শাবলতলার মাঠ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১.শাবলতলার মাঠ গল্পটির লেখক কে ?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২. শাবলতলার মাঠ এ কী তৈরি হচ্ছিল ?
উত্তর: কারখানা।
৩. উমাচরণ মাস্টার কি লিখতেন ?
উত্তর: বই ।
৪. উমাচরণ মাস্টারের বইটির নাম কী ছিল ?
উত্তর: আক্কেলগুড়ুম।
৫. “তখন শাবলতলার মাঠে __ করছে রোদ্দুর।”(শূন্যস্থান পূরণ করো)
উত্তর: ঝাঁ ঝাঁ।
৬. উমাচরণ তার স্কুলের ছেলেদের উচ্চ প্রাথমিক পরীক্ষা দিতে কোথায় নিয়ে যেতেন?
উত্তর:- রানাঘাট ।
৭. মেজো বাবুর শালা কোথায় থাকতেন ?
উত্তর:- গোবরডাঙ্গা।
৮ “আমরা বোঁচকা নামিয়ে একটা __ তোলায় সবাই বসলাম।” (শূন্যস্থান পূরণ করো)
উত্তর:- কদবেল গাছের ।
৯. লেখক এর বড় মামা মাস্টার মশাইকে কী বলে ডাকতেন ?
উত্তর:- দাদা ।
১০. মার্টিন লাইনের ছোট স্টেশনে লেখক কোন সময় এসেছিলেন ?
উত্তর:- সকালবেলা।
১১. চালতে বাগানে কোন্ গাছ ছিল না ?
উত্তর:- চালতে গাছ ।
১২. গল্পকথক ছোট বেলায় কোন্ স্কুলে পড়তেন ?
উত্তর:- দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় ।
১৩. শাবলতলার মাঠ দেখে বক্তার কত দিন আগের স্মৃতিকথা মনে পড়ে ?
উত্তর:- ২৫ বছর।
১৪. “সে গ্রামে আর যাইনি কখনো”— কোন ঘটনার পর গল্পকথক সে গ্রামে কেন আর যাননি ?
উত্তর:- গল্প কথকের পিসিমা মারা যাবার পর ।
১৫. উমাচরণ মাস্টারের পদবী কী ছিল ?
উত্তর:- চক্রবর্তী ।
১৬. বহুদিন পর সাপোর্টার মাঠের পাশ দিয়ে বক্তার যাবার কারণ কী ছিল ?
উত্তর:- বিয়ের পাত্রীর সন্ধানের জন্য ।
১৭.শাবলতলার মাঠে কারখানাটি কোন কোন জায়গা নিয়ে তৈরি হচ্ছিল ?
উত্তর:- বাজিতপুর ,মনসাতলা ও বেদে পাড়া ।
১৮. শাবলতলার মাঠ দেখে বক্তার কোন্ বয়সের একটি মধ্যান্য দিনের কথা মনে পড়েছে ?
উত্তর:- ১১ বছর বয়সের।
১৯. উমাচরণ মাস্টার কোন্ স্কুলের হেড মাষ্টার ছিলেন ?
উত্তর:- দুর্গাপুর উচ্চ প্রাথমিক পাঠশালা ।
২০. উমাচরণ মাস্টারের কয়টি ধুতি ছিল ?
উত্তর:- দুটি
২১. উমাচরণ মাস্টারের সব জিনিস গুলির মধ্যে গল্পের বক্তার বেশি কী মনে আছে ?
উত্তর:- বেতের কথা ।
২২. সাহিত্যের রূপ রীতি বিচারে উমাচরণ মাস্টার তার রচনাটিকে কী বলতেন ?
উত্তর:- প্রহসন ।
২৩. গল্প কথকের মতে উমাচরণ মাস্টার ভবিষ্যতে কার সমান লেখক হতে পারেন ?
উত্তর:- গিরিশ ঘোষ।
২৪. বক্তার পিসিমা বক্তার কাছে মাইনের কত টাকা বা পয়সা ফেরত পেতে চেয়েছিল ?
উত্তর:- ন- আনা।
২৫. “আপনার বয়স কত…” —মাস্টার মশাইকে এই প্রশ্ন কে করে ছিলো ?
উত্তর:- সতু।
২৬. গল্পকথকের ধারণায় মাস্টারমশায়ের বয়স কত ছিল ?
উত্তর:- চল্লিশ(৪০)-এর উপর ।
২৭. দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব কত ছিল ?
উত্তর:- দুই আড়াই ক্রোস।
২৮. পরীক্ষা দিতে যাওয়ার সময় সঙ্গে করে কে নারকেল নাড়ু নিয়ে গেছিল ?
উত্তর:- কানাই।
২৯. শাবলতলার মাটিতে গর্ত গুলো কীসের ছিল ?
উত্তর:- খেঁকশিয়ালের ।
৩০. আলোচ্য ‘শাবলতলার মাঠ’ গল্পের যে প্রবাদ প্রবচন এর উল্লেখ আছে সেটি কী ?
উত্তর:- নবমীর পাঠা ।
শাবলতলার মাঠ গল্পের প্রশ্ন উত্তর
১. শাবলতলার মাঠ গল্পটি কার লেখা?
উত্তর:-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল কত?
উত্তর:-১৮৯৪-১৯৫০
৩. বিভূতিভূষণের প্রথম গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর:- প্রবাসী
৪. কোন গল্পের মাধ্যমে বিভূতিভূষণের কথা সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে?
উত্তর:-উপেক্ষিতা
৫. লেখক শাবলতলার মাঠ দেখতে গিয়েছিল কোথায়?
উত্তর:-পিসিমার বাড়ির দেশে
৬. লেখক পিসিমার বাড়ির দেশে শাবলতলার মাঠ দেখতে গিয়েছিল কত বছর আগে?
উত্তর:- ২৫-৩০ বছর আগে
৭. লেখক ছেলেবেলায় কোথায় পড়তে যেতেন?
উত্তর:- দুর্গাপুর প্রাইমারি পাঠশালায়
৮. পিসিমার বাড়ির দেশে লেখকের বহুদিন না যাবার কারণ?
উত্তর:- পিসিমা মারা গেছে
৯. লেখক কোন গাড়িতে যাওয়ার সময় শাবল তলার মাঠ দেখেন?
উত্তর:-গরুর গাড়ি
১০. শাবলতলার মাঠে কি তৈরি হচ্ছিল?
উত্তর:- কারখানা
১১. কারখানা তৈরীর কন্ডাক্টর কোথাকার লোক?
উত্তর:-পাঞ্জাবি
১২. মার্টিন লাইনের ছোট স্টেশনে লেখক কোন সময় নেমেছিল?
উত্তর:-সকাল বেলা
১৩. ২৫-৩০ বছর পর লেখক পিসিমার বাড়ি যাচ্ছিলেন কেন?
উত্তর:- মেয়ের বিয়ের পাত্র খুঁজতে
১৪. দুর্গাপুর উচ্চ প্রাথমিক স্কুলে পড়ার সময় লেখক এর বয়স কত ছিল?
উত্তর:-১১ বছর
১৫. দুর্গাপুর উচ্চ প্রাথমিক স্কুলের মাস্টারমশাইয়ের নাম কি?
উত্তর:-উমাচরণ চক্রবর্তী
১৬. উমা চরণ মাস্টারমশাইয়ের বাড়ি কোথায় ছিল?
উত্তর:-গ্রামের জমিদারদের বৈঠক খানার একপাশে
১৭. উমাচরণ মাস্টারমশাইয়ের হুকোটি কোথায় থাকতো?
উত্তর:-দেওয়ালের গায়ে ঝোলানো থাকতো
১৮. উমাচরণ মাস্টার মশাই এর লেখা বই এর নাম কি?
উত্তর:-আক্কেল গুড়ুম
১৯. আক্কেল গুড়ুম কোন জাতীয় গ্রন্থ?
উত্তর:-প্রহসন
২০. আক্কেল গুড়ুম গ্রন্থে কার কথা বলা আছে?
উত্তর:-একজন ইংরেজি পড়া ছোকরা
২১. আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন – উমাচরণ বাবুকে একথা কে বলেছিলেন?
উত্তর:-সেজো বাবুর শালা
২২. মাস্টার মশাই কে দেওয়া মাইনে থেকে পিসিমার কত টাকা ফেরত পাওয়ার কথা ছিল?
উত্তর:-ন আনা পয়সা
২৩. উমাচরণের রীতি কি ছিল?
উত্তর:-মাইনের টাকা থেকে খুচরো না ফেরত দেওয়া।
২৪. লেখকের পিসিমা আক্কেল গুড়ুম বইয়ের বদলে কোন বই আনতে বলেছিল?
উত্তর:-কৃষ্ণের শতনাম
২৫. বড় বড় লেখকরা প্রথম জীবনে কোন পেশায় নিযুক্তথাকেন বলে উমাচরণ বলেছে?
উত্তর:-স্কুল-মাস্টার
২৬. মাস্টার মশাই খুব বড় পন্ডিত-কথাটি কে বলেছিল?
উত্তর:-শতু
২৭. চালতে বাগানে কোন কোন গাছ ছিল?
উত্তর:- আম তেতুল চালতা
২৮. উমাচরণ মাস্টারমশাই কোথায় বসে প্রতিদিন লিখতেন?
উত্তর:-চালতে বাগানে মাঠের ধারে
২৯. লেখকরা কোথা থেকে উমাচরণ কে লক্ষ্য করছিল?
উত্তর:-শ্যাওড়া ঝোপের আড়াল থেকে
৩০. শ্যাওড়া ঝোপের পাশে কোন গাছ ছিল?
উত্তর:-কতবেল গাছ
৩১. লেখকের বড় মামার বয়স কত ছিল?
উত্তর:-৩৫
৩২. লেখকের ক্লাসের কতজন ছেলে সে বছর উচ্চ প্রাথমিক পরীক্ষা দিতে গিয়েছিল?
উত্তর:-চারজন
৩৩. উমা চরণ ও তার ছাত্ররা শাবলতলার মাঠে যতক্ষণ ছিল?
উত্তর:-দু’ঘণ্টা
৩৪. লেখক এর বড় মামা উমাচরন কে কি বলে ডাকতেন?
উত্তর:-দাদা
৩৫. উচ্চপাইমারি পরীক্ষা দেওয়ার জন্য সে বছর কে কে তৈরি হয়েছিল?
উত্তর:-লেখক, কানাই, সারদা, সতু
৩৬. শাবলতলার মাঠে কিসের জঙ্গল ছিল?
উত্তর:-কুল গাছ, বন তুলসী, শ্যাওড়া-ডাঁটা
৩৭. উমাচরণ মাস্টার তার ছেলেদের কোথায় উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে নিয়ে যেতেন?
উত্তর:-রানাঘাট
৩৮. দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ কত দূরে ছিল?
উত্তর:-দু আড়াই ক্রোশ
৩৯. শাবলতলার মাঠের ঝোপে ঝোপে কোন পাখির কলরব শোনা যাচ্ছিল?
উত্তর:-শালিক ও ছাতারে পাখি
৪০. “ওখানে কি করছিলেন মাস্টার মশাই? কি আছে ওখানে?”- বক্তা কে?
উত্তর:-সতু
৪১. ” আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা” বক্তা কে?
উত্তর:-সারদা
৪২. উমাচরণের প্রতি শ্রদ্ধার ভাব একটু ফিকে- কোন ছাত্রের?
উত্তর:-সারদা
৪৩. বাঘে নিয়ে গেল নাকি রে?… বক্তা কে?
উত্তর:-সতু
৪৪. শাবলতলার মাঠে কোন ঝোপের আড়ালে বসে উমা চরণ মাস্টার কবিতা লিখছিলেন?
উত্তর:-কুঁচ ঝোপের আড়ালে
৪৫. লেখকের সহপাঠী কানাইয়ের পদবী কি ছিল?
উত্তর:-চক্কতি
৪৬. মহকুমার হাকিমের কোন শাস্তি দেবার কথা জানানো হয়েছে?
উত্তর:-জেলে দিতে পারেন কিংবা জরিমানা করতে পারেন
৪৭. মাস্টার মশাই কে ডাকতে কাশির আওয়াজ করেছিল কে?
উত্তর:-সারদা
৪৮. আসুন মাস্টার মশাই সন্ধ্যের দেরি নেই যে… বক্তা কে?
উত্তর:-সারদা
৪৯. লেখক এর শাবলতলার মাঠ দেখে দুঃখ হয়েছিল কেন?
উত্তর:-শাবলতলার মাঠের আগেকার দিনের সৌন্দর্য ও নির্জন পরিবেশ ধ্বংস হয়ে গিয়েছে দেখে
৫০. উমাচরণ মাস্টারমশাইয়ের পদবী কি ছিল?
উত্তর:-চক্রবর্তী