলসিয়াস স্কেলে পরম শূন্য উয়তা কত ধরা হয়?

উত্তর:- আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী – 273.15 deg * C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণ ধরা হয়।

16. পরম উষ্ণতা কী?

উত্তর:- পরম স্কেল বা কেলভিন স্কেলে কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করা হলে সেটাই হল পরম উষ্ণতা।

17. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?

উত্তর:- পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 K ।

18. চার্লসের সূত্রের V-t লেখচিত্রের প্রকৃতি কী?

উত্তর:- চার্লসের সূত্রের V-t লেখচিত্রের প্রকৃতি হল সরলরেখা।

19. চার্লসের সূত্রের V-t লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন্ উন্নতায় ছেদ করে?

উত্তর:- চার্লসের সূত্রের V-t উন্নতায় ছেদ করে। লেখচিত্র উন্নতা অক্ষকে – 273 deg * C

20. চার্লসের সূত্রের V-T’ লেখচিত্রের প্রকৃতি কী?

উত্তর:- চার্লসের সূত্রের V-T লেখচিত্রের প্রকৃতি হল মূলবিন্দুগামী সরলরেখা।

21. চার্লসের সূত্রের V-T লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন্ উষ্ণতা ছেদ করে?

উত্তর:-চার্লসের সূত্রের V-T লেখচিত্র উষ্ণতা অক্ষকে O K উষ্ণতা ছেদ করে।

22. পরম শূন্য উষ্ণতার চেয়ে কম উষ্ণতা বাস্তবে সম্ভব কি?

উত্তর:- না, পরম শূন্য উষ্ণতার চেয়ে কম উষ্ণতা বাস্তবে সম্ভব নয়।

23. স্থির চাপে কত °C উষ্ণতা চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?

উত্তর:- চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে -273°C উষ্ণতা কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।

24. কোনো বস্তুর উষ্ণতা 273 K পরিবর্তন হলে সেলসিয়াস স্কেলে এই পরিবর্তনের মান কত?

উত্তর:- 1 K-এর পরিবর্তন = 1°C-এর পরিবর্তন। তাই বস্তুটির উষ্ণতা 273 K পরিবর্তন হলে সেলসিয়াস স্কেলে এই পরিবর্তনের মান 273°CI

25. সেলসিয়াস স্কেলে 400 K উষ্ণতা মান কত?

উত্তর:- সেলসিয়াস স্কেলে 400 K উষ্ণতা মান = (400-273)°C = 127°C I

26. কোনো বস্তুর উষ্ণতা 270 K থেকে বেড়ে 273 K হলে সেলসিয়াস স্কেলে এর উষ্ণতা কত বৃদ্ধি পাবে?

উত্তর:- বস্তুটির উষ্ণতা বৃদ্ধি = (273-270) K = 3 K। যেহেতু 1K- এর পরিবর্তন =1°C-এর পরিবর্তন, তাই সেলসিয়াস স্কেলে উয়তা বৃদ্ধি হবে 3°C।

27. কোনো বস্তুর উষ্ণতা 270 K থেকে বৃদ্ধি পেয়ে 273 K হলে সেলসিয়াস স্কেলে বর্তমানে বস্তুটির উষ্ণতা কত?

উত্তর:- বর্তমানে বস্তুটির উন্নতা 273 K = (273-273)°C=0°C ।

28. চাপ (p)-কে X-অক্ষ এবং চাপ ও আয়তনের গুণফল (p কে Y-অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কীরূপ হবে?

উত্তর:- লেখচিত্রের প্রকৃতি হল সরলরেখা। এটি চাপ অক্ষের সমান্তরাল হয়।

29- আদর্শ গ্যাসের পরম শূন্য উশব আয়তন কত?

উত্তর:- আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতায় আয়তন শূন্য।

30. গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো।

উত্তর:- গ্যাসের আকার ও নির্দিষ্ট আয়তন নেই।

31. বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো।

উত্তর:- বয়েল ও চার্লস সূত্র দুটোতেই গ্যাসের ভরকে ধ্রুবক ধরা হয়।

32. মোলার আয়তনের মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে কি?

উত্তর:- না, মোলার আয়তনের মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না।

33. মোলার আয়তনের মান কীসের ওপর নির্ভরশীল?

উত্তর:-মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও উষ্ণতা ওপর নির্ভরশীল ।

34. STP-তে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের সীমাস্থ মান কত?

উত্তর:- STP-তে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের সীমাস্থ মান 22.4 L বা 22400 mL।

35. কোন্ বিজ্ঞানী প্রথম অণুর ধারণা দেন?

উত্তর:- বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রথম অণুর ধারণা দেন।

36. অ্যাভোগাড্রো প্রকল্পে গ্যাসের আয়তন বলতে কোন্টি বোঝায়- গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তন নাকি গ্যাসের মধ্যে থাকা অণুদের আয়তন?

উত্তর:- অ্যাভোগাড্রো প্রকল্পে গ্যাসের আয়তন বলতে গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তনকে বোঝায়।

37. নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অঞ্চলের বায়ুর ঘনত্ব কীভাবে হ্রাস পেতে পারে?

উত্তর:-নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অঞ্চলের বায়ুতে কোনোভাবে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব হ্রাস পেতে পারে।

38. হাইড্রোজেন গ্যাসপূর্ণ একটি বেলুনে অণুর সংখ্যা N হলে একই উন্নতা ও চাপে থাকা সম-আয়তন নাইট্রোজেন গ্যাসপূর্ণ একটি বেলুনে অণুর সংখ্যা কত হবে?

উত্তর:-একই উয়তা ও চাপে থাকা সম-আয়তন নাইট্রোজেন গ্যাসপূর্ণ বেলুনেও অণুর সংখ্যা -ই হবে।

39. কার ঘনত্ব কম-শুষ্ক বায়ু নাকি আর্দ্র বায়?

উত্তর:-শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর ঘনত্ব কম হয়।

40. পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস-অণুগুলির গতিশক্তির কী পরিবর্তন ঘটে?

উত্তর:- পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস-অণুগুলির গতিশক্তি সংরক্ষিত থাকে।

41. ঘরের কোনায় জ্বালানো ধূপের গন্ধ কিছুক্ষণ পর অপর কোনা থেকেও পাওয়া যায়-এটি গ্যাসের অণুগুলির কোন্ ধর্ম প্রকাশ করে?

উত্তর:- প্রদত্ত ঘটনাটিতে গ্যাসের অণুগুলির গতিশীলতা ধর্মের প্রকাশ হয়।

42. STP-তে 22.4L কোনো গ্যাসে অণুর সংখ্যা কত?

উত্তর:- STP-তে 22.4 L কোনো গ্যাসে অণুর সংখ্যা 6.022 * 10 ^ 23 টি।

43. উষ্ণতা কোনো পরিবর্তন না ঘটিয়ে পিস্টনযুক্ত কোনো বন্ধ পাত্রে রাখা কিছু পরিমাণ গ্যাসের চাপ কীভাবে বাড়ানো যেতে পারে।

উত্তর:- উষ্ণতা কোনো পরিবর্তন না ঘটিয়ে পিস্টনকে পাত্রের ভিতর দিকে ঠেলে সরালে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে।

44. মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।

উত্তর:-n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হল, pV= nRT |

45. 1 mol গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।

উত্তর:- 1 mol গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হল, pV = RT

46. pV = nRT সমীকরণটি কি সকল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য?

উত্তর:- হ্যাঁ, pV = nRT সমীকরণটি সকল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।

47. আন্ডরাণবিক বলের ভিত্তিতে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কোথায়?

উত্তর:- আদর্শ গ্যাসের আন্তরাণবিক বলের মান শূন্য হলেও বাস্তব গ্যাসের ক্ষেত্রে তার মান শূন্য নয়।

48. CGS পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর একক কী?

উত্তর:- CGS পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর একক হল erg.mol-1-K-1

49. R-এর SI একক লেখো ।

উত্তর:- R-এর SI একক হল ].mol-1. K ^ – 1 ।

50. cal-mol-1- K ^ – 1 এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর মান কত?

উত্তর:- cal-mol-1. K-1 এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর মান 1.9871

51. L-atm- mol-1. K ^ – 1 এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর মান কত?

উত্তর:- L * atmmo * l ^ – 1 * k ^ – 1 এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর মান (0.082।

52. আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তনের সঙ্গে অণুগুলির মোট আয়তনের সম্পর্ক কী?

উত্তর:- আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলির মোট আয়তন গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়।

53. আদর্শ গ্যাসের দুটি অণুর ধাক্কা কী ধরনের।

উত্তর:- আদর্শ গ্যাসের দুটি অণুর ধাক্কা হল স্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ এক্ষেত্রে রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে ।

54.গ্যাসের ব্যাপনের কারণ কী?

উত্তর:- গ্যাসের অণুগুলির গতিশীলতাই ব্যাপনের কারণ।

55. গ্যাস অণুগুলির সম্পূর্ণ শক্তি কী ধরনের?

উত্তর:- গ্যাস অণুগুলির সম্পূর্ণ শক্তিই হল গতিশক্তি।

56. ব্যাপন ক্লিয়ার শর্ত কী?

উত্তর:- পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাসের মধ্যেই ব্যাপন হয়।

57. অভিকর্ষের বিপরীতে কি ব্যাপন হয়?

উত্তর:- হ্যাঁ, অভিকর্ষের বিপরীতে ব্যাপন হতে পারে।

58. উষ্ণতা কমিয়ে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব-এর থেকে গ্যাসের আন্তরাণবিক বল সম্পর্কে কী ধারণা করা যায়?

উত্তর:-প্রদত্ত ঘটনাটি বাস্তব গ্যাসের আন্তরাণবিক বলের উপস্থিতির ধারণার জন্ম দেয়।

59. আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কোন্ অঙ্গীকারটির জন্য আদর্শ গ্যাসের চাপ একই শর্তে বাস্তব গ্যাসের চাপ অপেক্ষা বেশি হয়?

উত্তর:- আদর্শ গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হয় না-এই অঙ্গীকারটিই প্রদত্ত ঘটনাটির কারণ।

60. একটি গ্যাস অণু যখন কোনো পাত্রের বেশ অভ্যন্তরে থাকে তখন অণুর ওপর লঘি আকর্ষণ বল কত?

উত্তর:- একটি গ্যাস অণু যখন কোনো পাত্রের বেশ অভ্যন্তরে থাকে তখন অণুর ওপর লপি আকর্ষণ বল শূন্য হয়।

61. কোনো পাত্রের মধ্যে থাকা কোনো গ্যাস অণুর ওপর কখন লখি আকর্ষণ বল ক্রিয়া করে?

উত্তর:- একটি অণু যখন পাত্রের দেয়ালের খুব নিকটবর্তী হয়, তখন অণুর ওপর লঘি আকর্ষণ বল ক্রিয়া করে।

62. আদর্শ গ্যাসকে কি তরলে রূপান্তরিত করা সম্ভব?

উত্তর:- আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাই আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয়।

63. বাস্তব গ্যাসকে কি তরলে রূপান্তরিত করা সম্ভব?

উত্তর:- বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বর্তমান, তাই বাস্তব গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব।

64. কোন্ শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

উত্তর:- নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।

65. কোন্ উষ্ণতা গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়?

উত্তর:- – 273 deg * C উষ্ণতা গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়।

66. আদর্শ গ্যাসের অণুগুলির গড় রৈখিক গতিশক্তির সঙ্গে উষ্ণতা সম্পর্ক কীরূপ?

উত্তর:- আদর্শ গ্যাসের অণুগুলির গড় রৈখিক গতিশক্তি (E_{k}) , পরম উষ্ণতা (7) সমানুপাতিক। অর্থাৎ E_{k} T| প্রকৃতপক্ষে E_{k} = 3/2 * kT k হল বোলজম্যান ধ্রুবক।

67. আদর্শ গ্যাসের অণুর বেগ কত হয়?

উত্তর:- আদর্শ গ্যাসের অণুর বেগ -০০ থেকে ৭০০ পর্যন্ত হতে পারে।

68. আদর্শ গ্যাসের অণুর দ্রুতি কত হয়?

উত্তর:- আদর্শ গ্যাসের অণুর দ্রুতি শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে।

69. উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়ে না কমে?

উত্তর:- উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়ে।

70. তাপমাত্রা স্থির রেখে আবদ্ধ কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির ঘনত্বের কীরূপ পরিবর্তন হবে?

উত্তর:- তাপমাত্রা স্থির রেখে আবদ্ধ কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে ঘনত্ব দ্বিগুণ হবে ।

You may also like

Madhyamik Physical Science

দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর

1. ওজন হিসাবে বায়ুমন্ডলে ট্রপোস্ফিয়ার (a) 25 (b) 50 (c) 75 (d) 40 উত্তর:- 75 2. বায়ুমন্ডলের ঊর্ধ্বতম স্তরটি হল
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা প্রশ্ন উত্তর
Madhyamik Physical Science

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা প্রশ্ন উত্তর

1. এক মোল পানির ভর কত? A) 18 গ্রাম B) 1 গ্রাম C) 10 গ্রাম D) 12 গ্রাম উত্তর: A)